নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

Virtual Personality: একটি আলোচনা পোস্ট। মাঈনউদ্দিন মইনুল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২





সাইবার বিশ্বে যে যা খুশি তা-ই হতে পারে। ছেলে হতে পারে একজন সুন্দরি মেয়ে, কুৎসিত হতে পারে সুদর্শন, গরীব হতে পারে ধনী এবং একজন দুর্বল ব্যক্তি আবির্ভূত হতে পারে শক্তিশালী প্রতিপক্ষরূপে। এতে কেউ কিছু মনে করছে না, কারণ কেউ কাউকে প্রমাণ করতে পারছে না – প্রয়োজনও বোধ করছে না। ‘বেনামী বা পরিচয়বিহীন’ থাকার সকল সুবিধা নিচ্ছেন অনেকেই*।



এখানে খারাপ হওয়া যেমন সহজ, ভালো হওয়াও বাস্তব জীবনের চেয়ে অনেক গুণ সহজ – শুধু আঙ্গুলগুলোকে নিয়ন্ত্রণ করলেই হয়। ঠিক এটিই আমার আলোচ্য বিষয় – খারাপ হবার এতো সুযোগ থাকার পরও কীভাবে মানুষ ভারচুয়ালি অর্থাৎ দৃশ্যমানভাবে একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে? এটি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যারা অনলাইনে লেখেন বা সামাজিক মাধ্যমে জড়িয়ে আছেন অথবা যারা ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করেন। ফ্রিল্যান্সিং যারা করেন তাদের জন্য ‘পরিচয়বিহীন’ থাকার সুযোগ কম, কারণ নিজেদের উপার্জন হাতে পেতে হলেও আসল পরিচয় দিতে হয়।



কোথায় কখন কী তথ্য শেয়ার করা হয়, তা খেয়াল রাখা কঠিন। ইমেল, টুইটার, স্কাইপে, ব্যাংকিং, ফেইসবুক ইত্যাদি বিভিন্নভাবে জড়িয়ে আছে আমাদের স্ব স্ব কমপিউটারের আইপি ঠিকানা অথবা ইমেল এড্রেস। তাই, পরিচয় বের করা কঠিনও নয়, যদি কেউ কারও পেছনে ভালোমতো লাগে!অতএব, ভারচুয়াল ব্যক্তিত্বকে** সমুন্নত রাখাই বুদ্ধিমানের কাজ বলে অনেকে মনে করেন।



ভারচুয়ালি যারা আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে ইন্টারনেট সমাজে বিচরণ করছেন, তাদের ভারচুয়াল আচরণ নিয়ে তৈরি হলো এ পোস্টটি। ভারচুয়াল পারসনালিটি বিষয়টি অনেক প্রচলিত হলেও এখনও তা কাগজে-কলমে লিপিবদ্ধ হতে শুরু হয় নি। এবিষয়ে চলছে বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ। সহব্লগারদের অংশগ্রহণ কামনা করে কয়েকটি বিষয় তুলে ধরলাম:



১) নিজের অস্তিত্বকে তুলে ধরা:

এটি সকলেরই পক্ষে সম্ভব হয়ে ওঠে না শুরুতেই। যারা লেখায় ও মন্তব্যে যথাসম্ভব নিজের যোগ্যতা, দক্ষতা, মতামত, অনভুতিকে সাবলীলভাবে তুলে ধরেন, স্বাভাবিকভাবেই তারা অন্যকে আকর্ষণ করতে পারেন । খারাপ কথা, খারাপ ছবি, নিম্নরুচির কমেন্ট করে তারা নিজের বিপক্ষে দাঁড়ান না।



২) ভারচুয়াল সততা রক্ষা করা: যা ভালো তাতে লেগে থাকা:

এশ্রেনীর মানুষ মন্তব্য দেন আন্তরিকভাবে, কোন বিষয়ে মুগ্ধ হলে তা প্রকাশ করেন নিঃসংশয়ে। নাম যেকোন একটি হতে পারে, সেটি বিবেচ্য নয়। কারও সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে তারা জড়ান না, বাস্তব জীবনে সে আপনার বন্ধু হলেও তারা তা করেন না। কারও বিষয়ে কুৎসা রটিয়ে আলোচনা হলে, সেখানে তারা অংশ নেন না।



৩) নিজের নামটিকে একটি ব্রান্ড হিসেবে গড়ে তোলা:

সবখানে একটি নামই তারা ব্যবহার করেন: কী ব্লগ, কী টুইটার, কী ফেইসবুক। প্রোফাইল ছবিও বেশি বেশি না বদলান না। বদলালেও সবখানে একসাথে হাল নাগাদ করেন। একটি করপোরেট ব্রান্ড যেমন তার সুনামকে ধরে রাধার জন্য চারদিক থেকেই সতর্ক থাকে, ঠিক তেমনভাবে তারা একে রক্ষা করেন। নিজের নামটি ব্যবহার করে তারা কোথাও বেফাঁস কথা/কাজ করেন না।



৪) ক্লিক করার আগে চিন্তা করা:

ক্লিক করা মানে হলো, তা চূড়ান্ত এবং অপরিবর্তনীয়! এরপর আর শুদ্ধ করার সুযোগ থাকে না। কোন কিছু লিখে তারা ভেবে নেন – লেখাটি কি সঠিক, তা কি সকলের কল্যাণে আসবে, ভাষা কি ঠিক আছে, তাতে কি সত্য এবং বস্তুনিষ্ঠতা আছে? ইত্যাদি ইত্যাদি। কাউকে বা কোন গোষ্ঠীকে অপমান/অবমাননা করে কোনকিছু লেখেন না বা পোস্ট দেন না।



৫) যত্রতত্র গিয়ে সেখানে চিহ্ন না রেখে আসা!

আমার অতি পরিচিত একজন অনলাইন বন্ধু একটি পর্নোসাইটে গিয়ে কী কী ছবি ‘লাইক’ করেছেন, আমার ফেইসবুকের নিউজ ফিডারে ভেসে ওঠলো একদিন। সরাসরি বলে তাকে বিব্রত না করে আমি শুধু একটি স্প্যাম রিপোর্ট করলাম। ভারচুয়ালি যারা ব্যক্তিত্বশীল তারা সম্ভব হলে বদভ্যাস ত্যাগ করেন – অথবা অন্য কেউ তা জানে না!







কয়েকটি সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর (Frequently Asked Questions / FAQ)***



ক) ভারচুয়াল ব্যক্তিত্ব কী?

> ইন্টারনেটে প্রকাশিত লেখা, মন্তব্যে বা ছবিতে ‘অদেখা’ মানুষগুলোর যে চিত্র অন্য একজন ইন্টারনেট ব্যবহারকারী সামনে ফুটে ওঠে।

.

খ) ভারচুয়াল ব্যক্তিত্ব রক্ষায় কী কী বিষয় বিবেচনায় রাখতে হয়?

> প্রধানত, লেখা, মন্তব্য, প্রোফাইল ছবি, অন্যান্য পোস্ট এবং সার্ফিং হিস্টরি।

.

গ) নেটিকেট এবং ভারচুয়াল ব্যক্তিত্বের কি যোগসূত্র আছে?

> নেটিকেট বা সাইবার জগতের আচার-ব্যবহার যে জানে, তার পক্ষে ভারচুয়াল ব্যক্তিত্ব রক্ষা করা সহজ।

.

ঘ) ব্লগিং বা সামাজিক নেটওয়ার্কিং-এ ভারচুয়াল ব্যক্তিত্ব কী প্রভাব ফেলতে পারে?

