নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

কী আশ্চর্য ‘জয় বাংলা’ বললে এখন আর কেউ আমুলিক বলছে না!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

আমার এক মুক্তিযোদ্ধা চাচা কথায় কথায় তিনি বলতেন ‘জয় বাংলা’ - বিস্মিত হলে ‘জয় বাংলা’, হতাশ হলেও একই কথা! আর আনন্দ পেলে তো কোন কথাই নেই। ছোটকালে তিনি অনেক গল্প শুনিয়েছেন গেরিলা যুদ্ধের। কীভাবে তারা একটির পর একটি অপারেশন সফল করে পাকবাহিনীর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছিলেন। অনেক ব্যথা-বেদনার স্মৃতিও আছে। আছে স্বজন হারানোর বেদনা। কিন্তু সব বেদনাকে মুহূর্তে ভুলে যেতেন যখন একটি অপারেশন বা গেরিলা আক্রমণের পরিকল্পনা সামনে আসতো। সকল ব্যথাকে অট্টহাসিতে ওড়িয়ে দিতেন একটি অপারেশন সফল হলে।



“তোমাদের এতো ত্যাজ আসতো কোথা থেকে?” অবুঝ আমি দু’গালে হাত রেখে জিজ্ঞেস করতাম। জবাবে আমার চাচাটি অনেক কথাই বলতেন, যার সবকিছু আমি বুঝতাম না, শুধু একটি কথা ছাড়া। দু’চোখে রক্তরোষ নিয়ে তিনি সেদিন বলেছিলেন, “দূর বোকা, ওদের তো জয় বাংলার মতো একটি রক্ত-গরম-করা স্লোগানই নাই! ওরা কীভাবে আমাদেরকে পরাজিত করবে!” জয় বাংলা বললে নাকি রাতের ভুতও পালাতো, পাঞ্জাবি তো দূরের কথা!



সে জয়বাংলা দেশ স্বাধীন হবার পর হয়ে গেলো দলীয় স্লোগান। অসম যুদ্ধে জয় বাংলা ধ্বজাধারীদের আত্মার জোর দেখে প্রতিবেশী দেশসহ সারা পৃথিবী সাহস যোগালো, সহযোগিতা দিলো, গান গাইলো। মাত্র নয়মাসে অনেক ত্যাগ-তিতিক্ষায় দেশ স্বাধীন হলো, কিন্তু জয়বাংলা হয়ে গেলো প্রায় নিষিদ্ধ। জয়বাংলা হয়ে গেলো হিন্দুদের স্লোগান!



জয় বাংলা নামক একটি স্লোগানে দেশের আবাল-বৃদ্ধ-বনিতা শক্তি যুগিয়েছিল। জয়বাংলা শুধুই একটি স্লোগান ছিল না, এটি ছিল যুদ্ধ-আক্রান্ত বাঙালির জাতীয় পরিচয়। “আপনি কি জয়বাংলার লোক?” এপ্রশ্নের উত্তর হ্যাঁ হলে শুরু হতো বাঙালির মধ্যে নতুন আত্মীয়তা, নতুন সম্পর্ক। মুক্তিযুদ্ধকালে জয়বাংলা বলে ভারতে বিনামূল্যে ট্রেনভ্রমণ করা যেতো। কিন্তু আজকাল জয়বাংলা বললে হয়তো আমাকে প্রথমেই একটি গোষ্ঠীভুক্ত করা হবে, অথচ ব্যক্তিগতভাবে বৃহৎ কোন দলের প্রতিই আমার আনুগত্য নেই বা ছিলো না। জয় বাংলাকে আমি বাঙালির স্বাধীনতা যুদ্ধের সেই রণধ্বণি বলেই জানি



আজ তরুণ প্রজন্ম জেগেছে, তার ফিরিয়ে এনেছে মুক্তিযুদ্ধের সিকোয়েল - মুক্তিযুদ্ধ দুই! স্বদেশপ্রেমে রেনেসাঁ এনে তারা সমগ্র জাতিকে আজ একত্রিত করলো। কথা অনেক বলা হয়েছিলো, তাই তারা নির্দেশ দিলো “এবার নীরব হোন”।

