নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় বড়ই আনমনা........

এম এম কামাল ৭৭

উত্তরণের পথে..

এম এম কামাল ৭৭ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হতো !!.........(ছবি ব্লগ)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

বিখ্যাত ব্লগার গনের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হিসাবে ছাপান হতো তবে প্রতিটা ছবি কোন না কোন মেসেজ জাতিকে দিতে পারতো। বিনা অনুমতিতে ছবি ব্যবহার করায় সবার কাছে সবিনয় ক্ষমা প্রার্থনা পূর্বক শুরু করছিঃ







০১. ভিটামিন সি ভাই এর ছবি ‘সি’ এর ব্যপারে সচেতনতা বাড়াত।





০২. নানাভাই এর ছবি প্রবীনদের যোগ্য সম্মান করতে শিখাত।





০৩. ডাঃ পারভিন আপার আমি বড় ভক্ত, নতুন ‘মা’ রাও তার ভক্ত হয়ে যেত।





০৪. রেজোওয়ানা আপার ঐতিহ্যের প্রতি টান তো সবাই জানে।





০৫. স্বর্না আপার মত বর্ষাকে সবাই উপভোগ করতো।





০৬. শিশু বিড়ালের আকাঁ কাপের ছবি দেখে সবাই আঁকতে উৎসাহিত হতো।





০৭. তুন্না আপার মত সবাই আলো রক্ষা করতো।





০৮. কামরুল ভাই এর ছবির মত ধুমপান মুক্ত দেশ হতো।





০৯. অথর্ব ভাই এর মত সবাই জিনিয়াস হয়ে উঠতো।





১০. যোগী ভাই কে দেখে সবাই মিতব্যয়ী হতো।





১১. রুনি আপার ছবিতে বনলতা সেন বাস্তবে ধরা দিত





১২. নীলাঞ্জনা আপার ছবি দেথে হেসেই সবাই সুস্থ থাকতো।





১৩. পুংটা পোলার ছবি দেখে সবাই আয়োডিন যুক্ত লবন খেত।





১৪. সবার প্রিয় শিপু ভাই এর ছবি দেখে বিশ্ব পিতা দিবসে পিতাদের সম্মান বৃদ্ধি পেত।





১৫. ছাত্তির ইঞ্জিয়ার এর ছবি আরও ইঞ্জিয়ার তৈরী করতো।





১৬. এটা আমি। আমার কথা আর কি বলবো!





১৭. সাহিদা আপার ছবি দেখে সবাই রাগ কমাত আর সংগীতের প্রতি আকৃষ্ট হতো।





১৮. আরজু আপার ছবি দেখে শত সমস্যার মাঝেও বাচাঁর আশা খুজে পেত।





আমার কাছে সব ব্লগার ভাই এর মত, যাদের ছবি দিতে পারলাম না তারা আমার উপর রাগ করিয়েন না।

মন্তব্য ৯৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টের প্রেমে পইড়া গেলাম।

পোষ্ট প্রিয়তে।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই। ভাললেগেছে জেনে খুশি লাগলো।

ও কিছু প্রেম ভাবীর জন্য রেখে দিয়েন কিন্তু।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

বাংলাদেশী দালাল বলেছেন:

কঠিন হইছে।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

এম এম কামাল ৭৭ বলেছেন: বস্ আপনার হাতে লাঠি দেখে আমিও কঠিন ভয় পাইছি।

পড়ার জন্য ধন্যবাদ বাংলাদেশী দালাল ভাই।

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

বিডি আমিনুর বলেছেন: অপি আফুর প্রোপিক ও কিন্তু জটিল পোস্টে যোগ করতে পারেন :>

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

এম এম কামাল ৭৭ বলেছেন: আগে খেয়াল করলে নির্ঘাত আপনার আশা পুরন হতো।

পড়ার জন্য ধন্যবাদ বিডি আমিনুর ভাই।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

নানাভাই বলেছেন: ঐ মিয়া ২ নম্বরে আমার প্রোপিক দিয়া জাতির নানার নাম নিলেন ক্যা???

