নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

::::আজ’কে নিয়ে উৎসবে মেতে ওঠি: Celebrate Today!

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৪৭





মানুষ শিশু বয়সে বলে, ‘আমি যখন বড় হবো।’ বড় হবার পর বলে, ‘আমি যখন আরও বড় হবো।’ বড় হয়ে সে বলে, ‘আমি যখন একটা ভাল চাকরি পাব/আমি যখন ওমুক পরীক্ষা পাশ করব/ আমি যখন বিয়ে করব।’ কিন্তু বিয়ে করার পর কী? মানুষের চিন্তা তখন এই কথায় এসে থামে, ‘আমি যখন অবসর নেব।’ কিন্তু অবসর নেবার পর পেছন ফিরে তাকালে দেখা যায় তার ব্যর্থ এবং অপরিপূর্ণ অতীতের বেদনাতুর দৃশ্য। আমরা ভুলে যাই জীবন উপভোগের সময় প্রতিটি দিন। প্রত্যেকটি মুহূর্তই উপভোগ করার জন্য।



মানুষ কর্ম দিয়েই রচনা করে তার কাঙ্ক্ষিত সফলতা, উজ্জ্বল ক্যারিয়ার। আজ-আজ করে গতকাল হয়ে যাচ্ছে আমাদের দিনগুলো, গত বছর হয়ে যাচ্ছে আমাদের বছরগুলো। যে কাজে থাকি না কেন, প্রতিটি ‘আজ’ যেন সফলতায় ভরে ওঠে, বৃদ্ধি পায় বন্ধুত্ব আর আত্মবিশ্বাস - এজন্য আমাদেরকে সমস্ত শক্তি দিয়ে মনোনিবেশ করতে হয় ‘আজ’এর ওপর।





প্রথমে বোতাম টিপে বন্ধ করে দিতে হবে অতীতের পিছুটানপূর্ণ দুশ্চিন্তার ধারাকে, যা আমার বর্তমানকে রুদ্ধ করছে। আরেকটি বোতাম টিপে বন্ধ করে দিতে হবে নবাগত ভবিষ্যতের অনিশ্চয়তাকে। ভবিষ্যতের ভারের সঙ্গে অতীতের বোঝা যুক্ত হয়ে আজকের বোঝা ভারি হয়ে ওঠে।



ভবিষ্যৎ হলো আজ। আগামিকাল বলতে কিছু নেই। মানুষের মুক্তির দিন আজ। ‘আজ’কে নিয়ে তাই উৎসবে মেতে ওঠি।



•ভবিষ্যতের জন্য তৈরি হবার সর্বোত্তম পথ হলো: সমস্ত বুদ্ধি, ক্ষমতা আর আগ্রহ দিয়ে ‘আজকের কাজ’ করে যাওয়া



বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটি দিনই নতুন জীবন। সেই মানুষই সবার চেয়ে সুখী, যে আজকের দিনকে নিজের বলতে পারে। আগামির বিপদকে ভয় করি না কারণ আজ আমি বেঁচে আছি।



•দান্তে বলেছিলেন, "ভেবে দেখ, আজকের দিন আর আসবে না।” জন রাস্কিনের টেবিলে একখানা পাথরে লেখা থাকত, ‘আজকের দিনটি।”



•প্রাচীন ভারতীয় কবি কালিদাসের একটি কবিতার মর্মার্থ: আজকের দিনই সব কিছু, এতেই রয়েছে জীবনের পরিপূর্ণতা। কারণ গতকাল তো শুধু স্বপ্ন আর আগামিকাল তো কেবল কল্পনা। শুধু আজকের মধ্যেই রয়েছে বেঁচে থাকার আনন্দ। আজ ভাল করে বেঁচে থাকলেই গতকাল সুখস্বপ্ন হয়ে ওঠে, আর আগামিকাল হয় আশায় ভরপুর। তাই আজকের দিনকেই সানন্দে গ্রহণ কর। এই হল প্রভাত বন্দনা।



প্রতিটি দিন হাসিমুখে চিন্তা করে কাজ করলে সত্যিই প্রফুল্লতা আসবে। তাই হাসি মুখে শুরু করি আমার আজ।



ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। চাই, আজকের দিনের সর্বোচ্চ ব্যবহার। সময় কারও জন্য অপেক্ষা করে না। গতকাল হলো ইতিহাস। আগামিকাল হলো রহস্য। আজকের দিনটি একটি উপহার। এজন্যই ইংরেজিতে বর্তমানকে বলা হয় প্রেজেন্ট, যার আরেক অর্থ উপহার। (এলিস মোরস আরলার -১৯০২)