> সরাসরি প্রভাব ফেলে। নাম ও প্রোফাইল ছবি যদি আগেই পরিচিত এবং জনপ্রিয় হয়, তবে পরবর্তিতে লেখা বা পোস্টে বেশি হিট পড়বে। এটি স্বাভাবিক।

.

ঙ) ভারচুয়াল ব্যক্তিত্ব রক্ষায় কোন বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে কি না?

> আপাত দৃষ্টিতে তা মনে হয় না – শুধু ভালো ইমেজ রক্ষা করার প্রচেষ্টাটি ধরে রাখলেই হয়। তবে যারা স্বাভাবিক জীবনে ব্যক্তিত্বশীল এবং বন্ধুত্বপরায়ন তাদের জন্য এটি অধিক সহজ।

.

চ) সামাজিক ব্যক্তিত্ব রক্ষার চেয়ে ভারচুয়াল ব্যক্তিত্ব রক্ষা করা কি সহজ নাকি কঠিন?

> সম্মুখ পরিস্থিতিতে আবেগ/অপছন্দ দমন করা কঠিন। তাছাড়া, সামাজিক জীবনে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার একটি বিষয় আছে, সাইবার জগতে শুধু আঙ্গুলগুলো দমনে রাখলেই চলে। সামাজিক ব্যক্তিত্ব রক্ষা করা কঠিন, কারণ ওখানে বাস্তব প্রয়োগ দেখাতে হয়, যা ভারচুয়াল জগতে নেই।





ভারচুয়াল ব্যক্তিত্বের সাথে প্রাসঙ্গিক লেখাগুলো:

১)) আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল

২)) অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য





[ছবি ইন্টারনেট থেকে]





পরিশিষ্ট:

___________________________________________________

*সাধারণত পরিচয় গোপনই থাকে। তবে সমস্যা গুরুতর বা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেলে আইপি ট্রাকিং করে সংশ্লিষ্ট অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আজকাল।



**Virtual Personality টার্মটি এখনও মনস্তাত্ত্বিকদের বিষয় হয়েই আছে। Virtual Personality নামে কণ্ঠস্বর ব্যবস্থাপনার জন্য একটি এপলিকেশন সফটওয়্যার আছে। ভারচুয়াল অনেককিছুরই সংজ্ঞা আছে কিন্তু ভারচুয়াল ব্যক্তিত্ব বিষয়টি এখনও অসংজ্ঞায়িত । ফলেই এর পরিচয় বের হয়ে আসবে!



***প্রযুক্তির গতিশীলতার মতো প্রযুক্তিনির্ভর টার্মিনোলজিগুলো প্রতিদিন হালনাগাদ হচ্ছে এবং ব্যবহার-উপযোগীতাও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। তাই এলেখাটিও হালনাগাদ হতে থাকবে আগামি দিনগুলোতে!

মন্তব্য ৯৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট। পয়েন্টে পয়েন্টে পরিষ্কার তুলে ধরেছেন বিষয়টা।

ভালো লেগেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন প্রোফেসর শঙ্কু :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

শ্যামল জাহির বলেছেন: ‘বেনামী বা পরিচয়বিহীন’ থাকার সকল সুবিধা নিচ্ছেন অনেকেই*।

তাছাড়া, সামাজিক জীবনে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার একটি বিষয় আছে, সাইবার জগতে শুধু আঙ্গুলগুলো দমনে রাখলেই চলে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি পড়েছে। ধন্যবাদ।

ভালো থাকুন, শ্যামল জাহির:)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ম্যানিলা নিশি বলেছেন:

ভাল লাগল আপনার লেখা।
একটা নিখুঁত কাঙ্খিত ভার্চুয়াল ইমেজ তৈরী করা আমার কাছে এক ধরনের শিল্প বলে মনে হয়। কঠিন, খুব কঠিন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “একটা নিখুঁত কাঙ্খিত ভার্চুয়াল ইমেজ তৈরী করা আমার কাছে এক ধরনের শিল্প বলে মনে হয়।”

-হুম সব শিল্পই তো একটু কঠিন।
‘কঠিনেরে ভালবাসিলাম’ ;)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন ম্যানিলা নিশি :)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর আলোচনা করেছেন !
আপনার সাথে আমি একটু যোগ করতে চাই সেটা হলো এই ভার্চুয়াল অস্তিত্ত্বের পেছনেও একটা রক্ত -মাংসের মানুষ থাকে , তার নিজস্ব একটা ব্যাক্তিত্ব থাকে , নিজস্ব একটা অবস্থান থাকে ! আর তার ভার্চুয়াল চলাফেরায় সেটার প্রভাব ই পড়ে ! ইচ্ছে করলেও বেশী দিন কেউ নিজেকে লুকিয়ে রাখতে পারবেনা ! ভিতরে সৃজনশীলতা থাকলে সেটা বের হয়ে আসে , সততা থাকলে সেটা আসবে , নোংরামী থাকলে সেটাই বের হয়ে আসে !

শুভেচ্ছান্তে ...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর সংযুক্তি দিয়েছেন, স্বপ্নবাজ অভি:)
চরম সত্য। বিশেষত কোন নিকনেমকে হেয় করার সময় আমাদের মনে রাখতে হবে যে, এর পেছনে একজন ‘রক্তমাংসের মানুষ’ আছেন, যার আছে অনুভূতি এবং একটি সত্যবাহী বিবেক।

আপনি ভেতরের কথা বলেছেন। শতভাগ একমত। ভাল খারাপ কিছুই বেশিদিন গোপন থাকে না।

“...আপাত দৃষ্টিতে তা মনে হয় না – শুধু ভালো ইমেজ রক্ষা করার প্রচেষ্টাটি ধরে রাখলেই হয়। তবে যারা স্বাভাবিক জীবনে ব্যক্তিত্বশীল এবং বন্ধুত্বপরায়ন তাদের জন্য এটি অধিক সহজ।” (২য় অংশ থেকে উদ্ধৃত)

অনেক শুভেচ্ছা আপনাকে :)

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

মশিকুর বলেছেন:
ভাই আপনার হাতের কি আলাদা যত্ন নেন?? সব মাস্টারপিস পোস্ট বের হচ্ছে আপনার হাত দিয়ে।

আপনার পোস্টের কল্যাণে আরও পরিস্কার ও পরিচ্ছন্ন ব্লগার বের হবে আশাকরি।

প্রথম ছবিটা অসাধারণ হয়েছে।

ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “হাতের কি আলাদা যত্ন নেন?”

-মশিকুর ভাই, আপনার অভিনব প্রশংসায় মুগ্ধ হলাম। ধন্যবাদ।

আপনার মতো আমারও একই আশা।

ছবির কৃতত্ব গুগলের পক্ষে যাবে ;)

শুভেচ্ছা জানবেন :)

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: বাপরে!!!



তবে ভারচুয়াল থাকতে চাওয়া এবং সেটাতেই টিকে থাকা এক কঠিন বিষয়!!!


