নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় বড়ই আনমনা........

এম এম কামাল ৭৭

উত্তরণের পথে..

এম এম কামাল ৭৭ › বিস্তারিত পোস্টঃ

আমার মেম সাহেবের কাছে খোলা চিঠি..............

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯







তুমি যদি আমার কাছ থেকে বিদায় নিয়ে যেতে, আমার কিছুই বলার থাকতো না। এরপর তুমি সুতো ছেঁড়া ঘুড়ির মত যে দিকে খুশি চলে যেতে, দুরন্ত বালকের মত তোমার পিছনে জীবন বাজি রেখে ছুটতাম না। কি দেই নাই তোমাকে! ভালবাসা, বিশ্বাস, সুখ এমন কি কষ্ট, যন্ত্রনা, স্মৃতি শুধু জীবনটা ছিল আমার কাছে। সেটাও যাওয়ার বেলায় নিয়ে আমাকে নিঃশেষ করে দিলে। জ্বলতে থাকা কেরসিনের বাতি অজানা এক ঝড়ো হওয়ায় নিভে গেল, এখন সেখানে বিষাক্ত গ্যাসের কুন্ডলী। এটাও এক সময় মিলিয়ে যাবে...................।





জানি তোমার কোন অসহায়ত্ব ছিল না। এমন কোন কারন ও ছিল না যে তুমি ভুল পথে পা বাড়াবে। তারপরও অজানা রোমাঞ্চের নেশা তোমাকে ভুল পথে নিয়ে গেল। অন্যের কাছে নিজেকে উজাড় ও করে দিলে। আমার নিখাদ ভালবাসা তোমাকে সেই সময় অন্তর থেকে বাধা দেয় নাই। তাই তো মনে হয় আসলে যে ভালবাসা হারানর বেদনায় কষ্ট পাচ্ছি, আদৌ কি আমি তা পেয়েছিলাম?



যদি কখনো সময় পাও, নিজের মনকে একবার প্রশ্ন কারো, কি করেছ তুমি। একবার ভাব তোমার সাথে যদি এমন হতো!, কিনবা আমি যদি প্রতিশোধ নিতে চাই.........।



এক সময় এসে তুমি প্রায়ই মিথ্যা বলতে, আমি বুঝতে পারতাম। আমি নিজের কাছেই লজ্জিত হতাম। মনে মনে ভাবতাম আমার প্রিয় মানুষটা কেন এভাবে বলছে। আসলে নোংরা জীবন যাত্রায় তুমি অভ্যস্ত হয়ে পরেছিলে। আমি তোমার বিদায় এখন মেনে নিয়েছি। যদিও মন কার জন্য যেন প্রতিক্ষা করে থাকে। নিরব অশ্রুতে বুকের মরুভুমি ভিজে যায়। অবশেষে বলবো, যে জীবনের পথে তুমি হাটছো, সেই জীবন সাময়িক আনন্দ দিলেও তোমাকে সুখ দিবে না। শুধু তোমাকেই না, তোমাকে ঘিরে তোমার প্রিয় মানুষদের ও কষ্ট দিবে।



ভাল থাক, তোমার যা আছে তাই নিয়ে সুখী হও।



(পুরোটাই কাল্পনীক। জীবিত বা মৃত ব্যক্তি বা বাস্তবতার সাথে কোন সম্পর্ক নাই)





-----------------------------------------------------------

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি ঠিকই তো যেতাম

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না রে….

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আপনার চিঠি লেখার হাত তো দারুন ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ আপা। এমন চিঠি যেন কাউকে লিখতে না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.