নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

উচ্চ শিক্ষার্থে উপজেলা যাত্রা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

আশির দশকে খবরের কাগজে প্রায়ই একটা বিজ্ঞাপন দেখা যেত। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা। বিজ্ঞাপনটাতে একটা স্যুট টাই পরা একজনের ছবি,নাম, ঠিকানা আর লিখা থাকত উনি পড়াশুনা করার জন্য অমুক দেশে অমুক ইউনিভার্সিটিতে যাচ্ছেন। সময়ের অভাবে অনেকের সাথে দেখা করে যেতে পারেননি। সবার দোআ প্রার্থী। পরে এটা এতোই কমন হয়ে গেল যে প্রতিদিন এমন বিজ্ঞাপন থাকতই। পিএইচডি থেকে যেকোনো বিষয়ে বিশেষ করে পরবর্তীতে কম্পিউটার বিজ্ঞানে পড়তে যাওয়ার সংখা মহামারির আকারে দেখা গেল।



ঐ সময়ে আরেকটি স্রোত যাচ্ছিল সবার আড়ালে। এরা বিজ্ঞাপন পছন্দ করত না।চলে যেতো কাওকে কিছু না বলে। স্কুল বা কলেজ থেকে T.C নিয়ে ভর্তি হতো কোনো এক উপজেলার স্কুল বা কলেজ। এস এস সি বা এইচ এস সি দিবে। কারণ তারা Pre-Test পরীক্ষাতে পাশ করতে পারেনি। তাই ওখান থেকে পরীক্ষা দিতে দিবে না।বিপদ। কোন অসুবিধা নাই। চলে গেলেন উপজেলাতে। পরীক্ষা হলো। সুযোগ সুবিধা অনেক।পাশ শুধু না অনেক ভালো রেসাল্ট (!)।



আমরা হা করে তাকায়ে থাকতাম আর ভাবতাম "এত দিন কোথায় ছিলে হে প্রতিভাধারী "।



তখন মনে হতো উপজেলাতে অনেক ভালো পড়ায়। তাই এত উন্নতি।



ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে আমাদের ক্লাস-মেটরা ক্লাস এইট এর বৃত্তি পরীক্ষার জন্যও উপজেলাতে চলে গেলো। তারা হাসিমুখে মিষ্টি নিয়ে বাসায় চলে আসলো।ট্যালেন্ট পুল ফার্স্ট গ্রেড এ। আর আমি সেকেন্ড গ্রেড এ। জেলা স্কুল এর কি বাজে অবস্থা(!)।



বাসায় বকা খেলাম। ওদের মতো হতে পারনা! কিভাবে বলবো ওরা উপজেলা থেকে উচ্চ শিক্ষা নিয়ে আসছে।



মেডিকেল এর ভর্তি পরীক্ষা নিয়ে কথা বার্তা পড়ে আমার এখন মনে হয় উপজেলা সিস্টেম এখনো চলে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.