নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যবসায়ী চৌধুরি আলমের একমাত্র মেয়ে নোমিতা। ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে আলম সাহেবের স্ত্রী মারা যান। মেয়ের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত না হতে পেরে আলম দ্বিতীয় বিয়েতে মত দেন নি। ব্যবসায়ে পূর্ণ মনযোগ এবং কর্মশক্তি প্রয়োগ করেন। একমাত্র সংকল্প, মেয়েকে ভালো একটি জীবনের সন্ধান করে দেওয়া।
মেধাবী ছাত্রী নোমিতা এ-লেভেলস শেষ করলে বাংলাদেশী হবার সুবাদে নিজে থেকেই একটি ব্রিটিশ স্কলারশিপ যোগাড় করে। কিন্তু বাবা বেঁকে বসেন। বাবার ইচ্ছা ছিলো দেশেরই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবেন। পিতৃ হৃদয়ের প্রত্যাশা ছিলো, তাতে মেয়ে চোখের সামনে থাকবে। কিন্তু আত্মীয়-বন্ধুরা তাকে বুঝালো যে, মা-মরা মেয়েকে এখানে যথাযথ দেখাশুনা করা যাবে না। বিদেশে গিয়ে বাংলাদেশি ছেলেমেয়েরা অন্যরকম প্রেরণা পায় পড়াশুনা করার।
নোমিতার লন্ডন যাবার দু’বছরের মধ্যে আলম গ্রেফতার হন। তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জের ধরে একটি জাতীয় পত্রিকার মালিকের সাথে তার বিরোধ তৈরি হয়। সেই পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে কয়েক দিনের মধ্যেই চোরাচালান এবং সিন্ডিকেট ব্যবসায়ের অভিযোগে আটক তিনি হন। এরপর থেকে কযেকটি পত্রিকা নোমিতার প্রাত্যাহিক জীবন নিয়ে চমকপ্রদ খবর দিতে শুরু করে।
এবার একটি সংবাদ দেখুন*:
“মা নেই বাবা জেলে। তাকে দেখাশোনা করার কেউ নেই। তাই সারাক্ষণ নিজের খাম-খেয়ালিপনায় মত্ত থাকেন ঢাকার কুখ্যাত সিন্ডিকেট ব্যবসায়ী নোমিতা চৌধুরি। নোমিতা একজন পূর্ণ বয়স্ক নারী। দেখতেও মন্দ নয়। ব্রিটেনে পড়াশুনা ও বড় হওয়া। বাঙালির মেয়ে হলেও পশ্চিমা সংস্কৃতি তাকে ভীষণ ভাবে টানে। তাই প্রেমিক হিসেবে কোনো বাংলাদেশী যুবককে চান না নোমিতা। তাঁর চোখে বাংলাদেশীদের চেয়ে বরং ব্রিটিশরা ভালো। পশ্চিমারা নাকি সুখে থাকার মন্ত্র জানে! সেই নীতিতে নোমিতাও বিশ্বাসী। হইহুল্লা আর বাহ্যিক সুখটাই তার কাছে প্রধান বিষয়।
ভালো-মন্দ বুঝার বয়স নোমিতার হয়েছে। কিন্তু মা-বাবার অনুপস্থিতিতে আজকাল বেসামাল জীবন যাপন করছেন নোমিতা। বন্ধুদের সঙ্গে মাঝরাতের পার্টিতে হৈ-হুল্লোড় করতে আজকাল তার খুব পছন্দ। প্রায়ই তাকে বিভিন্ন পার্টিতে দেখা যায়। এই তো সেদিনের কথা। টাওয়ার হ্যামলেটের কলামবিয়া রোডে একটি লেট নাইট পার্টিতে তাকে খুব বেসামাল অবস্থায় দেখা যায়। শুধু তাই নয়, সেদিন রাতে তার এক বন্ধুর সাথে খুবই ঘনিষ্ট অবস্থায় দেখা যায়। অবশ্য এখানে বিস্মিত হবার কিছুই নেই। একজন কালোবাজারির মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু তো আশা করা যায় না!”
