নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মরার স্ট্যাটাস

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

শোক সংবাদ আমি মনোযোগ দিয়ে পড়ি। তিনি স্বীয় বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন - হিডেন ম্যাসেজ উনার কিন্তু নিজের বাড়ি আছে। তাকে পারিবারিক কবরস্থান এ সমাহিত করা হবে - হু হু বুইঝেন হেজি পেজি ফ্যামিলি না। এঁদের প্রাইভেট কবরস্থান আছে। এরা পাবলিক প্লেসে শুবে না। আগামী ... বার বাদ আছর মরহুমের গুলশান /বনানী/ বারিধারা/ধানমন্ডির বাসায় কুলখানি - এবার বুঝলেন আমার স্ট্যাটাস??

কয়েকদিন আগে একজন বললেন এখন নাকি বনানী কবরস্থান এ কবরের গায়ে লেখা থাকে " মৃত্যু : মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিংগাপুর।

আরেক ধাপ এগিয়ে গেছে স্ট্যাটাস প্রতিযোগিতা!

এরপরে কি দেখবো ভাবতে পারছেন???

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনি যে অমুক মন্ত্রনালয়ের সচিব অমুক ও অমুক গ্রুফের ্মালিক তমুক এর পিতা , এটাতো কইলেন না ? :P

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪২

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: উনাদের নিয়ে আর কি বলবো? মেডিয়া বলবে

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৮

অগ্নি সারথি বলেছেন: হা হা হা

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ;)

৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি অদ্ভুত মানুষের স্ট্যাটাস মানসিকতা!!!!

খালি কবরের ভিত্রের খবর জানেনা বইলা .. নয়তো ওখানেও ষ্ট্যাটাস কম্পিটিশন লাগাই দিতো !!!!!!!!!!!!!!!!!!!!

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সেলফি দিতে পারে..

৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৮

প্লাবন২০০৩ বলেছেন: এখন যা দিনকাল, হয়ত এরকমই কারও কবরের এপিটাফে লেখা থাকতে পারে - "ইনি মৃত্যু কালে মাত্র ৩১ (একত্রিশ) বছর বয়সের আনিন্দ্য সুন্দরী একজন বিধবা স্ত্রী, ছোট ছোট দুটি সন্তান এবং বিপুল ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন"।
আফটার অল কেউ তো আর নিজের এপিটাফ নিজে করে দিয়ে যায়না, পরিবারের সদস্যরাই করে। এখন এগুলোই দেখা বাকী আছে।
ধন্যবাদ। সুক্ষ্ম একটা ব্যপার তুলে নিয়ে আসার জন্য।

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমি বাড়ির সামনে ব্যানার দেখেসি:

৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

আতিকুল০৭৮৪ বলেছেন: ধন্যবাদ সুন্দর লেখার জন্য

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আতিকুল ভাই

৬| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৬

যুবায়ে২৯ বলেছেন: হা হা হা। ব্যাখ্যাটা ভালোই দিয়েছেন। যারা এগুলো করেন, তারা মৃত ব্যক্তির নিকটজন। দু:খের ব্যাপার হলেও সত্য, এরা কোনটাই আন্তরিকভাবে করে না।

উচ্চবিত্তদের অধিকাংশের হৃদয় থাকে না। তারা অর্থ এবং যশের কাঙাল। কি আর করবেন ?

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: হুজুর কবে মরবে?

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নতুন নকিব বলেছেন:



মৃত্যুর পরের মাইকিংটাও কিন্তু কম যায় না! বাপরে বাপ্! পাঞ্জেগানা মসজিদের পাশের রাস্তা দিয়ে হয়তো দেখে থাকবেন, নামাজরত অবস্থায় সমানে চলছে মাইকিং- "একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ... ।" ফলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে মুসল্লীদের নামাজে।

ভাল থাকবেন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: মরাও এখন উৎসব :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.