![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকাল হরতাল। চার দলীয় জোট আগামীকাল হরতাল ডেকেছে। কিন্তু কেন এই হরতাল? তাদের ইসু কি? গ্যাস , বিদ্যূৎ, পানির সমস্যার জন্য এই হরতাল। তাহলে কি ৪ দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন এই নব সমস্যা ছিল না? তারা এর প্রতিকারের জন্য কি ব্যবস্থা করেছে? মি. আলমগীরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে এই সমস্যা তো আপনাদের সময়ও ছিল। তিনি বলেছেন '' আমরা ভাল না বলে কি আপনি ভাল হবেন না?"
বিরোধীদলতো হরতাল বাদে অন্য যেকোন কর্মসূচি দিতে পারতো। তারা লংমার্স, অবস্থান কর্মসূচি, অনশন করতে পারতো। তাহলে তারা কেন এই ক্ষতিকর হরতাল দিল।
আমাদের দেশের জন্য আমরা কি এই হরতাল সর্মথন করি?????
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৫৬
বাংলার মানচিত্র বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৪৫
শারিফ বলেছেন: আমাদের দেশের জন্য আমরা কি এই হরতাল সর্মথন করি?????
আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় হ্যা অবশ্যই করি
কুকুর কে মুগুরের আগাত না করলে ঠিক থাকেনা
আওয়ামীলিগ হয়ছে একটা কুকুর আর হরতাল হইছে তার মুগুর
লংমার্স, অবস্থান কর্মসূচি, অনশন করতে পারতো
এইগুলার মানে কি গন্ডারের চামরার আওয়ামীলিগ আর তার সমর্থকেরা জানে
এই গুলা শব্য দেশে চলে বাংলাদেশে নই
এই দেশের জন্য জ্বালাও পোরাও ই ভাল
আমি ২৭ তারিখ এর হরতাল কে সমর্থন করি আপনিও সমর্থন করুন
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৫৭
বাংলার মানচিত্র বলেছেন: কোন দেশের জন্যই জ্বারাও পোড়াও নীতি ভাল না।
৩| ২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৫৬
মোস্তাফিক বলেছেন: আলীগ বা বিএনপি যেই হোক হরতাল দেশের জন্য ভাল না।
আমাদের দেশে বিরোধী দ্যল মানেই হরতাল। এটা তেকে কি আমরা বের হতে পারি না??
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:০০
বাংলার মানচিত্র বলেছেন: কি ভাবে পারবো বলেন?? আমাদের রক্তে তো মিশে আছে আলীগ/ বিএনপি এর বিষ। আমাদের নীতি হল আমাকে যতখুশি গালি দেন কোন ব্যপার না। কিন্তু খবরদার জয়, তারেক, হাসিনা, খালেদার নামে কোন বাজে কথা বলবেন না।
৪| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:০২
ভাবসাধক বলেছেন: মোস্তাফিক বলেছেন: হরতাল কখনওই সর্মথন যোগ্য না।
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:০৬
বাংলার মানচিত্র বলেছেন: মোস্তাফিক ভাই তো বলল, আপনি তো কিছু বললেন না।
৫| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৩৩
ওয়াচডগ বলেছেন: আইন করে হরতাল নিষিদ্ধ করা উচিত।
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৩৮
বাংলার মানচিত্র বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৩৩
অক্টোপাশ বলেছেন: আমাদের দেশের জন্য আমরা কি এই হরতাল সর্মথন করি?????
আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় হ্যা অবশ্যই করি
কারণ
কুকুর কে মুগুরের আগাত না করলে কুকুরের মাথা ঠিক থাকেনা।
লংমার্স, অবস্থান কর্মসূচি, অনশন করতে পারতো
এইগুলার মানে কি গন্ডারের চামরার আওয়ামীলিগ আর তার সমর্থকেরা জানে
এই গুলা শব্য দেশে চলে বাংলাদেশে না।
এই দেশের জন্য জ্বালাও পোরাও ই ভাল
তবে এ কাজটা বিন্পি থেকে আ'লীগ একটু ভালা পারে।
তাই আ'লীগ হরতাল, লাগাতার হরতাল, লাগাতার অবরোধ ক্ষমতা না পাওয়া পর্যন্ত..... এসবে খুবই ওস্তাদ। বিন্পি তাদের কাছথেকে কতটুকু শিখল এখন তা দেখার বিষয়।
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৪০
বাংলার মানচিত্র বলেছেন: ভাইরে আলীগ, বিএনপি বাদ দেন। ওরা কুত্তার মত রাস্তায় ঘেউ ঘেউ করবে বলে আমাদের করতে হবে এমন কোন কথা নেই। আমার কথা হল যে দল ই হোক হরতাল সমর্থন যোগ্য না।
৭| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৩৫
এস বাসার বলেছেন: সমর্থন করিনা। এটা হলো খালেদার খায়েশ...... এতদিন হয়ে গেলো একটা হরতাল ও দেননি!!!
