নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ক্যারিয়ার গাইড হিসেবে কোনটি উত্তম: ফেইসবুক নাকি লিংকড ইন? মাঈনউদ্দিন মইনুল।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯





ক) লিংকড ইন: পেশাগত অগ্রগতির সহজ মাধ্যম



২০ কোটি সদস্যের লিংকড ইন নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে ৮জন করে নতুন যোগ হচ্ছে। প্রতিদিন ১ কোটি এনডোর্সমেন্ট বা ‘যোগ্যতার অনুমোদন’ বিনিময় হচ্ছে। উন্নত দেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতেও চাকরি দেবার পূর্বে অথবা পরে প্রার্থীর লিংকড ইন তথ্যকে মূল্যায়ন করা হয়। সেদিন বেশি দূরে নয়, যখন বায়োডাটা বা সিভি না চেয়ে প্রার্থীর লিংকড ইন সংযোগ চাওয়া হবে। অবশ্য এটি আর চাওয়ার বিষয় নেই, প্রার্থীর নামটি ধরে অনুসন্ধান চালালেই তা মনিটরে ভেসে ওঠে।



আমাদের দেশেও অনেককেই পাওয়া যায় লিংকড ইনে, যদিও নিয়মিত নন। ‘আমার তো চাকরি আছেই, তবে কেন লিংকড ইন’ এরকম একটি সিনড্রোম আছে, যা শুধু এদেশেই পাওয়া যায়। উন্নত দেশে পেশাদাররাই দখল করে রেখেছে লিংকড ইন নেটওয়ার্ক।



.



খ) লিংকড ইন কেন আলাদা



ফেইসবুক নিয়ে যত মাতামাতি লিংকড ইন নিয়ে আমাদের দেশে তত আলোচনা হয় না। একটি উন্নয়নশীল দেশের কর্মহীন মানুষদের জন্য এর চেয়ে আফসোসের বিষয় আর কী হতে পারে! সময় নষ্ট করার অনেক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন আছে, তেমনি আছে নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবার জন্য কিছু দরকারি সাইট। লিংকড ইন হলো এমনই এক অনলাইন সংগঠন যেখানে চাকুরিজীবী এবং চাকরিপ্রত্যাশী উভয় পক্ষই উপকৃত হচ্ছে।



ফেইসবুক হলো সামাজিক যোগাযোগের মাধ্যম আর লিংকড ইন হলো পেশাগত যোগাযোগের মাধ্যম। পেশাগতভাবে যারা এগিয়ে যেতে চান এবং পরিচিতি পেতে চান, তারা ফেইসবুকে পড়ে থাকলে শুধুই সময় ও মগজের অপচয় হবে। ফেইসবুকের ব্যবহারকারী অনেক মানে এই নয় যে, ওটা পেশাগত উন্নয়নের জন্য লিংকড ইনের চেয়ে ভালো। পেশাগত উন্নয়ন করতে চাইলে দরকার একটি লিংকড ইন একাউন্ট, কারণ এটি দেয় পেশাজীবী ও সম্ভাব্য চাকুরিদাতার মধ্যে পরিচিত হবার সুযোগ। এখানে বেনামী বা ছদ্মনামে থাকার কোন সুযোগ নেই, যেমন সুযোগ নেই অহেতুক ট্যাগিং বা আড্ডাবাজির। আছে অগণিত পেশাজীবি গ্রুপ, যাতে যুক্ত থেকে নিজের পছন্দের ক্যারিয়ারে ‘নতুন থেকে অভিজ্ঞ’ এবং অভিজ্ঞ থেকে পুরোপুরি পেশাদার হিসেবে গড়ে ওঠা যায়।



.



