নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই বাংলাদেশি। প্রজন্ম চত্বরের আন্দোলনে সকলেরই অধিকার আছে শরিক হবার। ধর্মতত্ত্ব আর রাজনীতি একত্র করবেন না। বাংলাদেশ ধর্মীয় কারণে স্বাধীন হয় নি - হয়েছে রাজনৈতিক একতার কারণে। চলমান আন্দোলনকে ধর্মীয় আলোচনা দিয়ে নষ্ট না করার অনুরোধ রইলো।
এ হত্যায় যেন আমাদের চেতনা নিহত না হয়। চলুন গণজাগরণকে সফলতার দিকে নিয়ে যাই।
নাস্তিকের সাফায়েত পাওয়া আরও জরুরি। চলুন জানাজায় মিলিত হই শাহবাগে গিয়ে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে ধন্যবাদ!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
আগুনে পাখি বলেছেন: বাংলাদেশ ধর্মীয় কারণে স্বাধীন হয় নি - হয়েছে রাজনৈতিক একতার কারণে ----Good Job
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আগুনে পাখিকে ধন্যবাদ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: যারা ধর্ম মানেনা, যারা ধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যারা ধর্মের বিরুদ্ধে লেখে, যারা স্বঘোষিত নাস্তিক; তাদের আবার জানাজা কেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাই, জানাজায় না যান সেটা আপনার বিষয়। শাহবাগে যাওয়া যেন বন্ধ না করেন! শুভেচ্ছা!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: সবই ঠিক আছে মাগার উনার জানাজা করার অর্থ হবে মরনোত্তর উনাকে অপমান করা, উনার বিশ্বাসকে অশ্রদ্ধা করা। এটা করা ঠিক হবে না।
বাঙালি ঠিক মতো নাস্তিকও হইতে পারলো না, আফসোস!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
জিললুর রহমান বলেছেন: জানাজা করার অর্থ হবে মরনোত্তর উনাকে অপমান করা, উনার বিশ্বাসকে অশ্রদ্ধা করা। একমত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০
পরিবেশ বন্ধু বলেছেন: দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ , সন্ত্রাসীরা চতুর এবং সংঘবদ্ধ , দুর্নীতিবাজ বাজ সরকার , অসহায় , তার বড় প্রমান ব্লগার থাবা বাবা
আমাদের দমে গেলে চলবেনা , যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে জানেনা , তারা হয় সন্ত্রাসীদের পক্ষে নয়ত দুরভিসন্ধিতে ।
আমাদের মধ্য এখন সজাগ সচেতন ও সার্বক্ষণিক অফ্লাইন , অনলাইন , মাঠ পর্যবেক্ষণ , তদারকি ও পরিচালনার গুরুদায়িত্বকে
আরও জুরদার ও সম্প্রসারণ করতে হবে সকলের আন্তরিকতায় ।
নহে অন্যায়ের নিকট মাথানত ।
ন্যায়ের সংগ্রামে আল্লাহই আমাদের সাহায্যকারী
বিজয় আমাদের নিশ্চিত ।
জানাজা অর্থ দোয়া , তার বিদেহি আত্মা শান্তি পাক আমিন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
বিদ্রোহী মজলুম বলেছেন: যে বেক্তি ইসলামকে চরমভাবে আক্রমন করে, তার জানাজা করার অর্থ হবে, তার বিশ্বাস কে অপমান করা।
Click This Link
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘বিশ্বাস’ এখানে অপ্রাসঙ্গিক - আলোচ্য বিষয় হলো দেশপ্রেম।
চলুন ‘বিশ্বাস’ বিষয়ক আলোচনা ছেড়ে প্রজন্ম চত্বরে যাই। সেখানে যা-কিছু হোক সেটা দেশকে শুদ্ধ পথের দিকে নিয়ে যাবে। ওখানে আছে তাজা প্রাণে স্বদেশ প্রেম!
