নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় বড়ই আনমনা........

এম এম কামাল ৭৭

উত্তরণের পথে..

এম এম কামাল ৭৭ › বিস্তারিত পোস্টঃ

বুলেট ট্রেনে ভ্রমন........ জীবনের এক স্মরনীয় মুহুর্ত... (ছবি ব্লগ)

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮





আজকের দিনটা অনেক আনন্দে কাটলো। অফিস থেকে বাসায় ফিরে নিজেকে কেমন যেন খুব সুখী মনে হচ্ছে। আগামী কাল ছুটি, তাই সকালে উঠে প্রতি দিনের মত তাড়া থাকবে না এটাও হয়তো একটা কারন। ছুটির আগের দিন রাত জাগতে বেশ ভাল লাগে। আজ একটা জার্নির অভিজ্ঞতা শেয়ার করবো। জার্নিটি ছিল চিনের হাংজু (Hanzhou) শহর থেকে সাংহাই শহর পর্যন্ত।



হাংজু শহরের আমরা (আমি ও আমার স্যার) ছিলাম হাই-ওয়া-হাই হোটেলে। আমাদের গাইড ছিল মিঃ লিও জু। সকালের নাস্তা শেষ করে ৯ টায় গাড়িতে করে বের হলাম হাংজু রেলষ্টেশনের উদ্দেশ্যে। আকাশ আগে থেকেই মেঘলা ছিল, কিছু দুর যাবার পরই অঝড় ধারায় বৃষ্টি পড়তে শুরু করলো। মনে মনে ভাবলাম যাক চীনদেশের বৃষ্টি ও দেখা হলো। ৪০ মিনিট পর পৌছালাম হাংজু রেলওয়ে ষ্টেশনে।



১. হাংজু রেল ষ্টেশন





সেদিন ছিল টানা দুই দিন ছুটির প্রথম দিন। তাই ষ্টেশনের ভিতরে উপচে পড়া ভিড়। অনেক গুলো টিকেট কাউন্টার, প্রতিটি কাউন্টারের উপরে ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে পরবর্তী ট্রেনের গন্তব্য ও সময় নির্দেশ করছে। আমার লক্ষ্যকরার মত বিষয় ছিল সবাই সুশৃংখল ভাবে লাইনে দাঁড়ান। কোন ঠেলা-ধাক্কা বা চেচামেচি নাই।



২. ‍টিকেট কাউন্টার





বিদেশীদের জন্য আলাদা টিকেট কাউন্টার, পাসপোর্ট দেখিয়ে আমাদের টিকেট সংগ্রহ করতে হলো। টিকেটের গায়ে পাসপোর্ট নাম্বার ও প্রিন্ট হয়ে আসলো।



৩. এরপর ট্রেনে ওঠা। কামড়ার ভিতরটা দেখে বেশ ভাল লাগছিল। বিমান ক্রুদের মত ইউনিফর্ম পড়া সুন্দরী ট্রেন-বালা ছিল।





ট্রেন চলতে শুরু করলোঃ জানালা দিয়ে কিছু দৃশ্য দেখা যাক…



৪. চলতি পথে একটি রেল স্টেশন।





৫. রেল লাইন।





৬. জানালা দিয়ে দেখা যায় সু-প্রশস্ত জট বিহীন রাস্তা।









৬. সারি সারি বাড়ি।







নদীর পাড় টা তো আমাদের মতই।





৭. কামড়ার দুই প্রান্তে উপর দিকে ডিসপ্লে বোর্ড এ ট্রেনের তাৎক্ষনিক গতি, পরবর্তী স্টেশনের নাম প্রদর্শিত ও স্পিকারে ইংরেজী ও চীনা ভাষায় ঘোষনা করা হচ্ছিল।





এখন গতি ৩৪৯ কি.মি/ঘন্টা !





