নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

কবিতা তোমায় দিলাম পুরাই ছুটি! :|

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮



কবিতাকে ছুটি না দিয়ে আর উপায় দেখছি না। মাফ চাওয়া খুব জরুরি হয়ে পড়েছে। ব্লগের অনেক কবিই আমাকে ভুল বুঝে থাকতে পারেন। কবিতা ছাত্রজীবনেও পড়েছি, কবিতাকে ভালোও বেসেছি, কিন্তু প্রকাশ করতে পারি নি কোন কালেই। যেমন পারি নি বাংলা সাহিত্যে সত্তরের ওপরে নম্বর ওঠাতে। হামাগুড়ি দিতে দিতে ব্লগে এসে যা পেলাম তা হলো, কবিতার সাথে ঘনিষ্টতা আর ‘লাইভ কবিতা’! সহব্লগারদের কবিতার গাঁথুনি আর ভাব প্রকাশের মুনশিয়ানা দেখে, কাউকে কাউকে ইতোমধ্যেই হিংসা করতে শুরু করেছি। ব্লগে অনেকের কবিতা আমার ভালো লাগে – আমোদিত হই, আলোড়িত হই, সঞ্জীবিত হই, কতকিছুই হই – কিন্তুক, পরকাশ করতে পারি না!:) অনেকের কবিতায় এতো মুগ্ধ হই যে, আরেকটি কবিতা লেখে ফেলার ‘খায়েশ’ জাগে – কিন্তুক, পেটে আসে আঙ্গুলে আসে না! কবিতা পাঠের অনুভূতি প্রকাশ করা আমার কাছে ‘কবিতা লেখার’ মতই কঠিন মনে হয়। ফলে যথাযথভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তাতে, আমার ধারণা, কবি ও কবিতার সাথে একটি সুপ্ত-গুপ্ত শত্রুতা সৃষ্টি হচ্ছে দিনকে দিন। হতেই পারে। কবিতা পড়ে মন্তব্য দিতে না পারলে, তা তো কবির প্রতি অবিচারই বলতে হয়।



“ভালো – খুব ভালো – খুবই ভালো”



স্কুল জীবনের বাংলা শিক্ষক পরীক্ষার খাতায় আমাদের লেখাকে মাত্র তিনটি গ্রেইডে মূল্যায়ন করতেন: ভালো, খুব ভালো, খুবই ভালো। কিন্তু ব্লগালয়ে এর কতটুকু ওজন আছে! ‘ভালো লাগলো’, ‘হুম’, ‘সুন্দর’ ‘ভালো লিখেছেন’ ইত্যাদি ছকে-বাঁধা মন্তব্য দেবার সময় নিজেই বিব্রত হই। একটি বিশ্লেষণী বা সমালোচনা-ভিত্তিক মন্তব্য একটি সুন্দর কবিতার অতি নায্য দাবি। একে কবিতার অধিকার বলা উচিত! পাঠকের বিচারে কবিতা ভালো না হলেও কবির অধিকার আছে সহব্লগারের অঙ্গুলি থেকে দু’একটা মতামত পাবার। কিন্তু, ওই যে কইলাম….!



“আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই

কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,

শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য।

বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।”




“তোমার চোখ এতো লাল কেন?” কবিতার সরল-কঠিন আবেদনে যত ভাবের সৃষ্টি হয়, তা তো আমি প্রকাশ করতে পারি না। অনুভব অনুভবেই আটকে থাকুক – এরকম মনোভাব নিয়েই দিনাতিপাত করছি। কবি নির্মলেন্দু গুণ অবশ্যই আমাকে অপরাধ দেবেন না।



“তার দুটো হাত-

মুষ্টিবদ্ধ যে-হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে,

যে-হাতে সে পোস্টার সেঁটেছে, বিলিয়েছে লিফলেট,

লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো।

সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত।”




রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ’র ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’ পড়ে যত ঘৃণা আর ক্ষোভের উদ্রেক তা কি প্রকাশ করতে পারবো ভাষায় কখনও?



“কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়

কেমন করে বলি?

কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর,

যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান

দিগন্ত থেকে দিগন্তে;… …



তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে,

স্টেশনে গাড়ি এসে দাড়িয়েঁছে, তা-ই দেখতে।

গাড়ি চ’লে গেল!- কী ভালো তোমাকে বাসি,

কেমন করে বলি?”



