![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টে বিপর্যস্ত দেশেগুলোর মধ্যে শীর্ষ দশে আছে বাংলাদেশ। গত সাতদিনে ১৬৫০ জন মৃত্যুবরন করেছেন সরকারি হিসেব অনুযায়ী। শুধু মাস্ক পড়েই আপাতত করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে। তাও আবার গলায় ঝুলিয়ে রেখে বা নি:শ্বাস নেয়ার জন্য নাক খোলা রেখে! হাসপাতালের অক্সিজেন সংকটে মারা যাওয়া মানুষের আপনজনের আর্তনাদ চাপা পড়ে যায় জন্মদিনের মোমবাতি জ্বালানোর খবরে।
অনেক ভায়োলেন্স বা দু:খের সিনেমাতে রিলিফ হিসেবে সাগরপাড়ে নাচগান কিংবা কথার মধ্যে হিউমার দেয়া হয়। ঠিল তেমনিভাবে মনে শত আশংকা নিয়ে বাংলাদেশের মানুষ পিয়াসা, মৌ, পরীমনির খবর আর টি২০ খেলা দেখছে!!!
আশায় বুক বেধেছিল মানুষ ৭ তারিখ থেকে ২৪ হাজার কেন্দ্র থেকে দেয়া হবে টিকা। হাতে নেই টিকা, আছে শুধু আশ্বাস। আর তাছাড়া আর কি অন্য বিকল্প আছে? কোভ্যাক্সের আশায় বসে থাকলে ফলাফল যা হবার তাই। সব আশার মুখে ছাই।
ফকির কি জানে আগামীকাল কতটুকু ভিক্ষা পাবে?
০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৭
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ফকির কি জানে কাল কতটুকু ভিক্ষা পাবে?
২| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ টিকার কেনার জন্য রাস্তায় নামছে না কেন?
০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: নিজের অন্ন জোগাতে বিপর্যস্ত মানুষ সৃষ্টিকর্তার হাতেই নিয়তি ছেড়ে দিয়ে বাঁদর নাচ দেখছে
৩| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: এই দেশে জন্ম নেওয়াই আমাদের অপরাধ হয়েছে।
৪| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৬
*কালজয়ী* বলেছেন: বাঙ্গালী ভ্যাকসিন কূটনীতিতে সফল হয়নি। তাই টিকার জন্য এত হাহাকার। আমি গত ১ মাস আগে রেজিস্ট্রেশন করে এখনো টিকা পাইনি।
৫| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৯
গফুর ভাই বলেছেন: মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপদজনক।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: টিকার ব্যাপারে সরকারের কাছ থেকে পরিষ্কার কিছু জানা যাচ্ছে না।