নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

৩৯টি ব্লগিং অভিজ্ঞতা। সামুতে পঞ্চাশতম পোস্ট।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭





ব্লগিং একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে ইতিমধ্যে পাশ্চাত্যে প্রমাণিত হয়েছে, যেখানে লেখক বা সাংবাদিক মাত্রই রয়েছে একটি ব্যক্তিগত ব্লগসাইট। আমরাও পারি ব্লগিং দিয়ে দেশ ও আর সমাজকে এগিয়ে নিয়ে যেতে, যদি ইতিবাচক ব্লগিং-এ বিশ্বাস করে ভারচুয়াল সামাজিকতাকে সম্মান জানাই। যেহেতু লেখক না হয়েও ব্লগার হওয়া যায়, তাই এখানে, মানে সাইবার জগতে, লেখকের চেয়েও ব্লগার হবার প্রয়োজন সর্বাধিক। এজন্য চাই ব্লগারসুলভ আচরণ এবং ব্লগারের ব্যক্তিত্ব। উত্তম ব্লগিং নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা আর অনুসন্ধানের মিশ্রণে একটি তালিকা তৈরি করলাম, যাতে পাঠকেরা আরও কিছু যোগ করতে পারেন। আলোচনা-সমালোচনাও করতে পারেন। লেখাটির জন্য তীব্র সমালোচনা কাম্য!



ব্লগিং এবং সহব্লগার থেকে অর্জিত আমার ৩৯টি ব্লগিং অভিজ্ঞতা।





:::এক থেকে তেরো



১) উত্তম ভাবনায় উত্তম লেখা – নেতিবাচক ভাবনায় ধ্বংসাত্মক ব্লগিং

২) ভাষাগত শুদ্ধতা ব্লগারের স্ট্যান্ডার্ডকে উন্নত করে: তাই, যথাসম্ভব ভাষাগত ভুল এড়িয়ে চলা

৩) প্রচুর অন্যের ব্লগ পড়া এবং আন্তরিকভাবেই পড়া, অবশ্যই পছন্দমতো – নিজের পছন্দের বিপক্ষে যাবার প্রয়োজন নেই

৪) মন্তব্য দেবার সময় লেখকের উত্তম/ইতিবাচক দিকটিতে ফোকাস করা (একান্তই প্রয়োজন হলে, অন্য উপায়ে নেতিবাচক বলা)

৫) কারও উত্তম/ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করলে, ইতিবাচক দিকের উন্নয়ন হয় আর নেতিবাচকতা খাটো হতে থাকে

৬) লেখার তাৎপর্য এবং ‘লেখাকে’ লক্ষ্য করে মন্তব্য দেওয়া (ব্যক্তিকে নয়)

৭) লেখা দিয়েই ব্লগারকে মূল্যায়ন করা, তার নাম ছবি সামাজিক পরিচয় নিয়ে বিভ্রান্ত না হওয়া

৮) লেখা সংক্ষিপ্ত হওয়ার চেয়েও বেশি প্রয়োজন লেখায় সারবস্তু থাকা, তবে অহেতুক দীর্ঘ করার প্রয়োজন নেই

৯) সহজ এবং সোজা ভাষায় লিখিত ব্লগ পঠিত হয় সর্বাগ্রে

১০) সাময়িক পোস্ট না হলে প্রচুর প্রুফরিডিং বা সংশোধন করা, পোস্ট করার আগে

১১) উদারতা ক্ষমাশীলতা এবং রসিকতা – উত্তম ব্লগারের গুণ (ভালো মানুষেরও!)

১২) এমন বিষয়ে লেখা যা নিজেকেও সাহায্য করেছে, উপকৃত করেছে, বিদগ্ধ করেছে

১৩) সারবস্তুহীন লেখা মনে আসলে পোস্ট দেওয়া থেকে বিরত থাকা





:::চৌদ্দ থেকে ছাব্বিশ



১৪) পাঠককে প্রাজ্ঞ বিচক্ষণ এবং পর্যবেক্ষণশীল মনে করা, এবং সেটাই যথার্থ!

১৫) যা কিছুই লেখা হোক, তাতে নিজের মতামত ও বিশ্লেষণ থাকা উচিত

১৬) লেখায় নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে দেওয়া (প্রথাগত লেখকের জন্য ১৫ এবং ১৬ প্রযোজ্য না-ও হতে পারে)

১৭) নিজ বিষয়ে প্রচুর অনুসন্ধান ও অধ্যয়ন করা এবং শ্রম বিনিয়োগ করা

১৮) লেখার বক্তব্য যথাসম্ভব সরাসরি পেশ করতে হয়, অনাবশ্যক ভূমিকায় বিরক্তি উৎপাদন করে

১৯) নিজের প্রিয়/অর্জিত বিষয়টি দিয়েই লিখতে শুরু করা

২০) তথ্য বা তত্ত্বের পরিবেশনায় রেফারেন্স করার সময় যে কোন একটি মাধ্যমকে আস্থা না করা