‘চিল্কায় সকাল’ কবিতায় কবি বুদ্ধদেব বসু যেন আমার মতো নাদানেরই কথা বললেন, যাদের অনুভবে বুক ফুটে তবু কলম ফুটে না! তাই কবিতা থাকুক কবিতার স্থানে। আমার মন্তব্যে যেন কবিতার অধোগতি না হয়।



বাংলা সাহিত্য যুগে যুগে সমৃদ্ধ হয়েছে রবীন্দ্র নজরুল জীবনানন্দ সুকান্তদের বিভিন্ন প্রজন্ম দ্বারা। তারা বিভিন্ন রূপে ফিরে এসে বাংলা মায়ের কবিতার ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ। সেখানে পাঠক হয়ে থাকাটাও কম কিসের?







অতএব… …



অতএব, সকল সহ-ব্লগার কবিদেরকে শ্রদ্ধা জানাই বিগত এবং আগামি কবিতার জন্য! ক্ষমা চাই তাদের প্রকাশিত এবং অপ্রকাশিত কবিতায় আমার অযোগ্য মন্তব্যের জন্য। কবিতা’র যেন সম্ভ্রমহানি না হয়, সেদিকে খেয়াল করতে গিয়ে অনেক ভুল হয়তো করেছি।



কবিতা লিখতে গিয়ে অনেক দেখেছি, চেষ্টা হয়েছে কিন্তু তেষ্টা মেটে নি। চেষ্টার কোন ত্রুটিও করি নি, বরং মনে হয়েছে এর চেয়ে ভালো কবিতা আর হয় না। কিন্তু প্রকাশ হবার পর নিজ গর্ভের বিকলাঙ্গ সন্তানটির মতো মনে হয়েছে: যাকে ভালোবাসি কিন্তু অন্যদের মাঝে দেখে শুধুই করুণা হয়। তবে কেন আর চেষ্টা? একান্তই চাপে পড়লে দু’একটি ‘অকবিতা’ লেখবো, তা নিজেরই জন্য। তাছাড়া, কবিতা পাঠেই নিমগ্ন থাকতে চাই। অতএব কবিতা তোমায় দিলাম পুরাই ছুটি! :)













লেখা নিয়ে আমার ‘লেখাগুলো’:



১)) ভালো লেখার ৩টি গোপন সূত্র

২)) কী লিখবো, কেন লিখবো!







ছবি সূত্র:

_______________________________________________



ক) প্রথম ছবির শিরোনাম: “The Dream of the Poet/The Kiss of the Muse” 1859-60 (oil on canvas) by Paul Cezanne (1839-1906). actuarylit.com



খ) দ্বিতীয় ছবি: মারিয়া কিরিয়াকভ, ডিসেম্বর ২০১১: maraiakiriakov.blogspot.com

মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

আমিনুর রহমান বলেছেন:



কবিদের জন্য একবারে পোষ্ট দিয়ে মন্তব্য দিয়ে দিলেন। এখন থেকে কবিতা'র পোষ্টে মন্তব্যের স্থলে আপনার এই পোষ্টের লিঙ্কখানা দিয়ে আসলেই চলবে।


কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়
কেমন করে বলি?
কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর,
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান
দিগন্ত থেকে দিগন্তে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, তাও কি যথেষ্ট হবে?

কবি ও কবিতার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য কিছু শব্দাবলী নিয়ে হাতড়ালাম আর কি!

মন্তব্য এবং উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ জানবেন :)

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

নেক্সাস বলেছেন: kichu opriyo sotto ghtona kathar chale likhe gelan.....pura sohomot vai

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহমতে শক্তি পাই ;)

ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমারও সেইম অবস্থা হয় মন্তব্য করতে গেলে। :)

তবুও কবিকে একটু উৎসাহ দিতে ভাল লাগলো, সুন্দর হয়েছে, চমৎকার,দারুণ হয়েছে বলে আসি।


আমিনুর ভাই বলেছেন, "এখন থেকে কবিতা'র পোষ্টে মন্তব্যের স্থলে আপনার এই পোষ্টের লিঙ্কখানা দিয়ে আসলেই চলবে।"

সহমত!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বুক ফাটে তো কলম ফুটে না আর কি ;)



স্নিগ্ধ শোভন, আপনাকে অনেক ধন্যবাদ :)

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

এম মশিউর বলেছেন: কবিতা-গদ্য, কোনটাই ভালো মত হয় না। কাঁচা হাতে তবুও কিছু লেখার চেষ্টা করি। ;)

আপনার লেখার নিয়মিত ভক্ত হয়ে গেছি। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “কাঁচা হাতে তবুও কিছু লেখার চেষ্টা করি।”
প্রাণের কথা! পূর্ণ সহমত :)

‘ভক্ত’ হয়েছেন, সেটা আমার জন্য বিরাট পাওয়া!
বিশাল বড় প্রশংসা!