৮. ২০২ কি.মি দুরত্ব ঘন্টা থানিক সময়ে অতিক্রম করে পৌছালাম সাংহাই হনকাইয় রেল-ষ্টেশনে। পরিষ্কার ঝকঝকে ষ্টেশনের প্লাটফর্ম।





৯. এই ট্রেনে করেই এসেছি।





১০. ট্রেনটি একটু কাছ থেকে দেখা (২)







১১. সাংহাই ষ্টেশনের বাহিরের দৃশ্য। (২)









১২. শেষ হলো আমার জীবনের রোমাঞ্চকর ও স্মরনীয় এক জার্নি। এমন রোমাঞ্চকর স্বাধ ১ দিন পর আবার পেয়ে ছিলাম সাংহাই থেকে হাংজু ফিরে যাওয়ার সময়।



মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

আকরাম বলেছেন: সুন্দর হয়েছে।
আপনি কোন শহরে থাকেন?
আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন ছিল।

০১ লা মে, ২০১৩ রাত ১২:৩৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
ভাই অফিসের কাজে গিয়েছিলাম। সেই সময়ের স্মৃতি থেকে আজকের লিখা। ছবি গুলো আরও ভাল মানের দেওয়া যেত কিন্ত নোট স্লো। আমি দেশেই থাকি।

পড়ার জন্য ধন্যবাদ।

২| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৬

অদ্ভুত স্বপ্ন বলেছেন: খুব ভাল লাগল ছবিগুলো দেখে।

০১ লা মে, ২০১৩ রাত ১২:৩৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ অদ্ভুত স্বপ্ন ভাই। ছবি ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগলো। ভাল থাকবেন।

৩| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৩০

নাঈম আহমেদ বলেছেন: লেখা ভালো লেগেছে ...।
আমি ২ সপ্তাহ আগে ফুচউ থেকে শেয়ামেন আসলাম বুলেটে...
আপনি কি এখনো চীনে আছেন?
ভালো থাকবেন

আমাদের পেজ এ লাইক করতে পারেন
Bangladeshi Students in China

০১ লা মে, ২০১৩ রাত ১২:৪০

এম এম কামাল ৭৭ বলেছেন:
আমি দেশেই আছি। পড়ার জন্য ধন্যবাদ। চীন অনেক সুন্দর দেশ সেখান কার মানুষ ও আমার পছন্দ হয়েছে। আপনারা যারা বিদেশে বিভিন্ন জায়গায় আছেন তাদের কাছ থেকে ভ্রমন, দর্শনীয় স্থান ও অনান্য অভিজ্ঞতার বর্ননা ব্লগে চাই।

ভাল থাকবেন সব সময়।

৪| ০১ লা মে, ২০১৩ রাত ১:৪৯

পিচ্চি পোলা বলেছেন: দারুন লেগেছে। আমাদের দেশে যদি এর অর্ধেক গতির ট্রেন থাকতো :(

০১ লা মে, ২০১৩ ভোর ৬:২৩

এম এম কামাল ৭৭ বলেছেন:

ঠিক বলেছেন। এমন সুন্দর একটা সেবা পরিবহন সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি বহু বছর ধরে। সময় মত ট্রেন ছাড়লেও আমাদের দেশের মানুষ অনেক সন্তুষ্ট থাকতো।

পড়ার জন্য ধন্যবাদ পিচ্চি পোলা।

৫| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:৪৭

শিরিষ গাছ বলেছেন: ভালো লগল।

০১ লা মে, ২০১৩ ভোর ৬:২৪

এম এম কামাল ৭৭ বলেছেন:
ভাল লেগেছে জেনে আমার ও খুশি লাগছে।

পড়ার জন্য ধন্যবাদ শিরিষ গাছ ভাই।

৬| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:৫৩

বাংলার হাসান বলেছেন: খুব ভাল

০১ লা মে, ২০১৩ ভোর ৬:২৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
banglar_hasan ভাই আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