মহা কঠিন!!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঠিকই বলেছেন, কঠিনই।

তবে, নিজের ‘আসলকে’ তুলে ধরলে বিপত্তি অনেকটাই শেষ হয়।
নকল করলেন তো সেটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে।
সবসময় সেচেষ্টা একই রকমভাবে করাও যায় না।
তখন সত্যই মহা কঠিন;)

শায়মাকে অনেক শুভেচ্ছা:)

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

মামুন রশিদ বলেছেন: পোস্ট অনেকভাবেই কাজে লাগবে । সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কাজে লাগলেই আমি ধন্য।

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, মামুন রশিদ :)

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

আমি ইহতিব বলেছেন: বরাবরের মতো আরেকটি দারুন পোস্ট উপহার দিলেন ভাইয়া। মাঝে মাঝে বিতর্কিত পোস্টে কারো কারো ভাষার ব্যবহার দেখে অবাক হয়ে ভাবি এরা কেমন করে একটা ব্লগে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দেয়। বিতর্কিত কোন কিছুর সমালোচনা হবেই কিন্তু তা যদি মার্জিত রূপে হয় তবে তা বেশী গ্রহণযোগ্য হয়।

দারুন এই পোস্টটির জন্য +++ তো দিতেই হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “বিতর্কিত কোন কিছুর সমালোচনা হবেই কিন্তু তা যদি মার্জিত রূপে হয় তবে তা বেশী গ্রহণযোগ্য হয়।”

শতভাগ একমত। ব্লগে আছেন নানা বয়সের, নানান রুচির ব্লগার। কেউ কেউ একটি সময়ে এসে বেশ উন্নয়ন করেন। এসব বিবেচনায় সব মেনে নেওয়া যায়। ‘মেনে নেওয়া’ বলতে বলছি, সহাবস্থান করতে পারা।

প্লাসের জন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা জানবেন, আমি ইহতিব:)

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

খাটাস বলেছেন: মশিকুর বলেছেন:
ভাই আপনার হাতের কি আলাদা যত্ন নেন?? সব মাস্টারপিস পোস্ট বের হচ্ছে আপনার হাত দিয়ে। :)
অভি ভাই এর মন্তব্বের সাথে এক মত। আমার মনে হয় ভার্চুয়াল পারসোনালিটি সাব কন্সাস মাইন্ডের একটা প্রতিফলন মাত্র।
পোস্টে ++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমার মনে হয় ভার্চুয়াল পারসোনালিটি সাব কন্সাস মাইন্ডের একটা প্রতিফলন মাত্র।” =========================


একমত। সাবকনশাস মাইন্ডকে ইতিবাচকভাবে পরিচালিত করতে পারা তো চাই! তবে কনশাস না হলে কি কেউ স্বরূপ বদলাতে পারে?

সহব্লগার স্বপ্নবাজ অভি এবং মশিকুরকে উত্তর দিয়েছি।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট ।সময়োপযোগী পোস্ট ।৩য় ভাল লাগা। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘৩য় ভাল লাগা’র জন্য অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই :)

ভালো থাকুন.....

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ডি মুন বলেছেন:
এটাই সত্যি যে ভার্চুয়ালি ব্যক্তিত্বসম্পন্ন হওয়া উপযুক্ত পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনাপূর্বক হাতের নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল এবং অনেক সহজ। কিন্তু তারপরও অনেকেই ব্যক্তিত্বহীনতার পরিচয় দেন যা খুবই দুঃখজনক।
আমাদের সামাজিক ও ভার্চুয়াল ব্যক্তিত্ব অটুট থাকুক। আমরা সুরুচির পরিচয় দিয়ে ভার্চুয়ালি একটা সুন্দর পরিবেশ গড়ে তুলি।

চমৎকার পোস্ট । ভালোলাগা জানবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার কথাগুলোর সাথে শতভাগ একমত পোষণ করছি।

এবাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি;)

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...!

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

এম ই জাভেদ বলেছেন: ভারচুয়ালি যারা ব্যক্তিত্বশীল তারা সম্ভব হলে বদভ্যাস ত্যাগ করেন – অথবা অন্য কেউ তা জানে না!


আপনার এ কথাটা সত্য ধরে নিলে লুল ব্লগাররা ও ব্যক্তিত্বশীল তাইনা
মাইনুল ভাই? অবশ্য লুল ব্লগারদের অনেকে লুলতা চেপে রাখতে পারেনা। কিন্তু যারা চুপা লুল বা লুলতা কনট্রোলে রাখেন তারাই আপাত দৃষ্টিতে ব্যক্তিত্ব শীল :-P :-P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, মজার জায়গায় সকলেরই বেশি দৃষ্টি ;)

আমি বলেছি ‘ভারচুয়ালি’
আমি বলি নি ‘একচুয়ালি’।

তবু স্বপ্নবাজ অভি’র মন্তব্য এবং তার উত্তরটি দেখে নিতে পারেন, জাভেদ ভাই:)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভেবে দেখার মতো চমৎকার একটি পোস্ট । আপনার চিন্তাধারায় প্লাস । ভালো থাকবেন । :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আদনান শাহরিয়ার, আপনাকে এবাড়িতে স্বাগতম:)

মন্তব্য এবং প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা!

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

সাদরিল বলেছেন: আপনার পোস্ট থেকে জানার আছে অনেক কিছু, পোস্ট ফেভারিটে নিচ্ছি। আর Virtual Personality -এর সাথে যে লিঙ্কটি দিয়েছেন ওটা কাজ করে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় সাদরিল, লিঙ্কটি ঠিক করে দিলাম।
সবকিছু চেক করে দেখার জন্য ধন্যবাদ।

ফেবারিট-এ নিয়েছেন জেনে আনন্দিত।

শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন:)

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে বিষয়টা।

ভার্চুয়াল জগত আজ এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এর এডিকশন অনেকেই এড়াতে পারে না। নম্র থেকে ক্রুদ্ধ হতে হতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেও দ্বিধা বোধ করেন না । তবে নিজের নাম ভার্চুয়াল জগতে একাধিক না রেখে সব জায়গায় একই নাম ব্যবহারের পক্ষপাতী আমি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভারচুয়াল জগত এখন একচুয়াল জগতকে অনেকটাই প্রভাবিত করছে। তাই এর উন্নয়ন নিয়ে আমরা সকলেই এভাবে ভাবতে পারি, মতামত দিতে পারি।

অনেক ধন্যবাদ, গল্পকার অপর্ণা মম্ময় :)

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট।
সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পোস্ট ।
ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, রোকেয়া ইসলাম:)

এবং শুভ ব্লগিং!

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

মাহমুদ০০৭ বলেছেন: আপনার এই সিরিজ গুলা ভাল লাগে , কি সুন্দর গুছানো ,
আরো চাই এমন ।
ভাল থাকুন মাইনুল ভাই :)
শুভকামনা রইল অনেক ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আহ্ ভাই, দিলটারে ঠাণ্ডা করে দিলেন আন্তরিক মন্তব্যে।

আপনিও ভালো থাকুন, মাহমুদ০০৭ ভাই :)
অনেক কৃতজ্ঞতা!

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

ড. জেকিল বলেছেন: কখনো এমনো দেখেছি, শুধু মাত্র নিজের জ্ঞানকে জাহির করার জন্য অন্যকে বিদ্রুপ করতে, সামান্য কারনে অন্যকে অপমান করতে, নিজের মতামতকে প্রাধান্য দিতে কোনরকম কারন ছাড়াই অন্যকে গালিগালাজ করতে। মনে হয় গালিগালাজ করলেই সে এক মহান ব্যাক্তিতে পরিনত হবে, সবাই তাকে বাহবা দিবে।
আমাদের এমন স্বভাব অবশ্যই পরিহার করতে হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার পর্যবেক্ষণ অনেক গভীর।
নিক মাল্টিনিক নিয়ে ব্লগে নিশ্চিন্তে খারাপ হওয়া যায়, তাতে কেউ বাধ সাধবে না। কিন্তু, খারাপ হবার সুযোগ থাকার পরও ভালো থাকতে পারা একটি কঠিন কাজ তো বটেই।

ডক্টর জেকিল, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

বটের ফল বলেছেন: মশিকুর ভাই এবং সপ্নবাজ অভি ভাইয়ের সাথে একমত পোষন করছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহব্লগার স্বপ্নবাজ অভি এবং মশিকুরকে উত্তর দিয়েছি।
তাদের সাথে একমত হবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা:)

আপনাকে অনেক শুভেচ্ছা, বটের ফল!