গ) লিংকড ইন এগিয়ে থাকার কয়েকটি বাস্তব কারণ:



ফেইসবুকের পরীক্ষীত ফিচারগুলো লিংকড ইন নিয়ে নিয়েছে: পূর্বে লাইক বাটন ছিলো না, ছবিও আপলোড করা যেতো না। এখন ছবি তো আপলোড করাই যায়, তাতে কর্মজীবনে ঘটিত সফলচিত্রগুলো সংরক্ষণ করা যায় আর পেশাদারদের মধ্যে অর্জন করা যায় সমাদর।

অভিজ্ঞতার নির্যাশ এখন লিংকড ইন প্রোফাইলে: পেশাজীবীদের কর্মজীবনে তৈরিকৃত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা(পিপিটি)গুলোও এখন সহজেই যুক্ত করা যায়। তাতে পেশাজীবি অপেশাজীবি সকলেই উপকৃত হচ্ছে। এটি ফেইসবুকে নেই।

পারসোনাল ব্র্যান্ডিং: করপোরেট ব্র্যান্ডিং এর পাশাপা্শি ব্যক্তিগত নাম দিয়ে ব্র্যান্ড ডিভেলপমেন্ট করার সুযোগ এসেছে। অভিজ্ঞতা আছে, ভালো রেকর্ড আছে – তবে তা দিয়ে নিজেকে সম্ভাব্য নিয়োগকারীদেরকে ইমপ্রেস করারও এখন সহজ। ব্যক্তিগত ঈর্ষার কারণে কেউ কারও যোগ্যতাকে চেপে যাবার দিন শেষ।

বিশ্বব্যাপী কর্মহীনতায় লিংকড ইন এখন একমাত্র অনলাইন সমাধান: অর্থনৈতিক মন্দার কারণে বেকারত্ব এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। উন্নত-অনুন্নত সকল দেশে কর্মসংস্থানের একমাত্র অনলাইন সমাধান হলো লিংকড ইন নেটওয়ার্ক।

লিংকড ইনের তথ্য অধিক নির্ভরযোগ্য: পেশাগত সততা রক্ষার করার স্বার্থে স্বভাবতই বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণ করা হয়। ফেইসবুকের মতো এখানে নিক নেইম প্রথা নেই। সবগুলো ফিল্ডে তথ্য না দেওয়া পর্যন্ত আপনাকে নিয়মিত ‘নির্ভরযোগ্যতার হার’ দেখিয়ে তাগিদ দেবে।



.



ঘ) লিংকড ইনে একাউন্ট পরিচালনার জন্য কয়েকটি কুইক টিপস:

এই ভিডিও গাইডটি প্রাথমিক ইউজারদের কাজে আসতে পারে



1) শুরু করুন, রাস্তা তৈরি হবে: যোগ্যতা অনুযায়ি একটি পেশাকে উদ্দেশ্য করে আজই একাউন্ট খুলুন । অন্যদের প্রোফাইল দেখে ধীরে ধীরে ব্যক্তিগত তথ্যগুলো যুক্ত করুন।



2) শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো আন্তর্জাতিক/সার্বজনীন টার্মে লিখুন। যেমন: এসএসসি, এইচএসসি ইত্যাদি না লিখে টেনথ ক্লাস, টুয়েলফথ ক্লাস ইত্যাদি লিখুন। যেকোন প্রকার এভ্রিবিয়েশন ব্যবহার করলে ব্রাকেটের মধ্যে পুরো নামটি লিখুন।



3) নিজের পেশার সাথে সংশ্লিষ্ট গ্রুপে যোগ দিন। তাতে যেমন পরিচয় বাড়বে, তেমনি বাড়বে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা।



4) বাস্তব জীবনের বন্ধুদেরকে লিংকড ইনে যুক্ত করুন। চাইলে পারবেন! পরে দেখতে পাবেন তারা আপনাকে বিভিন্নভাবে সহায়তা করছে।



5) নিজেকে ব্যতিক্রমী হিসেবে গড়ে তুলুন: দেখুন সমপেশার পেশাজীবীরা কী দিচ্ছেন তাদের প্রোফাইলে। নিয়মিত অনুসন্ধান করে নিজেকে আলাদা উপায়ে উপস্থাপনের উপায় বের করুন। তবে শুরুতেই এ নিয়ে অস্থির হবার দরকার নেই।



6) নিয়মিত লগইন করুন। নিয়মিতভাবে লিংকড ইনে প্রবেশ করলে সেখান থেকেই অনেক দিকনির্দেশনা পাওয়া যায়। কারা আপনার নেটওয়ার্কে এসেছেন, বা কারা আপনার প্রোফাইল দেখেছেন তাদেরকে জানার জন্য নিয়ম করে প্রতিদিন অন্তত ২০ মিনিট সময় লিংকড ইনে দিন। ব্যস্ত জীবনেও এতটুকু সম্ভব।