সে মানুষ সফল, যে সকালে ঘুম থেকে ওঠে আর রাতে যায় ঘুমোতে এবং এর মাঝে সে যা চায়, তা করতে পারে। (বব ডাইলান)



আসুন ওঠি এবং কৃতজ্ঞ হই: কারণ যদিও আজ অনেক কিছু শিখি নি, সামান্য কিছু তো শিখেছি; সামান্য কিছু না শিখলেও অন্তত অসুস্থ তো হই নি; অসুস্থ হলেও মরে তো যাই নি। তাই চলুন কৃতজ্ঞ হই। (বুদ্ধ)



•শরীর ও মনে সুস্থ থাকার রহস্য অতীতের জন্য শোক করার মধ্যে নেই, ভবিষ্যতের জন্য চিন্তিত হবার মধ্যেও নেই; কিন্তু বর্তমান মুহূর্তটি বুদ্ধি ও আগ্রহের সাথে অতিক্রম করার মধ্যে আছে সুস্থ থাকার মূলমন্ত্র। (বুদ্ধ)















‘আজ’কে নিয়ে উৎসব করার ১০টি পদক্ষেপ





১) শুধু আজকের জন্য আমি সুখী হব। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, “মানুষ যতটুকু সুখী সে নিজেকে মনে করে, সে ততটুকুই সুখী।” সুখ বাইরের বিষয় নয়, সুখ অন্তরে উপলব্ধির বিষয়।



২) শুধু আজকের জন্য যা ঘটে তা গ্রহণ করব, আমার ইচ্ছেমতো সেটা করতে চাইব না। আমার পরিবার, কর্মক্ষেত্র আর ভাগ্য যেমন আসবে তাকে সেভাবেই মেনে নেব।



৩) শুধু আজকের জন্য আমার শরীরের যত্ন নেব। আমি ব্যায়াম করব, যত্ন করব শরীরকে, অবহেলা করব না। কারও দোষ খুঁজব না।



৪) শুধু আজকের জন্য মনকে আমি সবল রাখার চেষ্টা করব। দরকারি কিছু শিখব: এমন কিছু শিখব যাতে চেষ্টার প্রয়োজন হয়। সেসঙ্গে প্রয়োজন হয় চিন্তা আর মনঃসংযোগ।



৫) শুধু আজকের জন্য আমার আত্মাকে তিনটি পথে সক্রিয় করব: আমি একজনের উপকার করব; কিন্তু নিজের পরিচয় জানাবো না; যা করতে চাই না - এমন দুটো ভাল কাজ করব। কেবল অভ্যাসের জন্যই এসব কাজ করব।



৬) শুধু আজকের জন্য আমি সুন্দর ও সাবলীল থাকব। বাহ্যিকভাবে সুদর্শন থাকতে ও ভাল পোশাক পড়তে চেষ্টা করব। আমি ধীরে কথা বলব, শিষ্ট থাকব। অপরের প্রশংসা করব, সমালোচনা করব না।



৭) আজকের জন্য আজকের সমস্যা নিয়ে চিন্তা করব। সারাজীবনের সমস্যা নিয়ে একসাথে মাথা ঘামাবো না।



৮) আজকের জন্য একটা কর্মসূচি রাখব। সবসময় মেনে চলতে না পারলেও প্রতি ঘণ্টায় কী করব তার হিসাব রাখব। তাতে দুটো জিনিস ধ্বংস হবে: অনির্দিষ্ট ব্য¯ততা এবং অনিশ্চয়তা।



৯) শুধু আজকের জন্য আধঘণ্টা একাকী বিশ্রাম নেব। এই আধঘণ্টায় আমি সৃষ্টিকর্তাকে ধ্যান করব, যাতে জীবনকে প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারি।



১০) শুধু আজকের জন্য আমি ভয় পাব না। যা ভাল এবং সুন্দর, তাকে নির্ভয়ে পূজা করব। যাদের আমি ভালবাসি, বিশ্বাস করতে চাইব যে, তারাও আমাকে ভালবাসে।