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া এতো ভালো লিখলে কি ভাবে চলে বলেন তো ?? আপনার একটার পর একটা পোস্ট শোকেসে (প্রিয়তে) নিয়ে যাচ্ছি। কবে জানি আমার শোকেস আমাকে ঝাড়ি মেরে বলবে, যা বেটা !! তুই উনার ব্লগেই পড়ে থাক ;) ;) ;) ;) ;)



খুব ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টের প্রত্যেকটি কথা। আমরা কারো সাথে বাজে আচরণ করলে সেটা যে আমাদের চারিত্রিক দূর্বলতাটাই প্রকাশ করে, আর বিনয়ী হওয়া মানেই ছোট হওয়া নয় এগুলো যে আমরা কবে শিখব কে জানে ??

তবে আপনার মত কেউ নিয়মিত এমন পোস্ট দিয়ে গেলে আশা করি বেশিদিন লাগবে না। ভালো থাকুন ভাইয়া। আমাদের আরও অনেক কিছু জানাতে, শেখাতে থাকুন। শুভকামনা রইল :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, অভিনব স্টাইলে প্রশংসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রিয় মহামহোপাধ্যায় :)

লেখাটি প্রিয়তে নিতে পেরেছেন জেনে আনন্দিত।

“আমরা কারো সাথে বাজে আচরণ করলে সেটা যে আমাদের চারিত্রিক দূর্বলতাটাই প্রকাশ করে, আর বিনয়ী হওয়া মানেই ছোট হওয়া নয় এগুলো যে আমরা কবে শিখব কে জানে?”
-দারুণ বলেছেন।

চলুক এরকম আলোচনা আরও। তবেই ভাল’র বিস্তৃতি ঘটবে ব্লগালয়ে।

অনেক শুভেচ্ছা!

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

আম্মানসুরা বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর আলোচনা করেছেন !
আপনার সাথে আমি একটু যোগ করতে চাই সেটা হলো এই ভার্চুয়াল অস্তিত্ত্বের পেছনেও একটা রক্ত -মাংসের মানুষ থাকে , তার নিজস্ব একটা ব্যাক্তিত্ব থাকে , নিজস্ব একটা অবস্থান থাকে ! আর তার ভার্চুয়াল চলাফেরায় সেটার প্রভাব ই পড়ে ! ইচ্ছে করলেও বেশী দিন কেউ নিজেকে লুকিয়ে রাখতে পারবেনা ! ভিতরে সৃজনশীলতা থাকলে সেটা বের হয়ে আসে , সততা থাকলে সেটা আসবে , নোংরামী থাকলে সেটাই বের হয়ে আসে !

আমিও তাই মনে করি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ আম্মানসুরা :)

স্বপ্নবাজ অভি সত্যিই খুব সুন্দর একটি বিষয়ে দৃষ্টি দিয়েছেন।
দেখুন তাকে কী উত্তর দিয়েছি।

অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল। অনেক সময় একটা সুন্দর মন্তব্য দিয়ে মানুষের মনে স্থান করে নেয়া যায় ,আবার অনেক সময় একটা নেগেটিভ মন্তব্য দিয়ে ভার্চুয়াল জগতে মনোমালিন্য সৃষ্টি করা যায়। আমি বুঝি না মানুষ কেন অন্য জন কে নেগেটিভ মন্তব্য করে এবং বিব্রত করতে চেষ্টা করে! নিজের সহ ব্লগারকে কষ্ট দিয়ে তারা কি মজা পায়! অনেক সময় মনে হয় অন্যকে নিয়ে উপহাসকে করাকে কেউ কেউ সব থেকে বড় এন্টারটেইনমেন্ট মনে করেন! এই ব্যাপারগুলো খুব কষ্ট দেয়। দু দিনের পৃথিবীতে দাম্ভিকতা আমার পছন্দ না। সহজ সাবলীল জীবন আমি খুজি। এমন পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাই শান্তিতে থাকবে। অন্তত মানব সৃষ্ট বিপর্যয় থেকে আমরা সবাই নিজেকে রক্ষা করতে পারবো।

লেখক আপনাকে বলছি এমন পোষ্টগুলো অব্যহত রাখবেন প্লিজ। আমাদের শিষ্টাচার শেখা এখনো অনেক বাকি আছে বৈকি। অনেক অনেক শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সবাই লেখা নিয়ে কথা কয়... এই প্রথম ‘লেখককে’ এভাবে কেউ কিছু কইলো ;)
ধন্যবাদ টুম্পামণি! আই এম টাচড!
চেষ্টা করবো আপনার কথা রাখতে।

নেতিবাচক মন্তব্য বা অন্যকে উপহাস করা নিয়ে আপনি যা বললেন, তাতে আমি একমত। আমার লেখাই আমি...কেউ আমার লেখায় আনন্দ পেলে, আসলে সে আমাকে নিয়ে আনন্দ পায়। আমি তাই মনে করি।

“সহজ সাবলীল জীবন আমি খুঁজি।” আমিও!

শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন!

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ সংক্রান্ত সিরিজ পোস্ট থেকে আমার ভেতরে আপনার ভার্চুয়াল পার্সোনালিটির একটা ইমেজ সৃষ্টি হয়ে গেছে ইতোমধ্যে। আপনার তালিকাকৃত সবগুলো পয়েন্টই প্রনিধাণযোগ্য।

ব্লগে আমার বয়স ৫ বছরের অধিক। যখন ব্লগে ঢুকি তখন আমার বয়স ৪০ টাচ করেছে। ৪০ বছরের এই আমি’র বাস্তব জীবনের পার্সোনালিটি সম্পর্কে সম্যক অবহিত আছি। কিন্তু ঐ সময়ে ব্লগে ঢুকেই যে পরিস্থিতির সাথে পরিচিত হলাম, এবং আমার আচরণও ঐ সময়ে যে রকম হয়ে উঠেছিল তা মনে হলে এখন হাসি ও অনুতাপ করি। আমার সমসাময়িক বয়সের আরও কিছু ব্লগারের আচরণও সে সময়ে আমার মতোই ছিল, অথবা তাঁদের মতোই ছিল আমার আচরণ। এই সময়ে আমি নিজে সেই সময়ের মতো একটা কমেন্ট করে বসি, কিংবা যেসব সহব্লগারের কথা বলছি তাঁরাও সেই সময়ের মতোই আচরণ প্রদর্শন করবেন- এটা এখন কল্পনাতীত। ভার্চুয়াল পার্সোনালিটি সময়ের সাথে সাথে পরিণতি লাভ করে, এর ক্রমোৎকর্ষ সাধিত হয়। আপনার পরিচিতি যতো ব্যাপক, আপনার পার্সোনালিটি তত আভিজাত্যশীল। অবশ্য ব্যাপকতা অর্জনও চমৎকার ব্যক্তিত্বের দ্বারাই ঘটে থাকে।

আমি কোনো ব্লগারের লেখা পড়েই তাঁর পার্সোনালিটি আয়ত্ত করে ফেলি, সেই সাথে তাঁর কমেন্ট এবং তাঁর পোস্টে কমেন্টের রিপ্লাই। এর বাইরে তেমন উল্লেখযোগ্য বাহ্যিক কিছু দেখি না কারো পার্সোনালিটি সম্পর্কে ধারণা নেবার জন্য।

কেউ চটুল, কেউ গম্ভীর, কেউ বন্ধুবৎসল, বিনয়ী, চাপা স্বভাবের, দিলখোলা ধরনের- ইত্যাদি সব কিছুই কমেন্ট ও পোস্ট থেকে বোঝা যায়। কেউ স্বার্থপরও যে হয়ে থাকবেন, তাও কিন্তু সত্য? সেটা আবার কী রকম? প্রশ্ন থাকলো ;)