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

এম এম কামাল ৭৭ বলেছেন: বস্ রাগ কইরেন না ঠিক করে দিচ্ছি। নিউমার্কেট গেছিলাম তাই দেরী হয়ে গেল।

নানা ভাই এর সম্মান দ্বিগুন হারে ফিরিয়ে দিলাম।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

শিপু ভাই বলেছেন:
দারুন আইডিয়া!!!! হাহাহাহ

+++++++++++++++++++++


০৭. তুন্না আপার মত সবাই আলো রক্ষা করতো।
এইটা বেস্ট!!!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

এম এম কামাল ৭৭ বলেছেন: শিপু ভাই আপনি বস মানুষ। আপনি নিজে যেমন নায়ক এর মত, আপনার লিখাও মাসআল্লাহ চমৎকার।

আপনার কমেন্ট পেয়ে আমি ধন্য মনে করছি।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

ভরযুক্ত অপদার্থ বলেছেন: :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

এম এম কামাল ৭৭ বলেছেন:
মজা পইছেন দেখে আমার ও মজা লাগলো।

ধন্যবাদ ভরযুক্ত অপদার্থ ভাই।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

শান্তা273 বলেছেন: দারুন!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

এম এম কামাল ৭৭ বলেছেন:
ওমা আপনার দেখি ছবি নাই। শান্তা আপা পরের বার আপনার টিকেট অবশ্যই ছাপিয়ে দিব।

ভাল থাকবেন শান্তা273 ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমার স্ট্যাম্প কই! রাগ করলাম কিন্তু X((

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

এম এম কামাল ৭৭ বলেছেন: েস িলম েমাঃ রুম্মান রাগ কইরেন না।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

প্রিয়তমেষূ বলেছেন: সুন্দর হইছে পোস্ট!!!!!!!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ। তুন্না আপাও দেখি আপনার মত ছবি ব্যবহার করেছেন।

সেভ লাইট, সেভ এনার্জি।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত অসাধারণ পোষ্ট!! প্রেমে পড়সিরে, পাগল হইসিরে, খালি আন্ধা দেখিরে....

ধন্যবাদ!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
স্বর্না আপু ছোট কমেন্টের জন্য বিখ্যাত। কমেন্টের জগতে নতুন ধারা তিনি তৈরী করেছেন।

তবে আমার পোস্টে এতো বড় কমেন্ট দেখে আমার ও পাগল হবার দশা।

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সািহদা বলেছেন: অসাধারণ!!! খুব ভাল লাগলো। আমারটা আছে দেখে আরো ভালো লাগলো!!!!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

এম এম কামাল ৭৭ বলেছেন:
এই আপুটা আগে কৌতুক লিখতো। এখন নাকি কষ্টের সাথে প্রেম করছে। আজ মনে হয় তার মন ভাল কমেন্ট দেখেই বুঝতে পারছি।

সব সময় ভাল থাকবেন। আমি আপনার লিখার সবচেয়ে বড় ফ্যান।

পড়ার জন্য ধন্যবাদ।

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: নাইচ রিয়েলি নাইচ! :) :#)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

এম এম কামাল ৭৭ বলেছেন:
”প্রতিশোধ! নিলাম না যাও! ”

এই এক কবিতা দিয়ে আপনি আমার একজন প্রিয় কবি হয়ে গেছেন। ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

লাবনী আক্তার বলেছেন: খুব মজার পোস্ট। হাসতেই আছি। :D:D পিলাচ লন ভাই।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

এম এম কামাল ৭৭ বলেছেন:
আপনার ‘গ্রাম বাংলার ছবি’ দেখেছি। কমেন্ট গুলো ও অনেক ভাললাগে। যাই বলেন ভাই সামুর পোস্টের কমেন্ট গুলোই কিন্তু বড় আকর্ষন।

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

shfikul বলেছেন: +++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
’আমি আকাশের মতো এখনো
অতটা উদার হতে পারিনি।
চেষ্টা যে করিনি কিছু,তা নয়,
সমুদ্রের মতো বিশাল হতেও চেয়েছিলাম।’

আপনার কবিতা গুলো প্রেমিক মনের কথা বলে।

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

শ্রাবণ জল বলেছেন: মজা লাগল।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
শ্রাবণ জল ভাই অনেক ধন্যবাদ। মজা লেগেছে বলে আমার ও পরিশ্রম স্বার্থক।

ভাল থাকবেন নিরন্তন।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

আমিনুর রহমান বলেছেন:
Plus diya gelam +++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
আমিনুর রহমান ভাই আপনার প্লাস আনন্দের সাথে গ্রহন করলাম

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

বোকামানুষ বলেছেন: মজার পোস্ট

ভাল লাগলো

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ বোকামানুষ আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

সািহদা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ আমি নাকি কষ্টের সাথে প্রেম করছি.।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

এম এম কামাল ৭৭ বলেছেন:
হাসিতেই পাগল হয়ে গেলাম। ধন্যবাদ।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

একজন আরমান বলেছেন:
মজার তো।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। ভাল থাকবেন।

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: এত দারুণ ক্রিয়েটিভ আইডিয়া কারো মাথায় আসে কিভাবে :-/


খুব ভালো লাগল। প্লাস এবং অবশ্যই প্রিয়তে :)

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

এম এম কামাল ৭৭ বলেছেন:
*কুনোব্যাঙ* ভাই আইডিয়াটা হঠাৎ মাথায় এসেছে।

আপনার ভাললেগেছে জেনে ভাল লাগছে। ভাল থাকবেন।

২১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

আরজু পনি বলেছেন:

আমি তো বিলা হইয়া গেলাম!

