![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই বাস/ট্রেনের টিকিট, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, পোস্ট অফিসে ডাকটিকিট কেনা, ব্যাংকিং, কেরোসিন কেনা, হাসপাতালের আউটডোর ইত্যাদির জন্য লাইনে দাঁড়ানো ছিল আমার নিত্যনৈমিত্তিক ব্যাপার। লাইনে দাঁড়িয়ে দেখতাম সাইড থেকে, ভেতর থেকে কিছু লোক তাদের কাজ করে চলে যাচ্ছে আর আমি নট নড়ন নট চড়ন। ভীষণ জেদ হতো।
একবার ANZ Grindlays Bank ধানমন্ডি ৪ এর ব্রাঞ্চে গেলাম। বাহ, আমার এতদিনের ক্ষোভের সুন্দর সমাধান! ছোট খুটির সংগে দড়ি বেধে লেন তৈরি করে দেয়া। ইচ্ছা করলেও কেও আমাকে পেছনে ফেলে আগে যেতে পারবেনা। পরে অবশ্য টোকেন থেকে শুরু করে অনেক পদ্ধতিইই এসেছে।
যাক, যে জন্য এতবড় ভূমিকা তাহলো, একজন পলিসি মেকার এর কাজই এইটা। সে ডিজাইন / প্রসেস ঠিক করে দিয়েছে। সবাই সুফল ভোগ করছে।
মন্ত্রীরর কাজ ড্রাইভার এর কলার ধরা না। টিকেট মাস্টার এর কলার ধরা না। একজন লোকের চিকিৎসারর খরচ দেয়া না। একজন ভ্যানচালকের চাকুরী দেয়া না। তাদের কাজ পলিসি বানানো যাতে সারাদেশের মানুষ উপকৃত হয়।
নইলে কিছু চাটুকার আর কিছু বলদ টাইপের মামুষের হাততালি ছাড়া দেশের আপামোর মানুষের ভালোবাসা কোনদিনই পাবেন না
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১২
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই। আমার প্রিয় দেশটার জন্য দুঃখ হয়।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
নতুন নকিব বলেছেন:
পুরোপুরি একমত।
ভাল থাকবেন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ১০০ ভাগ সঠিক।