ভালো লাগলো মাঈনউদ্দিন ভাই। শুভ কামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার সুচিন্তিত এবং অভিজ্ঞ মন্তব্যের প্রথম অনুচ্ছেদ পড়ে লজ্জিত হলেও ‘ভালবাসা’ হিসেবে মাথায় তুলে নিলাম।

দ্বিতীয় অনুচ্ছেদ পড়ে ছেদ পড়লো মনে: “ভার্চুয়াল পার্সোনালিটি সময়ের সাথে সাথে পরিণতি লাভ করে, এর ক্রমোৎকর্ষ সাধিত হয়। আপনার পরিচিতি যতো ব্যাপক, আপনার পার্সোনালিটি তত আভিজাত্যশীল।” -সত্যিই তাই।

লেখা পড়ে ‘পারসোনালিটি আয়ত্ত’ করতে পারা একটি বিশেষ গুণ, যা গভীর পর্যবেক্ষণশীলতা থেকেই কেবল আছে। স্যালুট আপনাকে! বিষয়টি কঠিন হলেও সম্ভব। তবে আমি একজন ব্লগারের লেখা পড়ে একবার ভেবেছিলাম, তিনি কতই না বয়স্ক এবং সিনিয়র। সাক্ষাতে দেখলাম আমার বয়সের কমপক্ষে অর্ধেক! উল্টো অভিজ্ঞতাও হয়েছে ;)

স্বার্থপর বিষয়ক প্রশ্নে কিছু বলা আমার জন্য ঝুঁকিপূর্ণ। নিজেই কতটুকু স্বার্থহীন হতে পারলাম! অতএব প্রশ্নটি আত্মউন্নয়নের টার্গেট হিসেবে রেখে দিলাম।

অনেক ধন্যবাদ আপনাকে, সোনাবীজ ভাই:)
আশা করি আবারও কথা হবে আরও কোন বিদগ্ধ বিষয় নিয়ে...

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: যথারীতি ফাটাফাটি বিশ্লেষণ! ব্লগ পাঠাশালার শিক্ষক মনে হইতেসে আপ্নেরে, সুলিখিত লেকচার দিতেসেন, আমরা মন দিয়া পইড়া উত্তর দিতাসি!

ইয়ে, মাস্টারমশাই, সামনে কোনো পরীক্ষা থাকলে কিন্তু একটু আগেই জানাবেন, ঐ দিন আমার জ্বর আসবে, ব্লগে না আসার সম্ভাবনাই বেশী! :P

পোস্টে অনেক ভালো লাগা। পোস্টগুলোর পেছনে আপনার চিন্তার ছাপ স্পষ্ট!
সামনের দিনগুলোতে এই ভার্চুয়াল পারসোনালিটির প্রকোপ বাড়বে সুনিশ্চিত, আমাদের ভার্চুয়াল অস্তিত্ব গুলো যেমন শাখা প্রশাখা বিছিয়ে ছড়িয়ে পড়ছে। তবে ব্যক্তিত্ব এমনি সহজাত ও সুস্পষ্ট একটা জিনিস, যে তার অনলাইন ভার্সনও নিজেকে বেশিদিন লুকিয়ে রাখতে পারে না,যে যা, তা স্বরূপে প্রকাশ পাবেই এখানে।

শুভকামনা রইলো!


* মাস্টারমশাই, সৃজনশীল মন্তব্য পাঠে আপনার লেকচার ভুলি নাই! :)



১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যথারীতি ফাটাফাটি বিশ্লেষণ! ব্লগ পাঠাশালার শিক্ষক মনে হইতেসে আপ্নেরে, সুলিখিত লেকচার দিতেসেন, আমরা মন দিয়া পইড়া উত্তর দিতাসি!”

-জনাব, অনেক ঝুঁকি নিয়ে ধরে নিচ্ছি, উপরোক্ত লাইনগুলো দিয়ে কোন গালি দেন নি আমাকে। শব্দগুলো বেশ শক্ত এবং আমার জন্য একটু ভয়-জাগানিয়া। উদারতার জন্য ধন্যবাদ।

“ব্যক্তিত্ব এমনি সহজাত ও সুস্পষ্ট একটা জিনিস, যে তার অনলাইন ভার্সনও নিজেকে বেশিদিন লুকিয়ে রাখতে পারে না, যে যা, তা স্বরূপে প্রকাশ পাবেই এখানে।”

-শত ভাগ সহমত। তবু যেন কিছুটা নিয়ন্ত্রণ করে উত্তম সংস্করণটি বের করা যায়, সেজন্যই উপরোক্ত প্রচেষ্টা;)

সৃজনশীল মন্তব্যের বিষয়টি না ভুলার জন্য কৃতজ্ঞতা! বলে রাখা প্রয়োজন, ওসব ভালো কথা বলতে দিলে সবাই বলতে পারে, অথবা লেখতেও পারে। আমার লেখার প্রাথমিক উদ্দেশ্য হলো: ব্যক্তিগত ইশতেহার। যেন ভালো থাকার জন্য আরেকটু তাগিদ অনুভব করি। লেখা থাকলে তা পালনের জন্য অন্তত লেখকের দায়বদ্ধতা বাড়ে।

তবু আপনার মতো পাঠকের মন্তব্য শক্তি যোগায়।
শুভেচ্ছা জানবেন, প্রিয় ৎঁৎঁৎঁ:)

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এক গুচ্ছ কৃতজ্ঞতা, খেয়া ঘাট ভাই:)

ভালো থাকুন প্রবাসে!

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সুলিখিত - এই শব্দটা আপনার চোখ এড়ায় গেল! :(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ও এই কথা? :-*
অধমের প্রতিউত্তরে ‘উদারতা’ শব্দটিও চোখে পড়লো না?
আহা...:(

ফিরে এসে মন্তব্য করার জন্য আবারও ধন্যবাদ, ৎঁৎঁৎঁ :)

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

নীলসাধু বলেছেন: খুব ভালো লিখেছেন মাঈনউদ্দিন ভাই।
ব্লগ ব্লগার এবং এই রিলেটেড নানা বিষয় নিয়ে আপনি বেশ কিছু পোষ্ট লিখেছেন। আমি প্রায় সবগুলোই পড়েছি, আমি মনে করি পোষ্টগুলো খুবই গুরুত্বপুর্ন।

ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও... প্লিজেন্ট সারপ্রাইজ!
নীলসাধু ভাই, আপনার আইডি সবখানে আছে জানি, কিন্তু এভাবে আপনাকে পেয়ে যাবো ভাবি নি। ধন্যবাদ :)


*একটা কিছু লেখে নামটাকে ভাসিয়ে রাখা আর কি!

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মুহম্মদ কামরুল হাসান বলেছেন: ভারচুয়াল ব্যক্তিত্ব রক্ষায় কী কী বিষয় বিবেচনায় রাখতে হয়?
প্রধানত, লেখা, মন্তব্য, প্রোফাইল ছবি, অন্যান্য পোস্ট এবং সার্ফিং হিস্টরি।


সহজ ভাষায় বেশ লিখেছেন।দারুণ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক দিন পরে পেলাম।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মুহম্মদ কামরুল হাসান :)

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আলাপচারী বলেছেন: ভালো লিখেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আলাপচারীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার বিশ্লেষণ। পোস্টে +++++ রইল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম, কাণ্ডারী অথর্ব :)

প্লাসের জন্য অশেষ কৃতজ্ঞতা!