ছবিগুলো দেখছিলাম আর ভাবছিলাম কমেন্টে লিখবো, আহারে, আমার প্রোপিকটাও নিতে পারতেন...কিন্তু শেষে তো পুরাই সারপ্রাইজড! :D :-B :P

এমন পোস্ট দেখলেও সুখ।
নিজের কাছে নিয়ে রাখলাম।।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
আপা আপনিই তো সব চাইতে হিট।

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

২২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

গগণজয় বলেছেন: মজা পাইসি।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

জিএম শুভ বলেছেন: আমারটা কই?? B-)) B-)) X((

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

এম এম কামাল ৭৭ বলেছেন: রাগ কইরেন না ভাই। ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: সবগুলাই অসাধারন হয়েছে...
পিলাস লন,


দ্বিতীয় পর্বের আশায় রইলাম
ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

এম এম কামাল ৭৭ বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত লাগছে। পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

সিয়ন খান বলেছেন: মজার পোস্ট ++++

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

এম এম কামাল ৭৭ বলেছেন: প্লাস আনন্দের সাথে গ্রহন করলাম,

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

মেলবোর্ন বলেছেন: আডিয়াতে ++

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

এম এম কামাল ৭৭ বলেছেন: মেলবোর্ন ভাই, প্লাস আনন্দের সাথে গ্রহন করলাম,

ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

২৭| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

টেকনিসিয়ান বলেছেন: ব্যাপক বিনোদন পাইলাম। পোস্ট অফিসের পুরো অচল একখানা জিনিসকে এক্কেরে নতুনভাবে মনে ধরাইয়া দিলেন।

সেরা ক্রিয়েটিভিটির জন্য +++

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
এই ডাক টিকেট সংগ্রহ এক সময় আমার নেশা ছিল। পুরানো স্মৃতি ও একটু সতেজ হলো।

পড়ার জন্য ধন্যবাদ টেকনিসিয়ান ভাই।

২৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ফ্রেয়া রুনি বলেছেন: এই পোস্ট দেখে আমি কিন্তু শিশুর প্রতি যত্নবান হইলাম ;) আরও উদ্ভট কিছু চাই :)

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম এম কামাল ৭৭ বলেছেন: অবশেষে কবির বনলতা সেন দেখা দিলেন।

পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

যোগী বলেছেন:
আমারতো একখান জামা ছিল
ছবি উঠাইবেন আগে কইতেন জামা খান পইরা নিতাম।

ভদ্রলোক ভদ্রমহিলাদের সামনে এই ভাবে খালি গায়ে খাড়ায়া থাকতে এখন কেমন লজ্জা লাগছে বলেনতো? :!> :!> :!> :-P

অবশ্য পুংটা ভাই আছে দেখে কিছুটা রক্ষা পাচ্ছি :P

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
আপনার কমেন্ট পড়ে হাসতেই আছি। এমন মজার কমেন্ট! ভাল থাকবেন।

৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

না পারভীন বলেছেন:
কামাল ভাই ,ব্যাপক লজ্জা পেলাম একেবারে শুরুর দিকেই আমার ছবি দেখে ।
:!> :#> :!> :#> :#> :#> :#> :#>
জটিল আইডিয়া ।
পোস্টে ৮ম প্লাস ও প্রিয়তে ।

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এম এম কামাল ৭৭ বলেছেন: আপা আপনার "কাজল রেখা ও তার সন্তান আর একলাম্পসিয়া" পোস্টটি আপনাকে ব্লগে অমরত্ব দিয়েছে।

আমি ওখানে কমেন্ট ও করেছি।

এমন রোমঞ্চকর বর্ননা যেন 'মাসুদ রানা'-র বই পড়ছি।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

প্রিয়তমেষূ বলেছেন: তুন্না আপার পিকচার টা আমার তোলা আর আমারটা ছিল তুন্না আপার তোলা!!! তাই একই পিকচার!!!!!!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনার এই ছবিটাও অনেক কিউট।

৩২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

রেজোওয়ানা বলেছেন: হা হা হা


লাইক ইট :D

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা আপা। লাইক এর জন্য খুশি হলাম।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

এসএমফারুক৮৮ বলেছেন: জটিল পোষ্ট।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ এসএমফারুক৮৮ ভাই। ভাল থাকবেন।

