নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণাঙ্গদের খ্রিষ্ট: দীর্ঘ কারাভোগের পর প্রেজিডেন্ট হয়েও ক্ষমতার লোভে পড়েন নি ম্যান্ডেলা

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭





১৯৯৯ সালে যখন প্রেজিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হয়, তখন তিনি দ্বিতীয়বার আর ক্ষমতা নিতে রাজি হন নি। থাবো এমবেকি’র হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। প্রতিজ্ঞা ছিলো, তিনি একবারই প্রেজিডেন্ট হবেন দক্ষিণ আফ্রিকার। প্রতিজ্ঞা রেখেছিলেন। ক্ষমতায় এসে পূর্বে-দেওয়া কোন প্রতিশ্রুতির কথা কে কবে মনে রেখেছে?



প্রেজিডেন্ট পদ থেকে অবসর নেবার পর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। তবু সাধারণ মানুষের নয়নের মণি হয়ে রইলেন ‘মাদিবা’ ম্যান্ডেলা। মানবাধিকার, বিশ্ব শান্তি এবং এইডস প্রতিরোধের পক্ষে কাজ করে যাবার নতুন প্রতিজ্ঞা নিলেন তিনি।



নতুন প্রতিজ্ঞার পেছনে রয়েছে একটি ব্যক্তিগত বেদনার কথা। তার এক পুত্র মাদিবা থেমবেকি ঊনষাট সালেই গাড়ি দুর্ঘটনায় মারা যান। অবশেষে ২০০৫ সালে তার একমাত্র জীবিত সন্তানটি মরণব্যাধি এইডস-এর মারা যান ৫৫ বছর বয়সে।



রাজনৈতিক এবং ব্যক্তিগত উভয় জীবনেই ম্যান্ডেলা অনেক হারিয়েছেন এবং নিজেও হেরেছেন। তার বিখ্যাত উক্তিটির মতো প্রতিবারই তিনি ওঠে দাঁড়িয়েছেন। এখনও দাঁড়িয়ে আছেন আমাদের সামনে এক নিশ্চয়তার পর্বত হয়ে!



২০০৪ সালে তিনি আরেকবার অবসর নেন তারই বাইরের জীবন থেকে। এই অবসর হলো, নিজের পরিবারের মানুষগুলোকে সময় দেবার জন্য। তিনি তখন তার ভক্তদেরকে বলেছিলেন, “আর আমাকে ডেকো না – আমি এবার তোমাদেরকে ডাকবো।” তবু তার অবসর নেওয়া হয় নি। অবশেষে তিনি এমন অবসর নিলেন, যখন আর কেউ কাউকে আর ডেকে পাবে না। শ্রদ্ধাঞ্জলি!









কৃষ্ণাঙ্গদের খ্রিষ্ট ম্যান্ডেলা যখন মৃত্যুর দরজা থেকে ফিরে আসলেন, তখন শব্দনীড়ে একটি পোস্ট দিয়েছিলাম ‘শকুনেরা অপেক্ষায় আছে’ শিরোনামে । আজ বসে ভাবছিলাম, কী দরকার লিখে, কী হবে তাকে নিয়ে লেখলে? গান্ধি, মার্টিন, তেরিজা, বঙ্গবন্ধু, আতাতুর্ক, আরাফাত – তাদের নিঃস্বার্থ অবদানকে কতটুকু কাজ লাগিয়েছিলাম আমরা? শতাব্দির প্রতিনিধি, জীবনের চেয়েও মহান আদিবা ম্যান্ডেলাকে নিয়ে লেখলে কী হবে আমাদের? লেখা তো কম হয় নি, বলা তো কম হয় নি! শুধুই জেনারেল এর পর জেনারেল: কূটকৌশলী রাজনীতিবিদ পেয়েছি। এরপর তো আর নেতা পেলাম না প্রিয় বাংলাদেশে? ম্যান্ডেলার দৃষ্টান্ত বুঝার বা তার মতো গণমানুষের নেতা বা বিশ্বনেতার হবার মতো ত্যাগী রাজনীতিক কি এদেশে এখন আছে? যদি থাকতো, তবে কেন অসহায় মানুষগুলো আজ রাস্তায় বের হতে ভয় পায়? কেন দিনমুজুরেরা তাদের মেহনত করার অধিকারটুকু আজ পাচ্ছে না? তবে কি বাংলাদেশ নেতাশূন্য হয়ে আচে? ম্যান্ডেলার মতো আকাশ-সমান নেতাদের আলোচনা আসলেই, নিজ দেশের রাজনীতির প্রতি ধিক্কার আসে।



