নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

চে গুয়েভারা’র মৃত্যু: ৯ অক্টোবর ১৯৬৭

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭





অবরুদ্ধ হবার তেরো দিনের মাথায় আর্নেস্টো চে গুয়েভারা (১৯২৮-১৯৬৭) বলিভিয়ান সৈন্যদের হাতে গ্রেফতার হন। হাত ও পা জোড়া করে বেঁধে লা হিগুয়েরা গ্রামটির একটি স্কুলের শ্রেণীকক্ষে ফেলে রাখা হয় চে’কে। পাশে মৃত পড়ে আছে দুই সহযোদ্ধা। হিগুয়েরা গ্রামের জঙ্গলে সংঘটিত হয় চে’গুয়েভারা ও তার দলের সাথে সর্বশেষ যুদ্ধটি। সিআইএ এজেন্ট ফেলিক্স রডরিগুয়েজ এবং বলিভিয়ান সেনাকর্মকর্তারা এবার তাকে আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদেও কোন তথ্য বের করতে পারে নি, চে’র জীবিত কমরেডদের সম্পর্কে। অতএব আর দেরি কেন! ফটোসাংবাদিককে দেখে এক পর্যায়ে ফেলিক্স তার রাইফেলটি চে’র কাঁধে রাখলো। ছবি তোলা হলো বন্দী চে’র। হয়তো জীবদ্দসার শেষ ছবি। চে’র মৃত্যুকে নিয়ে ইতোপূর্বে প্রচারিত সকল গুজবকে মিথ্যা প্রমাণ করার জন্য বলিভিয়ান সরকার ঘটনাটিকে এভাবেই পরিকল্পনা করেছিলো।



“আপনি কি ভেবেছিলেন অমরই থেকে যাবেন?” এক সেনা কর্মকর্তার এরকম প্রশ্নের মুখে “না” বলে জবাব দিলেন চে। “আমি ভাবছি বিপ্লবের অমরত্বের কথা।



কিছুক্ষণ পরই মারিও টেরান নামের এক সেনাকে সুযোগ দেওয়া হলো চে’কে গুলি করার জন্য। নির্দেশ ছিলো যেন মুখের নিচে অর্থাৎ গলায় গুলি করা হয়। কিন্তু টেরান সামনে গিয়ে দাঁড়াতে পারলেও সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছিল। “আমি জানি, তুই আমাকে মারতে এসেছিস। গুলি কর, কাপুরুষ! তুই তো শুধু একজন মানুষই মারবি।” চে’কে হত্যা করার দায়িত্বটি স্বেচ্ছায়ই নিয়েছিলো টেরান, কিন্তু ভয় আর উত্তেজনায় লক্ষচ্যুত হলো টেরানের গুলি। গুলি পড়লো গিয়ে পায়ের গোড়ালিতে। তীব্র ব্যথায়ও কোন প্রতিক্রিয়া দেখালেন না চে। নবম গুলিটি গিয়ে পড়লো চে’র গলায়। ফুসফুসে রক্তক্ষরণ হলো। বিপ্লবী চে মারা গেলেন! দুপুর ১:১০টায় চে’কে মৃত বলে ঘোষণা করা হলো।





চে’র ঘাতক মারিও টেরান।





ওই দিন বিবিসি সংবাদে বলা হয়, গেরিলাদের সাথে বলিভিয়ান সেনাদের সম্মুখযুদ্ধে মার্ক্সিয় বিপ্লবী আর্নেস্টো চে গুয়েভারা নিহত হন। কিউবান প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্ট্রোর ডানহাত চে গুয়েভারা গত ‘৬৫ সাল থেকেই লোকচক্ষুর আড়ালে থাকেন। ফলে তার সঠিক অবস্থান নিয়ে বিভিন্ন রকমের তর্ক-বিতর্ক চলছিল। গত দু’বছরে তার মৃত্যু নিয়েও নানা সময়ে নানান সংবাদ প্রচারিত হয়ে আসছিল, কিন্তু কোন সংবাদই তা নিশ্চিত করতে পারে নি।





নিজের এপিটাফ নিজেই লেখেন চে’গুয়েভারা

স্বভাব বিপ্লবী চে নিজের মৃত্যুকে অবধারিতই জেনেছিলেন। মৃত্যুর মাস কয়েক আগে নিজেই নিজের সমাধিলিপি (এপিটাফ) লেখেন: “মৃত্যু যেখানে বিস্মিত করার কথা, সেখানে মৃত্যুকে স্বাগত জানাই। যেন সেটি সমরহুঙ্কার হয়ে সহযোদ্ধাকে অস্ত্রধারণে অনুপ্রাণিত করে।