২১) “১ ছবি ১০০০ শব্দের কথা বলে” – লেখায় প্রাসঙ্গিক ছবি যুক্ত করা

২২) পাঠকের সময়ের মূল্য দেওয়া: লেখার ‘আকৃতি ও প্রকৃতি’ নিয়ে ভালোভাবে চিন্তা করা

২৩) প্রশ্ন এবং মন্তব্যের উত্তর দিতে হয়, এটি ন্যূনতম সৌজন্যতা

২৪) অন্য ব্লগারের উপস্থিতিকে সম্মান করা, অনাবশ্যক বিতর্ক এড়িয়ে চলা

২৫) ব্লগিংএ জুনিয়রদেরকে অনুপ্রাণিত করা, গঠনমূলক মতামত দেওয়া এবং তাদেরকে গেঁথে তোলা

২৬) লেখায় অন্যের অবদান বা অনুপ্রেরণা থাকলে তা যথাযথভাবে স্বীকার করা





:::সাতাশ থেকে ঊনচল্লিশ



২৭) নিজের ভালো লেখা এবং অন্যের লেখায় দায়িত্বশীল মন্তব্য দিয়ে ব্লগিং ক্রেডিবিলিটি বা পাঠকের আস্থা ধরে রাখা

২৮) দেশপ্রেম মূল্যবোধ ক্ষমা ভালোবাসা স্নেহ ইত্যাদি মানবিক উৎকর্ষতার বিষয়গুলো, আচরণে না থাকলেও, অন্তত লেখায় তুলে ধরা

২৯) জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলো এবং বিশেষ ব্যক্তিদের বিশেষ দিনের প্রতি মনোযোগ রাখা

৩০) একটি নির্দিষ্ট শেডিউল রক্ষা করে পোস্ট দিলে উত্তম, যেমন প্রতি বৃহস্পতি ও শনিবার ইত্যাদি

৩১) নিজের চাহিদামত প্রযুক্তিগত বিষয়গুলোতে (যেমন, এসইও বা অপটিমাইজেশন স্কিল) দক্ষতা অর্জন করতে পারলে সোনায় সোহাগা

৩২) আত্মমূল্যায়ন এবং নিজের সীমাবদ্ধতা বুঝতে পারার জন্য নিজের প্রকাশিত ব্লগে এবং অন্যের মন্তব্যে মাঝে মাঝে দৃষ্টিপাত করা

৩৩) সৌন্দর্য্য সকলেরই কাম্য – লেখায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবোধের পরিচয় দিতে হয়

৩৪) সামাজিক অসঙ্গতি অবিচার দুর্নীতি অন্যায় অত্যাচার দ্বারা ক্ষুব্ধ ব্যথিত হলে, তথ্য তত্ত্ব ব্যক্তিগত বিশ্লেষণ ও দৃষ্টান্তসহ লেখা উচিত

৩৫) লেখায় দেশমাতৃকা ও স্বদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখা

৩৬) রাজনীতি না বুঝলে এবং নিজের বক্তব্য যৌক্তিকভাবে তুলে ধরতে না পারলে, রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা

৩৭) ধৈর্য্য যেমন সকল ক্ষেত্রে প্রয়োজনীয়, ব্লগিং-এ এর প্রয়োজনীয়তা সর্বাধিক

৩৮) সমাজের উন্নয়নের জন্য, পরিবেশ প্রকৃতি উত্তম কোমলতা সৌন্দর্য্য দেশ নারী শিশু অক্ষম অবহেলিত পিছিয়ে-পড়া নিপীড়িত – ইত্যাদি সংস্কারমূলক ইস্যুতে যথাসম্ভব এবং আপ্রাণ পক্ষপাতিত্ব থাকা

৩৯) ব্লগারকে ব্লগিং নিয়েই ব্যস্ত থাকতে হয়, অন্য কিছু নিয়ে নয় – অর্থাৎ অন্যের দুর্বলতার অনুসন্ধান বা ক্যাচালে অংশ না নিয়ে, নিজের লেখায় মনোনিবেশ করা।







লিখতে বসেছি, তাই যা মনে আসলো সবগুলোই লিখলাম। তালিকা দেখে যেন কেউ আতঙ্কিত না হন। সকল গুণই একসাথে একজন ব্যক্তির মধ্যে থাকা অসম্ভব না হলেও কঠিন।





ব্লগিং নিয়ে যতই অনুসন্ধান করেছি, ততই বিস্মিত হয়েছি এর সম্ভাবনা ও বহুল প্রযোজ্যতা দেখে। ৭০ আর ৮০’র দশককে যদি কমপিউটার যুগ বলা যায়, তবে এখন আমরা আছি ইন্টারনেট যুগে। ইন্টারনেরেটর যুগ মানেই হলো নিজেকে প্রকাশের সময়। যেভাবে প্রকাশ, সেভাবেই জানবে ভারচুয়াল সমাজ। এযুগে নিজের মতামতকে অতি সহজেই জনসমক্ষে উপস্থাপন করা যায়। নিজের চিন্তা দিয়ে অন্যকে প্রভাবিত করা যায় – অন্যের চিন্তার ভাগ পাওয়া যায়। এর সুফল নিতে হলে সুজন হতে হয়।