‘শকুনেরা কেন অপেক্ষা করছিলো গতবছর?’ তারা চেয়েছিলো কত তাড়াতাড়ি এবার অসুস্থ ম্যান্ডেলা মারা যাবেন, আর কত তাড়াতাড়ি তারা নিউজ ব্রেইক করবে! ম্যান্ডেলা মৃত্যুর আগে থেকেই পৃথিবীকে প্রস্তুত করছিলেন গত দু’বছর ধরে। হয়তো তিনি জানতেন হঠাৎ মৃত্যু তা যতই স্বাভাবিক হোক, পৃথিবীর মানুষগুলো তা মেনে নিতে পারবে না। তবুও মাত্র একজন মানুষের মৃত্যু সমগ্র বিশ্বকে একসাথে স্তম্ভিত করে দিলো। সারা পৃথিবী শোকাগ্রস্ত। মৃত্যু তার হবেই, কিন্তু তবুও যেন মানুষগুলো আজ নিঃস্ব। অহিংস আন্দোলনের প্রবক্তা হিসেবে কিংবা বর্ণবাদ বিরোধী বৈশ্বিক প্রতিবাদের আইকন হয়ে কিংবা কালো মানুষের যীশু হিসেবে মাদিবার নাম কি কেউ মুছে দিতে পারবে?







//কালো কালো মানুষের দেশে

ওই কালো মাটিতে

রক্তের স্রোতের শামিল

নেলসন ম্যান্ডেলা তুমি

অমর কবিতার অন্ত্যমিল //




এদেশে ম্যান্ডেলাকে নিয়ে গান হয়... মিছিল সমাবেশ হয়... শুধু প্রয়োগ হয় না।



তাকে নিয়ে লেখলেই কী না লেখলেই কী।

জানে তো সবাই, মানে তো না!









------------------------------------------------------------------------

*ছবি ও তথ্য ইন্টারনেট থেকে।

**টাইমলাইন: নেলসন রুহিহ্লাহ্লাহ ম্যান্ডেলা

*** ম্যান্ডেলার খেতাবের শেষ নেই। ‘কালো মানুষের যীশু’ না বলে আমি বললাম ‘কৃষ্ণাঙ্গদের খ্রিষ্ট’।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

মামুন রশিদ বলেছেন: এই খানেই নেলসন মেন্ডেলা অনন্য । তিনি ক্ষমতার লোভ করেন নি । ক্ষমতা নিয়ে তার মোহ থাকলে তিনি আজীবন প্রেসিডেন্ট থাকতে পারতেন । আর এজন্যই কৃষ্ণাঙ্গ বিশ্ব ছাড়িয়ে আপামর বিশ্বের নেতা হতে পেরেছিলেন ।

ইতিহাসের শিক্ষা এই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না । তবু ইতিহাস নিরবে সেই সব মহান মানুষদের শিক্ষা বহন করে ।

চমৎকার পোস্ট ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ইতিহাসের শিক্ষা এই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। তবু ইতিহাস নিরবে সেই সব মহান মানুষদের শিক্ষা বহন করে।”
-----------------------

একদম হাচা কথা!
আমাদের বিশেষত্ব এই যে, ইতিহাস তো দূরের কথা, চলমান ঘটনা থেকেও শিক্ষা নেই না ;)

জনাব মামুন রশিদ ভাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা... :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

ভুলো মন বলেছেন: ...জানে তো সবাই, মানে তো না!...

ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা আর আপনাকে ধন্যবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভুলো মন :)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: ম্যান্ডেলা শুধু কালো মানুষদের নয় সবার জন্যে ছিলেন এক আলোকদূত। কিন্তু আমরা তবুও বারেবার পথ হারাই আঁধারে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শতভাগ সহমত।
আমরা আঁধারেই থাকতে পছন্দ করি তো!

ধন্যবাদ আপনাকে, হাসান মাহবুব :)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো থাকুন কালো মানুষের যীশু। ভাল থাকুন না ফেরার দেশে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, মহামহোপাধ্যায় :)

ভালো থাকুন...

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

খেয়া ঘাট বলেছেন: গান্ধি, মার্টিন, তেরিজা, বঙ্গবন্ধু, আতাতুর্ক, আরাফাত – তাদের নিঃস্বার্থ অবদানকে কতটুকু কাজ লাগিয়েছিলাম আমরা? শতাব্দির প্রতিনিধি, জীবনের চেয়েও মহান আদিবা ম্যান্ডেলাকে নিয়ে লেখলে কী হবে আমাদের? লেখা তো কম হয় নি, বলা তো কম হয় নি! শুধুই জেনারেল এর পর জেনারেল: কূটকৌশলী রাজনীতিবিদ পেয়েছি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: রাজনীতিক পেয়েছি
নীতিক পাই নি
নেতা তো দূরের কথা!

খেয়াঘাট ভাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা....

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমাদের নিজেদের যেখানে স্বার্থ ত্যাগ করে স্রোতের বিপরীতে দাঁড়ানোর সাহস নেই সেখানে আমাদের নেতাদের কাছে সেই যোগ্যতা আশা করি কিভাবে ?? নেতারা তো আমাদের মধ্যে থেকে বের হয় , তাদের অনুসারীরাও তো তাই । তাহলে কেনও আমরা অন্যকিছু আশা করবো তাদের কাছে থেকে?? :(

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একটি জাতি তার উপযুক্ত নেতাই লাভ করে....

আপনার মন্তব্যে পূর্ণ সহমত। নেতাদের কথা বলে আমরা আমাদের কথাই মূলত বলি। এটি আত্মসমালোচনা।

সুন্দর কথাগুলোর জন্য আপনাকে হাজার ফুলের শুভেচ্ছা...
আদনান শাহরিয়ারকে অনেক ধন্যবাদ :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

ধূর্ত উঁই বলেছেন: আমাদের নেতাদের জন্য তার আছে অনেক শিক্ষণীয় উপাদান। যদি একটু শিক্ষা নিতো । :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সেটাই হলো মূল কথা।

আপনাকে অনেক ধন্যবাদ, ধূর্ত উঁই :)

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: নেলসন মেন্ডেলা কে নিয়ে চমৎকার একটি পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, স্বপ্নবাজ অভি :)

শুভেচ্ছা জানবেন... :)

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

স্বপনবাজ বলেছেন: আমি কে বলেন তো B-) ;) ;) ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মনে হয় ‘আই শুগার ইউ’

আমি যে আপনাকে চিনি...
সেটা আপনিও জানেন, স্বপ্নবাজ অভি
এবং সেটা আমিও বিশ্বাস করি! ;)


ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার একটা পোষ্ট।+।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ...
শুভেচ্ছা লইয়া যান :)

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: কৃষ্ণাঙ্গদের খ্রিষ্ট ম্যান্ডেলা বেঁচে থাকবে তাঁর কাজের মধ্যে-সাধারণ মানুষদের মনে। রাজনৈতিকবীদ তাঁর কাজকে পুঁজি করে কিছু ভাষণ দিবে-এটাই স্বাভাবিক।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম...তিনি অস্বাভাবিক নেতা ছিলেন... ;)

শুভেচ্ছা আপনাকে, সুমন কর :)

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

মোঃ ইসহাক খান বলেছেন: অনেকের জন্য ইন্সপিরেশন মাদিবার জন্য শ্রদ্ধা।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ...মোঃ ইসহাক খান :)

আশা করি এসময়ে ভালো আছেন...
শুভেচ্ছা রইলো!