চে’গুয়েভারার মৃত্যু: ভিডিও ছবি ১

চে’গুয়েভারার মৃত্যু: ভিডিও ছবি ২





সামহোয়ারইন ব্লগে চে গুয়েভারাকে নিয়ে আছে অনেক লেখা। আমি তার কয়েকটি উল্লেখ করলাম:

চে গুয়েভারা কে ছিলেন: ইরোর

চে গুয়েভারা: আমি অমানুষ

মহান বিপ্লবী চে গুয়েভারা স্মরণে: সৈয়দা তাহমিনা বেগম সীমা

ক্যাপসনসহ চে গুয়েভারার ১৫০ ছবি

চে গুয়েভারাকে নিয়ে পোস্ট সংকলন: মেহেদী হাসান’’

শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান বিপ্লবী চে’গুয়েভারা’র মৃত্যু শ্রদ্ধাঞ্জলি: কোবিদ









চে’কে নিয়ে আর কী বলবো। অনেক হয়েছে বলা - অনেক হয়েছে লেখা। বিপ্লব ছাড়া পরিবর্তন আসে না, অধিকার আদায়ই করে নিতে হয়। যুগে যুগে বিপ্লবীরা আসবে যাবে - কিন্তু বিপ্লব অমর। মানুষের অধিকার ও সমাজতান্ত্রিক বিপ্লবের অমর নায়ক চে’গুয়েভারার প্রতি লাল সালাম!





গ্রন্থপঞ্জি ও তথ্য সূত্র:

-দ্য ডেইলি স্টার

-বিবিসি

-সামহোয়ারইন ব্লগ

-ব্যক্তিগত অনুসন্ধান

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যু যেখানে বিস্মিত করার কথা, সেখানে মৃত্যুতে স্বাগত জানাই। যেন সেটি সমরহুঙ্কার হয়ে সহযোদ্ধাকে অস্ত্রধারণে অনুপ্রাণিত হয়।”


সত্যি চে তে আজও অনুপ্রাণিত হয় বিপ্লব ,বিপ্লবী, অগনিত মানুষ।

চের সেই বিখ্যাত ছবিটি যেন বিপ্লবের মূর্ত প্রতিক। :)

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: -যথার্থ বলেছেন, প্রিয় সেলিম আনোয়ার ভাই :)

শুভেচ্ছা জানবেন!

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১

মামুন রশিদ বলেছেন: চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে তোলে...


টুপি খোলা সালাম, হে বিপ্লবী ।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: টুপি-খোলা সালাম, হে বিপ্লবী!

ধন্যবাদ আপনাকে, মামুন রশিদ :)

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার একটি পোস্ট ++++++++++++++ রইল।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এতোগুলো প্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় কাণ্ডারী অথর্ব :)

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি পোস্ট

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে এব্লগে স্বাগতম, লাইলী আরজুমান খানম লায়লা :)

ধন্যবাদ এবং শুভেচ্ছা!

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সত্যি চে'র মৃত্যু আমাদের অপরাধী করে তুলে ।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শতভাগ সহমত। তিনি সত্যিই বিপ্লবকে মূর্ত এবং একমাত্র আরাধ্য করে দিয়ে গেলেন :)

আপনাকে ধন্যবাদ, মাননীয় মন্ত্রী মহোদয় :)

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

নেক্সাস বলেছেন: মৃত্যু যেখানে বিস্মিত করার কথা, সেখানে মৃত্যুতে স্বাগত জানাই। যেন সেটি সমরহুঙ্কার হয়ে সহযোদ্ধাকে অস্ত্রধারণে অনুপ্রাণিত করে।”

cmotkar. che Guevara moto biplobider ar jonmo hobe kina ke jane. Ajker bisse markin je somrajjobadh voyonkor hoye uthse sekhane che Guevara tomar boro beshi proyojon

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সত্যিই, ইতিহাসের যেকোন সময়ের তুলনায় এখনই বেশি দরকার ছিলো চে’র।


ধন্যবাদ জানবেন প্রিয় নেক্সাস।
আপনার চা দেখলে আবার চা পান করতে ইচ্ছে হয় ;)

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮

শ্যামল জাহির বলেছেন: "বিপ্লব ছাড়া পরিবর্তন অাসেনা, অধিকার আদায় করে নিতে হয়"

স্যালুট চে গুয়েভারা!