অনেক শুভেচ্ছা, এম মশিউরকে :)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: আমিও সাধারণত গঁৎবাধা মন্তব্যই করি। আর চোখে পড়ার মত কোন ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেই। কবিতার বিশ্লেষণের জন্যে নিজেকে উপযুক্ত মনে করি না। তাই বলে ভালো লাগলে ছোট্ট করে হলেও জানাবো না কেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “তাই বলে ভালো লাগলে ছোট্ট করে হলেও জানাবো না কেন?”


-ভাই, কেন’র উত্তর পাবার জন্যই তো এ লেখা ;)
-অনুমোদন পাওয়ার জন্যও বলা যায়।

আমার মতো আপনাকেও পেয়ে আনন্দিত :)

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতায় নান্দনিক মন্তব্য করা অনেক সময় টাফ !
আপনার এটা নিয়ে বিভ্রান্ত হবার কিছু নেই !
কমেন্টের নান্দনিকতার প্রচেষ্টার জন্য আপনাকে পুরস্কার দেয়া উচিৎ !
জানা আপুর দৃষ্টি আকর্ষণ করছি !
আর হ্যাঁ

কবিতা থেকে ছুটি নেয়ার জন্য যে রিজাইন পেপার জমা দিয়েছিলেন সেটা গ্রহণ করা হয়নি , পুড়িয়ে ছাই বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে , ধারণা করা হয় এটা ঘিরে এক সময় এস্যেজ টাইপের একটা টুর্ণামেন্ট চালু হয়ে যাবে ! মূল কথা হচ্ছে আপনার চাকুরী বহাল তবিয়তে , আপনি কবিতাকে ছুটি দিলেও কবিতা আপনাকে ছুটি দেয়নি !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জানা আপুর তো সবই ‘জানা’ ;)


পুড়িয়ে ছাই করা হয়েছে অ্যাশেজ টুর্নামেন্ট খেলার জন্য :||

ছাড়পত্রও দিলেন না ছুটিও দিলেন না, আপনি তো বিজিমিয়ার (BGMEA) কথা মনে করিয়ে দিলেন, ভাই! ভালোবাসা এতো নিষ্ঠুর হয় জানলে ফ্রেমই করতাম না;)

অনেক শুভেচ্ছা প্রিয় স্বপ্নবাজ অভি, আপনাকে :)

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এইবার পড়ুন আমার মহা সৃষ্টিশীল মন্তব্য ->

আমিনুর ভাই এর বুদ্ধিটা অনুসরণ করার মতই । নেক্সাস ভাই দেখি আমার মনের কথাই বললেন । এম মসিউর ভাই এর অবস্থা আমারও । শোভন ভাই ও দেখি আমার মতই বললেন । আমি মনে হয় হাসান ভাই এর মতো চেষ্টা করি । আর অভি ভাই এর সাথে কঠোরভাবে একমত !!!! B-) B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মন্তব্যের বিষয়ে কেউ ‘সৃজনশীলতার’ কথা বললেই একটু ভয় পেয়ে ভাবি, বিষয়টা আমার প্রতি না তো!

বুদ্ধিগুলো ভালভাবেই সংগ্রহন করতে পেরেছেন, প্রিয় আদনান শাহরিয়ার :)

ভালো থাকুন এই শুভেচ্ছা :)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা বিশ্লেষণের ক্ষমতা নেই, কিন্তু ভাল লাগলে তা জানিয়ে দিতে চেষ্টা করি।
তাই হয়তো গৎবাঁধা হয়ে যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমার ক্ষেত্রে কথাটা শতভাগ সঠিক।

কবিতার মন্তব্য সন্তুষ্টি নিয়ে করাটা আমার কাছে প্রায় অসম্ভব হয়ে যায়।

অনেকে অল্প কথায় অনেক বলে দিতে পারে। তারা মহান।

অনেক ধন্যবাদ আপনাকে, প্রোফেসর শঙ্কু :)