[কাউকে জ্ঞান দেবার জন্য নয়, নিজের চিন্তাকে যাচাই করার জন্যই লিখে রাখলাম ব্লগে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আধুনিক ব্লগারদের শক্তি সামর্থ্যে আর সম্ভাবনা পূর্বের যেকোন সময়ের চেয়ে এখন অনেক বেশি। বিশ্বাস করি, ছাপার অক্ষরের চেয়ে ব্লগারের লেখার শক্তি অন্যরকমভাবে বেশি, কারণ এখন বইয়ের পাতার চেয়ে কম্পিউটারের স্ক্রিনে মানুষ বেশি দৃষ্টি রাখে। তাই, এবিষয়ে ধারাবাহিকভাবে লিখে যাওয়ার ইচ্ছা আছে।]













***********************************************

পঞ্চাশতম পোস্টে প্রিয় সহব্লগারদেরকে প্রীতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এতো ভালোবাসা আর এতো প্রেরণা পেয়েছি যে কর্মজীবনের ব্যস্ততার মাঝেও কিছু লিখার প্রচেষ্টায় আনন্দ পাচ্ছি। যেন বিনিময়ে আরও অধিক পড়া ও মিথষ্ক্রিয়ার সুযোগ পাই। নাম প্রকাশ করে বিভক্তি সৃষ্টি করতে চাই না, কিন্তু ‘লেখায় লেখায়’ কয়েকজন গুণী লেখক ও প্রেরণাদায়ক বন্ধু পেয়েছি, আমি যাদের ভক্তও। বন্ধু পাওয়াকে আমার জীবনের সেরা অর্জন বলে মানি। শুভেচ্ছা বন্ধুগণ! :)



কয়েকটি বিষয়ভিত্তিক লেখা একসাথে তুলে ধরলাম সহব্লগারদের দরবারে:



ক) ব্লগ ও নেটিকেট নিয়ে

অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য

আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল

ভারচুয়াল পারসোনালিটি

আমরা কি নেটকোহলিক হয়ে যাচ্ছি?





খ) লেখালেখি

ভালো লেখার ৩টি গোপন সূত্র

কী লিখবো, কেন লিখবো!

কবিতা তোমায় দিলাম পুরাই ছুটি

নোবেল বিজয়ী মো ইয়ানের লেখার প্রকৃতি





গ) প্রেম ও জীবনদর্শন

ভালো কাজ করুন...মানুষ বলবে গোপন উদ্দেশ্য আছে

খ্যাতিমানদের জীবনের শেষ কথা ও জীবন দর্শন

পৃথিবীর ক্ষমতাবানদের জীবনের শেষ কথা

মৃত্যু ও জীবনের অজানা বন্ধন

বয়সকালের ভালবাসা - ডাক্তারের ডায়েরি থেকে

‘তোমার রূপ সম্পর্কে অনেক গুজব শুনিয়াছি’ - হোমার

‘প্রেম’ বুঝে ভালোবাসুন!





ঘ) কর্মজীবন ও ব্যক্তিগত উন্নয়ন

ক্যারিয়ার গাইড হিসেবে লিংকড ইন

কর্মজীবন: চাকরি করবেন নাকি দেবেন?

কর্মসংস্থান ব্যবসায় - একটি অনাবিষ্কৃত শোষণ ব্যবস্থা

ঘোড়া ও ছাগলের গল্প





ঙ) প্রিয় দেশ - প্রিয় সমাজ

বাংলা কথায় ইংরেজি শব্দের ব্যবহার

দ্য ইকোনোমিস্ট ও হলুদ সাংবাদিকতা

ধর্ষকের শাস্তি হতেই হবে, নারী বিবস্ত্র থাকলেও অপরাধ ধর্ষকেরই

শিশুদের জন্য ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাগুলো কতটুকু ভবিষৎদর্শী?

জয় বাংলা আমুলিকের সম্পত্তি নয়!

লস্ট এন্ড ফাউন্ড ক্ষুদ্রঋণ প্রবক্তা

রাজপুত্রদের আবির্ভাব ও প্রত্যাবর্তন আমাদের জন্য কী নিয়ে আসছে?

ইংলিশ বাংলিশ - আপনার ‘লেদার’ কি ফর্শা?

মন্তব্য ৯০ টি রেটিং +২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!


!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ আপনাকে, ইরফান আহমেদ বর্ষণ :)

শুভেচ্ছা জানবেন!