যত ভাবি, ততই চিন্তিত হই। যতই জানি, ততই খুঁজি। যতই খুঁজি, ততই অতৃপ্তি বাড়ে। যতই অতৃপ্তি, শুদ্ধতার দিকে পথ চলা হয় ততই গতিশীল। আত্মোন্নয়ন বিষয়ে যত পড়েছি, তার সবই যেন আজ-কেন্দ্রিক। আজ’কে নিয়ে যাবতিয় অধ্যয়ন ও আত্মঅনুসন্ধানের একটি সংকলন এটি। গুণীব্যক্তিদের জীবনী নিয়ে অনুসন্ধান, ব্যক্তিগত কৌতূহল, ডেল কার্নেগির লেখা, আমাদের দেশের ডেল কার্নেগি ডা. লুৎফর রহমানের লেখা, ইন্টারনেট প্রভৃতি মাধ্যমে আমার অলস বিচরণের একটি ‘সিনোপসিস’ বলা যায় লেখাটিকে। অথবা বলা যায়, আমার ডায়েরির একটি পৃষ্ঠা। মূলত ব্যক্তিগত উন্নয়নের জন্য এই সংগ্রহ। অন্য কারও উপকার হলে, সেটা হবে বাড়তি পাওয়া।









[এসব বিষয়ে চূড়ান্ত (conclusive) কিছু লেখা যায় না। আজ’কে নিয়ে শুদ্ধতর সিদ্ধান্ত গ্রহণে আরও আলোচনা চলতে পারে। ‘আজ’ নিয়ে সহব্লগারদের দ্বিধাদ্বন্দ্ব, চিন্তা, অভিমত-সংযুক্তি, সফলতা-ব্যর্থতা ইত্যাদি শেয়ার করতে পারেন। তবে আরও জানা হবে :)]







----------------

জীবন দর্শন সম্পর্কিত পূর্বের পোস্টগুলো:



১) মৃত্যুকথা: খ্যাতিমানদের জীবনের শেষ কথাগুলো

২) অন্তরের শান্তি Inner Peace

৩) কৃত্তিম উপায়ে হাসুন! ;)

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার দিক নির্দেশনামূলক পোস্ট।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা, জনাব হাসান মাহবুব ভাই :)

২| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৩

নীল ভোমরা বলেছেন: ভাল পোস্ট!

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, নীল ভোমরা :)

৩| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় মইনুল ভাই চমৎকার একটি পোস্টের জন্য ধন্যবাদ। হ্যাঁ আজকের জন্য বেঁচে থাকার মাঝেই সুখ। ভবিষ্যতের চিন্তা মাথায় এলেই কিংবা অতীত চিন্তা সুখের পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার প্রতিটি আজ সফলতায় পূর্ণ থাকুক, প্রিয় কাণ্ডারি অথর্ব :)

৪| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট! চমৎকার। কাজে লাগবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দুর্দান্ত একটি মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ, প্রিয় বন্ধু কাল্পনিক ভালোবাসা :)

৫| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:২৭

না পারভীন বলেছেন: অত্যন্ত ভাল পোস্ট । প্রতিদিন এত খারাপ ঘটনা ঘটে , একটা একটা করে দিন পার করে দেয়ার মধ্যেই সফলতা । দারুণ অনুপ্রেরণা মূলক লেখা । প্রিয়তে নিয়ে রাখলাম । এখন আরেকবার পড়বো ।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ডাক্তার নারগিস পারভীনকে অনেক ধন্যবাদ :)

প্রিয়তে যেতে পেরে আনন্দিত...

৬| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
মইনুল,
আগামীকালের জন্য আজ বেছে নেওয়াই উত্তম -বাবা বলতেন।
সে পথে হাটার চেষ্টা করি। লেখাটি ভালো লাগলো।

পুলাপাইনগুলা এই লেখা মনোযোগ দিয়া পড়লেই হয় ;)

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাবার শিক্ষা সন্তানের শিরোধার্য :)

//পুলাপাইনগুলা এই লেখা মনোযোগ দিয়া পড়লেই হয়// :D


নিয়মিত সঙ্গ দেবার জন্য অনেক ধন্যবাদ, অন্ধবিন্দু :)

৭| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:০০

ডি মুন বলেছেন: পোষ্টে ভালো লাগা রইল :) +++++

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ডি মুনকে অনেক ধন্যবাদ :)


একই কথার দ্বিতীয় মন্তব্যটি মুছে দিলাম।

শুভেচ্ছা রইলো... :)

৮| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৪৮

মামুন রশিদ বলেছেন: গতকাল হলো ইতিহাস। আগামিকাল হলো রহস্য। আজকের দিনটি একটি উপহার ।

অসাধারণ ! প্রিয় মইনুল ভাইয়ের আরেকটি চমৎকার পোস্ট ।

প্রতিটা 'আজ' মিলিয়েই মাস-বছর-জীবন । তাই প্রতিটা 'আজ' নিজের কর্তব্য সুসমাধা করা এবং প্রতিটা 'আজ' কে উপভোগ করা মানেই জীবনের কর্তব্য এবং উপভোগ সেরে নেয়া ।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//প্রতিটা 'আজ' মিলিয়েই মাস-বছর-জীবন। তাই প্রতিটা 'আজ' নিজের কর্তব্য সুসমাধা করা এবং প্রতিটা 'আজ' কে উপভোগ করা মানেই জীবনের কর্তব্য এবং উপভোগ সেরে নেয়া।//