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

এম ই জাভেদ বলেছেন: আমার মন্তব্যে আদনান ভাইয়ের অনুরূপ। আমি কবিতা ভাল বুঝিনা। তবে সব সময় চেষ্টা করি কবিতার খুঁত খুঁজে কবি কে খোঁচা দিতে। এই জগতে দুইটা জিনিস সবচেয়ে সহজ , একটা হল অন্যকে বিনে পয়সায় উপদেশ দেওয়া ,আর বাকিটা হল অন্যের খুঁত ধরা। :> :>

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: খুঁত খুঁজতে পারাও কি কম ঝক্কির ভাইজান? আপনি তো কঠিনতম কাজটিই সহজে করে ফেলেন। আপনারে হিংসাইলাম ;)

জাভেদ ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা :)

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

সুমন কর বলেছেন: আমিনুর ভাই এবং অভির সাথে সহমত প্রকাশ করছি। :) :) ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এক লাইনে বিশাল মন্তব্য দিলেন!
অনেক ধন্যবাদ আপনাকে, সুমন কর :)

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই পোস্ট মোবাইল থেকে পড়ছিলাম।
ভাল লাগা না জানানোটা অন্যায়।
তাই অনেক খুঁজে আবার আসা।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘ভাল লাগা’ জানাবার জন্য অনেক কৃতজ্ঞতা আপনাকে :)

শুভেচ্ছা জানবেন, আশরাফুল ইসলাম দুর্জয়!

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার মন্তব্য জানতে এখানে ক্লিকান

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: উপরে পড়ে আসলাম পদ্ধতি
আপনার হাতে তার প্রয়োগ :)

অভিনব!
মজা পেলাম :)

ধন্যবাদ জানবেন, কান্ডারী অথর্ব :)

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: “আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,.........


কবিতা না লিখার আকুতি.......ছুটি দেয়ার আকুতি...সেটাও আবার হালি খানেক বিখ্যাত কবির অসাধারণ কবিতা দিয়ে । !:#P !:#P

পোস্টে+

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মাফ তো তবুও মিলছে না :(

ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই :)
ভালো থাকবেন।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

গোর্কি বলেছেন:
কবিতার কথামালা তার ভাবের আশ্রয়স্বরূপ। কবি তাঁর কবিতায় যা অনুভব করার চেষ্টা করছেন, সেটা অন্যকে অনুভব করানোর চেষ্টা - দুটো সম্পূর্ণ স্বতন্ত্র ব্যাপার। কবিতা পাঠোত্তর তার অনুভূতিটা হৃদয়ঙ্গম হলেও কথায় তার ভাবের অনুভূতি প্রকাশে জটিলতায় ভুগি। তাই বেশিরভাগ ক্ষেত্রেই গৎবাঁধা মন্তব্য রাখতে হয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ভাবের অনুভূতি প্রকাশে জটিলতায় ভুগি। তাই বেশিরভাগ ক্ষেত্রেই গৎবাঁধা মন্তব্য রাখতে হয়।”


যাক বাঁচা গেলো। নিজের পক্ষে ভালো কয়েকজন সাক্ষী পেলাম!
অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় গোর্কি :)
শুভেচ্ছা জানবেন!

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

টুম্পা মনি বলেছেন: শুরু থেকেই মুগ্ধতা। ছবিটা চমৎকার লাগল। আপনি যদি অনুমতি দেন আমার কোন একটা লেখায় ইউজ করব। :P

তারপর কবিতা নিয়ে আপনার বিশ্লেষণ ভালো লাগল। কিন্তু মশাই কবিতাকে ছুটি দিলেন কই? আরো তো দেখি আঁকড়ে ধরলেন। আমাদেরও আঁকড়ে ধরার কিছু পথ বাতলে দিলেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘ছুটি দিলেন কই?’


হাহাহা ধরে ফেললেন অবশেষে!
কবিতাকে ভালো না বেসে কি পারি?
বলেছি কবিতা প্রকাশে শুধু অক্ষমতার কথা।

ছবির মালিক আমি নই। অতএব ...অনুমতিও আমি দিতে পারি না;)
তবে ছবি ব্যবহারের ব্যাপারে আমার দৃষ্টান্ত নিতে পারেন :)

ধন্যবাদ, টুম্পা মানি :)

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর করে নিজের অপারগতার কথা জানালেন !

