নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

“তোমার রূপ সম্পর্কে অনেক গুজব শুনিয়াছি....”

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮



রাজপুত্রদ্বয় প্যারিস ও হেক্টর গ্রিস হইতে ফিরিয়া আসিয়াছেন একজন নারীকে নিয়া। সমস্ত ট্রয় নগরিতে সাড়া পড়িয়া গেলো। মানুষের কলরবে গমগম আওয়াজ! রাজপুত্র প্যারিস এ কী করিলো! শেষে এক বিবাহিতা মহিলাকে গ্রহণ করিলো! আর বড়ভাই হেক্টর তাহা মানিয়া নিলো? এইবার গ্রিকদের রোষাণলে পড়িয়া ট্রয় ধ্বংস হইবার পথে! রাজা প্রাইয়াম এইবার কী বলিবেন তাহার প্রতিক্রিয়া জানিবার জন্য সকলেই উদগ্রীব হইয়া আছে। কী বলিলেন রাজা প্রাইয়াম?



দৃশ্য – ট্রয় রাজের দরবারের প্রধান ফটক। সকলকে নিয়া প্রস্তুত হইয়া আছেন রাজপুত্রদেরকে অভ্যর্থনা জানাইবার জন্য। প্যারিস এবং হেক্টরকে গ্রহণ করিলেন সহাস্যে। হেলেনকে দেখিয়া রাজাসুলভ গাম্ভির্য্যে প্রাইয়াম বলিলেন:



“তোমার রূপ সম্পর্কে অনেক গুজব আমি ইতিপূর্বে শুনিয়াছি। গুজব যে সত্য হয় এই প্রথম দেখিলাম।” এই বলিয়া তিনি রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনকে নিজের পুত্রের ভবিষ্যৎ স্ত্রী রূপে গ্রহণ করিলেন। হেলেন যে কত সুন্দর আর কোথাও কোন উল্লেখ নাই, ‘দি ইলিয়াড’ উপন্যাসে!



নারীর রূপ বর্ণনা করিতে গিয়া কবি-সাহিত্যিকদের গলদঘর্ম হয়। কীভাবে বলিলে তাহা সত্য ও বাস্তব ও বিশ্বাসযোগ্য হইবে? কীভাবে বলিলে তাহা জীবনানন্দের ‘বনলতা সেনের’ মতো কাব্যিক হইবে? কীভাবে বলিলে তাহা অভিনব হইবে, স্বরচিত রবীন্দ্র সঙ্গীত হইবে না? ইত্যাদি নানা দ্বন্দ্বে আধুনিক কবিরা প্রমাদ গুণেন। এইবার বুঝি ধরা পড়িয়া যাই!



সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী হেলেনের সৌন্দর্য্য কেমন ছিল, যাহার জন্য রাজপুত্র প্যারিস লাজ-শরমের মাথা খাইয়া অতিথিপরায়ন গৃহস্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করিলেন? কী সৌন্দর্যে মুগ্ধ হইয়া নীতিবান হেক্টরও ছোটভাই প্যারিসকে মানিয়া নিলেন, অতঃপর গ্রিসের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি নিলেন? শুধুই হেলেনের মুক্তির জন্য গ্রিসের সমস্ত নগররাজ্য এক হইয়া ট্রয় ধ্বংস করিতে ভূমধ্যসাগর পাড়ি দিলেন! মৃত্যু হইলো হাজারের সাথে বীর হেক্টরের? কী সৌন্দর্য্যে মুগ্ধ হইয়া প্যারিসের পিতা রাজা প্রাইয়াম একজন বিবাহিতাকে মানিয়া নিলেন তাহার পুত্রবধু হিসাবে?



ছাত্রজীবনে খুবই কৌতূহল নিয়া পড়িয়াছিলাম ‘দি ইলিয়াড’।

সুন্দরী হেলেনের রূপের কোন বর্ণনা পাওয়া যায় নাই হোমারের সেই উপন্যাসে! কী বিস্ময়ের ব্যাপার! শুধুই রূপের আগুন জ্বালাইয়া দিলেন, রূপের কথা ‍বলিলেন না। রূপের আগুনে জ্বলিয়া পুড়িলো ট্রয়! কিন্তু হোমার কি নির্দয় ব্যবহার করিলেন হেলেনের সাথে! তাহার সৌন্দর্য নিয়া প্রায় কিছুই বলিলেন না। এ কি তার কৌশল?!



অতঃপর বুঝিলাম, হোমার ইচ্ছাকৃতভাবেই কিছু বলেন নাই। শুধু আকাঙ্ক্ষা সৃষ্টি করিয়াছেন পাঠকের মনে। রূপের প্রভাব দেখাইয়াছেন, রূপ সম্পর্কে কিছুই না বলিয়া। শুধু একটি স্থানে রাজা প্রাইয়ামের মুখ দিয়া যাহা বলিলেন, তাহা আজ প্রবাদ। হেলেনের দেহিক সৌন্দর্য্য শুধু একটি বাক্যে বলিয়া দিলেন, অন্ধ কবি হোমার!



মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি বেশ সুন্দর করে লিখেছেন। পড়ে আরাম পেলাম।

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, কাল্পনিক ভালোবাসা :)
শুভেচ্ছা জানবেন :)

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:

দারুন !

শুধু অনুভব করতে হবে !

ভালো লাগা জানালাম।।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় আরজুপনি :)
আপনার ‘ভালো-লাগায়’ অনুপ্রাণিত হলাম :)

৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শায়মা আপু....আপনাকে অনেক ধন্যবাদ :)

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাই ইরফান আহমেদ বর্ষণকে অনেক ধনবাদ :)

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগল +++

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাদের সঙ্গ পেয়ে সামুতে বেশি সময় দেবার প্রেরণা পাচ্ছি :)

অনেক ধন্যবাদ :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমি কখনও আমার লিখায় কখনও মেয়েদের সৌন্দর্যর কোনও বর্ণনা করেছি বলে মনে পড়ছে না , সাজগোজেরও না , একজন মহান কবিও তা না করেই ইতিহাস সৃষ্টি করেছেন দেখে আরাম পেলাম !!! :D

যাই হোক, আপনার লিখা চমৎকার হয়েছে । অনেক কিছু জানতে পারছি । ধন্যবাদ ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রাচীন লেখক হোমারের সকল কৌশলের মধ্যে এটি ছিলো আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়।

অনেক ধন্যবাদ, আদনান শাহরিয়ার :)
শুভেচ্ছা!

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

ড. জেকিল বলেছেন: বুঝে নিন ............ যে রুপের জন্য এতো বড় যুদ্ধ হতে পারে, সে রুপ কি রকম হতে পারে। :D

টের পাওয়ার আগেই লিখাটা শেষ হয়ে গেলো। সুন্দর হয়েছে। ভালো থাকবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “টের পাওয়ার আগেই লিখাটা শেষ হয়ে গেলো।”
-ভাই এতো বড় বিষয় নিয়ে যে দু’কলম লিখতে পেরেছি, তাও কি কম? ;)

কিন্তু আপনার আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম, ডক্টর জেকিল :)

শুভেচ্ছা জানবেন!

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩

আম্মানসুরা বলেছেন: হেলেনের রূপের বর্ণনা না দিয়ে ভালোই করেছে, সবাই নিজের মনের মাধুরী মিশিয়ে হেলেন কে কল্পনা করে নিতে পারবে।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঠিক বলেছেন, আম্মানসুরা। আপনি হোমারের মতলবটি ধরতে পেরেছেন, তাই আপনাকে অভিনন্দন :)

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮

বশর সিদ্দিকী বলেছেন: আপনেও তো কইলেন না হেতি কেমন সুন্দর আছিল। আমরা তো সেইটাই জানতে চাইছিলাম।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহা, এবার তো আমাকেই ধরে ফেললেন :)
হোমার যার সৌন্দর্য বলার প্রয়োজন মনে করেন না, আমি সেখানে কেডা? ;)

এব্লগে আপনাকে স্বাগত জানাই....বাশার-১৭
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪১

কয়েস সামী বলেছেন: ভাইজান আপনার এই লেখাটা আমি আমার ম্যাগাজিনের জন্য চাই। অনুমতি দেবেন?

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কেন নয়.... অবশ্যই! কিন্তু লেখাটি কি ম্যাগাজিনে ছাপানোর মতো উপযুক্ত আকৃতি পেয়েছে? এসব লেখা আমি ব্লগ পোস্ট হিসেবেই রাখি।


ধন্যবাদ আপনাকে, কয়েস সামী :)

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৮

কয়েস সামী বলেছেন: আপনার ঠিকানাটা কিভাবে জানবো? এই নাম্বারে টেক্সট করে দিতে পারেন। ০১৭১২৮৮৬৪১০. খুব খুশী হবো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শুভেচ্ছা রইলো, কয়েস সামীর জন্য :)

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

কয়েস সামী বলেছেন: ম্যাগাজিনটি কি পেয়েছেন? পেলে জানাবেন। কেমন লাগলো, সেটাও।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর একটি ম্যাগাজিন আচমকা এসে আমার হাতে পৌঁছালো গতকাল।


কলেজ রোড - সুন্দর নাম। অনেক শুভ কামনা.......
খেয়াল রাখবেন, যেন বন্ধ না হয় ;)

১৩| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: “তোমার রূপ সম্পর্কে অনেক গুজব শুনিয়াছি...গুজব যে সত্যি হয় উহা এই প্রথম দেখিলাম” - এই একটি বাক্যেই কেল্লা ফতে! বাকীটা পাঠকদের যার যা কল্পনা!!!
পোস্টে ভাল লাগা + +

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবি খায়রুল আহসানকে অনেক ধন্যবাদ।
আপনার কল্যানেই সামহোয়্যারইন ব্লগে দু'একবার চোখ পড়ে। অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.