নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইল্লা কাটা।

মোঃ মোশাররফ হোসাইন

আমি মনের এলোমেলো ভাবনাগুলি লিখার চেষ্টা করছি।

মোঃ মোশাররফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বোম্বাই হাজী

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯

জাহাজ দিয়ে হজ্জে যাওয়ার দিনগুলিতে লোকজন বোম্বাই গিয়ে জাহাজে উঠে মক্কা যেত হজ্জ করতে। এইসব দলের কিছু লোক, আমার ধারণা, টাকাকড়ি শেষ বা স্বাস্থ্যগত কারনে আর মক্কা যেতে পারতো না। আবার একা একা বাড়ি ফেরাও সম্ভব ছিলনা। তাই তারা বোম্বাইতেই অপেক্ষা করতো সাথীদের জন্য। হাজীরা ফিরে এলে উনাদের সাথে এরাও বাড়ি ফিরতো। নিজের এলাকায় এরাই বোম্বাই হাজী নামে পরিচিত। এখনকার সময় এরা বিলুপ্ত প্রজাতি।

আমার বন্ধুর কাছে এই গল্প বলায় সে জানালো এক লোকের কথা যে প্রতিবারই হজ্জে যাচ্ছে বলে, কিন্তু তার আর যাওয়া হয় না। বেচারার নামই হয়ে গেছে " যামু " হাজী।

আমি হজ্জে যাওয়ার নিয়ত করেছি। আমাকে কি "নিয়ত" হাজী বলা যাবে?

আমার আরেক বন্ধুর দেয়া তথ্য : নিজের টাকায় হজ্জ করলে হাজী আর অন্যের টাকায় হজ্জ করলে আলহাজ্ব। আমি নিজের টাকায় করবো। পোড়া কপাল আমার! নামের আগে তাহলে আলহাজ্ব বসাতে পারবো না

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: পরোটা হাজী: আমাদের এইখানে এক হাজী কাস্টম কে ফাঁকি দিয়ে পরোটার ভিতরে করে সৌদি থেকে সোনা নিয়ে আসে . সেখান থেকে ওনার নাম ওটাই। ;) ;)

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আরও অনেক প্রকার হাজি চলে আসবে। আপনাকে ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

বিষাক্ত স্বপ্ন বলেছেন: মজা লাগল

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। অন্যগুলোও পড়তে পারেন, আশা করি মজা পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.