ম্যাডামের খায়েশ পূরণের জন্য ফখুরা অনেক কিছুই করে।
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৪০
বাংলার মানচিত্র বলেছেন: হা হা হা ........
৮| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৩৬
প্যাঁচনাই বলেছেন: আমরা কোন সময়ই হরতাল সমর্থন করি না তা যে দলই ক্ষমতায় থাকুক !!!
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৪১
বাংলার মানচিত্র বলেছেন: সহমত
৯| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৩৮
প্যাঁচনাই বলেছেন: গনতান্ত্রিক অনেক পন্থা আছে ।।। সেগুলো পালন করলেই হয় ।।।
হরতালের নাম শুনলেই গা শিউরে ওঠে !!!!
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৪২
বাংলার মানচিত্র বলেছেন: এখন হরতালের বিরুদ্ধে আমাদের অবস্থান করা উচিৎ
১০| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৪৪
আপোশ বলেছেন: কোন বুয়াই ভাল না, যে বিন্দাবন যায় সেই রাবন হ্য় .....................
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৫৫
বাংলার মানচিত্র বলেছেন: ঠিকই বলেছেন।
১১| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৫৩
প্রশাসন বলেছেন: হরতালের বিকল্প আউলা লীগের জন্য নাই। তাই আমি হরতালের পক্ষে।
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৫৬
বাংলার মানচিত্র বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১২| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৫৫
জনি ইংলিশ বলেছেন: হরতাল যেমন রাজনীতিবিদদের প্রতিবাদের ভাষা & অধিকার ,
তেমনি দেশের সাধারণ নাগরিক হিসাবে হরতাল মানা না না মানা আমাদের অধিকার,
তাই যেদল যখন খুশী তখন হরতাল ডাকতে পারে কিন্তু হরতাল পালনে কাউকে বাধ্য করতে পারবে না , জনগণ যদি মনে করেন তাদের আন্দলন জনগণের উপকারের জন্যই তাহলে জনগণ নিশ্চয়ই সাপোর্ট করবে , কিন্তু কোন ব্যক্তি বা দলকে হরতাল পালনে বাধ্য করলে তবে কিন্তু সেটা গণতন্ত্রের নামে সৈরতন্ত্রের বহি:প্রকাশ হবে ।
২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৫৬
বাংলার মানচিত্র বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ
১৩| ২৬ শে জুন, ২০১০ সকাল ১১:০৪
রাকা ও আমি বলেছেন: আমরা হরতালের সমর্থন করি না। কিন্তু কুকুরকে মুগুর দিয়ে বারি না দিলে কোন লাভ হয় না।
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:২৬
বাংলার মানচিত্র বলেছেন: আমাদের দেশে কি এই মুগুর দিয়ে সারাজীবন কুকুর কে পিটাতে হবে? পরিবর্তন হবে না??
১৪| ২৬ শে জুন, ২০১০ সকাল ১১:১১
চন্দন বলেছেন: বাংলাদেশের মতো দেশে সৈরশাসককে শায়েস্তা করতে হরতালের বিকল্প নাই।
সুতরাং সমর্থন করি।
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:২৭
বাংলার মানচিত্র বলেছেন: করুন তবে রাস্তায় না নেমে ঘরে বসে থাকলে চলবে না। রাসতায় নেমে গাড়ি ভাংবেন।
১৫| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:২৮
সপ্ন পুরন বলেছেন: ভুলে মাইনাস দিছি।সরি ভাই।
২৬ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৭
বাংলার মানচিত্র বলেছেন: ব্যাপার না ভাইয়া। ভালো থাকবেন।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৫
ৎায়ইাবুর বলেছেন: কি করা যেতে পারে আপনেই বলে দেন না ক্যান?
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৪৪
মোস্তাফিক বলেছেন: হরতাল কখনওই সর্মথন যোগ্য না।