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

আমিনুর রহমান বলেছেন:



ইহা প্রিয়তে রাখার পোষ্ট সুতরাং ইহা প্রিয়তে রইল।
প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে ৩ নং পয়েন্টই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ মনে হয়েছে সবসময়।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয়তে যেতে পেরে আনন্দিত :)

৩নম্বর পয়েন্ট যথার্থ দৃষ্টি পড়েছে জেনে খুশি হলাম।

কবি আমিনুর রহমানকে আন্তরিক ধন্যবাদ :)

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



আর ৫০তম পোষ্টের জন্য অভিনন্দন। শুভ কামনা রইল।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা, প্রিয় হাসান মাহবুব :)

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ৫০ তম পোস্টের জন্য অভিনন্দন। হ্যাপি ব্লগিং । :)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সেলিম আনোয়ার ভাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার একটি পোস্ট! অর্ধশত পোস্ট থেকে অযুত নিযুত পোস্টের দিকে ধাবিত হোক, এই কামনায়।
লিঙ্ক গুলো ও বেশ কাজের মনে হচ্ছে।

ভালো থাকুন। সব সময়।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “অর্ধশত পোস্ট থেকে অযুত নিযুত পোস্টের দিকে ধাবিত হোক”
------------------------------------------

-হাহাহা! অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় মোঃ সাইফুল ইসলাম সজীব :)


“লিঙ্ক গুলো ও বেশ কাজের মনে হচ্ছে”
-----------------------------------
-আমার লেখাই আমি :)

আপনাকে অনেক শুভেচ্ছা!

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

কয়েস সামী বলেছেন: +++++্

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কয়েস সামী :)

ভালো থাকুন, এই শুভেচ্ছা!

৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

আমি ইহতিব বলেছেন: ৫০তম পোস্টে অভিনন্দন ও শুভেচ্ছা। ব্লগে লেখালেখি বিষয়ক আপনার পোস্টগুলো দেখেই বুঝেছিলাম যে এই ব্লগের প্রতি আপনার ভালোবাসা কতখানি। এই পোস্টেও তা প্রতীয়মাণ। আসলে আপনি এই ব্লগটিকে অনেক ভালোবাসেন বলেই এখানে আসা ব্লগারদের জন্য সাহায্যকারী কিছু দিক নির্দেশনা দিয়েছেন যাতে এগুলো ফলো করে সবাই ভালোভাবে ব্লগিং করে। এতে পরোক্ষভাবে সামু ব্লগের মান আরো উন্নত থেকে উন্নততর হবে। এরকম ভালোবাসা আরো অনেকেরই আছে আর সে ভালোবাসা থেকেই তারা দায়িত্বশীল ব্লগিং করে থাকেন। এই ভালোবাসা বজায় থাকুক সব সময়।

আপনার শততম পোস্টেও যেন শুভেচ্ছা জানাতে পারি সেই আশা থাকলো। ভালো থাকুন সব সময়।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় আমি ইহতিব! আপনার আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম সে সাথে দায়িত্ব আরও বেড়ে গেলো। ভালো ব্লগিং সকলেই করতে চায়, হয়তো ব্যতিক্রমগুলোর অধিকাংশই না জানার জন্য অথবা দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্য। আপনার কথাই ঠিক।

চেষ্টা করবো অনিয়মিত হলেও যেন আপনাদের পাশে পাশে থাকতে পারি...
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬

মামুন রশিদ বলেছেন: এ যিস্ট অব গুড ব্লগিং...


ব্লগিংয়ে আপনার অভিজ্ঞতালব্ধ ফাইন্ডিংস গুলো শেয়ার করে দারুণ কাজ করেছেন । এই টিপসগুলো সার্বজনীন এবং যেকোন ব্লগার এটাকে কাজে লাগিয়ে নিজের ব্লগিং জৌলুশ বাড়াতে পারে ।

পঞ্চাশতম পোস্টের শুভেচ্ছা !:#P !:#P

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিশাল বড় কমপ্লিমেন্ট পেলাম আপনার লেখনী থেকে!
’জিস্ট অভ্ ব্লগিং’ প্রত্যেক ব্লগারের হৃদয়ে থাকে, শুধু প্রয়োজন প্রয়োগের ;)

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মামুন রশিদ :)

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

শামীম সুজায়েত বলেছেন: আমার ভাল লাগা রয়ে গেলো।
ভাল থাকবেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার ভালো লাগায় আমিও প্রীত।

অনেক কৃতজ্ঞতা আপনাকে, শামীম সুজায়েত :)
এবং এবাড়িতে সুস্বাগতম...:)

শুভেচ্ছা জানবেন!

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

শাহেদ খান বলেছেন: চমৎকার একটা পোস্ট ! অনেক ভেবে-চিন্তে বিশ্লেষণ করে লিখেছেন, এবং গুরুত্বপূর্ণ প্রায় সব পয়েন্টই বোধহয় তুলে এনেছেন এর মাঝে। শ্রমসাধ্য কাজটার জন্য অনেক ভাল লাগা জানবেন।

শুভকামনা, সবসময়ের জন্য। :)

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার, এবং আপনাদের, মন্তব্যে আমার শ্রম সার্থকতা পেলো :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, শাহেদ খান :)

১২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

নাম জেনে কি হবে? বলেছেন: ভালো পোস্ট ++

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ‘নাম জেনে কী হবে?’
-সুন্দর নাম। সত্যিই, নামে কী বা আসে যায়!