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

মনিরা সুলতানা বলেছেন: দারুন লেখা ...
আপনার এই ধরনের পোস্ট গুল থেকে অনেক কিছু শেখা যায় ।

শুভেচ্ছা জানবেন । :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন :)

মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা!

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

ভুতের আছর বলেছেন: ++++ দিলাম
সুপ্রিয় মাইনুল ভাই , আপনার চিন্তাশীল লেখার জন্য ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আরে ভুত ভাই যে!
আপনি যে সর্বত্র বিরাজমান, তা তো নামেই বুঝা যায়।

তবু দেখে খুশি হলাম।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

গোর্কি বলেছেন:
-ভার্চুয়াল জগৎ আসলেই রহস্যময়! চেনা পথ না হলে পদে পদে বিপদের সন্মুখীন হতে হয়।
-টিপসগুলো ভীষণ প্রয়োজনীয়।
-দারুণ বিশ্লেষণমূলক পোস্ট উপহার দেবার জন্য সবিশেষ ধন্যবাদ জানবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: উৎসাহমূলক মন্তব্যের জন্য আপনিও কৃতজ্ঞতা জানবেন :)

অনেক শুভেচ্ছা আপনাকে, প্রিয় গোর্কি :)

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সাঈদমোহাম্মদভাই বলেছেন: আমার মতে ভার্চুয়াল জগতে প্রত্যেকেই ইতিবাচক হওয়ার চেষ্টা করেন৷ এটা ব্যক্তি ও সমাজের জন্যও ইতিবাচক৷ কিন্তু মত প্রকাশের অতীব স্বাধীনতা যে একজন ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে তুলে শেষতক তারই বহিঃপ্রকাশ ঘটে৷ ব্যক্তি নিজেকে আর সংযত করতে না পেরে তার ভিতরের আসল মানুষটাকেই প্রকাশ করে ফেলে৷ ভার্চুয়াল জগত এখন আর ভার্চুয়ালে সীমাবদ্ধ নেই, এটা এখন বাস্তব জীবনের সাথে ভীষনভাবে জড়িয়ে গেছে৷ তাইতো আমরা দেখি হাজার মাইল দুরের কোন অচেনা মানুষটাই ভীষণ আপন হয়ে যায়৷ বন্ধুত্ব গড়ে উঠে৷ ভার্চুয়াল ব্যক্তিত্ব বাস্তব জীবনকেও অনেক সময় বিষিয়ে তুলছে৷ এর প্রভাবে বাস্তব জীবনটাও নিরাপদ থাকছেনা৷ এ সকল বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে বেশকিছু দেশে সাইবার ক্রাইম আইন তৈরী হচ্ছে৷ সাইবার বিশ্বে বাংলাদেশের ভৌগলিক অবস্থানকে অস্বীকার করার উপায় যেহেতু নেই৷ সেহেতু এই বিষয়গুলো নিয়ে আরো বেশি বেশি ভাবতে হবে৷ আমি দেখছি আপনি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ কিছু লেখা লিখছেন৷ বাংলাদেশে সাইবার বুলি এবং সাইবার ক্রাইম অত্যন্ত প্রকট ও বিস্তৃত৷ বাংলাদেশের ভার্চুয়াল ব্যক্তিরা মনে করে তাদের কোন জবাব দেহিত নেই৷ তাই দিন দিন আশংকা হারে এই ক্রাইম বেড়ে চলছে৷ ভার্চুয়াল জীবনে সাইবার শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনার লেখায় উঠে আসছে৷ যা ভার্চুয়াল ব্যক্তিত্বকে আরো ইতিবাচক, বলিষ্ঠ করতে সহায়তা করবে৷

অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিশ্রমী লেখার জন্য ধন্যবাদ জানাই৷ এ ধরনের বেশি বেশি লেখা চাই৷

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এ সকল বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে বেশকিছু দেশে সাইবার ক্রাইম আইন তৈরী হচ্ছে৷ সাইবার বিশ্বে বাংলাদেশের ভৌগলিক অবস্থানকে অস্বীকার করার উপায় যেহেতু নেই৷ সেহেতু এই বিষয়গুলো নিয়ে আরো বেশি বেশি ভাবতে হবে৷”

-শতভাগ সহমত, সাঈদ ভাই:)
প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে এক সময় দেখা যাবে, এটি আমাদের বাস্তবিক সমাজের পাশাপাশি দাঁড়িয়েছে। বেশি দিন নয়, আগামি ৩/৪ মাসের মধ্যে দেশের সকল জেলায় ৩জি বা সাড়ে ৩জি বা ৪জি চালু হচ্ছে। পরিণতিটা খেয়াল করেছেন?

সাইবার বুলিইং, সাইবার ক্রাইম ঠেকাবার জন্য এদেশে এখনও শক্তিশালী কোন কাঠামো গড়ে ওঠে নি। হয়তো হবে, অদূর ভবিষ্যতে।

লেখাটি পড়ে ইতিবাচক অংশগ্রহণ দিয়ে আপনি বিষয়টিকে সমৃদ্ধি দিয়েছেন। ঠিক যা আমার প্রত্যাশা ছিলো। এজন্য অনেক ধন্যবাদ :)

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পোস্ট অনেক আগেই পড়েছি অফলাইনে। আপনি খুব গুছিয়ে লেখেন, পড়ে ভালো লাগে :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিশাল বড় স্বীকৃতি দিলেন, জীবনানন্দদাশের ছাড়া:)
দারুণভাবে অনুপ্রাণিত হলাম, সত্যি!

অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনার জন্য :)

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার এবং দূর্দান্ত একটা পোষ্ট! ভালো লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, প্রিয় কাল্পনিক ভালোবাসা ?)

আপনার কাছে চমৎকার হলে আমার লেখা সার্থক!

শুভেচ্ছা জানবেন!

৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন:

আগে প্রিয় বাটন তারপর লাইক বাটন চাপলাম...এবার তবে কমেন্ট করি :D

ক্লিক করা মানে হলো, তা চূড়ান্ত এবং অপরিবর্তনীয়! এরপর আর শুদ্ধ করার সুযোগ থাকে না.............

সব মিলিয়েই দারুণ বলেছেন ।
এই অঙশটুকু কোট করতে ইচ্ছে হলো ।

অসাধারণ !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সামু’র কোন ব্লগারকে প্রেরণা দেবার জন্য যে তিনটি পদক্ষেপ নিতে হয়, আপনি তার সবগুলোই করেছেন। অশেষ ধন্যবাদ :)

গুরুত্বপূর্ণ বিষয়টিতেই আপনার দৃষ্টি পড়েছে।

ভারচুয়াল ব্যক্তিত্ব, শুদ্ধ লেখা এবং ব্লগিং-য়ে আপনার পোস্টগুলো বিশেষ অবদান রাখছে।

শুভেচ্ছা জানবেন, প্রিয় আরজুপনি :)

৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

অথৈ সাগর বলেছেন:
লেখা সেইরম হয়েছে :) :) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার চোখে ‘সেইরম’ করতে পেরে আমি আনন্দিত :)

অথৈ সাগরকে এবাড়িতে স্বাগতম এবং মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার আজকের লেসন আমারে কি শিখাইছে জানেন?

উত্তর হইলো- আপ্নে একজন মানসিক চিকিৎসক!

