নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় বড়ই আনমনা........

এম এম কামাল ৭৭

উত্তরণের পথে..

এম এম কামাল ৭৭ › বিস্তারিত পোস্টঃ

যে খাবার জুটে ছিল চীন দেশে.....(ছবি ব্লগ)

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

গত কাল একটা আমার ’জীবনের প্রথম বিমান ভ্রমন’ নিয়ে লিখেছিলাম। তখন এক ব্লগার ভাই ( বলাক০৪ )লিখেছিলেন সেখানে কি খেলাম তা নিয়ে লিখতে। আমার কাছে ও আইডিয়াটা মজার লাগলো। তাই শুরু করছি একটু একটু করে।



আমার মনে হয় পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে মাছ পন্থী, মাংশ পন্থী ও নিরামিষ পন্থী। আমি মাংশ পন্থী টাইপের, মাছ আমার অতটা ভাললাগেনা। তার চেয়ে ভর্তা-ভাজি দিয়ে খেতে স্বাচ্ছন্দ বোধ করি। আমার বন্ধু শরীফ আমাকে উপদেশ দিলো মোবাইল এ করে মুরগী, খাশী ইত্যাদির ছবি তুলে নিয়ে যেতে। ওখানকার ওয়েটাররা ইংরেজী ভাষা বুঝে না। ছবি দেখিয়ে বলতে হবে কি খাব। আইডিয়াটা আমার কাছে খারাপ লাগলোনা। কারন সেও কিছু দিন আগে চীন ঘুরে গেছে।



আমি কাপড় চোপড়ের সাথে করে কিছু চিড়া, চানাচুর, আর বিস্কুটের কয়েকটা প্যাকেট সুটকেসের ভিতর নিয়ে নিলাম। যা থাকে কপালে খাওয়ার মত কিছু না পেলে এ গুলোই খাব আর পাউরুটি তো সব দেশেই পাওয়া যায়।



আমাদের ভাগ্য ভাল আমরা যে কোম্পানীতে গিয়েছিলাম তারা আমাদের জন্য একটা ইন্ডিয়ান রেস্তরা খুজে রেখে ছিল যা ছিল আমাদের থাকার হোটেল থেকে ২০/২২ কিলোমিটার দুরে। আমাদের ঢাকা শহরের মত রাস্তায় এতো জ্যাম না থাকায় ২৫/৩০ মিনিটেই পৌছে যাওয়া যেত। যে ভয় করেছিলাম খাবার নিয়ে প্রথম দিন থেকেই সেটা আর করতে হয় নাই। রাস্তার কিছু দুর পর পরই খাবার দোকান। আর এতো কে.এফ.সি, ম্যাগডোনাল্ড এর দোকান তো ছিলই। খাবার ভয় কেটে যেয়ে দেশটার সৌন্দর্য আর যে কাজে এসেছি সেই কাজে মনযোগ দিতে পারলাম।



খাদ্য তালিকায় বাহারী অনেক কিছু ছিল। আমি আর জাকির স্যার সকালে গোসল করে ৮ টায় বুফে ব্রেকফাস্ট করতে হোটেলের নীচে আসতাম বিভিন্ন ধরনের খাবার সাজান থাকতো আয়েশ করে ৮ থেকে ৯ টা পর্যন্ত নাস্তা সারতাম।



যা হোক লিখতে গেলে অনেক লিখা যাবে তবে আপনাদের ও ধৈর্য চুতি হবে। তার চেয়ে বরং ছবিতেই দেখে নিন কি ছিল আমাদের রিযিকে। তবে খেতে বসে ছবি তোলা শোভন দেখায় না বিধায় অনেক মূহুর্ত আপনাদের সাথে শেয়ার করতে মিস্ করবো। তো শুরু করা যাক................



১.



এই ফলের নামটা মনে নাই, তবে টকটকে লাল রং দারুন আকর্ষনীয়।



২.



তরমুজ খুব মজার ছিল। জাকির স্যার খুব পছন্দ করতেন।



৩.



এই ফলটাও বেশ মজার ছিল।



৪.



বুফের একটা অংশ ছিল এমন এগ ফ্রাইড রাইস আর সব্জী। এটা ঠিক মত খেয়ে অন্য খাবার খেতাম। যদি দুপুরে এমন খাবার আসে যেটা আমি খেতে পারবো না!



৫.



রুমের ভিতর চা তৈরীর সব উপাদান ছিল।



৬.



রুমের একটা কর্নার। রুমটা আমার পছন্দ হয়েছিল। টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিজ, এসি সহ সবই ছিল। বাথরুমটা ছিল ঝকঝকে সুন্দর ফিটিংস যুক্ত।



৭.



এটা ছিল সী ফুড। আদতে ঝিনুক। সেই দিনের পরিবেশিত আরও কিছু খাবার:



৮.



মিষ্টি বরই, বাদাম, শসা।



৯.



বিদঘুটে স্বাদ যুক্ত সামুদ্রিক মাছ।



১০.

টমেটর তরকারী।



১১.



