![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র একটা কল পেলাম ০১৭৯২৯২৮৪৫১ নাম্বার থেকে। মনোয়ার হোসেন সুদূর কুষ্টিয়া থেকে অনেক কষ্ট নিয়ে আমাকে কল করেছে। তার দোকান থেকে নাকি আমার নাম্বার এ ভুলে টাকা পাঠায় দিছে। আমি যেন ম্যাসেজ চেক করি। দেখি একটা ম্যাসেজ সে আমাকে ফরওয়ার্ড করছে। তাও কনফার্ম ম্যাসেজটা না। তার আগের টা। "you may pay the retailer"!!!!!!
সে আবার কল করলো। গলায় অনেক দরদ এনে বললাম ম্যাসেজ দেখছি। এখন কি করতে হবে? বলে তার নাম্বার এ পাঠায় দিতে হবে।
তাকে কাল কল করে মনে করায়ে দিতে বললাম। ওকে কিছু খরচ করাই !!! অনেক দিন পর পাইছি। !!!!!
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: মাত্র ৩২০০ !!!!
২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৯
দালাল০০৭০০৭ বলেছেন: আপনি ভাল মানুষ,
গরিব মানুষের টাকাটা ফেরত দিয়ে দিয়েন।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: হা হা হা। ঠিক করছি ওকে কয়েক দিন ঘুরাবো।
৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৬
মাহমুদ তূর্য বলেছেন: ভাই, ঘটনা ঠিক বুঝলাম না। যদি ভুলে টাকা পাঠায় তাহলে মোবাইল প্রতারক হল ক্যামনে ?
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩২
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: গ্রামীনফোন এর টাকা রিচার্জ এর সব ম্যাসেজ আসবে FlexiLoad নামে। ২ তা ম্যাসেজ আসে। request acceptance যেটাতে কোনো transaction হয় না। আপনি দোকানিকে টাকা দিলে আবার আপনার কাছে Confirmation ম্যাসেজ আসবে।এবার আপনার একাউন্ট এ টাকা এসেছে। কোনো পার্সোনাল নাম্বার থেকে আপনার ফোনে কোনো ম্যাসেজ আসবে না। বুঝলেন?
৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: বিকাশ নিয়ে ইদানীং ধান্দা শুরু হয়েছে। আপনার কাছে কি বিকাশ থেকে টাকা এসেছে। যদি এসে থাকে তাহলে ভালো করে চেক করে নিবেন।
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: না ভাই, বিকাশ এই মামলায় জড়িত না। এইটা পিওর ফ্রড কেস।
৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৫
মেমননীয় বলেছেন: আসলে প্রতারকটা কে?
টাকা প্রেরক না প্রাপক?
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: এখানে কোন প্রেরক প্রাপক নেই। কারণ কোনো টাকা লেনদেন আদৌ হয়নি। ধন্যবাদ।
৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫
রাসেলহাসান বলেছেন: কাহিনী কিছুই বুঝলাম না!!
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আরেকবার পড়ুন। ধরতে পারবেন। ধন্যবাদ।
৭| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: মানুষ এতো ডাম্ব কেন? সামান্য একটা "কাহিনী"-ও দেখি কেউ কেউ বুঝতে পারছেনা... যাই হোক, যতদিন পারেন ঘুরান।
০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আধা কইলে গাধা বোঝে, ভাঙ্গায়া কইলে হালের বলদ ও বোঝে - একটা গ্রাম্য প্রবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০২
দালাল০০৭০০৭ বলেছেন: কত টাকা?