![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধনী ও উচ্চবিত্তরা ইসলাম ততটুকুই বরদাশত করে, যতক্ষন তা গরিবের হক ও ইনসাফের ব্যাপারে কোন কথা বলেনা, চুপ থাকে। জালিমের কাছে ইসলাম ততক্ষনই ধর্ম যতক্ষন তা মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ। ধর্ম যতক্ষন ব্যক্তিগত ও পারলৌকিক স্বার্থোদ্ধারের উপায় মাত্র ততক্ষনই তা ধর্ম ধর্ম বলে বিবেচিত। কিন্তু ধর্ম যখন ব্যক্তির বদ্ধ গন্ডি অতিক্রম সমাজে-সংস্কৃতির পরিসরে ও রাজনীতির পরিমন্ডলে এসে দাবি করে গণমানুষের অধিকার আদায় ও ইনসাফ কায়েমও তার সংকল্পের অন্তর্গত তখন তার বিরুদ্ধে হেন কোন মারনাস্ত্র নাই যা নিয়ে জালিম ঝাপিয়ে পড়েনা। --দার্শনিক ফরহাদ মজহার।
২| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৮
সবুজ সাথী বলেছেন: ভালই কইছে।
৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯
শিব্বির আহমেদ বলেছেন: কথা সত্য
৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫১
অগ্রজ বলেছেন: একেই বলে আল্লাহর ইচ্ছা। এখন তিনি ইসলামপন্থীদের পক্ষে কথা বলছেন। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন যাকে ইচ্ছা গোমরাহ করেন। গতকালের মাসুম মজুমদারের কলাম পড়ে আরো উৎসাহিত হয়েছি। তার বৈজ্ঞানিক ও ইসলামী বিশ্লেষণ পড়ে খুবই ভাল লেগেছে। তিনিও একসময় অন্ধকারে ছিলেন। পরে আলোকিত হয়েছেন। এভাবে যুগে যুগে মানুষ আলোর পথে আসে। কিন্তু এথেকে কি কেউ শিক্ষা নেয়?
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৬
আদরসারািদন বলেছেন: শুনে লাভ হবে কি..? আমরা সবাই এখন নির্বাক! তয়, ধন্যবাদ আপনাকে