একে বারে আমাদের দেশী স্টাইলে মাছ রান্না।



এবার সাংহাই শহরের এক রাতের খাবারঃ



১২.



১৩.



১৪.



১৫.



সাংহাই এর রেস্টুরেন্ট এর মেনু থেকে তোলা ছবি



১৬.



১৭.



১৮.



১৯.



২০.



২১.



২২.



২৩.



এটা কি মেনু আমি জানিনা। ব্যাঙ এর পা হতে পারে।

২৪.



ব্যাঙ রেডী আছে, আছে একুরিয়ামে তাজা মাছ , অর্ডার দিলেই আপনার টেবিলে এসে হাজির হবে।



২৫.



২৬.



২৭.



ফ্রীজে রাখা ফ্রোজেন ফুড।



২৮.



২৯.



রেস্টুরেন্টের দেয়ালে লাগান লম্বা মেনু।



৩০.



চিংড়ি প্রেমীদের জন্য একেবারে টাটকা চিংড়ি।



৩১.



৩২.



ধুমপায়ীদের জন্য আবেগের স্থান।



৩৩.



৩৪.



আপুদের জন্য থান কাপড়ের মার্কেটের এক ঝলক।



৩৫.





নীচের ছবি গুলো একটা কোরীয়ান রেষ্টুরেন্টের ছবি, এখানে টেবিলের উপড় বিশেষ ধরনের চুলায় রান্না হয়।



















এই ছবি দুইটা আমার এক বন্ধুর জন্য যে মেয়ে বাবুদের ছবি খুব পছন্দ করে।









অবশেষেঃ

কিছু কিছু সুখের স্মৃতি আমি জমিয়ে রাখি। যখন মন খারাপ লাগে তখন স্মৃতি গুলো খুজে দেখি। মনটা ভাল হয়ে যায়। আর আমার ব্লগের বন্ধুদের জন্য দুটা লাইনঃ



কালো মেঘের আড়ালেতে হারিয়ে গেলেও তোমার চাঁদ

সত্যি করে বলছি আমি ছাড়বো না তো তোমার সাথ ।।



সবাই কে ধন্যবাদ।



মন্তব্য ৪১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

সািহদা বলেছেন: ”কালো মেঘের আড়ালেতে হারিয়ে গেলেও তোমার চাঁদ
সত্যি করে বলছি আমি ছাড়বো না তো তোমার সাথ ”

দারুন ছন্দ।

আচ্ছা !!!!! আপনি কি ১২ , ১৩ , ১৪ , ১৫ , ২৪ , নং ছবি মেনুর খাবার খেয়েছিলেন ???????

২৩ নং মেনুটা আমার মনে হচ্ছে আমাদের দেশীয় পালংশাক আসলে কি তাই???

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

এম এম কামাল ৭৭ বলেছেন: আপু ২৩ নং মেনু কলমি শাকের মত মনে হয়েছে।

ব্যাঙের পা আমি খাই নাই। স্যার ২ টা খেয়েছে। আমাকে ও বলেছিল খারার জন্য। আমি বলেছি অন্য গুলো খেয়ে পেট ভরে গেছে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

হাবিব০৪২০০২ বলেছেন: ছবিতে +

১ নং ফলটাও এক ধরনের থাও-জি

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই...। আপনাকে থাও-জি এর রং এর মত লাল শুভেচ্ছা

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার। ভালও লাগল। :)

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা । আপনার কাছে ভাললেগেছে বলে আমার ও ভাল লাগলো।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

নীলফরিং বলেছেন:

সুন্দর ছবিব্লগ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ নীলফরিং, আমার ব্লগ পড়ার জন্য।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

জুন বলেছেন:
আমরা বেইজিং গিয়ে খুব খাবার কষ্ট করেছি। শেষে ম্যাকডোনাল্ডসেই খেতাম। দোকানে ছবি একে বোঝাতে হতো যে এটা মুরগী নাকি? এক বর্ন ইংলিশ বুঝতো না । কি যে সমস্যা :(
৩ নং ফলের নাম রাম্বুথান, লিচুর মত টেষ্ট। আর ২২, ২৩ নং শাকটা খেতে খুবই মজার। ২২ নংটা বাধাকপি জাতের। ২৩ টা পুই শাক না, অন্যরকম খেতে।
ঐ অন্চলের সব দেশেই যে ওরা সবরকম মাছেই ফিস সস ইউজ করে। ঐ গন্ধটাই অসহ্য।
ছবিগুলো খুব সুন্দর চমৎকার ঝকঝকে।
+

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ জুন। কষ্ট করে এতো বড় কমেন্ট লিখেছেন।

তারমানে আমার বন্ধু শরীফের কথা ঠিক ছিল ও বলেছিল মোবাইলে মুরগী, খাশি ইত্যাদির ছবি তুলে নিয়ে যেতে।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

আধারের কবি বলেছেন: বমি আসতেসে :-P :-P

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আধারের কবি। বমি ও অনেক সময় সস্থি দেয়।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ভাই বৈদেশি খাবেরের রুচি নাই। আমার বাংলাদেশি খাবারের উপ্রে আর খাবার হতে পারে না। বাট ছবি গুলা ভালো লাগছে :D :D

