নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ডাক্তাররা "হাটুরে কিল" খাচ্ছেন - ৩

১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

গল্প - ৩



আজ ডাক্তারদের ব্লগে কিল খাওয়ার দিবস। একসাথে এতো কিল খেতে আর দেখিনি। এখন ডাক্তাররা তো রীতিমতো ভয় দেখানো শুরু করে দিয়েছেন, আমাদের বাঁচানোর বদলে মেরেই ফেলবেন।



আমার গল্পে আসি।



ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে দেখবেন একটা সুরম্য ৫/৬ তলা বিল্ডিং। আজ প্রায় ৬ বছর যাবৎ রেডি। এটা হাসপাতালের নতুন বিল্ডিং। সব নতুন ইকুইপমেন্ট বাক্স বন্দী। বিল্ডিংও না ব্যবহারে নষ্ট হচ্ছে। না, এটা এখনো কোনো অজ্ঞাত কারণে চালু হচ্ছে না।



এমন অনেক উদাহরণ আছে। এই যে কোটি কোটি টাকার ইকুইপমেন্ট নষ্ট হলো এর দায় কার? এর জন্য ডাক্তাররা কি কোনো আন্দোলন করেছেন?



আমরাও করিনি। আমি জানি আমি অসুস্থ হলে হাসপাতালের বারান্দা থেকে বেড পর্যন্ত যেতে পারব না। বিনা চিকিৎসায় মারা পরব।



ভর্তি পরীক্ষাতে ১৫ নাম্বার পরে শুধু মাত্র ভর্তি পরীক্ষা দিয়েছে এদের যে ডাক্তারীতে ভর্তি করলেন, পরিণতি অনুধাবন করতে পারেন?



আমি একদিন একটা সরকারী হাসপাতালের ও টি তে ঢুকেছিলাম। আপনারা ফ্লোরে রক্ত, পুঁজ মাখা তূলা ফেলে ভরে রেখেছেন। কেন ভাই, waste disposal কি আমরা আপনাদের শিখাবো?



আপনাদের সহকর্মীরা যে সব ইংরেজি অক্ষর নামের পাশে লাগায়, তার কোন প্রতিবাদ আপনারা কোনো দিন করেছেন? আপনি জানেন না ভিয়েনা ডিগ্রী কিভাবে আসে?



আপনারা কেন ওষুধ কোম্পানির/ক্লিনিকের গাড়িতে চেম্বার এ যান? আপনাদের আত্ম সম্মান কি একেবারেই গেছে?



জানি বলবেন, দেশের সবাই করে আমরা করলেই দোষ? আমার উত্তর : দেশে লক্ষ লক্ষ লোক ড্রেনের পাশে হাগে। আপনিও হাগবেন? এই জন্য এত বছর লেখাপড়া করলেন?



দোষ আমাদেরও ষোলো আনা। আমি আজ পর্যন্ত খুব কম লোককেই উকিল সম্পর্কে মন্তব্য করতে শুনেছি। আয়কর নিয়ে ডাক্তারদের ঝাড়লেন। কই উকিল-ব্যারিস্টারদের তো ঝাড়তে দেখি না? ওদের কেনো কসাই, জাত কসাই বলেন না? মামলা খাওয়ার ভয়ে নাকি সে আপনার শত্রুকে বাঁশ দেয়ার প্রমিস করেছে বলে?



স্ট্রোক হলেই কি দীন মোহাম্মদ এর কাছে যেতে হবে? যে ডাক্তার এর সিরিয়াল পয়সা দিয়ে কিনতে হয়, গেলাম না তার কাছে। না, আমরাই ডাক্তারদের খারাপ বানাচ্ছি।



আজ যে কিল ডাক্তাররা খেলো , তা তাদের কর্মফল।



আগের পর্ব

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মদন বলেছেন: :)

১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: মজা লন মদন ভাই?

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্মফলতো বটেই।

আর নিজেকে না বদলে আরও সে পথো চলার নেশাও কম দায়ী নয়।

আজ প্রধানমন্ত্রীকে হুমকি দিতে হয়- ডাক্তাররা গ্রামে না গেলে চাকুরী থাকবেনা বলে!

অবস্থা কতটা শোচনিয় অবস্থায় চলে গেছে।

মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয়না মানুষ
যদি দানব কখনোবা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না????????


১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: যস্মিন দেশে যদাচার, কাছা খুলে নদী পার।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: শাবাস !

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: মুন্না ভাইদের কিল খেতে দেখে মজা পাইছেন?

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

আলী খান বলেছেন: প্রাইভেট হাসপাতালের নিজস্ব কিছু ডাক্তার থাকে এই গুলি কোন খামার থেকে যে পাশ কইরা আইয়ে.....তা আল্লাহই ভাল জানে......

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: নার্সগুলোও আসলে নার্স না।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

দখিনা বাতাস বলেছেন: ভিয়েনা ডিগ্রী ব্যাপারটা একটু খুলে বলবেন? আমি অনেক ডাক্তারের নামাের পাশে নানান ডিগ্রীর মাঝে এই ভিয়েনা দেখছি। এইটার আলাদা মাজেজা আছে নাকি ভাই?

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: কোন পরীক্ষা ছাড়াই পয়সা দিয়ে কেনা ডিগ্রী !!!!!

৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

৭১৫০ বলেছেন: লাইক দিয়ে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.