কবিতায় মন্তব্য, কারেকশন সব কিছুই কঠিন লাগে। দিনকে দিন দুর্বোধ্য হয়ে যাচ্ছে কবিতা আমার কাছেও।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বলতে পেরেছি তাহলে!
ধন্যবাদ, গ্রহণ করার জন্য :)


“দিনকে দিন দুর্বোধ্য হয়ে যাচ্ছে কবিতা আমার কাছেও।”


আমার কাছেও! কিন্তু আধুনিক কবিতার দুর্বোধ্যতা নিয়ে কথা বললে ৩য় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে কবি-মহলে, যেখান থেকে পাঠকের মুক্তি নেই! অতএব...

অনেক ধন্যবাদ আপনাকে, অপর্ণা মম্ময় :)

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

নুমান" বলেছেন: .. ‘ভালো লাগলো’, ‘হুম’, ‘সুন্দর’ ‘ভালো লিখেছেন’ ইত্যাদি ছকে-বাঁধা মন্তব্য দেবার সময় নিজেই বিব্রত হই। ... ‘

সালাম।
আমার মন্তব্য এরকমই হয়। এর একটা কারণও আছে। আর তা হল, আমি একজন গরিব আদমি। একটা মন্তব্য করতে গিয়া দেখি আমার তহবিল শব্দশুণ্য। বানানের ভুলে সাহস হয় না মন্তব্য করার। তারপরও উপস্থিতি জানান দিয়ে বিরক্ত করি এই প্রকারের মন্তব্য। আজও একই কাজ করলাম আপনার লেখাটির ভালো লাগা জানিয়ে। আশা করি একনম্বর ভাবিজানকে নিয়ে অনেক ভালো আছেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নুমানকে আরেকটু জানা হলো এবার :)
বুঝেছি। ধন্যবাদ আপনাকে, প্রিয় সহব্লগার :)



*আপনার একনম্বর ভাবি আজকাল আরও বেশি পরিশ্রম করছে। দোয়া করবেন।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমি কিন্তু কবিতা ভালো লাগলে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে ঠিকই বিশাল কমেন্ট দিয়ে দেই। ;)

আপনার সাথে একমত কিন্তু ভালোলাগা না জানালে কবিরা লেখায় উৎসাহ পাবে কিভাবে?
লেখায় থাকা দুটো ছবিই দারুণ লাগলো।


++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমি কিন্তু কবিতা ভালো লাগলে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে ঠিকই বিশাল কমেন্ট দিয়ে দেই।” :P

ভালোলাগা জানাবার চাপেই তো এই লেখা।
ছবি ভালো লাগলে ক্রেডিট গউজ টু শিল্পী, আমি নই ;)

শুভেচ্ছা জানবেন, প্রিয় নুর ফয়জুর রেজা।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

শ্যামল জাহির বলেছেন: আজ কেউ পদ্য ছুটি দিল, কাল কেউ দিবে গদ্য! কিন্তু আমার মত পাঠক এতিম হয়ে ব্লগ ছেড়ে দিলে, যার লেখা সে নিজেই পড়তে হবে!
প্লিজ মঈনুল ভাই, আপনারা ঠকাবেন না আমারে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমার মত পাঠক এতিম হয়ে ব্লগ ছেড়ে দিলে, যার লেখা সে নিজেই পড়তে হবে!... প্লিজ মঈনুল ভাই, আপনারা ঠকাবেন না আমারে।”

-হাহাহা! আমার প্রোফাইলে দেখবেন আমি একজন পাঠক-লেখক। অতএব আপনি একা নন। আমিও আছি আপনার সঙ্গে :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, শ্যামল জাহির :)

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

বোকামন বলেছেন:
কবিতা হয়তো আপনাকে ছুটি দিবেনা :-)

অনুভব অনুভবেই আটকে থাকে কী শেষ পর্যন্ত !
শব্দ-ছন্দের সুক্ষ জালে যে তাকে ধরা পড়তেই হয়

কবিতা পড়ুন, লিখুন, কবিতাকে বাঁচিয়ে রাখুন...

