| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  আমার মেজো  ভাই আমাকে সামু  ব্লগ এর সন্ধান দেয়  অনেক বছর আগে। শখের বশেই সামু  ব্লগ এ রেজিস্ট্রেশন করে ছিলাম অনেক অনেক দিন আগে। তারপর কোন দিন লেখার চেষ্টা করিনি।  পাঠক হিসেবেই মেনে নিয়ে ছিলাম। প্রধান কারণ বাংলা টাইপ করতে পারিনা, কোন দিন লেখালিখি ও করিনি। পরশু রাতে মেইল পেলাম আমার ব্লগ নাকি সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হবে।  এবার আমি ধরা !!!!! 
অন্যদের সাথে যখন ইংলিশ প্রিমিয়ার লীগ এর ফুটবল খেলা দেখি তখন অনেক কে অথবা আমি নিজেও অনেক বার মন্তব্য করেছি "এই গাধাটা এত সোজা গোলটা  করতে পারলো  নাহ??? আমি হলে নেট ছিড়ে ফেলতাম"।
এখন চিন্তা করি যে লোকটা এই ৭ বিলিয়ন লোকের পৃথিবীতে ম্যান ইউ এর মত টীম এ চান্স  পেয়েছে সে নিশ্চয়ই সাধারণ কেউ না।  অনেক চেষ্টার ফসল এই খেলা তার।  লেখালিখি নিয়েও আমার সেই দশা।  আগে ভাবতাম লেখাটা অনেক অনেক সহজ একটা ব্যাপার।লেখার চেষ্টা করতেই টের  পেলাম কতটা কঠিন এই কাজ !!!
যাক আজ আমার যাত্রা শুরু করলাম লেখলিখিতে। সামু  কে ধন্যবাদ সুযোগ দেয়ার জন্য সেই সঙ্গে আপনাদের কেও পড়ার  জন্য। 
শীঘ্রই ফিরে আসব নতুন নতুন লেখা নিয়ে  ...........
 সতর্কবাণী: এই ব্লগ এ শিক্ষনীয় কোন কিছু পাওয়া নাও যেতে পারে।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:১৯
শাহরিয়ার খান রোজেন বলেছেন: হ্যাপি ব্লগিং। !