7) বিশ্বাসযোগ্যতা: কর্ম জীবনের অভিজ্ঞতাগুলো একটি একটি করে যুক্ত করুন। শুদ্ধ ইংরেজিতে লেখার জন্য প্রয়োজনে বন্ধুর সহায়তা নিন। এজন্য প্রথমে ওয়ার্ড ফাইলে লিখে স্পেলচেক দিয়ে নিন। যা মিথ্যা তা যুক্ত করবেন না। মিথ্যা তথ্যের চেয়ে ফিল্ড ফাঁকা রাখাও ভালো।







একটি অনলাইন জরিপে ৫৯ শতাংশ ব্যবহারকারী লিংকড ইনকে নেটওয়ার্কিং এর জন্য বেশি কার্যকর বলে মত দিয়েছে। এ অবস্থা আগে ছিলো না। গত বছর এটি ছিলো মাত্র ৪১ শতাংশ। ফেইসবুকের ফেইক নিক এবং ইনসিকিউরড তথ্য ব্যবস্থাপনার কারণে ইতিমধ্যেই এর ব্যবহার-উপযোগিতা কমেছে। এখন শুধু সংবাদ আর বিনোদনের মাধ্যম হিসেবে এর কদর টিকে আছে। সিরিয়াস যোগাযোগ বলতে লিংকড ইনকেই বুঝানো হয়।



**কর্মসংস্থান ও কর্মজীবন নিয়ে অন্যান্য পোস্টগুলো:

-মানুষ দু’প্রকার চাকুরি প্রার্থী এবং চাকুরিদাতা

-কর্মসংস্থানের নামে মেধা শোষণ



___________________________________________________

তথ্যসূত্র:

ক. দ্য ডেইলি স্টার

খ. সোশ্যাল নেটওয়ার্কিং গবেষণা বিষয়ক একটি সাইট

গ. ক্যারিয়ারিয়েলিজম – পেশাগত গবেষণা সাইট

ঘ. বিবিধ উৎসে ব্যক্তিগত অনুসন্ধান

মন্তব্য ৫৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

হাবিব কবি বলেছেন: ভাল পোষ্ট।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাবিব কবিকে ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

২| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

মাহবুব মাসুম বলেছেন: ভাল লাগলো

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার ভালো লেগেছে, তাই আমিও খুশি।

শুভেচ্ছা জানবেন :)

৩| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আরজু পনি বলেছেন:

আমার প্রথম একাউন্টটা মোটামুটি গোছানো ছিল ...
পাসওয়ার্ড ভুলে যাওয়ায় আর সেই মেইল এড্রেসটা নিরাপদ মনে না হওয়ায় পরে আরেকটা করলেও তাতে কোন কিছুই গুছাইনি ।

আজকে মনে হচ্ছে ওদিকে একটু নজর দিতে হবে ...

ধন্যবাদ জানবেন ।।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘ওদিকে আজই নজর’ দিন। ভালো লাগবে গ্যারান্টি।

শুভেচ্ছা জানবেন প্রিয় আরজুপনি :)

৪| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

কাউন্সেলর বলেছেন:

প্রিয়তে রাখলাম ।।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়’তে রাখার জন্য।

এবাড়িতে স্বাগতম...
শুভেচ্ছা জানবেন কাউন্সেলর :)

৫| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++


একাউন্ট খুলতে যাইতাছি.......


দারুন পোস্ট!!!!!!!!!!

:) :)

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘একাউন্ট খুলে’ খুঁজ নিন বন্ধুদের :)

এতোগুলো প্লাসের জন্য অশেষ ধন্যবাদ...