মামুন রশিদ ভাইয়ের আরেকটি সুন্দর সংযুক্তি :)
অনেক ধন্যবাদ... ঢাকায় আসলে দেখা হোক... :)

৯| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

প্রবাসী পাঠক বলেছেন: অতীত আর ভবিষ্যতের মাঝে আমাদের বর্তমানটাই হারিয়ে যায়। আমরা কখনোই অতীতে ফিরে যেতে পারব না , আর ভবিষ্যৎ বর্তমান হয়েই আসবে। তারপরও অতীত আর ভবিষ্যৎ এর মাঝে আমরা বর্তমান সময়টাকে হারিয়ে ফেলি। চমৎকার দিক নির্দেশনামূলক পোস্টের জন্য ধন্যবাদ।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আমরা কখনোই অতীতে ফিরে যেতে পারব না , আর ভবিষ্যৎ বর্তমান হয়েই আসবে।//


সুন্দর অভিমত দিয়েছেন, প্রিয় প্রবাসী পাঠক :)
আপনার প্রতিটি ‘আজ’ যেন কৃতীত্বপূর্ণ অতীতে পূর্ণ হয়...

১০| ০৩ রা মে, ২০১৪ রাত ৮:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার জ্ঞানগর্ভ পোস্ট। পড়ে অনেক কিছু শিখলাম।
ধন্যবাদ, মইনুল ভাই।

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আবুহেনা ভাইয়ের নিয়মিত আনাগোনা আমাকে আনন্দ দেয়।

ভালো থাকবেন, প্রিয় গল্পকার :)

১১| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪০

ইমাম উদ্দীন চৌধুরী বলেছেন: অসাধারণ এই লেখাটির জন্য লেখক কে ধন্যবাদ...

০৩ রা মে, ২০১৪ রাত ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ... ইমামন উদ্দীন চৌধুরী :)

চলুন ‘আজ’ কে নিয়ে উৎসব করি... পূর্ণ করি সফলতায় :)

শুভেচ্ছা...

১২| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে :)

১৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:০১

নাসরিন চৌধুরী বলেছেন: চলে এলাম মইনুল ভাই । মনটা ভাল ছিল না আজ ।আপনার লেখাটি পড়ে চেষ্টা করছি নিজেকে ভাল রাখার ।
আমরা কিন্তু ভুলে যাই ।অতীত নিয়ে খুব কষ্ট পাই এবং ভবিষ্যতের চিন্তায় অস্থির থাকি ।এমন ভাবনা ঠিকনা সেটা ঢের বুঝতে পারি কিন্তু নিজেরে বেঁধে রাখতে পারিনা ।যাই হোক পোষ্টটি পড়ে অনেকেই উপকৃত হবেন আশারাখি।

ডেল কার্নেগী'র বইটা পড়েছি ,আমার সংগ্রহেও আছে ।জীবন চলার পথে এমন একটা ডায়রী থাকলে কিন্তু মন্দ হয়না ।

ভাল থাকুন ,।ধন্যবাদ লেখাটি শেয়ার করার জন্য।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার মন্তব্য পড়ে অনেক মজা পেলাম। একদম নিজের অনুভূতির সাথে মিলিয়ে দিয়েছেন। ভালো লাগলো।


মন ভালো থাকুক :)

১৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:২৯

দালাল০০৭০০৭ বলেছেন: dear মাইনুল ভাই, খুবই সুন্দর এক খানা post

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ডিয়ার .... ভাই, আপনি এত সুন্দর মিক্চার দিয়ে কীভাবে মন্তব্যটি দিলেন?

শুভেচ্ছা জানবেন... অনেক :)

১৫| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর পোষ্ট!!!!

আজ আছিতো কাল নেই। তাই বর্তমানকেই জীবনের সুখের সময় করে তুলি।


+++

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আজ আছি তো কাল নেই... একদম ঠিক!

ভালো থাকা হোক, স্নিগ্ধ শোভন :)
অনেক ধন্যবাদ আপনাকে!

১৬| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনি অনেক দিন বাচবেন !
কাল দুপুরে আপনার কথা মনে হচ্ছিল - আর বিকালেই দেখি আপনার পোস্ট !!