ভাল থাকবেন নিরন্তন...............।

৭| ০১ লা মে, ২০১৩ সকাল ৯:৩৪

মো:ফয়সাল আবেদিন বলেছেন: আহারে কখন যে আমাদের এই সোনার দেশটা এগিয়ৈ যাবে । আপনাকে অনেক ধন্যবাদ ছবি গুলো শেয়ার করার জন্য । আনে ভাল লেগল আপার পোষ্ট এবং ছবি গুলো দেখে ।

৮| ০১ লা মে, ২০১৩ সকাল ৯:৩৭

মো:ফয়সাল আবেদিন বলেছেন: আহারে কখন যে আমাদের এই সোনার দেশটা এগিয়ে যাবে । আপনাকে আনেক ধন্যবাদ ছবি গুলো শেয়ার করার জন্য । আনেক ভাল লাগল আপনার পোষ্ট এবং ছবি গুলো দেখে ।

০১ লা মে, ২০১৩ সকাল ১০:৩৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
একটু তো এগিয়েছে। ঢাকা- নারায়নগঞ্জ দ্রত গামী ট্রেন সার্ভিস চালু হয়েছে। ঐ ট্রেনে কোন ভাই চড়ে থাকলে অভিজ্ঞতা শেয়ার করিয়েন প্লিজ। ট্রেনের জার্নি সব সময় দারুন রোমাঞ্চকর আর ছন্দ ময়।

ধন্যবাদ মো:ফয়সাল আবেদিন ভাই।

৯| ০১ লা মে, ২০১৩ সকাল ৯:৪৩

যোগী বলেছেন:
পাশা পাশি দুইটা ট্রেন ক্রস করার অনুভুতিটা কেমন ছিল?

ঐ গোঁফ ওয়ালা লোকটাই কি ৭৭ নাম্বারের কামাল ভাই নাকি?

০১ লা মে, ২০১৩ সকাল ১০:৪১

এম এম কামাল ৭৭ বলেছেন:
পাশা পাশি দুইটা ট্রেন ক্রস করার সময় নৌকার মত মনে হয় একটু দুলে ওঠে।

যোগী ভাই আপনি একটা জিনিয়াস! আপনি ঠিকই খেয়াল করেছেন, ঐ গোঁফ ওয়ালা, স্মার্ট লোকটাই আমাদের ৭৭ নাম্বারের কামাল ভাই।

১০| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: ইস! যদি উঠতে পারতাম!

০১ লা মে, ২০১৩ সকাল ১০:৪৭

এম এম কামাল ৭৭ বলেছেন:
আপনার মত আমার ও মনে হয়

’ইস! যদি আবার উঠতে পারতাম!’

বিশেষ করে ঢাকা-রংপুরের ৭ ঘন্টার পথ যেতে যখন ১৪ ঘন্টার বেশী সময় লাগে। নাজিম-উদ-দৌলা ভাই পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১১| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৪২

সাইফ সোহেল বলেছেন: ভাই আপনার পোস্টটি দেখে আমার সাংহাই থাকার দিনগুলির কথা মনে পরে গেল। আমি সাংহাই ছিলাম ৩ মাস। এত সুন্দর সবকিছু। অসম্ভব ভাল লেগেছিল ওই ৩ টা মাস। কিছু বন্ধুও জুটিয়েফেলেছিলাম। এখন তাদের সাথে কথা হয়।

০১ লা মে, ২০১৩ সকাল ১০:৫৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
আপনি তো ভাই অনেক ভাগ্যবান ওরকম একটা শহরে ৩ মাস থাকা কম কথা না। আপনার কথা ঠিক শহটা আসলেই খুব সুন্দর। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আপনি তো আরও বিস্তারিত দেখেছেন। আর হ্যা আপনার বন্ধুদের কথাও জানায়েন।

পড়ার জন্য ধন্যবাদ সাইফ সোহেল ভাই।

১২| ০১ লা মে, ২০১৩ সকাল ১১:৫১

নীলতিমি বলেছেন: :)

