![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেইলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ট্রাফিক সিগনাল, হাইওয়ে, রাস্তার মোড় কোথায় নেই এরা? একটা রশিদ বই বা মাইক নিয়ে বসে গেছে। জনে জনে গিয়ে টাকা তুলছে। বাসের যাত্রীদের কাছে টাকা তুলছে। মহাসড়কে বাশ ফেলে টাকা তুলছে। সকালবেলা গার্মেন্টস এর মেয়েদের হেটে যাওয়ার পথে টেবিল চেয়ার পেতে বসে মাইক নিয়ে বসে টাকা তুলে যাচ্ছে। ধরতে পারছেন এরা কারা? ঠিক ধরেছেন, এরা ধর্ম ব্যবসায়ী। মানুষকে ইইমোশনাল ব্ল্যাক মেইল করছে।
আছা কোথায় লেখা আছে মসজিদ পাকা হতে হবে? যাদের যেমন সাধ্য, তেমন মসজিদে নামাজ পড়বে। এখনতো মাইকের যুগ। মিনার তেমন উঁচু করার কোন দরকার নেই। মার্বেল পাথরে নামাজ পড়লে কি বেশী সোয়াব?
আসলে কিছু লোক এটাকে ব্যাবসা হিসেবে নিয়েছে। ওই টাকার কতটা যে মসজিদে যায় আর কতটা তাদের পকেটে আমি জানি না।
একটা জোক দিয়ে শেষ করি।
তিনজন বসে গল্প করছেন। দানের টাকা কে কিভাবে বণ্টন করেন। খ্রিষ্টান ফাদার বললেন আমি ৪০ ভাগ রেখে বাকিটা চার্চে দিয়ে দেই। হিন্দু পণ্ডিত বললেন আমি মাটিতে একটা দাগকেটে টাকা ছুড়ে মারি। যেগুলি দাগের ওই পাড়ে যায় তা ভগবান এর, বাকিগুলো আমার। মোল্লা বললেন আল্লাহু তো উপরে থাকেন তাই আমি সব টাকা উপরে ছুড়ে মারি। আল্লাহ যত ইচ্ছা রাখেন, বাকিটা আমি নেই।
২| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ভাল লেগেসে জেনে খুশি হোলাম। ধর্মীয়গুন্ডাদের ভয় পাই না।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৫
লেখোয়াড়. বলেছেন:
হা হা হা ..................
গল্পটা পড়ে হাসলাম।
কি আর করবে বলুন............. ধর্ম যে গেল গেল, ধর্ম বাঁচাতে হবে না??
আপনার এই লেখা পড়ে ব্লগের ধর্মীয়গুন্ডারা দেখুন আপনাকে কিসব বলে।