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
ক্যাতক্যাতা বলেছেন: রাজিবকে শাহবাগ চত্বরে জানাজা দেয়ার মাধ্যমে আন্দোলনকে ক্যারিকেচার বানানো হচ্ছে। সমর্থন করি না। জনমতে দারুণ নেতিপ্রভাব ফেলবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: ‘বিশ্বাস', 'আদর্শ'-এইসব এইখানে অপ্রাসঙ্গিক হইলে ঐ জানাজার বিষয়টা পোষ্ট থাইকা ছাইটা ফালান, পোষ্টটা দেখতে আরো সুন্দর লাগবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
আরেফিন ইশাত বলেছেন: স্বদেশ প্রেমতো আপনার ধর্ম প্রেমকে ডাউন এবং সংঘর্ষে ফালাই দিল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাই আরেফিন, আপনাকে অনেক ধন্যবাদ।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
জ্ঞানী বালক বলেছেন: তার সাথে শহীদ, জানাজা শব্দগুলো কেন যোগ করা হচ্ছে?? নাস্তিকরা কি শেষ সময়ে ইসলামের প্রতিশব্দগুলোতেই আস্থা রাখছে। তাই যদি হয় তাহলে মরার পরে কেন মরার আগে নয় কেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
ছোটাইয়া বলেছেন: জানাজায় অংশ নেয়া অসম্ভব ব্যাপার, আমরা আমাদের দাবি ছাড়ব না, রাজাকারদের ফাসি হবেই হবে।।
ইসলাম নিয়ে কুৎসিত লেখা যারা লিখে তাদের জন্য কোন সহমর্মিতা নেই।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
বিডি আইডল বলেছেন: আপনার মতামতকে শ্রদ্ধা জানালাম...ইসলামে এক্সট্রিমিজমের কোন স্হান নেই। হযরত মুহাম্মদ (সাঃ) ইসলাম বিদ্ধেষীদের বিষয়ে বহুবার সহনশীলতা দেখিয়ে গিয়েছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
ইকরু বলেছেন: সবই ঠিক আছে মাগার উনার জানাজা করার অর্থ হবে মরনোত্তর উনাকে অপমান করা, উনার বিশ্বাসকে অশ্রদ্ধা করা। এটা করা ঠিক হবে না।
বাঙালি ঠিক মতো নাস্তিকও হইতে পারলো না, আফসোস!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
ত্যাড়া ব্যাকা বলেছেন: মুহাম্মদ (স) আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাযা পড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ উনি বাইরে বাইরে ইস্লামের অনুসারী সেজেছিলেন কিন্তু ভেতরে ভেতরে ইস্লামের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছিলেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ!
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
বিডি আইডল বলেছেন: @ত্যাড়া ব্যাকা ছাগলের বাচ্চা...সেই হাদীস টা আগে পড়
Narrated Ibn 'Umar:
When 'Abdullah bin Ubai (the chief of hypocrites) died, his son came to the Prophet and said, "O Allah's Apostle! Please give me your shirt to shroud him in it, offer his funeral prayer and ask for Allah's forgiveness for him." So Allah's Apostle (p.b.u.h) gave his shirt to him and said, "Inform me (When the funeral is ready) so that I may offer the funeral prayer." So, he informed him and when the Prophet intended to offer the funeral prayer, 'Umar took hold of his hand and said, "Has Allah not forbidden you to offer the funeral prayer for the hypocrites? The Prophet said, "I have been given the choice for Allah says: '(It does not avail) Whether you (O Muhammad) ask forgiveness for them (hypocrites), or do not ask for forgiveness for them. Even though you ask for their forgiveness seventy times, Allah will not forgive them. (9.80)" So the Prophet offered the funeral prayer and on that the revelation came: "And never (O Muhammad) pray (funeral prayer) for any of them (i.e. hypocrites) that dies." (9. 84)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
ষাটোর্ধ্ব যুবক বলেছেন: দেখুন শুধু মুসলিম নাম থাকলেই কেউ মুসলমান হয়না কেননা অনেক খৃস্টানও মুসলমানের নামে নাম রাখে তাই বলে তারা মুসলমান নয়। ঠিক তেমনি থাবা বাবাও একজন মুসলিম নামধারী অমুসলিম। অমুলিম এইজন্য যে ইসলামে মুসলমান হওয়ার জন্য যেসব বিশ্বাস আর আক্বীদা রাখা জরুরি তা এই ব্লগারের ছিল না। সুতরাং সে অমুসলিম। আর ইসলামে জেনেশুনে অমুসলিমের জানাযা পড়া যায় না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ষাটোর্ধ্ব যুবককে অশেষ ধন্যবাদ।
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
অব্যক্ত অভিব্যক্তি বলেছেন: ভাই,ধর্মতত্ত্ব আর রাজনীতি একত্র করতে চান না ,ঠিকাছে। তাইলে আন্দোলনের মাঝখানে ধর্মীয় কর্মকাণ্ড আসবে কেন? উক্ত ব্লগারকে আপ্নেরা শাহবাগে নেন,ফুল দিয়া শ্রদ্ধা জানান কেউ মানা করব না।কিন্তু জানাজা কেন????????????????????