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তুন্না বলেছেন: পোষ্ট টা অসাধারন হয়েছে। এক কথায় অওসাম(awesome). I guess i am lucky that u choose my pic. শিপু ভা্ই,আসলে তুন্না আপা ই বেস্ট, ধন্যবাদ আপনাকে।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকবেন। পড়ার জন্য ধন্যবাদ।

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১

এ্যরন বলেছেন: ভাল

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ এ্যরন ভাই। ভাল থাকবেন।

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

শব্দহীন জোছনা বলেছেন:
মজার পুষ্ট












=p~ !:#P

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ শব্দহীন জোছনা ভাই। ভাল থাকবেন।

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

rakibmbstu বলেছেন: মুই কিন্তুক নাই। হুম!!!!!!!!!!!! :( :( :( :( :(

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

এম এম কামাল ৭৭ বলেছেন:
আরে বাহে রাগ করেন ক্যানে। পরের বার হইবে এল্যা।

৩৮| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: ব্যাপক বিনুদুন......... :) :)

১২ ই মে, ২০১৩ সকাল ৯:১০

এম এম কামাল ৭৭ বলেছেন:

ধন্যবাদ রহস্যময়ী কন্যা। ভাল থাকবেন।

৩৯| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: মজার তো :)

০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৪

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ রমাকান্তকামার১১০১১৪৫। ভাল থাকবেন।

৪০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২

মনিরা সুলতানা বলেছেন: পারফেক্ট ......।
:)

০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৬

এম এম কামাল ৭৭ বলেছেন: আপা আমার মত আপনার ছবি ও হারিয়ে গেল?

৪১| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:১৮

নোবিতা রিফু বলেছেন: সবার হাদিয়াই দেখি ১০টাকা... ! B-)) B-)) :#>

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৪

এম এম কামাল ৭৭ বলেছেন:
সমান হাদিয়াই ভাল। কম বেশী হলে মন্দ কথা শুনার সম্ভাবনা থাকতো। ধন্যবাদ নোবিতা রিফু ভাই।

৪২| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
ওঁ মোঁরঁ খোঁদাঁ, ফঁটুঁকঁ ১০ টেঁহাঁ কঁইঁরাঁ মাঁইত্রঁ ! মোঁরেঁ অঁক্ষঁনি ৩ প্যাঁকেঁডঁ দাঁও দিঁকিঁনিঁ ! B-)) =p~ =p~

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
ভুতের কথা কি না শুনে পারা যায়? না হলে তো সুযোগ বুঝে দিবে ঘাড়টা মটকে।

পড়ার জন্য ধন্যবাদ শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ ।

৪৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪২

সালমাহ্যাপী বলেছেন: বাহ বাহ অনেক সুন্দর পোষ্ট


অনেক অনেক ভালো লাগা :) :)

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ সালমাহ্যাপী আপা। আপনার নামের সাথেই সুখ বিল্ট-ইন আছে।

পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।

৪৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৪

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: হাহাহাহা

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২

এম এম কামাল ৭৭ বলেছেন:
এই বাবু! এই বয়সে এ সব কি খাচ্ছ!

ধুমপান মুক্ত জাতি চাই।

কামরুল ইসলাম (সুমন) ভাইকে পড়ার জন্য ধন্যবাদ, ভাল থাকবেন।

৪৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৮

নীলাঞ্জনানীলা বলেছেন: এমন compliment পেয়ে খুউব ভালো লাগছে । আর সত্যি বলতে কি এখন হাসি তো দেখছি চোখেও নাচছে ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা পোষ্টের জন্যে ।
:)

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
অবশেষে আপনি আসলেন। যেই মানুষটার হাসি সবাইকে সুস্থ রাখবে তার এতো দেরীতে আসা সাজে!

যাক! তার পরেও আপনি এসেছেন। অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জনানীলা আপাকে। ভাল থাকবেন।

৪৬| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৩

মায়াবী ছায়া বলেছেন: আমার কোন প্রোফাইল পিকচার নেই ... ;)

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

এম এম কামাল ৭৭ বলেছেন: যখন উত্তরটা লিখছি তখন আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি।

ধন্যবাদ ভাল থাকবেন নিরন্তন।

৪৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না ভাই রাগ করিনি । প্রিয়তে নিয়েছি । =p~ =p~
দারুন ! ক্রিয়েটিভ পোস্ট ।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ গিয়াসলিটন ভাই পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৪৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫১

মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: দারুনতো দেখি

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১২

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ মাইরের 'উপ্রে ঔষধ নাই' ভাই। এই রকম ওষুধ যেন না খাইতে হয়।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.