অনেক ধন্যবাদ আপনাকে :)

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: ৫০তম পোস্টে অভিনন্দন ও শুভেচ্ছা।

খুবই যুক্তিযুক্ত এবং প্রয়োজনীয় একটি পোস্ট। প্রিয়তে রাখছি :)

ধন্যবাদ :)

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ :)

প্রিয়তে নিতে পেরেছেন জেনে আনন্দিত।

শুভেচ্ছা জানবেন, তানিয়া হাসান খান :)

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: হাফ সেঞ্চুরীর জন্য অভিনন্দন! নিচে বিষয়ভিত্তিক পোস্টের যে তালিকা দিয়েছেন সেইটা খুব ভালো লাগলো!

পোস্ট প্রিয়তে!

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একটু মার্কেটিং করলাম নিজেকে নিয়ে ;)

প্রিয়তে নিয়েছেন জেনে খুশি হলাম।

ধন্যবাদ প্রিয় ৎঁৎঁৎঁ ভাই...
শুভেচ্ছা নিরন্তর!

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২

সদয় খান বলেছেন: নতুন লিখছি আপনার পোস্টটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ । অনেক ধন্যবাদ আপনাকে । আমার খুব ভাল লাগে যে ব্লগের সবাই অনেক আন্তরিক । আমি কঠিন কোন বিষয় নিয়ে কঠিন ভাষায় লিখতে পারি না । সহজ ভাষায় সবার মুখে হাসি ফোঁটাতেই ভাল লাগে । চেষ্টা করছি । পাশে থাকবেন ।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সদয় খানকে অনেক ধন্যবাদ।
অবশ্যই পাশে পাবেন :)

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

নেক্সাস বলেছেন: অত্যন্ত সুন্দর পোষ্ট।

৭) লেখা দিয়েই ব্লগারকে মূল্যায়ন করা, তার নাম ছবি সামাজিক পরিচয় নিয়ে বিভ্রান্ত না হওয়া - খুব সুন্দর বলেছেন।


হাফ সেঞ্চুরীর জন্য অভিনন্দন।


০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় নেক্সাস :)

ভালো থাকুন!

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রথম কথা, ৫০তম পোস্ট যেহেতু সেহেতু প্রথমেই উচিত ছিলো আপনার কি বোর্ডের একটা ছবি দেওয়া । শুধু তাই না, ক্রিকেটে যেমন ৫০ হলে ব্যাটসম্যানরা ব্যাট উঁচু করে সেরকম কীবোর্ড উঁচু করে ছবি দেওয়া আবশ্যক । আশা করি ১০০ তম পোস্টে বিষয়টা বিবেচনা করবেন । :P

দ্বিতীয়ত , আপনার মননশীলতা এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণের উদাহরণ আগের লিখাগুলোর মতো এটাতেও চমৎকারভাবে ফুটে উঠেছে । লিখালিখি বিষয়ে আপনার চিন্তা ধারা আমাকে আগেও আকৃষ্ট করেছে এটাতেও করলো ।

তৃতীয়ত, আপনার এই পোস্টে যে পয়েন্টগুলো তুলে এনেছেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং যারা সুস্থ ব্লগিং চর্চা করেন বাঁ করতে চান তাদের আদর্শ হওয়া উচিত !

চতুর্থত, আমার শুধু ৩০ নাম্বার পয়েন্টটাতে আপত্তি আছে । লিখালিখি নিশ্চয়ই শিডিউল মেনে হয়না । আর একটা লিখা শেষ হওয়ার পর পাঠকের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করাটা কঠিনই । হ্যাঁ এটা ঠিক পোস্ট দেওয়ার জন্যই যদি কেউ ঘন ঘন পোস্ট দিতে থাকে তখন নিশ্চয়ই তার লিখার মান অনেক কমে যাই কিন্তু কেউ যদি মান বজায় রেখে ভালো লিখা লিখতে থাকে তাহলে কি শিডিউল বিষয়টার প্রয়োজন আছে ?? ( তবে আমি বুঝতে ভুল করলে ধরায়ে দিবেন )

পঞ্চমত, ৫০ তম পোস্টে অভিনন্দন প্রিয় লেখক । পোস্টটা প্রিয়তে । ১০০ তম পোস্টের জন্য শুভকামনা । ধন্যবাদ । :) :)

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ১) কীবোর্ডে ছবি দিলেই ভালোই হতো। ঠিক আছে ... দেখি শততম পোস্টে বিষয়টা বিবেচনা করা যায় কি না :)

২) আকৃষ্ট করতে পারা বিশাল বড় কাজ। আপনার মন্তব্যে প্রেরণা আরও বেড়ে গেলো। ধন্যবাদ।

