নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

যে বিষয়টা আমাদের কেও শেখাতে বিব্রত হয়

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

ধরুন আপনি একটা বহুতল ভবনের উপরের কোনো তলায় উঠার জন্য লিফটে উঠেছেন। অনেক মানুষ। এই সময় কি কখনো ঘামের দুর্গন্ধে আপনার লিফট থেকে লাফ দেয়ার কথা মনে হয়নি?







কনফারেন্স রুমের মধ্যে গায়ে দুর্গন্ধ ওয়ালার ভালো কথাও আপনার কাছে অত্যন্ত বাজে মনে হয়নি? সহযাত্রীর উচ্চ কণ্ঠের ফোনে আলাপচারিতায় যত না বিরক্ত হয়েছেন, তার চেয়ে বেশী বিরক্ত হয়েছেন তার বগলের ঘামের দুর্গন্ধে।







যেমনি আমাদের কেউ শেখায় না ফুটপাতে থুতু ফেলা নিষেদ তেমনি কেউ শেখায় না যে খাওয়ার টেবিলে ঢেঁকুর তোলা মারাত্মক অপরাধ।



বাংলাদেশ গরম প্রধান দেশ। এখানে আমার হিসাবে ৯ মাস গরম। বাতাসে জলীয়বাস্প অনেক। তাই ঘাম আমাদের হবেই। কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে সহজেই এই বিব্রতকর অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। দেখে নেয়া যাক পরিত্রানের উপায়।



সাধারণত ঘামের কোনো গন্ধ নেই। আমাদের ত্বকে থাকা বাক্টেরিয়া ঘামের সংস্পর্শে এসে বহুগুনে নিজেদের বংশ বৃদ্ধি করে আর আমাদের দিয়ে যায় দুর্গন্ধ !!!!



এই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে ৬ টি বিষয় আমাদের সবসময় মানতে হবে :



১) নিজেকে "ঝকঝকে তকতকে " রাখুন। না ভাই, আপনাকে হারপিক দিয়ে ধৌওয়ার কথা বলছি না। দিনে অন্তত দুইবার গোসল করুন। গোসল আপনার শরীরে জমে থাকা ধুলা ময়লার সঙ্গে বাক্টেরিয়ার গুষ্টি নাশ করবে।



২) আন্টি-বাক্টেরিয়াল সাবান ব্যবহার করুন। সম্ভব হলে সাধারণ সাবানের বদলে আন্টি-বাক্টেরিয়াল সাবান ব্যবহার করুন। বাজারে অনেক ডিওদরেন্ট সাবান বা শাওয়ার জেল পাওয়া যায়। দেখতে পারেন।



৩) পর শরীর ভালো করে মোছা অবশ্য কর্তব্য। একদম ড্রাই হতে হবে।



৪) এরপর নিয়ে আসুন "কারখানার শক্তি" । আমি বলছি বডি স্প্রে, ডিওডরেন্ট ও আন্টি পার্সেপায়রেন্ট এর কথা। আমি বাক্তিগত ভাবে তিন নাম্বারটা পছন্দ করিনা। আমি মনে করি ঘাম একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটাকে বাধা দেয়া বুদ্ধিমানের কাজ না। এগুলোর মধ্যে যে আরোমা আপনার শরীরের গন্ধের সাথে মিলে সুবাস দেয়, সেটাই সেলফ থেকে তুলে নিবেন। মনে রাখবেন, ভারতীয় বিজ্ঞাপনে এক্স ইফেক্ট যাই হউক , নিজের দুর্গন্ধ ঢাকাই এটা ব্যবহারের মূল কারণ।



৫) আপনার কাপড় ঝকঝকে তকতকে রাখুন।



৬) বেশী মশলাদার খাওয়া যা আপনার শরীরে অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ তৈরী করতে পারে, যেমন বেশি বেশি রসুন পেঁয়াজ থেকে দুরে থাকুন।







সুগন্ধ নিয়ে বাঁচুন, উঠে যান অন্য এক উচ্চতায়।



তথ্য ছবি সূত্র: ইন্টারনেট।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.........।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: নিজে সুবাসিত থাকুন অন্যকেও সুবাসিত হতে অনুরোধ করুন। কেমন হলো শ্লোগান টা ?

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

হেডস্যার বলেছেন:
বগল থেকে দুর্গন্ধের সবচেয়ে বড় একটা কারন হল... বগলের অবাঞ্ছিত লোম পরিস্কার না করা....
এইটাকে অনেকে খুব পুরুষালী একটা ব্যাপার মনে করে....খবিস। X((

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: পার্সোনাল হাইজিন আমাদের দেশে "শরমের ব্যাপার" !!! আগেই বলেছি কেও শেখায় না।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

সোহানী বলেছেন: ভালো বলেছেন.....

আমি একবার এক ইর্ন্টান্যাশানাল কনফারেন্সে যোগ দিয়েছিলাম। আমার সাথে যে বাঙ্গালী ভদ্রলোক ছিলেন তার গায়ে এবং মুখের দূর্গন্ধে আমাদের পালানোর জোগাড়। ২ দিন সহ্য করে ৩য় দিন বলে বসলাম যে, ভাই আপনি সকালে দাঁত ব্রাস করে ও গোসল করে দেন আসবেন। আপনার জন্যতো দেশের বদনাম করতে পারি না !!!!!!!!!!! :( :( :( :( :( :(

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: এ রকম অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই আছে। সুবাসিত থাকুন !!!!

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০১

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল কথা। বগলের দুর্গন্ধের চাইতে বেশী খারাপ লাগে খা--ক করে যখন কেউ রাস্তায় কফ থুতু ফেলে। পারসোনাল হাইজিন বলে কিছু আছে তাইতো বারো আনা লোক জানেনা! আনসিভিলাইজড মানুষের একটা দেশ!

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সিভিলাইজড করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। সুবাসিত থাকুন।

৫| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪

লিরিকস বলেছেন: আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.........।

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সুবাসিত থাকুন।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয়।
শেয়ারের জন্য ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনাকেও ধণ্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.