ঠিক বলছি না ডাক্তার সাব?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আপ্নে একজন মানসিক চিকিৎসক!”
-হুম, মানসিক রোগের একজন জৈষ্ঠ্য রোগী বলতে পারেন নিশ্চিতভাবে :)
-একটি বিষয় নিয়ে বেশি চিন্তা করলে এরকম গ্রেইড পাউন যায় ;)

কবি গল্পকার জুলিয়ান সিদ্দিকী ভাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

জুন বলেছেন: অত্যন্ত দরকারী একটি পোষ্ট আমাদের জন্য মাঈনউদ্দিন মইনুল আমরা যারা নেট জগতে বিভিন্নভাবে জড়িত।
১,২,৩, নম্বর পয়েন্টগুলো আমি বিশ্বাস করি মনেপ্রানে।
+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় জুন, আপনাকে অনেক ধন্যবাদ, পড়ে মন্তব্য দেবার জন্য।

ভালো থাকুন :)

৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

সায়েম মুন বলেছেন: সব পয়েন্ট সুন্দর করে বলেছেন। সহমত জ্ঞাপন করলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, সায়েম মুন :)

এবাড়িতে আপনার পদচারণায় আমি আনন্দিত। সুস্বাগতম।

৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ ভাই।আপনি খুব সুন্দর এবং কার্যকরী একটা লেখা লিখেছেন।আশা করবো প্রতিটি ব্লগার এই লেখাটি পড়বেন এবং সাইবার জগতে প্রয়োগ করবেন।এখন আপনার লেখাটি আমার চোখে পড়লো।জানিনা এই লেখাটি নির্বাচিত পাতায় গেছে কিনা তবে অবশ্যই সেখানে যাবার মত পোস্ট। লেখাটি ১৫তারিখে পড়লে স্টিকি করতে বলতাম।আর আশা করবো মাঝে মাঝেই আপনি এই লেখাটি রিপোস্ট করবেন যাতে আজকে বা এসময় যারা পড়তে পারেনি বা লক্ষ্য করেনি তারাও পড়বেন।যদিও আপনার কথাগুলো মেনে চলা না চলার মানুষের ব্যাক্তিগত ব্যাপার কিন্তু আমার মনে হয় একজন সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই আপনার কথাগুলো ফলো করবে।আবারো ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অনেক উৎসাহিত হলাম, ভোরের সূর্য! বাংলা ভাষায় কমিউনিটি ব্লগ অনেক বড় একটি জায়গা করে নিয়েছে, যা ভারতেও নেই। বিশেষত গত ফেব্রুয়ারি থেকে বাংলা ব্লগ নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আমাদের আছে।

ওয়াইম্যাক্স থ্রিজি ফোরজি ইত্যাদির বদৌলতে একদিন দেখবেন বাস্তব সমাজের পাশাপাশি এসে দাঁড়িয়েছে আমাদের ভারচুয়াল সমাজ। সুশীলতার প্রচলন না ঘটাতে পারলে এটি আমাদের ‘ঘটমান সমাজকে’ খারাপভাবে প্রভাবিত করবে। করতে শুরুও করেছে। বিভিন্ন দেশে এনিয়ে চলছে বিশ্লেষণ এবং আইনপ্রণয়ন। অবশ্য আইনপ্রণয়ন নিয়ে আমার রিজার্ভেশন আছে।

আপনার মতো বিগদ্ধ পাঠকের সহমত থাকলে সকলের মধ্যেই এবিষয়ে জনমত সৃষ্টি হবে। আমি নিশ্চিত।

আমার ব্লগে আপনাকে বিনীত স্বাগতম!
বিশাল বড় প্রশংসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা:)

৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

সায়েদা সোহেলী বলেছেন: আপনার পোস্ট মানেই আমার অবসর সময়ের সঠিক ব্যবহার. :) যতবার আপনার ব্লগ বাড়ি এসেছি কিছু না কিছু মগজে লোড করে নিয়েই ফিরেছি ।

ভার্চুয়াল পার্সোনালিটি বলতে আমি বুঝি একজন মানুষের মন মস্তিষ্কের প্রতিবিম্ব যা নানা সময়ে নানাভাবে প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্ন রুপে প্রকাশিত হয় যার সােথ হয়তো বাস্তবিক পার্সোনালিটির হুবহু মিল খুব একটা থাকে না সবসময় । একজন মানুষের ভিতর সবধরণের গুনাগুন কমবেশি থাকে যার হয়ত খুব কম টুকুই প্রকাশ পায় বাস্তবে বা বলা যায় পরিবেশ পরিস্থিতির কারনে ভিতরের মানুষ টা আড়ালে ই থেকে যায় । এখন আমি আমার প্রতিবিম্ব কে কেমন দেখতে চাই ? গোমারামুখি সফদার ডাক্তার না কোন হাসিখুশি সুখী মানুষ না কুতসিত হিংসুটে হিসেবে তার উপরেই নির্ভর করছে আমার ভার্চুয়ালপাপার্সোনালিটি :)

বর্তমান জামানার হাইটেক মেকওভার দিয়ে হয়তো বাহ্যিক রুপের পরিবর্তন সম্ভব , শুধু তাই না কসমেটিকস সার্জারির মাধ্যমে বোচা নাক লম্বা , কালো চামড়া সাদা করার ব্যবস্থা থাকলেও কালা মন ধলা করার কোন প্রযুক্তি এখন পর্যন্ত আবিস্কৃত হয়নি সেই রক্ষে! ! তাই যে যত চেষ্টাই করুক নিজেকে আড়াল করে সম্পুর্ন ভিন্ন কেউ ( ভালো বা মন্দ ) হতে , অতটা সহজ নয় ।

শুভকামনা রইলো সবসময়ের জন্য

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহা! বেশ মজার কিছু বিষয় আপনি সংযুক্ত করে দিলেন! আমি ভাবছি আপনার মতো বিচক্ষণ পাঠকের মন্তব্যগুলো নিয়ে আলাদা একটি পোস্ট দেবো, কারণ এবিষয়ে জনমত সৃষ্টির প্রয়োজন আছে। যারা বয়সে তরুণ এবং লেখায়ও নবীন, তাদেরকে শুরু থেকেই জানতে হবে কীভাবে সব খারাপের মধ্যেও নিজের ভালো দিকটিকে তুলে ধরা যায়।

“ভারচুয়াল পার্সোনালিটি = মন মস্তিষ্কের প্রতিবিম্ব” -অসাধারণ বলেছেন! সাইবার জগতে সেটা দেখানোর ক্ষেত্রে, কেউ কেউ একটু মডিফাই করে ইতিবাচক দিকটি দেখাতে পারে।

হাইটেক মেইকওভার দিয়ে একচুয়াল পার্সোনালিটিকেও বদলে ফেলা যায়, বিষয়টি এভাবে দেখে মজা পেলাম।

অনেক ধন্যবাদ আপনাকে,
এবং অনেক শুভেচ্ছা... সায়েদা সোহেলী:)

৪৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

ভোরের সূর্য বলেছেন: আপনার সাথে সহমত হয়ে ছোট কথা এ্যাড করটে চাই।ভারচুয়াল জগৎ আছে ভাল কথা কিন্তু সেই জগতে বিচরনকারিরা কিন্তু একচুয়াল।সেখানে সবাই আসল মানুষ।কেউ রোবট বা অন্য গ্রহের প্রাণী না।তাহলে সাইবার জগতের ব্যবহারে কেন পার্থক্য থাকবে।একজন ভদ্রলোক সবখানেই একই রকম ব্যাবহার করবে।কিন্তু দেখা যায় যে ভারচুয়াল জগতে মানুষ ভিন্ন রকম ব্যাবহার করে।কেন এমন হবে? তাহলে ভারচুয়াল জগতেই তার আসল রুপ বের হয়ে আসে?মাঝে মাঝে মনে হয় একটা মানুষ মুখোশ পড়ে আছে।দুই জায়গায় দুই রকম। একটা ছোট উদাহরণ দিই। চ্যাট করছি একজনের সাথে কিন্তু সে আমাকে প্রথম থেকেই তুমি তুমি করে বলছে।আমি তাকে বল্লাম যে আপনি কি আমাকে চেনেন? বা আপনি কি আমার বড় বা আপনাকে কি পারমিশন দিয়েছি আমাকে তুমি করে বলার জন্য? তা না হলে একজন অপরিচিত মানুষ কে তুমি করে বলছেন কেন?ধরুন রাস্তায় বা অফিসে একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষ কে আপনি করে বলে এমনকি ছোট বড় যাই হোক না কেন। কারন এটাই সাধারণ ভদ্রতা এবং বাংলাদেশের কমন কালচার তাহলে এই চ্যাটেই বা আপনি কেন আমাকে আপনি বলবেন। সে উত্তর দিল যে সাইবার/ভারচুয়াল জগতে নাকি এটাই ঠিক!!!!!!! কম্পিউটারের এই প্রান্তে এবং অপর প্রান্তে যে দুজন বসে আছেন তারা আসল মানুষ। তাহলে ব্যাবহার কেন আসল হবে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘তুমি/আপনি’ বিষয়ে আপনার দৃষ্টান্তটিতে বেশ মজা পেলাম :)