৩) সুস্থ ব্লগিং সকলেই চায়, শুধু দরকার প্রেরণা আর মনে করিয়ে দেওয়া। আপনিও আমাকে মনে করিয়ে দিলেন! ধন্যবাদ।

৪) আপত্তি প্রকাশ করার জন্য ধন্যবাদ। লেখা থেকেই উদ্ধৃতি দিচ্ছি: “যেহেতু লেখক না হয়েও ব্লগার হওয়া যায়, তাই এখানে, মানে সাইবার জগতে, লেখকের চেয়েও ব্লগার হবার প্রয়োজন সর্বাধিক।” আমি তো ব্লগারদের জন্য লিখেছি - লেখকের জন্য সব প্রযোজ্য না-ও হতে পারে। বলেছিও কোথায় যেন। অনেক লেখক আছেন আবার পাঠকেরও প্রকারভেদ আছে। লেখা তাৎক্ষণিকভাবে হতে পারে, শুধু পোস্ট দেবার ক্ষেত্রে একটু শৃঙ্খলার কথা বলেছি।

৫) ধন্যবাদ। দেখি শততম পোস্টে যেতে কতদিন লাগে। সময়গুলো আজকাল ভাগ-বাটোয়ারা হয়ে যায় আমার সম্মতি ছাড়াই ;)

সুন্দর একটি বিশ্লেষণী মন্তব্য দেবার জন্য প্রিয় আদনান শাহরিয়ারকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

টুম্পা মনি বলেছেন: যা যা বলেছেন সব পয়েন্টেই একমত। অনেক ভালো লাগা। আর সাথে হাফ সেঞ্চুরী করায় অভিনন্দন।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় টুম্পা মনি :)

শুভেচ্ছা জানবেন!

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার একটা পোষ্টে খুটিয়ে খুটিয়ে বলেছেন ! যেটা আমি একবাক্যে বলে থাকি অসুস্থ মানসিকতার লোকজন ব্লগিং করলে ব্লগিং টা অসুস্থ হবে , সুস্থ ব্লগিং এর স্বার্থে তাদের মানসিক সুস্থতা কামনা করি !


আর হ্যা ৫০ তম পোষ্টের অভিনন্দন প্রিয় মইনুল ভাই !

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এক বাক্যে আপনি সত্যিই অনেক কথা বলে দিয়েছেন। ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন, প্রিয় স্বপ্নবাজ অভি :)


আপনাদের সাথে কোন দিন দেখা হলে অনেক মজা হবে, এ ভেবে ব্লগিং করি ;)

২০| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

রামন বলেছেন:
একজন সৃজনশীল ব্লগার হিসেবে যে সকল গুনাবলী থাকা অবশ্যক তার সবগুলো চলে এসেছে আপনার এই তালিকায়। নিঃসন্দেহে আপনার এই অর্জিত অভিজ্ঞতা অনেক ব্লগারকে সৃজনশীল হতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ আপনাকে অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করার জন্য।

একই সাথে ব্লগে আপনার অর্ধশত পোস্টের জন্য জানাই অভিনন্দন। শুভকামনা।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার প্রেরণাদায়ক মন্তব্যে অনেক শক্তি পেলাম।

অর্ধশত পোস্টে আপনাদের মত সকল সহব্লগারের কাছে আমি কৃতজ্ঞ :)

অনেক ধন্যবাদ আপনাকে, রামন :)

২১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা রইল।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক কৃতজ্ঞতা, প্রোফেসর সাহেব :)

ভালোবাসা জানবেন!

২২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মইনুল ভাই, সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম আপনার পোস্ট। শেখার অনেক কিছু আছে এখান থেকে। :-B

৫০ তম পোষ্টের শুভেচ্ছা। B-)
আনার অবশ্য দের বছর লাগছে! :P

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গল্পকার নাজিম-উদ-দৌলাকে অনেক ধন্যবাদ।

আপনি তো অনেক গুছিয়ে একটি গল্প সৃষ্টি করেন। আপনি সৃষ্টি করেন, আর আমি ব্লগ লেখি ;)

লাগুক দেড় বছর, তবু ভালো কিছু আসতে থাকুক, যেমন সবসময় আসে :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

শ্যামল জাহির বলেছেন: হাফ সেঞ্চুরী পোস্ট পড়ে ধন্য। প্রিয়তে রাখারও ভয় আছে! প্রয়োজনে প্রিয়তে রাখা পোস্ট সার্ভার সমস্যা দেখিয়ে যথা সময়ে পড়তে দেয়না সামু!
তবুও প্রিয়তে রেখে দিলাম।

উপকারী পোস্ট-এ কৃতজ্ঞতা। :)

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “প্রিয়তে রাখারও ভয় আছে! প্রয়োজনে প্রিয়তে রাখা পোস্ট সার্ভার সমস্যা দেখিয়ে যথা সময়ে পড়তে দেয়না সামু!”

আমার জন্য একটি মহামূল্যবান মন্তব্য এটি! অনেক শক্তি পেলাম, ভাই :)

আপনাকেও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা!

২৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই। এর আগেও বলেছি এখনও বলছি।যারা ফেসবুক,চ্যাট বা ব্লগ লেখেন তাদের জন্য আপনার লেখাগুলো পড়া দরকার। অনেকটা ব্যাকরণের মত।
আপনি কাউকে উপদেশ দেননি কিন্তু সুন্দরভাবে বলেছেন কিভাবে আসলে আমাদের ব্যাক্তিত্ব বাড়ানো যায় এবং নেটে রুচিশীল মানুষ হিসাবে প্রমাণ করা যায়।আবার ধন্যবাদ।প্রিয়তে নিলাম।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় ভোরের সূর্য, আপনার মন্তব্যে সবসময়ই আমি বাড়তি প্রেরণা পাই। এবারও তার ব্যতিক্রম হলো না।

অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনার জন্য :)

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

মাহবু১৫৪ বলেছেন: +++++++

শুভেচ্ছা এবং অভিনন্দন !:#P !:#P

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মাহবু১৫৪ :)

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: ৫০ তম পোস্টের জন্য অভিনন্দন মাইনুদ্দিন ভাই :)
আপনি ইতিমধ্যেই ব্লগের একজন অপরিহার্য ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ।

পোস্ট উপস্থাপনের ক্ষেত্রে আপনি নতুনত্ব আনয়ন করেছেন । ঝরঝরে
ও স্পষ্ট বলার ভাষাটাও নজর কাড়ে ।

৫০ ত আপনার জন্য সামান্য দ্রুত ৫০০ চাই !
ভাল থাকুন প্রিয় হাসিমাখা মুখের মাইনুদ্দিন ভাই। :)

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, আপনার মন্তব্যে তো আমার হাসি আরও বেড়ে গেলো।

ব্লগের উন্নয়নের জন্য সকলেই অপরিহার্য। তবু, আমাকে এ অভিধা দেবার জন্য কৃতজ্ঞতা জানাই। বিশাল বড় প্রশংসা আপনি আমাকে দান করেছেন :)


অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ লাকি সেভেন ভাই :)

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভেচ্ছা !

আপনার পোস্ট সবগুলোই দেখছি ব্লগ নিয়ে গবেষনার উপর লেখা ।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমন
শুভেচ্ছা ও স্বাগতম :)

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। সাম্প্রতিক সময়ের লেখাগুলো বেশির ভাগই ওদিকে ঝুঁকে পড়েছে। এই হলো আমার স্বভাব: ঝুঁকে পড়লে কিছুদিন ওটাতেই কাটে! যা হোক, নিজেরও কিছু অভিজ্ঞতা হচ্ছে।

তবে ব্লগিং ছাড়াও কিছু হাবিজাবি লেখা আছে - যার কয়েকটি ওপরে তুলে ধরেছি।

আবারও শুভেচ্ছা :)

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রিয়তে নিয়ে রাখলাম +++++++++ রইল।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় কাণ্ডারী অথর্ব :)

প্রিয়তে নিতে পেরেছেন জেনে বিশেষভাবে আনন্দিত!

২৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস অবজারভেশন

৫০ এর জন্য অভিনন্দন

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নাইস কমেন্ট :)

অভিনন্দনের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মাসুম আহমদ ১৪!

৩০| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

আম্মানসুরা বলেছেন: ৫০ তম পোষ্টের অভিনন্দন
লিঙ্ক গুলো ও বেশ কাজের

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আম্মানসুরাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: এতদিন আমার চোখে পড়েননি কেন?

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এবাড়িতে স্বাগতম আপনাকে, খান রোজেন!

বুঝেছি ব্লগে আরও সময় দিতে হবে;)

আন্তরিকত মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা!

৩২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগিয় বিশ্লেষণ ভালো লাগলো।
হাফ সেঞ্চুরির শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন ভাইয়া

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

ড. জেকিল বলেছেন: "হাফ সেঞ্চুরী" সহস্রাধিকের দিকে এগিয়ে যাক।

শুভ ব্লগিং।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, প্রিয় ড. জেকিল :)

৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ইখতামিন বলেছেন:
হ্যাপি ব্লগিং :) !:#P

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্য, প্রিয় ইখতামিন :)

৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

সাদরিল বলেছেন: ব্লগিং নিয়ে যতই অনুসন্ধান করেছি, ততই বিস্মিত হয়েছি এর সম্ভাবনা ও বহুল প্রযোজ্যতা দেখে

দারুন একটা লাইন বলেছেন।আমি নিজের লেখাপড়ার জন্য ব্লগিং নিয়ে গবেষনা করতে গিয়েও এমনটা অনুভব করেছিলাম। আমার গবেষণাটির লিঙ্ক রইলো

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পড়ে আসলাম আপনার গবেষণাপত্রটি। ভালো করেছেন।

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৩৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

গোর্কি বলেছেন:
ব্লগিং সম্পর্কিত পোস্টগুলো দারুণ হচ্ছে। নিঃসন্দেহে শিক্ষণীয় পোস্ট।

অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় গোর্কি :)

আপনাদের সঙ্গ লাভ করা আমার লেখার একটি গুরুত্বপূর্ণ মতলব ;)

শুভেচ্ছা জানবেন!