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
মতামতের জন্য ধন্যবাদ।
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
ত্যাড়া ব্যাকা বলেছেন: (৫) ইবনে উবাইয়ের মৃত্যু : তাবূক যুদ্ধ থেকে ফেরার পর মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু হয়। তার ছেলে উত্তম ছাহাবী আব্দুল্লাহর দাবী অনুযায়ী রাসূল (ছাঃ) তার জানাযা পড়েন এবং নিজের ব্যবহৃত জামা দিয়ে তাকে কাফন পরান (মুসলিম ইবনু ওমর হ’তে)। ওমর (রাঃ) আল্লাহর রাসূলকে নিষেধ করলেও রাসূল (ছাঃ) তা মানেননি।[6] তিনি বলেন, আমার জামা তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। তবে আমি একাজটি এজন্য করেছি, আমার আশা যে, এর ফলে তার গোত্রের হাযারো লোক মুসলমান হয়ে যাবে’। মাগাযী এবং কোন কোন তাফসীর গ্রন্থে উদ্ধৃত হয়েছে যে, এই সৌজন্যমূলক ঘটনা দৃষ্টে খাযরাজ গোত্রের এক হাযার লোক মুসলমান হয়ে যায়।
তার পুত্রের সন্তুষ্টি ছাড়াও উক্ত ঘটনার আরো একটি কারণ থাকতে পারে। সেটি এই যে, বুখারী কর্তৃক জাবের (রাঃ) বর্ণিত হাদীছে এসেছে যে, বদরের যুদ্ধে বন্দী রাসূল (ছাঃ)-এর চাচা আববাস-এর জন্য একটি জামার প্রয়োজন হ’লে কারু জামা তার গায়ে হয়নি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দেওয়া জামাটিই আববাসের গায়ে মিল হয়’। হ’তে পারে তার সেদিনের সেই ইহসানের প্রতিদান হিসাবে আল্লাহর রাসূল (ছাঃ) নিজের জামা তাকে দিয়ে দেন।
তবে জানাযা পড়ানোর পরপরই মুনাফিকদের জানাযায় অংশগ্রহণের উপরে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারী করে নিম্নোক্ত আয়াত নাযিল হয়, وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوْا بِاللهِ وَرَسُوْلِهِ وَمَاتُوْا وَهُمْ فَاسِقُوْنَ- ‘তাদের মধ্যে কারুর মৃত্যু হ’লে কখনোই তার উপরে ছালাত আদায় করবেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি কুফরী করেছে (অর্থাৎ তাঁর বিধানকে প্রত্যাখ্যান করেছে) এবং তারা মৃত্যুবরণ করেছে পাপাচারী অবস্থায়’ (তওবাহ ৯/৮৪)। এরপর রাসূলুল্লাহ (ছাঃ) আর কোন মুনাফিকের জানাযা পড়েননি
রেফারেন্সঃ Click This Link
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
ত্যাড়া ব্যাকা বলেছেন: তবে জানাযা পড়ানোর পরপরই মুনাফিকদের জানাযায় অংশগ্রহণের উপরে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারী করে নিম্নোক্ত আয়াত নাযিল হয়, وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوْا بِاللهِ وَرَسُوْلِهِ وَمَاتُوْا وَهُمْ فَاسِقُوْنَ- ‘তাদের মধ্যে কারুর মৃত্যু হ’লে কখনোই তার উপরে ছালাত আদায় করবেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি কুফরী করেছে (অর্থাৎ তাঁর বিধানকে প্রত্যাখ্যান করেছে) এবং তারা মৃত্যুবরণ করেছে পাপাচারী অবস্থায়’ (তওবাহ ৯/৮৪) এরপর রাসূলুল্লাহ (ছাঃ) আর কোন মুনাফিকের জানাযা পড়েননি
২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
িবদ্রহী বলেছেন: চলমান আন্দোলনকে ধর্মীয় আলোচনা দিয়ে নষ্ট না করার অনুরোধ রইলো.......
বললেই তো হবেনা.. তার জানাজা এখহানে করতে কে কইলো আমার বুঝে আসেনা। েখানে লাশ আসতে পারে কিন্তু জানাজা যদই করতেই হয় জানাজার জায়গায় করানোই ভাল নয় কি?
