![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল
আপনি হয়তো খুব মেধার আধিকারী। জ্ঞানের পাহাড় জমে আছে আপনার মনে, মস্তিস্কে। দুনিয়ার জ্ঞান ভান্ডারের বিশাল অংশ আপনার করায়ত্বে।
আপনি চাচ্ছেন এই জ্ঞান অপরের মাঝেও ছড়িয়ে পরুক। বিশেষ করে আপনি যদি কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। অথবা যদি কোন ছোট ভাই বোনদের কোন একটা বিষয় বুঝাতে যান কিংবা আপনি যদি প্রাইভেট টিউটর হন তাহলে কি কি কৌশল অবলম্বন করবেন যাতে ছাত্ররা খুব সহজে ভালভাবে বুঝতে পারে?
অনেকেই হয়তো বলবেন যার জ্ঞান যত বেশি সেই পারবে তত সহজভাবে ভালকরে বুঝাতে। বাস্তবে কি বেপারটা তাই? আসলে জ্ঞান হল এক জিনিস আর তা অন্যের কাছে পৌছানো বা অন্যকে শিখানো হল আরেক জিনিস।
আমি কিছু কৌশলের কথা উল্লেখ করছি।
১. প্রথমেই ছাত্রদের মন মানসিকতা বুঝতে হবে। অর্থাৎ এই মুহুর্তে তার মন পড়ার মধ্যে আছে কি না? পড়ায় মন থাকলে পড়া এমনিতেই অর্ধেক হয়ে যাবে!
২. আপনি যেই বিষয়টা বুঝাবেন তা যেন ছাত্রদের কাছে মজাদার হয়। তারা যেন বিষয়টা বুঝার জন্য আগ্রহী হয়।কোন একটা বিষয় জানার প্রতি আগ্রহ সৃষ্টি হলে পড়া এমনিতেই অর্ধেক হয়ে যাবে!
১ ও ২ এ বর্নিত উপায়ে পড়া বুঝা প্রায় ১০০% কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার কাজ হল বিষয়টা তার কাছে উপস্থাপন করা।
এগুলো আমার ব্যক্তিগত মতামত।
আপনাদের জানা কৌশলগুলো কি কি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০১
এম এম হোসাইন বলেছেন: আমি নতুন ও নবীন ব্লগার। কোন ভুল হলে ক্ষমার চোখে দেখার অনুরোধ রইল।