০১ লা মে, ২০১৩ দুপুর ১:০০

এম এম কামাল ৭৭ বলেছেন: নীল তিমি ভাইকে মিষ্টি হাসির জন্য ধন্যবাদ।

১৩| ০১ লা মে, ২০১৩ দুপুর ১২:০৭

জাতীয়বার্তা বলেছেন: মনডা খারাপ হইয়া গেল... যদি একবার যাইতে পারতাম

০১ লা মে, ২০১৩ দুপুর ১:০৩

এম এম কামাল ৭৭ বলেছেন: জাতীয়বার্তা ভাই মন খারাপ করিয়েন না। এক দিন আমাদের দেশেও এমন দিন আসবে। আমরা না পারি আমাদের নাতি-পুতিরা বুলেট ট্রেনে চড়বে আশা করতে পারি।

পড়ার জন্য ধন্যবাদ।

১৪| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৪৩

না পারভীন বলেছেন: পোস্ট ভাল লেগেছে কামাল ভাই ।

০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৪৯

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আপা ভাল থাকবেন।

'কাজল রেখার' পর থেকে আপনি হলেন রিয়েল হিরো।

১৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:০২

সািহদা বলেছেন: যদিও ছবিগুলো আমার কাছে পুরাতন তারপর ও দেখতে ভালো লেগেছে । আর অনেক কিছু স্মৃতি ও মনে পড়ছে । ভাল থাকবেন আশা করি।

০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৪১

এম এম কামাল ৭৭ বলেছেন:
কিছু কিছু স্মৃতি, ঘটনা, পরিবেশ, মানুষ কখনো পুরানো হয় না। মনের কোথায় যেন সব সময় জ্বলজ্বল করে।

সারাদিন ধরে কি যেন মিস্ করছিলাম, আপনি আসাতে কিছুটা ভাল লাগছে।

ভাল থাকবেন সব সময়।

১৬| ০১ লা মে, ২০১৩ বিকাল ৫:৫৭

ইয়ার শরীফ বলেছেন: দারুন লেগেছে।

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ ইয়ার শরীফ ভাই। ভাল থাকবেন।

১৭| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সুমন ঘোষ বলেছেন: পোস্ট ভাল লেগেছে কামাল ভাই ।

২০২ কি.মি দুরত্ব ঘন্টা থানিক সময়ে অতিক্রম করে পৌছালাম সাংহাই হনকাইয় রেল-ষ্টেশনে। ট্রেনের গতি ছিল ৩৪৯/কিমি প্রতি ঘন্টায়। তবে ২০২ কি.মি দুরত্ব ১ঘন্টা কি করে লাগলো ? আপনি কিছু ভুল ফেললেন না তো ?

০১ লা মে, ২০১৩ রাত ৮:৩২

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনি বেশ মনযোগ দিয়ে পড়েছেন বুঝা যাচ্ছে । ৭ নং ক্রমিকে বলেছি:

কামড়ার দুই প্রান্তে উপর দিকে ডিসপ্লে বোর্ড এ ট্রেনের তাৎক্ষনিক গতি, পরবর্তী স্টেশনের নাম প্রদর্শিত ও স্পিকারে ইংরেজী ও চীনা ভাষায় ঘোষনা করা হচ্ছিল।

৩৪৯ কি:মি/ঘন্টা ঐ মুহুর্তে গতি ছিল, কিন্তু সমস্ত রাস্তা তো এই গতিতে চলতে পারে নাই। খুব সম্ভব ৭/৮ টি স্টেশনে ট্রেনটি থেমেছিল, সেখানে যাত্রী উঠা-নামা করেছে, তাতে প্রতি স্টেশনে কয়েক মিনিট সময় লেগেছে। আবার থেমে থাকা অবস্থা থেকে সর্বচ্চ গতিতে উঠতে তো সময় প্রয়োজন হয়।

