![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে বেসরকারি টিভি চ্যানেল চালু হবার পর সবচাইতে বেশী আলোচিত হয় টক শো। প্রতিদিন রাতে ধোয়ামোছা চলে দেশের সরকারের। দেখানো হয় কত সহজেই বাংলাদেশ আবার সোনার বাংলা হতে পারে!! অথচ দুই যুগে কি পেলাম?
কী-বোর্ড যোদ্ধারাও কম যায়না। কত বিপ্লব হয়ে গেলো কী বোর্ড ঘিরে!! ফলাফল? কিছু সুযোগ সন্ধানীরা এখন ইউরোপে আর কিছু জেলে বা জামিনে। একটা লাভ হয়েছে ব্লগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে। এখন ভাইরাল হবার ভয় কিছুটা হলেও আছে। গোল্ডফিশ মেমরি বলে যে বদনাম ছিল, তা আর নেই। সবাই তীক্ষ্ণ নজর রাখে। ধরা পড়ে শাহেদ,পাপিয়া,পরীমণি বা হেলেনা।
আশা ছেড়ে দেবার মতো কিছু হয়নি। যে যার অবস্থান থেকে দায়িত্বশীল লেখালেখি করে যান, ফলাফল আসবেই।
জেগে থাকুক দেশপ্রেম।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: অবশ্যই
২| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: মানব জাতির ঘোর সংকটকালে আশার বানী ভাল লেগেছে। ভাল কিছু হোক সে্ প্রত্যাশা থাকলো ।
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩০
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: দায়িত্বশীল লেখালেখি ভালো ফলাফল আনবেই। ধন্যবাদ
৩| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১১
রক্তহীন বলেছেন: দেশে একদল মানুষ রয়েছেন যারা সবাই হতাশ পার্টির সদস্য। কিন্তু মজার বিষয় হলো এদের একটা বড় অংশ বেশ প্রতিষ্ঠিত কিন্তু এরা কখনো আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উৎসাহিত করবে না তারা সবসময় বলবে এই সমস্যা ওই সমস্যা এই দেশে কখনো কোনো ভালো কিছু সম্ভব নয়। এদের কাজ হলো মানুষকে সর্বদা ডি মোটিভেট করা।
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৪
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ডি মোটিভেটেড হবেন না।
৪| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: মোঃ মোশাররফ হোসাইন,
বলেছেন - "আশা ছেড়ে দেবার মতো কিছু হয়নি।" অথচ শুরুতেই বলেছেন - দুই যুগে কি পেলাম?
কেমন হয়ে গেলোনা কথাগুলো ?
তবুও জেগে থাকুক দেশপ্রেম।
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩২
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমি টকশো নিয়ে হতাশ, লেখালেখি নিয়ে না।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:১২
হাবিব বলেছেন: ভালো ফলাফল আসুক আমরা সকলেই চাই।