শুভেচ্ছা জানবেন, ইরফান আহমেদ বর্ষণ :)

৬| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রফেশন এর ক্ষেত্রে লিংকড ইন উত্তম। ক্যারিয়ার গাইড হিসেবে ওটাকেই এগিয়ে রাখছি।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কেউ বলেন: আমি তো প্রফেশনাল নই।
কেউবা বলেন: আমি তো প্রতিষ্ঠিত।

-এসব বলে তারা বিশ্বমানের একটি পেশাজীবী সমাজ থেকে নিজেদেরকে বঞ্চিত করে রেখেছেন।

সেলিম আনোয়ার ভাইকে অনেক শুভেচ্ছা :)

৭| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

লজিক মানুষ বলেছেন: আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলি। আমি যখন লিন্কড-ইন এ একাউন্ট করেছিলাম তখন থেকে আজ অবদি অনেক দেশী-বিদেশী আমাকে মেইল করেছেন, আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন অফার নিয়ে। এটা অবস্যই প্লাস পয়েন্ট।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমি যখন লিন্কড-ইন এ একাউন্ট করেছিলাম তখন থেকে আজ অবদি অনেক দেশী-বিদেশী আমাকে মেইল করেছেন, আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন অফার নিয়ে। এটা অবস্যই প্লাস পয়েন্ট।”

ওয়াও! চমৎকার কেইস স্টোরি দিয়েছেন ভাই। আপনার কথায় সকলেই উৎসাহিত হবে।

ধন্যবাদ, লজিক মানুষ, আপনাকে :)

৮| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল। জানলাম নতুন স্টাইল।

শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: টুম্পা মনি, আপনাকেও ঈদ মোবারক!

ধন্যবাদ :)

৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভালো পোস্ট

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: অনেক আগে অ্যাকাউন্ট খুলেছিলাম, পাসওয়ার্ড ইউজার নেম কিছুই মনে নেই। দেখি খুজে পাই কিনা। না হয় নতুন একটা খুলে নিব :)

৭ম ভাল লাগা।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “দেখি খুজে পাই কিনা। না হয় নতুন একটা খুলে নিব।”

দেখুন পান কিনা, না হয় নতুনই খুলুন!
৭ম ভালো-লাগার জন্য অনেক কৃতজ্ঞতা :)

১১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

সোজা আঙ্গুল বলেছেন: এডার ম্যালা কিছুইতো বুজিনা। তাই কেউ কোন রিকুইস্ট না দিলে যাইনা। আইজ থিকা নিয়মিত ঢুঁ দিমু। আফনেরে অনেক ধোন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ইন্টারফেইস খুব একটা জটিল নয়। ফেইসবুকের চেয়ে কঠিনও নয়।

আইজ থিকা ঢুঁ দিন, ভালো লাগবো :)

আপনাকেও ধন্যবাদ।

১২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

মামুন রশিদ বলেছেন: ভাল পোস্ট । বছর তিনেক আগে থেকেই বন্ধুরা লিংকড ইনে যাওয়ার জন্য বলছে, গুরুত্ব দেই নি ।

দেখি একটা একাউন্ট ওপেন করতে হবে ।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: খুলে ফেলুন একটি একাউন্ট। বিশ্বব্যাপী পেশাজীবীদের মধ্যে নিজেকে পেয়ে এক সময় ভালো লাগবে :)

ধন্যবাদ আপনাকে, মামুন রশিদ :)

১৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Linkedin a account onek age thekei ache. After all I am very professional ;)

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: তাহলে তো আপনার জন্যই লিংকড ইন :)

একস্ট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাকে অনেক দিন পরে পেয়ে খুশি হলাম।

শুভেচ্ছা জানবেন :)

১৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল কথা বলেছেন।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব :)

১৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো একটা পোষ্ট। অনেক দিন পরে ভালো একটা কন্টেন্ট পেলাম ব্লগে। এই তথ্য গুলো আশা করি সকলের কাজে লাগবে।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার কথায় দারুণভাবে অনুপ্রাণিত হলাম, প্রিয় কাল্পনিক ভালোবাসা।

ভালোবাসা জানবেন :)

১৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: একাউন্ট আছে :)

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: তাহলে তো কোন কথাই নেই। এখানে এসে জানিয়ে দিয়েছেন, তাতে অন্যরা উৎসাহিত হবে, আশা করছি।

এ বাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি....