শুভকামনা রইলো :-)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতা আমাকে ছুবি দেবে না?
-হয় তো তাই। কিন্তু আমি তো কবিতা লিখি না। পড়তেও শিখি নি তেমন।

কবিতা কেউ বুঝুক আর না বুঝুক কবিতার সাহিত্যের ওপর স্থানে হলো কবিতার আসন। আমার মতো অর্বাচীনেরা যা করতে পারি, তা হলো কিছু শব্দাবলী দিয়ে কবিতার সাগরে হাতড়ানো। সেটি করলেও যা, না করলেও তা....এজন্যেই ব্লগিং করি:)

কবিতা বেঁচে থাকুক।

শুভেচ্ছা জানবেন, প্রিয় বোকামন :)

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

জুন বলেছেন: খুব ভালোলাগলো আপনার কথাগুলো মাইনুদ্দিন মইনুল । কারন আমি নিজে একজন অকবি, তাই কবিতাকে প্রথম থেকেই আনলিমিটেড ছুটি দিয়ে রেখেছি । তারপরও আমি কবিতা লিখি নিজের মনের আনন্দে নাহোক সেটা কোন কবিতার ক । ব্লগে লেখার এটাই সুবিধা :)
আর চিল্কায় বুদ্ধদেব তো সকালে গিয়েছিলেন আর আমি তো সারাদিন ধরে চিল্কা হ্রদে ঘুরে বেড়িয়েছি সুতরাং :!>
+

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘সারাদিন ধরে চিল্কা হ্রদে ঘুরে বেড়িয়েছেন?!’
তাই? দারুণ তো!

কবিতাকে ছুটি না দিলে নাকি কবিতার সাথে সখ্যতা হয় না।
যাকে ভালোবাসো তাকে দাও স্বাধীনতা.....;)

অতএব আপনি ভালোই করেছেন।

আমার বিষয়টি যা হতে পারে তা হলো: কবিতাই হয়তো আমাকে ছুটি অথবা পদচ্যুত করেছে!

শুভেচ্ছা জানবেন এবং
ভালো থাকুন, প্রিয় জুন :)

২২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:১১

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহ , মাইনুল ভাই আপনি কেমন জানি রসাই রসাই লিখেন ,
সমবয়েসি হলে রসিয়া বন্ধু বানাই ফেলতাম :P :P :P

এইভাবে সবকিছুর কলিজায় হাত দিলে কিভাবে হবে !!
পোষ্টে ভাল লাগা আপনার সব পোষ্টেই । আর মাইনুল ভাই
আপনার পোস্ট পারলে আরও বড় পোস্ট দিয়েন । আপনার ইনফো খুবই ভাল
লাগে , আর ও জানতে ইচ্ছে করে ।

কবিতার মন্তব্যের ক্ষেত্রে আমারও শব্দঝোলা দরিদ্র , তারপরও সীমিত সামর্থ্যের যতটূকু হাতুড়ে
প্রয়োগ করা যায় আরকি :D :D


সেটাই করি ।

ভাল থাকুন মাইনুল ভাই । আপনার হাসিমাখা মুখ দেখলে মন টাই ভাল হয়ে যায় ।
আপনার প্রপিক মত লিখাও পজিটিভ ।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কীভাবে সমবয়সী হওয়া যায়, একটি গাইড দিলে ভালো হতো না!
মানে, বয়স বাড়াতে হবে, নাকি কমাতে হবে?
মনে-মন-মিললে-বয়সে-কীবা-আসে-যায় পদ্ধতিতেও আগানো যায়...

ক্ষমতায় যতটুকু কুলোয় ততটুকু বড় করি। তবু আপনার কথায় চেষ্টা আরও বাড়াবো। ধন্যবাদ :)

“কবিতার মন্তব্যের ক্ষেত্রে আমারও শব্দঝোলা দরিদ্র , তারপরও সীমিত সামর্থ্যের যতটূকু হাতুড়ে ...প্রয়োগ করা যায় আরকি।”
-শব্দ আর ভাবের ভাণ্ডার আমারও খালি, তাই তো এতো বড় একটি ভূমিকা দিলাম, কবিকূলের সমীপে....যেন অন্তত আমার একটা বিহীত হয়!

প্রোপিক নিয়ে আপনার মন্তব্যে শক্তি পেলাম ভাই। বহু কষ্টে একটি হাসি আটকাতে পেরেছিলাম বলেই, আজ আপনার আন্তরিক অভিমত পেলাম।

প্রিয় মাহমুদ-ভাগ্যবান-সাত, আপনার প্রতি রইলো অফুরন্ত শুভেচ্ছা :)

২৩| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: মোক্ষম জায়গায় হাত দিয়েছেন! কবিতা পাঠে মন্তব্য আসলে কেমন হওয়া উচিত? খুব সুন্দর একটা লেখা পড়ে অনেক কিছু মনে হল, কিন্তু লেখার বেলায় তো 'সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো'- এইটা ছাড়া আমি কিছু খুজে পাই না। কবিতায় চমৎকার, সৃজনশীল মন্তব্য করার থেকে আমার আরেকটা কবিতা লেখা সহজ মনে হয়!

