![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
.
.
১.
কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?
২.
রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
শফিকের স্ত্রী বললেন, ‘কী হলো? আজ এত চটে আছো কেন?’
শফিক: আর বোলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!
৩.
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’
৪.
অপু এবং নাছের দুই বন্ধু একই অফিসে চাকরি করে।
অপু: দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।
নাছের: হুমম্। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?
বলেই নাছের টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।
বস: এ কী নাছের! তুমি ঝুলে আছ কেন?
নাছের খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ‘স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।’
বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন, ‘অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।’
নাছের অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল।
অপু চেয়ে চেয়ে দেখল। নাছের বেরিয়ে যেতেই সেও নাছেরের পিছু নিল।
বস: সে কী! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?
অপু: কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে?!
৫.
অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন মোকলেসের ওপর। বড় কর্তা মোকলেসকে ডেকে বললেন, ‘সব কাজই নষ্ট করে ফেলেছেন আপনি। এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন?’
মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার।’
‘নিচে কী দেখছ, আমার দিকে তাকাও?’—বড় কর্তার জবাব।
৬.
চৌকস বস হচ্ছে সে, যে অফিসের মিটিং সংক্ষিপ্ত করার জন্য বলেন, এগুলো হলো আমার প্রস্তাব। কারও যদি কোনো ব্যাপারে দ্বিমত থাকে তাহলে হাত তুলে বলুন, ‘আজ থেকে আমি রিজাইন করলাম।’
৭.
ডিসিপ্লিন কী?
: বসের চেয়ে বোকা হবার ভান করার আর্ট।
৮.
বস : এ কী টাইপিষ্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই-কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলি নি, টাইপিষ্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
ম্যানেজার : শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ ড. জেকিল।
২| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৫
চানাচুর বলেছেন:
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৮
এম এম কামাল ৭৭ বলেছেন: আমিও হাসি দিলাম.......
ধন্যবাদ চানাচুর।
৩| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৭
হামিদ আহসান বলেছেন: মজা লাগছে......................
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৭
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ হামিদ মোঃ আবদুল ভাই।
৪| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬
বুঝিনাই বলেছেন:
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫০
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ বুঝিনাই ভাই।
৫| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৯
সোহানী বলেছেন: আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম !!!!!!!!! জটিল...........
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫২
এম এম কামাল ৭৭ বলেছেন: আপনাকেও জটিল ধন্যবাদ সোহানী আপু।
৬| ১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৯
প্রেমিক চিরন্তন বলেছেন: বস : এ কী টাইপিষ্ট নিয়েছেন? সুন্দরী তাতে সন্দেহ নেই-কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলি নি, টাইপিষ্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন।
ম্যানেজার : শুনতে ভুল হয়েছিল স্যার। আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম।
এটা সেরাম
১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬
এম এম কামাল ৭৭ বলেছেন: আপনাকেও সেরাম ধন্যবাদ প্রেমিক চিরন্তন ভাই।
৭| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৪
আমি তুমি আমরা বলেছেন: নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫২
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা ভাই..।
৮| ২২ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৯
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা
৯| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:০৩
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৪
ড. জেকিল বলেছেন:
ভালো হইছে ।