৩৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

মোঃ ইসহাক খান বলেছেন: পোস্টটি আগেই দেখেছি। ভালোলাগা জানিয়ে গেলাম। এ ধরণের পোস্ট অনেক উপকারে আসবে, সবার।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুলেখক ইসহাক খানকে আজকাল বেশি দেখছি না।
আশা করি ভালো আছেন :)

মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

অস্পিসাস প্রেইস বলেছেন:


পঞ্চাশতম পোস্টে শুভেচ্ছা.................






আপনার শততম পোস্টেও যেন শুভেচ্ছা জানাতে পারি সেই আশা থাকলো।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এতো সুন্দর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এই প্রথম পেলাম:)
অনেক কৃতজ্ঞতা প্রিয় অস্পিসাস প্রেইস :)

শুভ ব্লগিং!

৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

অদৃশ্য বলেছেন:





সালাম নিবেন...

অর্ধশত পোষ্টের জন্য অভিনন্দন আপনাকে... আপনার দু'একটি লিখা অফলাইনে পড়ে গেছি... আর আপনার মন্তব্যতো আমার প্রিয়জনদের পোষ্টে প্রায় চোখে পড়ে...

আর আজ যা লিখলেন তা একজন ব্লগারকে শুদ্ধ ব্লগিং চর্চার পথে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করবে...

প্রাচীন মাটির গন্ধ নিয়ে গেলাম...
শুভকামনা...

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়ালাইকুম সালাম!

ব্লগের এঅংশে আপনাকে সুস্বাগতম, অদৃশ্য :)

আন্তরিক মন্তব্যে সিক্ত হলাম....বন্ধুদের লেখায়ও আমাকে পেয়েছেন জেনে আমি আনন্দিত।

আমার লেখাগুলো বাঙলা ব্লগের কোন কাজে আসলে আমি ধন্য হয়ে যাবো।

আপনাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা :)
আশা করি আরও কথা হবে লেখায় লেখায়!

৪০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

আরজু পনি বলেছেন:

পোস্টটা পড়ে রেখেছি আগেই...মন্তব্য করেছি কি না দেখতে এলাম...আপনার পোস্টগুলো অধিকাংশই ব্লগিং গাইড হিসেবে বেশ কাজের ।

কাজেই পোস্টটাকে নিজের কাছে নিয়ে রাখি ...আমার শোকেসের শোভা বর্ধন করুক ।

হাফ সেঞ্চুরির শুভেচ্ছা !:#P !:#P !:#P !:#P !:#P

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শোকেসের ‘ওরা’ ভালো থাকুক। ব্লগিং শুভ হোক!

প্রিয় আরজুপনি আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)




আরও কিছু ফটো পোস্ট দেবার কি কথা ছিলো আপনার?
দেখুন মনে করে ;)

৪১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

বেঁচে থাকলে, ব্লগে থাকলে দিব ইনশাহআল্লাহ ।।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ইনশাল্লাহ...অপেক্ষায় রইলাম :)

শুভেচ্ছা আপনাকে!

৪২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: কিছুদিনের জন্য ব্লগের বাইরে ছিলাম। আবার ফিরেছি।

ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভ প্রত্যাবর্তন....
ভালো কাটুক সময়...মোঃ ইসহাক খান ভাই :)

৪৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

বোকামন বলেছেন:
শ্রদ্ধেয় ব্লগার/লেখক,

ভালো লাগলো আপনার কথাগুলো । একমত অথবা দ্বিমত পোষণ করতে পারছি না, হাহ :-)
আপনার অভিজ্ঞতার ঝুলি আরো সমৃদ্ধ হোক এই কামনা করছি ।

অর্ধশত পোষ্টের জন্য অভিনন্দন ।

সালাম ।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহা, একমত অথবা দ্বিমত হওয়ার চেয়েও মাঝে মাঝে সঙ্গে থাকাটা জরুরি হয়ে যায়। দূর থেকেও সঙ্গে আছেন এই উপলব্ধিটি অমূল্য সম্পদ।

অনেক ধন্যবাদ।

প্রিয় বোকামন ভাই, ওয়ালাইকুম সালাম এবং ঈদ মোবারক :)

৪৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আমি তুমি আমরা বলেছেন: পঞ্চাশতম পোস্টের অভিনন্দন :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৪৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগিং নিয়ে আপনার পোষ্ট গুলো বেশ ইন্টারেস্টিং। একটা সুন্দর গাইড লাইনের মত। নতুন ব্লগারদের পাশাপাশি এটা আশা করি অনেক পুরানো ব্লগারদেরও কাজে আসবে।

পঞ্চাশতম পোষ্টের জন্য অনেক শুভেচ্ছা রইল।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.