বরাবরের মত পোস্টে অনেক ভালোলাগা রেখে গেলাম!

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নিজের ‘মোক্ষম’ দুর্বলতাটি এবার ফাঁস করে দিলাম! :)

“কবিতায় চমৎকার, সৃজনশীল মন্তব্য করার থেকে আমার আরেকটা কবিতা লেখা সহজ মনে হয়।”
-খাঁটি কথা। অনেকেই করেও তাই।

বরাবরের মতো আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন, প্রিয় ৎঁৎঁৎঁ ...:)

অনেক শুভেচ্ছা!

২৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিদের পোষ্টের জন্য আমার মত সাধারন পাঠকের কিছু নির্ধারিত মন্তব্য আছে। যেমনঃ
বাহ! চমৎকার।
++++
অসাধারন
মুগ্ধপাঠ!

সত্যি এর বাইরে আর কোন অনুভূতি আমার মনে সহজে সৃষ্টি হয় না।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমারও দৌড় ততটুকুই। যাক, আমার দলটি বড় দেখে সান্ত্বনা পাচ্ছি :)

ধন্যবাদ, প্রিয় কাল্পনিক ভালোবাসা :)

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

ড. জেকিল বলেছেন: আপনাদের স্কুলে কি বাংলাতে দুর্বল এমন ছাত্র ছিলোনা ? ;)

কবিতায় শুধু ভালোলাগা রেখে আসা যায়, মন্তব্য করা দুষ্কর। মন্তুব্য করার জন্য মন্তব্যকারীকেও কবি হতে হবে। :)

০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হায় ঈশ্বর.... ইহা আপনি কহিলেন ভ্রাত.... বাংলাতে যারা দুর্বল তাদের প্রতিনিধি এই পোস্টের লেখক স্বয়ং আপনার সামনে উপস্থিত :P

“মন্তুব্য করার জন্য মন্তব্যকারীকেও কবি হতে হবে।”
-আমি তো ঠিক এই কথাটিই প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। মন্তব্য করা দুষ্কর - মেনে নিলাম...এবার মেনে নেবার পালা আমাদের কবিকূলের ;)

অনেক শুভেচ্ছা আপনাকে, ডক্টর জেকিল :)

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৮:০০

ড. জেকিল বলেছেন: হায় ঈশ্বর...... আপনি দূর্বল হয়েই এই অবস্থা, না জানি ভালো ছাত্ররা কি ঘটিয়ে ফেলছে ঐদিকে। :-P


স্কুলের শিক্ষক মাত্র তিন গ্রেড দিতো, তাই বলছিলুম আর কি। :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মানে হলো ওই তিন গ্রেইডের নিচে যারা তাদের কোন গ্রেইড নেই... ;)

আমি দুর্বল ছিলাম বাংলাসহ আরও অনেক বিষয়েই। বর্তমান সময়ের লেখায় যদি কিছু পেয়ে থাকেন, সেটা ছাত্রজীবনের নয় - কর্মজীবনের প্রাপ্তি।

আবার ফিরে এসে মন্তব্য করার জন্য বিশেষ ধন্যবাদ, ডক্টর জেকিল :)
শুভেচ্ছা জানবেন!

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:

কবিতা ছুটি দিয়েই এহেন পোস্ট ! তবেই সেরেছে ...

আমি পড়ি আমার নিজের মতো । কবির ভাব বোঝা আমার সাধ্য নয় ।

তাই কবির ভাব ধরতে না পারলেও আমি যেভাবে বুঝি সেভাবেই মন্তব্য করে আসি ।

তবে পোস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা এসেছে...হাসতে হাসতে মাইর দেবার মতো
পছন্দ হয়েছে পদ্ধতিটা ।।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “তবে পোস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা এসেছে...হাসতে হাসতে মাইর দেবার মতো
পছন্দ হয়েছে পদ্ধতিটা।”


-হাহাহা, মজা পেলাম। ভয়ও পেলাম। হাসলে পাশের জনকে মারেন না কি?
সর্বনাশ... :|

শুভেচ্ছা জানবেন, প্রিয় আরজুপনি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.