দেখুন এখন গতি ১০৫ কি:মি:/ঘন্টা। ছবি তোলার সময় মোবাইল কেঁপে যাওয়ায় ঘোলা এসেছে।


এখন ৩২৩ কি:মি:/ঘন্টা


ভাল থাকবেন। আপনার মত মেধাবীদের এই দেশে অনেক প্রয়োজন।

১৮| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সুমন ঘোষ বলেছেন: ভালো লাগলো আপনার লেখা।

ভাই একটা কথা জানতে চাই - লেখার ভিতরে কি ভাবে ছবি সামনে লাগানো যায় ?
আমি পিকচার ফাইল থেকে সিলেক্ট করে আপলোড করি তাতে একটা ছবি সামনে আসে বাকি গুলি ছোট হয়ে পিছনে চলে যায়। আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন । কি ভাবে সব ছবি সামনে বড়ো করে আসবে ?

আপনার কাছে এর উত্তর আশা করছি দয়া করে বলবেন একটু ।

০১ লা মে, ২০১৩ রাত ৮:১৪

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনার আঁকা ছবি গুলো দেখলাম। অনেক সুন্দর ছবি, দারুন প্রতিভা আপনার। আমি আপনার সমস্যার সমাধান হয়তো দিতে পারবো না। তবে আমি একটা একটা করে ছবি আপলোড করি। সব ছবি এক বারে আপলোড করি না। একটা ছবি দেই, কিছু লিখি আবার ছবি দেই। আপনি এভাবে চেষ্টা করে দেখতে পারেন, হয়তো সমাধান পেয়ে যেতে পারেন।

১৯| ০১ লা মে, ২০১৩ রাত ৮:১৬

বটবৃক্ষ~ বলেছেন: চক্ষু জুরাইলো! :-B :-B অন্তর ব্যাথিত হইলো!! :(:(:-< :-<

০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৮

এম এম কামাল ৭৭ বলেছেন: বটবৃক্ষ~ ভাই, চোখ নাকি অন্তরের দরজা। দ্রুত অন্তর জুড়াক কামনা করি।

পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২০| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৫২

না পারভীন বলেছেন: কামাল ভাই , আবার ও আনজ্জিত হলাম ( আনন্দিত+ লজ্জিত)
:!> :#> :!> :#>
এর পরের লেখা গুলোতে ভয়াব্ হ অখাদ্য অপেক্ষা করছে । ভয়ে পোস্ট দিতে পারছিনা ।
তবে আগে যেটা বলিনি লাস্টের ছবিটা দেখে প্রীত হয়েছি ।

০১ লা মে, ২০১৩ রাত ১০:০৬

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনার ঐ লিখাটা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। জানি 'কাজল রেখা' র মত সাংঘাতিক লিখা আমরা বারবার পাব না, তারপর ও আপনি চালিয়ে যান। আমরা অপেক্ষা করছি আপনার পরবর্তী লিখার জন্য।

ওহ্ আপনার মন্তব্যের শেষের লাইন এবার আমাকে আনজ্জিত করলো।

২১| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাল লাগল

২২| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাল লাগল

০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১১

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ লিন্‌কিন পার্ক ভাই। ভাল থাকবেন।

২৩| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:১৮

নাঈম আহমেদ বলেছেন: চীন নিয়ে আমার কিছু পোস্ট দেখতে পারেন

চীনের অসাধারণ শহর সমূহ চীনের অসাধারণ শহর সমূহ-২
চীনের প্রাচীনতম ও ঐতিহাসিক মসজিদ সমূহ

ভালো থাকবেন ।

০২ রা মে, ২০১৩ রাত ১১:২৮

এম এম কামাল ৭৭ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ওয়াও! দারুণ লাগলো পোস্টটি!! :( আফসোস বাইরা গেল কয়েক ডিগ্রী!

০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এম এম কামাল ৭৭ বলেছেন: 'আজ আমি কোথাও যাবো না' নিক টা কি সুন্দর। আপনি যদি কোথাও না যেতে চান, তাহলে এত সুন্দর রেল গাড়ির কোন মূল্য আছে?

পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৫| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:২০

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর পুস্ট ভাইয়া
বুলেট ট্রেনে চড়তে মন চায়...... :( :(

১২ ই মে, ২০১৩ সকাল ৯:৪৬

এম এম কামাল ৭৭ বলেছেন:
অনেক ধন্যবাদ রহস্যময়ী কন্যা। কামনা করি আপনার মনের ইচ্ছা যেন অবশ্যই পুরন হয়।

২৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৪৬

ইনিতা বলেছেন: ইউরো স্টার এর কথা মণে পড়ে গেল।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৫৮

এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ইউরো স্টার সমন্ধে জানার ইচ্ছা রইলো।

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

মাক্স বলেছেন: ভালো লাগলো ছবি দেখে!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

এম এম কামাল ৭৭ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ..............মাক্স ভাই।

২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

বটের ফল বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: চক্ষু জুরাইলো! :-B :-B অন্তর ব্যাথিত হইলো!! :(:(:-<

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

এম এম কামাল ৭৭ বলেছেন: হা হা হা ............

দারুন কথা।!!

২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

লিসং বলেছেন: আমি চীনদেশী । আপনার চীন ভালোবাসতে শুনছি আমি খুব খুশি হয়। ধন্যবাদ !
আমি বাংলা ভাষা শিখছি ।
2010, 20 . JUL আমি বাংলাদেশে গেলাম 。
বাংলাদেশের গ্রাম পড়ে বিশেষ ছাপ আমার মনে । বিশাল উন্মুক্ত বন , বিশাল উন্মুক্ত মূলভূমি, পরিষ্কার হাওয়া প্রভৃতি চমতকার । সবুজ পাতার উপর কিছু ধুলো নেই । বাংলাদেশের চেয়ে চীনের পরিবেশ তো খারাপ ।চাকরির জন্য চীনদেশের পরিবেশ দূষণ হয়েছে, ফলে আজকাল এমন জায়গা সহজে পাওয়া যায় না ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

এম এম কামাল ৭৭ বলেছেন:
লিসং, আমার দেশের প্রতি আপনার ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। আপনি শুধু আমার আমার দেশকে ভালবাসেন নাই, আমার ভাষা ও বর্নকে ও ভাল বেসেছেন।
আপনাকে আমদের দেশের মানুষের পক্ষ থেকে অনেক ভালবাসা জানাই।

তবে আপনার দেশ ও অনেক সুন্দর ও বৈচিত্র ময়।

৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৩

লিসং বলেছেন: কর ও সরকার ছেড়ে চীনের রেল শিল্প মরে যায় । রেল দপ্তর দখল করে বিপুল কর । এগুলি টাকা একটুও নিরীক্ষণ হয়না । নেতারা যথেচ্ছ দরাজ ব্যয় করে। তাই চীনের রেল ক্ষেত্রে ভীষণ দুর্নীতি হয়েছে।
চীনা রেল মন্ত্রণালয় প্রধানত কেয়ক নেতারা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে তাদের পরিবার হয়েছিলে মার্কিন লোক এবং ইউরোপ লোক, আর সেখানে বিলাসদিন কাটিইয়েছে ।
যেমন সভাপতি ZhiJun Liu(刘志军) , তাঁর উপপত্নীর মধ্যেবিখ্যাত অভিনেত্রী থাকে । তার ছোট ভাই বটে হন্তারক 。

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

এম এম কামাল ৭৭ বলেছেন:

দুর্নীতি প্রতিটা দেশেই আছে। তবে কম হলে আমাদের দেশের মানুষ আরও অনেক ভাল থাকতে পারতো।

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভয় পান নাই? ;) B-)) :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

এম এম কামাল ৭৭ বলেছেন: ভয় যে পাই নাই তা কিন্তু না, যখন ২টা ট্রেন বিপরীত দিক দিয়ে অতিক্রম করতো, একটা দলুনি অনুভব করা যেত।

ভয় এর চেয়ে বেশী ছিল অজানা অনুভুতি...............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.