আমার মন খারাপ থাকলে আমি আপনার ব্লগ ঘুরে যাই - আপনার প্রফাইল পিক ও লেখা দুটাই ইতিবাচক । অনেক অনেক ভাল লাগে ।

এ ধরণের লেখা প্রতি সপ্তাহে একটা / দুইটা পেলে খুবই ভাল হয় ।
ভাল থাকবেন প্রিয় মাইনুল ভাই ।
আর হ্যা , বাধ্য হয়ে পোস্ট প্রিয়তে নিতে হল :( :((

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখুন স্মরণের কী ফল: আমার কথা স্মরণ করেছেন মাত্রই একখান পোস্ট নিয়ে হাজির। :(
আপনি কি জীনের বাদশাহ, নাকি উজির? B-)

মন খারাপ থাকলেই আমার ব্লগে বেড়াতে আসেন...
বাধ্য হয়ে পোস্ট প্রিয়’তে নেওয়া...
এত্ত বড় কমপ্লিমেন্টগুলো আমি কোথায় রাখি বলুন!! :)


প্রতি সপ্তায় লেখা? তাহলে প্রতি সপ্তাহে আমাকে স্মরণ করতে হবে যে!

প্রিয় মাহমুদ লাকি সেভেন! আপনার আন্তরিক মন্তব্যে আমি সব সময় সঞ্জীবিত হই।

এগুলোই হলো ব্লগে আসার প্রেরণা... :)

১৭| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মইনুল ভাই ধন্যবাদ। এত সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য।

প্রিয়তে রাখলাম। কাজে লাগেবে নিশ্চয়ই।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে....
কাজে লাগুক... এই কামনা :)

১৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫০

এহসান সাবির বলেছেন: চমৎকার একটি পোস্ট।

ভালোলাগা।

০৫ ই মে, ২০১৪ রাত ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘চমৎকার’ বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

১৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:১৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রশংসা করতে করতে বিরক্তি আসে গেছে কবে যে বকাবকি করতে পারবো ! বকা দেওয়ার মতো একটি পোষ্ট লিখুন তো !

০৫ ই মে, ২০১৪ রাত ১০:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালোবাসার নয়নে দেখেন বলেই এমন হয় :)

আপনার আন্তরিক মন্তব্যে আমি সবসময় শক্তি পাই, আদনান শাহরিয়ার... আপনি ভালো থাকুন :)

২০| ০৫ ই মে, ২০১৪ রাত ২:১৫

টুম্পা মনি বলেছেন: উৎসাহ ব্যঞ্জক পোষ্ট :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

০৫ ই মে, ২০১৪ রাত ১০:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গল্পকার টুম্পা মনিকে অনেক দিন পর পেয়ে আনন্দিত :)

২১| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৮

জুন বলেছেন: খৈয়াম বলেছে না
'কাল কি হবে ভাব্ববো কেন আজ বসে লো তাই ,
তার আগে সই এখান থেকে চলেই যদি যাই .।

প্রিয়তে নিলাম , অনেক ভালোলাগা মাইনুদ্দিন মইনুল
+

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফেইসবুকে ছবি দেখার পর এবার সম্পন্ধটা নিশ্চিত করা উচিত মনে করছি। জুন আপা, আপনাকে অনেক ধন্যবাদ।

উমর ছাব ঠিকই কইছেন... ইনি আবার শরাব পানের ওপর জোর দিয়েছিলেন, কিন্তুক ;)

অনেক শুভেচ্ছা, আপাজি :)

২২| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৩৭

জুন বলেছেন: ভাইয়াজি আপনার ধারনা সম্পুর্ন ভুল /:)
ওটা আমারও বড় আপার ছবি :#>
:P

০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, আপনি দেখছি আমার মতো... আমিও আমার বড়ভাইয়ের ছবি দিয়েছি B:-/ !:#P

২৩| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত পোস্ট। অনুপ্রেরণারও।

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দুর্জয়ের দুর্দান্ত মন্তব্য :)

আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় আশরাফুল ইসলাম দুর্জয় :)

২৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

এরিস বলেছেন: Self Esteem.
অনুসরণ করার সর্বাত্মক চেষ্টায় থাকবো। যাচ্ছি "কৃত্তিম উপায়ে হাসুন! " এই পোস্টটি পড়তে। দেখি নিজের বদভ্যাসটা কিছুটা তাড়ানো যায় কিনা!!!

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দীর্ঘদিন পর আপনার উপিস্থিতিতে আমার ব্লগবাড়ি এলোমেলো (মানে আলোকিত) হলো ;)

নির্দেশগুলো অনুসরণ করুন। আর দোয়া করবেন, যেন আমিও মাঝে মাঝে দু’একটা পালন করতে পারি :)



আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, প্রিয় সহব্লগার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.