শুভেচ্ছা জানবেন, প্রিন্স হেক্টর :)

১৭| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭

অহনাব বলেছেন: লিঙ্কডইন যখন খুলেছিলাম তখন ভাল করে সাজিয়েছিলাম। এখন আর তথ্য আপডেট করা হয় না অনেকদিন হল।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপডেট করে নিন এখনই :)

অনেক শুভেচ্ছা আপনাকে, অহনাব :)

১৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

একজন আরমান বলেছেন:
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট।

আশা করি কাজে লাগবে। লিঙ্কড ইনে একাউন্ট আছে বছর খানেক হবে। কিন্তু কানেকশন এখনও তেমন বাড়াতে পারি নি। ইরেগুলার হবার ফলে। তবে এখন থেকে রেগুলার হবো আশা করছি।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এখন থেকে রেগুলার হবো আশা করছি।”


- ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ভাই :)
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে!

১৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ পোস্টের লেখককে লেখাটার জন্য।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, মন্তব্য দেবার জন্য :)

২০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো একটা পোস্ট - ইদানিং লিংকডিন কিন্তু ক্যারিয়ার গাইড হিসাবে ভালই কার্যকর

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, মাসুম আহমদ ১৪ :)

ভালো থাকবেন।

২১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

মিজান আব্দুর রশিদ বলেছেন: দেখি চিন্তা করে। নতুন একটা পোকা মাথায় ঢুকিয়ে দিলেন ভাই।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম। ফেইসবুকের পোকার চেয়ে এ পোকাটি বেশি ‘চিন্তা’ করাবে। সন্দেহ নেই। সাহচর্যও বেশি পাবেন।

ধন্যবাদ আপনাকে, মিজান আব্দুর রশিদ :)

২২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: বর্তমানে সিভিতে নিজের বিস্তারীত ঠিকানা না দিয়ে শুধু নিজ নামের পরে নিজের লিঙ্কিডিন আইডি বা লিঙ্ক দিয়ে ইউজ করা হচ্ছে...........(আমি এভাবেই সিভি-কভারলেটার এগুলোতে ইউজ করছি।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বাহ্, চমৎকার আপডেট দিলেন তো ভাই:)

আপনার মন্তব্যটি আমার লেখার জন্য বিরাট এক সাক্ষ্য!
অনেক ধন্যবাদ আপনাকে, মেহেদী-বিএনসিসি :)


লিংকড ইন নিয়ে আমাদের অনেক উদাসীনতা আছে; আর আছে ফেইসবুক নিয়ে পাগলামি।

শুভেচ্ছা।

২৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

বোকামন বলেছেন:
গুড পোস্ট ! আপনাকে ধন্যবাদ :-)

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

শুভেচ্ছা জানবেন :)

২৪| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

অলওয়েজ ড্রিম বলেছেন: দারুণ পোস্ট।

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, অলওয়েজ ড্রিম :)

আপনার নামটি আমার খুবেই পছন্দ!

২৫| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দারুন তো । ধন্যবাদ আপনাকে ।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

২৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

গোর্কি বলেছেন: -নতুন কিছু অতীব প্রয়োজনীয় তথ্য পড়ে উপকৃত হলাম।
-শেয়ারের জন্য ধন্যবাদ জানুন।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে এ-বাড়িতে স্বাগত জানাই:)

মন্তব্যের জন্য ধন্যবাদ:)

২৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

বাংলাদেশী দালাল বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো একটা পোষ্ট। অনেক দিন পরে ভালো একটা কন্টেন্ট পেলাম ব্লগে। এই তথ্য গুলো আশা করি সকলের কাজে লাগবে।



আপনাকে সাধুবাদ জানাই।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে :)

২৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার, ধন্যবাদ আপনাকে!

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় স্বপ্নবাজ অভি, আপনার নিয়মিত মন্তব্য থেকে দারুণ প্রেরণা পাচ্ছি।

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খুবই সময় উপযোগী পোস্ট । অনেক কিছু জানলাম । বিশেষ করে লিঙ্কড ইন সম্পর্কে এতো কিছু জানা ছিল না। লেখককে ধন্যবাদ ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লিংকড ইন নিয়মিত ব্যবহার করলে এথেকে সত্যিই অনেক লিংক পাওয়া যায় পেশাগত উন্নয়নের জন্য।

লেখাটি পড়ে সুন্দর মন্তব্য দেবার জন্য অনেক ধন্যবাদ :)

ভালো থাকুন আদনান শাহরিয়ার...
এন্ড স্টে লিংকড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.