![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলেশ রিছিল
— এম.এম. হাওলাদার
ভূমি হারানোর বঞ্চনা,
শাল বৃক্ষের আর্তনাদ;
জেগে ওঠে ভূমি-সন্তান —
হাজার বছরের আদিবাসী।
দখলদার বনরক্ষী,
রাষ্ট্রীয় সন্ত্রাসের রক্তচক্ষু;
নির্যাতন-নিপীড়ন —
রুখে দাঁড়ায় মধুপুর।
বন্দুকের নল, বারুদের বাক্স,
রাষ্ট্রীয় গুন্ডাদের হুংকার;
অস্তিত্বের প্রশ্নে আপোষ নয়,
সংগ্রাম এগিয়ে চলে।
১৮ মার্চ, ২০০৭
অশুভ ছায়ায় ঢেকে যায়
মধুপুরের আকাশ;
বাতাসে মৃত্যুর হাহাকার।
সত্যের পথরোধ করে
রাষ্ট্রীয় হায়েনারা —
কিন্তু সত্য চিরন্তন;
তাই বিপ্লবের মৃত্যু হয় না।
অধিকারের লড়াইয়ে
পরাজিত হয় —
রাষ্ট্রীয় ঘাতকের
রাইফেল-বেয়নেট।
শালবনের কান্না,
অস্তিত্ব রক্ষার প্রতীজ্ঞা;
মৃত্যু পদানত হয় —
অধিকার আদায়ের সংগ্রামে।
মধুপুরের রক্তাক্ত মাটিতে
সৃষ্টি হয় নতুন ইতিহাস;
শহীদ চলেশ রিছিল —
যেখানে সংগ্রামের অপর নাম।
২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১১
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর , ভাল লাগল
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো,
লেখা একটু এডিট করে গুছিয়ে নিন।