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

এম এম কামাল ৭৭ বলেছেন: জী ভাই যার যার জিহবার স্বাদ তার তার দেশেই পরে থাকে। ভীন দেশে নয়। আপনাকে ধন্যবাদ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল আপনার পোষ্ট। ধন্যবাদ আপনাকে। ও হ্যাঁ পোষ্টে +++++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

এম এম কামাল ৭৭ বলেছেন: ভাললেগেছে বলে আমার ও ভাল লাগলো। ধন্যবাদ ঢাকাবাসী।

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

সঞ্জয় নিপু বলেছেন: খাবার দেখে তো ক্ষুধা লেগে গেল :)


২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

এম এম কামাল ৭৭ বলেছেন: হা হা....... যেটা মন চায় খেয়ে নিন।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

লাবনী আক্তার বলেছেন: দারুন লাগল ছবিগুলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আপু। আপনার প্রোফাইল এর ছবিটা চমৎকার।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

বলাক০৪ বলেছেন: আপনি কি জানেন আপনি এই যুগের মার্কো পোলো? সত্যিকারের পর্যটকের চোখ আপনার আছে। আমি তো কল্পনাই করতে পারিনি এইরকম দারুণ দারুণ ছবি আপনি তুলেছেন। চীনা খাবার ভয় লাগলেও দেখতে কিন্তু সুপার লাগছে।

আরো বাইরে যান, আরো সুন্দর সুন্দর পোস্ট দিন। ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

এম এম কামাল ৭৭ বলেছেন: ভাই পোস্টটির আইডিয়া তো আপনার কাছ থেকে পেয়েছি। আপনি এতোক্ষন কোথায় ছিলেন?

তবে আমাকে নিয়ে একটু বেশী বলে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

হেডস্যার বলেছেন:
১২, ১৫, ২৪, ২৫ দেইখা গা গুলাইতেছে :-/ :-/

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

হেডস্যার বলেছেন: প্লাস দিতে ভুইলা গেছিলাম

+++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

এম এম কামাল ৭৭ বলেছেন: ওয়েল কাম হেড স্যার।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

মুনলাইট বলেছেন: ফুড ব্লগ ভালো লাগল। প্রথমের ফলটা দেখে মনে হচ্ছে চেরী ফল, আমার খুব প্রিয়।

আপনি মনে হচ্ছে চীন দেশে ভালোই খাওয়া দাওয়া করেছেন। তবে আমি অবশ্য ওদের খাবার একটু ভয়ে ভয়ে খায়। একবার আমার এক চাইনীজ বান্ধবী ওর বাসায় দাওয়াত দিয়ে ক্ষুদে অক্টোপাস ভাজি খাইয়েছিল। আমাকে বলেছিল মাছ। পরে যখন আরো ক্লিয়ার করল তখন জানতে পারলাম ওটা মাছই বটে কিন্তু অক্টোপাস মাছ। :-/

আরেকটা বিশেষ পদ রান্না করেছিল, সেটা হল দুধ আর চিনি দিয়ে রান্না টমেটো। অয়াক থু! :-0


২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

এম এম কামাল ৭৭ বলেছেন: যাক অক্টোপাস খেয়েছেন, গর্ব করে বলতে তো পারলেন!

ধন্যবাদ মুনলাইট ।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ইন্সিত বলেছেন: খুবই সুন্দর হইছে। ধন্যবাদ।
কিন্তু কিছু খাবার দেখে বমি আটকানো কষ্টকর।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১২

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ইন্সিত।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: কিছু খাবার খাইতে মঞ্চায়।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

এম এম কামাল ৭৭ বলেছেন: এড্‌ওয়াড মায়া আপনার জন্য ২ টা স্পেশাল ছবি আছে। 33,34 নং

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

কালোপরী বলেছেন: চমৎকার :) :)



+++++++++++++++

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

বইয়ের পোকা বলেছেন: ব্যাঙের পা খেয়ে দেখতে পারলে ভালো হইত :D :D :D

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: বাহ শেষের লাইনদুটি চমৎকার।
আর প্রথম ছবির ফলগুলো দেখতেতো চেরি ফলের মতোই মনে হলো।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট।

আমি কবি না, তবে বাস্তব অবস্থায় পড়লে সবাই একটু আধটু কবি হয়ে যায়।

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

হাছুইন্যা বলেছেন: লোভ লাগতেছে...

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

এম এম কামাল ৭৭ বলেছেন: সাজান তো আছেই, শুরু করে দেন।

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

গ্রাম্যবালিকা বলেছেন: খাবারের পরিবেশন খুব সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

এম এম কামাল ৭৭ বলেছেন: ঠিক বলেছেন গ্রাম্য বালিকা।

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

শ্রাবণ জল বলেছেন: ঝিনুক খাইসিলেন?? স্বাদ কেমন??

ওরা কি সত্যি ব্যাঙ খায়?

পোস্টে ভাল লাগা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনার প্রফাইল ছবিটা ভাল লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.