![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মফস্বল শহরে গরুর হাট খুব সুন্দর হয়। ঢাকার হাটগুলোর মত না। পরিষ্কার করে বলি। এখানকার হাটগুলোতে বেশিরভাগ গরুর মালিক নিজের গরুটা নিজেই নিয়ে আসেন, পাইকার এর সংখ্যা নগন্য।
মালিক হয়তো তার ছোট ছেলেটাকে সংগে এনেছেন। ছেলেটা অবাক বিস্ময় নিয়ে দেখছে শহুরে মানুষদের গরু দরদাম করা। গরু বিক্রি হয়ে গেলে তার দুচোখ ছাপিয়ে পানির ধারা। হয়ত গত দুই/তিন বছরের সংগীকে হারানোর কষ্ট। মালিককে দেখেছি গরুর গলকম্বল ধরে আদর করে, গরুকে অনেক কিছু বলে দিতে। তারা গরুটাকে নিজের সন্তানের মত আদর করেই লালনপালন করে তা বোঝা যেত স্পষ্ট। অনেক মালিক গরুর সংগে বাসা পর্যন্ত আসতেন।
সাধারণ লোকের কাছে একটা গরু কিন্তু শুধু একটা গরুই না, বরং একটা স্বপ্ন। যেমন, তারা আগে থেকেই ঠিক করে রাখে এই গরুটা বিক্রি করে বসত বাড়ির মেরামত করবে। বা মেয়ের বিয়ে দিবে, বা জমির মর্টগেজ ছাড়াবে।
এই সহজ সরল মানুষগুলোই আমাদের বেচে থাকার প্রেরণা দেয়। এদের কিছু টাকা বেশী দিতেও গায়ে লাগেনা।
Support Your Local Economy - দেশি গরু কিনুন, দেশের কৃষকদের বাচান
©somewhere in net ltd.