দেশবাসীকে তিন মিনিট নীরব করিয়ে তারা প্রমাণ করলো যে, জয় বাংলা ফুরিয়ে যায় নি। পদ্মা মেঘনা যমুনা যে আপনার আমার ঠিকানা, একথাই ভুলতে বসেছিলাম। আজ তারা স্মরণ করিয়ে দিলো তাদের লক্ষকণ্ঠের বজ্রধ্বনি দিয়ে যে, এদেশ স্বাধীন হয়েছিলো রাজনৈতিক একতা দিয়ে ধর্মীয় চেতনা দিয়ে নয়। আজ লক্ষ লক্ষ তরুণ একত্রিত হয়ে জয় বাংলাকে ফিরিয়ে এনে যেন বাংলা মা’কে শাড়ি পড়ালো, জয় বাংলার শাড়ি! কী আশ্চর্য ‘জয় বাংলা’ বললে এখন আর কেউ আমুলিক বলে গালি দেয় না। জয় বাংলা!

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

পীরসাহেব বলেছেন: জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান আওয়ামী লিগের বাপের সম্পত্তি না

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পীরসাহেবের কথা সত্য। শুভেচ্ছা!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

শিপু ভাই বলেছেন:
আওয়ামীলীগ কিন্তু কখনোই বলে নাই "জয় বাংলা" শুধুমাত্র তাদের দলীয় শ্লোগান। আমরাই দলীয় সংকীর্ণতার জন্য এই "শ্লোগানকে" তাদের একক সম্পত্তি বানিয়ে দিয়েছিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একমত। আজ তার সংশোধন হোক!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

আখিলিস বলেছেন: জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ। জয় বাংলা!!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আখিলিস বলেছেন: একমত @ শিপু ভাই

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

নৈকষ্য বলেছেন: joy bangla
bangali jatir ajonmo dhoni . ai dhoni konodino kono doler kono mane kono netar chilo na. nijer nam die buisness kore ora mane ora buisness er din shesh hobe .shahabag proman korlo ai dhoni kader ..amder bangla jatir. ak dol india ar dalal arekta jamat shibir er . r dui dol e ak shathe ak rokom shob kore nam shudu doi ta. oder bicaro amder korte habe.thank u

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহমত। বিপ্লব সফল হলে হবার বিচার এমনিতেই হয়ে যায়। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: জয় বাংলা শুধুই বাঙালীদের যারা বাংলাদেশী, এটা বাংলাদেশের অনুপ্রেরণা ।৭১ এ যারা এর বিরোধীতা করেছে তারা আজও এর ধ্বণি শুনলে শাহবাগে আওয়ামীলিগের ভূত আছে বলে ভয় পায় । কিন্তু এটা আওয়ামীলিগের সম্পতি নয় এটা সারা বাংলার এটা বাংলাদেশীদের সম্পদ। যারা পাকিস্তান জিন্দাবাদ এই বাংলায় প্রতিষ্ঠার চেষ্টায় ব্যর্থ তারা প্রতিষ্ঠা করে বাংলাদেশ জিন্দাবাদ কিন্তু তরুণ প্রজন্ম আবার নাড়ির টানে ফিরে চলেছে, সুতরাং কথা একটাই জয় বাংলা পথ ধরো দেশকে রাজাকার মুক্ত করো।। দ্বিতীয় স্লোগান হলো__রাজাকারের ফাসি চাই, পক্ষ নিলে রক্ষা নাই, পক্ষে গেলেও রক্ষা নাই।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার প্রতিটি কথা সহমত জানাই। জয় বাংলা কারও সম্পদ নয় - এটি আমার মুক্তিযুদ্ধের রণধ্বণি।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

মুহাই বলেছেন: জয় বাংলা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জয় বাংলা!

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

পথ-হারা এক পথিক বলেছেন: শিপু ভাই বলেছেন:
আওয়ামীলীগ কিন্তু কখনোই বলে নাই "জয় বাংলা" শুধুমাত্র তাদের দলীয় শ্লোগান। আমরাই দলীয় সংকীর্ণতার জন্য এই "শ্লোগানকে" তাদের একক সম্পত্তি বানিয়ে দিয়েছিলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সকল সংকীর্ণতা দূরীভূত হোক প্রজন্ম চত্বরে!

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

চায়নাবুড়া১৮ বলেছেন: "জয় বাংলা"

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জয় বাংলা!!

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪

বি পজেটিভ বলেছেন: একমত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.