“ভারচুয়াল জগৎ আছে ভাল কথা কিন্তু সেই জগতে বিচরনকারিরা কিন্তু একচুয়াল।সেখানে সবাই আসল মানুষ।কেউ রোবট বা অন্য গ্রহের প্রাণী না।তাহলে সাইবার জগতের ব্যবহারে কেন পার্থক্য থাকবে।”

সাধারণ নিয়মে থাকার কথা নয়। কিন্তু এই সাধারণ নিয়মটিই তো ইন্টারনেটে প্রযোজ্য হয় না। ‘এনোনিমাস’ থাকার সুবিধা নিয়ে, যে যা খুশি করে যাচ্ছে। তবু যারা ভালো, তাদের ভালোটুকু দেখা যাবেই। আপনার কথায় পুরোপুরি একমত।

এসব বিষয়ে প্রচুর আলোচনা এবং জনমত সৃষ্টি হবার দরকার আছে। ফিরে এসে আপনার মন্তব্য দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় ভোরের সূর্য :)

৪৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

ভোরের সূর্য বলেছেন: ভাই আবার আপনাকে কমেন্ট করে একটু বিরক্ত করছি।আপনি বলছেন জনমত সৃষ্টি হবার দরকার।এই যে আমি আপনাকে দেখছিনা,চিনিনা জানিনা,আপনি আমার বড় বা ছোট হতে পারেন।আমি আপনাকে আপনি করে বলছি আর আপনিও আমাকে সেভাবেই বলছেন।এটা কি জনমতের ব্যাপার? এটাতো অটোমেটিকালি আমার মুখে চলে আসছে।

শুধুই কি জনমত দরকার নাকি দরকার নিজেকে শুধরানো এবং সঠিক শিক্ষা?এই শিক্ষা কিন্তু সেই সার্টিফিকেটের শিক্ষা না।আমি আবার সেই রকম সম্মানেও বিশ্বাসি না যেখানে আপনি সামনা সামনি সম্মান করলেন আর পিছনে গালি দিলেন।

নৈতিক শিক্ষা আমাদের পরিবার,সমাজ থেকে আসে।উদাহরণ দিই।রাস্তায় একজন ভদ্রমহিলা তার গাড়িটি দাঁড় করিয়ে রেখেছেন।তিনি বসে আছেন খুব সম্ভবত কারো জন্য অপেক্ষা করছেন।কিন্তু তার জন্য পিছনে বিশাল জ্যাম লেগে গেছে।তিনি জাস্ট কয়েক হাত সামনে এগিয়ে ফাকা জায়গায় গাড়ি রাখতে পারেন। এখন এই কমন সেন্সের জন্য মানুষের বিবেক বা নৈতিক শিক্ষার দরকার।এর জন্য বিএ,এম এ পাশ করার দরকার হয় না।
ইন্টারনেটে মানুষ যা খুশি করে যাচ্ছে।কেউ ইচ্ছা করে কেউ শখের বসে যে দেখি কি হয়।
সেদিন একটা মজার বিষয় দেখলাম।প্রথম আলোতে যেকোন লেখাতে মন্তব্য করার অপসন আছে আর সেখানে কমেন্ট ভাল লাগলে লাইক বা না লাগলে ডিজলাইক দেয়া যায়।বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান গলফ বিশ্বকাপে কোয়ালিফাই করছে।বিভিন্ন মানুষ তাকে উইশ করছে।সেখানেও দেখা গেল সেসব কমেন্টে ডিজলাইক দিয়েছে!!!!! বোঝেন অবস্থা।যেখানে ধর্ম নাই,রাজনীতি নাই।সিম্পল খেলা।সেখানেও ডিজলাউইক।কি বলবেন এটাকে?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার মন্তব্যগুলোতে মজার সাথে অনেক কিছু পাচ্ছি। এরকম দৃষ্টান্ত প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অগণিত। কিছু আপনি দেখছেন, কিছু দেখছে অন্যরা - অথবা কিছু আছে যা কেউ দেখেই না!

কিন্তু আপনার সাথে আমার চিন্তাও চেতনার মিল দেখে বিস্মিত হচ্ছি। আপনি তো জানেন, সত্যিকার শিক্ষা সার্টিফিকেটে লেখা থাকে না। এবং এও জানেন যে, সমাজের যত দুর্নীতি আর সামাজিক অপরাধ আছে, তার অধিকাংশেরই নেতৃত্বে আছে তথাকথিত শিক্ষিতরা? অতএব, তাদেরকে আপনি ‘জনমত’ দিয়েও কিছু করতে পারবেন না।

আমি কেন জনমত সৃষ্টির কথা বলছি তা আপনি বুঝতে পেরেছেন। অধিকাংশ মানুষই জানে কোনটি ভালো অভ্যাস এবং কোনটি খারাপ। তবু আইন করে সেই আইনের চুলছেড়া ব্যাখ্যা ও উকিলের জেরা দিয়ে প্রমাণ করতে হয়। নবীন প্রবীন পেশাদার বেকার - সকল বয়স ও সকল রুচির মানুষ নিয়ে একটি পাবলিক ব্লগসাইট।

অতএব, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন, প্রিয় ভোরের সূর্য :)

৪৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইখতামিন বলেছেন:
পোষ্ট প্রিয়তে
এতো সুন্দর লেখেন কীভাবে.. :)

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, লজ্জা পেলাম, যা পারি তাই লেখি...
সুন্দর হলে ধন্য আমি!

অনেক ধন্যবাদ আপনাকে, ইখতামিন :)

৪৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

শাহেদ খান বলেছেন: ভাল লাগল এটাও। আপনার অবজার্ভেশন এবং অল্প-ভাষায় সহজে বুঝিয়ে বলার ক্ষমতা খুবই ভাল।

'সামাজিক জীবনে প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার একটি বিষয় আছে, সাইবার জগতে শুধু আঙ্গুলগুলো দমনে রাখলেই চলে' -- খুব সরলভাবে কড়া কথাটা বলে ফেললেন। এসব সবার দৃষ্টিগোচর এবং বোধগম্য হোক - এই কামনা করছি।

শুভেচ্ছা ! :)

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘আপনি আমি তারা’ নিয়েই ব্লগিং সমাজ। অতএব....
আমাদের মধ্যেই সব।
পারস্পরিক বোধগম্যতার মধ্যেই ‘উত্তম’ এগিয়ে যাবে....

আপনিও সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন আমার লেখাটি।
আন্তরিক মন্তব্যে অনেক প্রেরণা পেলাম, প্রিয় শাহেদ খান:)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.