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

বোকামন বলেছেন:






জনাব,
মন্তব্যে আমারও কিছুই লিখতে ইচ্ছে করছে না ।
একমত হই, অভিভূত হই, বড়-সরো কথা বলি, স্ট্যাটাস দেই
আপনাকে বলি- খুব ভালো লিখেছেন ! চমৎকার !

কিন্তু ঔ ! কাজের কাজে লোক নেই, আমরা নেই ....
শুধু এদেশে নয় ! পৃথিবীর পুরো চিত্রটি দেখুন ! একই অবস্থা ..

তবুও আশাবাদী দেখে- সমগ্র বিশ্ব একইসাথে দাড়িয়ে মানুষটিকে শ্রদ্ধা জানাচ্ছেন । ভীষণভাবে গর্বিত আমাদের সময়ে আমরা ম্যান্ডেলাকে পেয়েছিলাম । বর্তমান এবং আগামী প্রজন্ম তাকে জানুক, গবেষণা করুক বিশেষ করে রাজনীতিবিদগণ ...

ম্যান্ডেলা ছিলেন আছেন থাকবেন ঠিক তাদেরেই সাথে যারা নিজ কর্মনীতিতে ম্যান্ডেলাকে বাঁচিয়ে রাখবেন ....
আমি চেষ্টা করি ...

ভালো থাকুন ।

১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক গভীরভাবে মন্তব্য করেছেন।
আপনার মন্তব্যে একমত না হয়ে পারি না।
আসলে কথাগুলো নিজেকেই বলা। অন্যের কথা কী বলবো!

আশাবাদী হবার অনেক কিছুই তো আছে। আত্মসন্তুষ্টিতে ভোগার সময়ও এটি নয়।

ম্যান্ডেলা তো একটি মহাসাগর... এর অথৈ জল নানাভাবে নানাজন ব্যবহার করবে....তবু বুঝা যাবে না।

অনেক কৃতজ্ঞতা প্রিয় বোকামনকে :)
ভালো থাকুন আপনিও!

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
চমৎকার পোস্ট :) আফ্রিকানরা মাদিবারে নিয়ে গর্বিত , ইন্ডিয়ানরা গান্ধি। অথচ আমরা ?

আমাদের বঙ্গবন্ধু থাকা সত্ত্বেও আমরা হীনমন্যতায় ভুগি !

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দারুণ বলেছেন!

রাজনৈতিক মেরুকরণ এজন্য প্রথমে দায়ি...
দেশের মানুষ প্রাকৃতিকভাবে শান্তিপ্রিয় এবং শান্তিকামী...


সুন্দর মন্তবের জন্য অশেষ ধন্যবাদ... লিনকিন পার্ক :)

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চোখ বন্ধ করে খুব কম মানুষকে শ্রদ্ধা করতে পারা যায়, খুব কম মানুষের ক্ষেত্রে এমনটা করতে শিখেছি। বাংলাদেশে শেখ মুজিব আছেন, আর ছিলেন মাদিবা।

ভালো থেকো , রেস্ট ইন পীস।।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সহমত। শ্রদ্ধা এমনিতেই আসে, জোর করতে হয় না। ঠিকই বলেছেন।
ধন্যবাদ, প্রিয় দিকভ্রান্ত পথিক :)

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মশিকুর বলেছেন:
শুধু শেষে এসে আক্ষেপ :( :( :(

"এদেশে ম্যান্ডেলাকে নিয়ে গান হয়... মিছিল সমাবেশ হয়... শুধু প্রয়োগ হয় না।

তাকে নিয়ে লেখলেই কী না লেখলেই কী।
জানে তো সবাই, মানে তো না!"


শুভকামনা।।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কোথায় শেষ হয় আর কোথায় হয় শুরু, সেটিই তো খুঁজে পেলাম না আজও ;)

ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, মশিকুর :)

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

শায়মা বলেছেন: নেলসন ম্যান্ডেলা।
শ্রদ্ধা জানাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ আপনাকে, প্রিয় শায়মা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.