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বিপ্লব ছাড়া পরিবর্তন আসে না...

ধন্যবাদ আপনাকে প্রিয় শ্যামল জহির...ভালো থাকুন :)

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

এম মশিউর বলেছেন: আবারো চে আসবে! বীরের মত!


ভালো লেগেছে। ;)

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, প্রিয় এম মশিউর :)

৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: যুগে যুগে বিপ্লবীরা আসবে যাবে - কিন্তু বিপ্লব অমর। মানুষের অধিকার ও সমাজতান্ত্রিক বিপ্লবের অমর নায়ক চে’গুয়েভারার প্রতি লাল সালাম!

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লাল সালাম!

ধন্যবাদ আপনাকে, প্রিয় স্বপ্নবাজ অভি :)

১০| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

ড. জেকিল বলেছেন: সত্য, খুন শুধু মানুষই হয়, তার চেতনাকে খুন করা যায়না।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চেতনাকে খুন করা যায় না...


ধন্যবাদ প্রিয় ডক্টর জেকিল :)

শুভেচ্ছা জানুন!

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: চে গুয়েভারাকে প্রথম চিনেছি মোটরসাইকেল ডায়েরিজ সিনেমাটা দেখে। তখন থেকে তাকে শ্রদ্ধা করি। মানুষ কীভাবে পারে অন্যের কল্যাণের জন্যে নিজের সবকিছু ত্যাগ করতে?

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সত্যিই চে’কে চিনতে পারা একটি সৌভাগ্যের বিষয়...
চে’রা তো বারবার আসেন না...!

আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় হাসান মাহবুব :)
শুভেচ্ছা অফুরন্ত!

১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১২

মোঃ ইসহাক খান বলেছেন: পত্রিকায় এসবের কিছু পড়া হলেও এই পোস্টটি আলাদা করে প্রশংসার দাবী রাখে।

সুন্দর। শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য সব সময়ই বিরাট উপহার।

ধন্যবাদ, ইসহাক ভাই :)
শুভেচ্ছা রইলো!

১৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো লেখাটা, অমর বিপ্লবী চে ক জানাই শ্রদ্ধা ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে ব্লগের এঅংশে স্বাগত জানাই, আমি ময়ূরাক্ষী :)
মন্তব্যের জন্য ধন্যবাদ!

১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

বোকামন বলেছেন:
গুড পোস্ট !

+

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বোকামনকে অসংখ্যা ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

গোর্কি বলেছেন:
চিলির বিপ্লবী কবি পাবলো নেরুদা তাঁর স্মৃতিকথায় লিখেছেন ‘চে’কেই আমরা দেখি বিষণ্ন এক যোদ্ধার প্রতিকৃতিতে, যিনি ভালবাসতেন বিপ্লব আর ভালবাসতেন কবিতা। যার অস্ত্রের পাশেই থাকত কবিতা।’


“গেরিলেরো হেরোইকো” প্রখ্যাত চিত্রশিল্পী আলবের্তো কোর্দার তোলা, ১৯৬০ সাল

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী
আর হাতে রণতুর্য”


ছবিটি একটি পতাকা, বিপ্লবের মূর্তিমান চিত্র...

ধন্যবাদ এবং শুভেচ্ছা, প্রিয় গোর্কি :)

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

অস্পিসাস প্রেইস বলেছেন:

“আমি জানি, তুই আমাকে মারতে এসেছিস। গুলি কর, কাপুরুষ! তুই তো শুধু একজন মানুষই মারবি।” চে’কে হত্যা করার দায়িত্বটি স্বেচ্ছায়ই নিয়েছিলো টেরান, কিন্তু ভয় আর উত্তেজনায় লক্ষচ্যুত হলো টেরানের গুলি। গুলি পড়লো গিয়ে পায়ের গোড়ালিতে। তীব্র ব্যথায়ও কোন প্রতিক্রিয়া দেখালেন না চে। নবম গুলিটি গিয়ে পড়লো চে’র গলায়।

পড়ে শিহরিত হলাম। চে কে সালাম।

ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।

ঈদ মোবারক।

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চে’র জীবনটাই শিহরণ জাগানো। মৃত্যুতেও শিহরণ!

আপনাকে অনেক ধন্যবাদ, অস্পিসাস প্রেইস!
ঈদ মোবারক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.