আড় সে যদি নাস্তিক হয় তাতেও কোনো সমস্যা নাই..। জানাজা না করে পিজি তে দান করলেই তো হয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
আততায়ী০০৬ বলেছেন: লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
এখন থেকে সব সামাজিক অনুষ্ঠানে জানাযা পরা হবে।
আর কত কি যে দেখার ও শনার বাকি আছে!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।
আমি কী বুঝাতে চেয়েছি নিশ্চয় আপনি বুঝেছেন।
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
ভালোরনি বলেছেন: আততায়ী০০৬ বলেছেন: লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
জানাজা শুধুই ধর্মীয় বিষয় নয়, একটি গভীর মানবিক ও সামাজিক অনুষ্ঠান।
এখন থেকে সব সামাজিক অনুষ্ঠানে জানাযা পরা হবে।
আর কত কি যে দেখার ও শনার বাকি আছে!!
কোনো মুসলিমের জানাজাতে যাবো, কোনো হিন্দু বা বুদ্ধিস্ট বা খৃস্চিয়ান এর শেষকৃত্যানুষ্ঠানেও যাবো। তার বিদেহি আত্বার শান্তির জন্য। তার পরিবার বন্ধুর প্রতি সমবেদনা জানাতে। কিন্তু যে এইসব কিছুই না, এইসব কিছু মানেই না, বরং যারা মানে তাদের কটাক্খ করে, অখানে গিয়ে কি করবো? নাস্তিকদের যদি আলাদা কোনো সতকার প্রনালি থাকে তবে সহযোদ্ধা হিসেবে আমি তাতে যোগদান করবো।
রাজাকারের ফাসির দাবি করেন আমি আগেও চিলাম এখনো আছি ভবিষ্যতেও যাবো।
জামাত শিবির বন্ধ করতে বলেন আমি আছি।
বিম্পির দুর্নিতির বিচার এ আন্দোলন করবেন আমি আছি।
আম্লিগের দুর্নিতির বিচার এ আন্দোলন করবেন আমি আছ.
কিন্তু এই ভন্ডামিতে যামু না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।
২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
ক্যাতক্যাতা বলেছেন: এই পোস্টের লেখকের বদমতলব আছে। জানাজা যদি কিয়ত্ পরিমাণে সামাজিকতা হয়ে থাকে তাহলে সেই সামাজিকতার বিষয় নিয়া চটি লিখে ব্রগবাজী করলে সেইটা কোন সামাজিকতা! এরা যদি সামাজিক হয় তাইলে জাউরা কারা? এখানে জাউরা বলতে কোনো গালি বুঝায় না. একটি বিশেষ সামাজিক অবস্থানগত শিশুদেরকে বুঝায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
ক্যাতক্যাতা বলেছেন: রাজিব যদি অন্য ধর্মের কেউ হৈয়া নিজের ধর্ম নিয়া এমন লিখতো একজন মুসলিম হিসেবে আমি সেইটাও সমর্থন করতে পারতাম না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘প্রজন্ম চত্বর নাস্তিকদের আন্দোলন’ একথাটি প্রতিষ্ঠিত করতে পারলে তরুনদের স্বপ্নভঙ্গ হবে। আর কোন দিন একত্র হতে পারবে না। তাতে স্বাধীনতা বিরোধীদের নীলনক্সা সফল হবে।
ধর্মীয় বিষয় বা আস্তিক-নাস্তিক বিষয়ে আমি বিতর্ক করতে চাই না। গণজাগরণ সফল হোক।
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
শিমুল সৈকত বলেছেন: শেষে জানাযাকে ধর্মীয় থাইকা সামাজিক অনুষ্ঠানের বিবর্তিত কইরা ফেলাইলেন! হায়রে মানুষ!।
শাহবাগের আন্দোলন থামবে না।
ইসলামকে কটাক্ষকারী নাস্তিকের অন্তিম ইসলামিক যাত্রা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।
২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
অজানিতা বলেছেন: ইসলাম নিয়ে কুৎসিত লেখা যারা লিখে তাদের জন্য কোন সহমর্মিতা নেই।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য।
২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চেতনাময় এক কবিতা পড়লাম।
কবিতার বাণীতে একাত্মতা রইলো।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চলমান আন্দোলনকে ধর্মীয় আলোচনা দিয়ে নষ্ট না করার অনুরোধ রইলো।