‘এই তো সেদিন’... অর্থাৎ একদিনের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে করে তারা বিশাল বড় একটি কাহিনি রচনা করতে পারেন। এরকম মুখরোচক সংবাদ এখন ব্রাউজার খুললেই চোখে পড়বে। ঘটনা কতটুকু সত্য সেটি অন্য বিষয়, কিন্তু পত্রিকাগুলোর উদ্দেশ্য যে ভালো নয়, তা নিশ্চিত বলা যায়। মানুষের ব্যক্তিগত জীবনকে ব্যবচ্ছেদ করে সংবাদ বিক্রি করে তারা সমাজের কী উন্নয়ন করে আমার উপলব্ধিতে আসে না।
সম্প্রতি অগণিত অনলাইন পত্রিকার বিস্তৃতিতে বিষয়টি অনেকটা মহামারি আকার ধারণ করেছে। আগে জানতাম, ব্লগার বা অনলাইন একটিভিস্টরা ‘হিট খোর’ - তাদের একটি বড় অংশ হিট বা ক্লিক সংখ্যার জন্য প্রায় বেপরোয়া হয়ে খাটে। নানান রকমের চটুল লেখা দিয়ে পাঠকের দৃষ্টিকে মিলিসেকেন্ড সময়ও যদি ধরে রাখা যায়, তবেই তাদের হলো। হিট, ক্লিক আর লাইক এর সংখ্যা দিয়ে তারা নিজেদের গ্রহণযোগ্যতার বিচার করে।
আরেকটি পক্ষ আছে যারা বাস্তবিক জীবনেও কম জনপ্রিয় নন। তবুও ফেইসবুকে ভক্তের সংখ্যা লক্ষাধিক না হলে তাদের চলে না। লক্ষাধিক থেকে মিলিয়নাধিক। এর মধ্যে প্রায় সকল শ্রেণীই আছেন: অভিনেতা, স্পোর্টম্যান, মডেল, নেতা, মন্ত্রী এবং খ্যাতিমান লেখক। ভক্তের সংখ্যা একটি বড় মাইলস্টোনে পৌঁছালে তারা আবার গর্বের সাথে ঘোষণাও দেন। যেমন, সেদিন একজন খুবই বিখ্যাত অভিনেত্রী তার একটি সেল্ফি দিয়ে ধন্যবাদ জানালেন ভক্তদেরকে।
যা হোক, যে বিষয়টি আমাকে বেশি বিস্মিত করেছে, তা হলো কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিকও এই পাল্লায় নেমেছে। আমি তাদের প্রিন্ট সংস্করণের পাঠক, তাই নাম প্রকাশ করছি না। হিট ক্লিক আর ফলোয়ার সংখ্যা তাদেরও দরকার। সাইবার সমাজে গ্রহণযোগ্যতার একটি প্রতীক হিসেবে তারা দেখছেন একে। আর এজন্যই মরিয়া হয়ে লেগেছেন ফলোয়ার ও হিটের পেছনে। প্রিন্ট মাধ্যমে কোন স্বল্পবসনা রমনীর ছবি বা পরকীয়া প্রেমের রোমাঞ্চকর সংবাদ দিতে তারা যতটুকু সাবধানতা অবলম্বন করতেন, অনলাইনে সেটি দিব্বি প্রকাশ করে দিচ্ছেন। এতে তাদের পেশাগত সততা এবং নৈতিক দায়বদ্ধতা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন।
লাইফস্টাইল বা চটুল বিষয়ে পোস্ট দিয়ে তারা চটুল পাঠকের মনোযোগ আকর্ষণ করছেন। পোস্টগুলো অনেকটা এরকম:
>অমুক নায়িকার বিয়ে ও ডিভোর্সের সাত অথবা বারো কাহন...
>অমুক নায়িকার সাথে তমুক নায়কের অবকাশ যাপন
>দাম্পত্য জীবনে সুখী হবার ৭টি সূত্র...
>পুরুষের যে ১০টি বিষয় নারীর অপছন্দ বা পছন্দ
>নারী যে ১০টি বিষয় লুকাতে চায় বা প্রকাশ করতে চায়
>নিজের নগ্ন ছবি আপলোড করায় অমুকের বিবাহবিচ্ছেদ (সাথে অবশ্যই একটি দৃষ্টান্ত)
>অমুক নায়িকার ৭ স্বামী (ভেতরে গিয়ে দেখবেন সেটি সিনেমার কাহিনি!)
>কর্মস্থলে নারীকে অপছন্দ করার ১০টি কারণ ইত্যাদি ইত্যাদি (সবচেয়ে ডিসগাস্টিং!)
যে কোন উপায়ে একটি ‘হিট’ পাওয়ার জন্য তারা আপসহীন। এজন্য কারণে অকারণে অর্ধনগ্ন ছবি দিতেও তারা পিছপা হন না। মজার ব্যাপার হলো এসবের অধিকাংশই তারা প্রিন্ট মাধ্যমে প্রকাশ করেন না। তবে কি সাইবার সমাজকে তারা কোন সমাজই মনে করছেন না? তারা কি ধরে নিচ্ছেন যে, ইন্টারনেটে যারা বিচরণ করে তারা মানুষ না, তারা এদেশের না। তারা বিপথে পরিচালিত হলে এদেশের সমাজ কলুষিত হবে না? এই কি তাদের ধারণা?
-----------
*চৌধুরি আলমের ঘটনা এবং সংশ্লিষ্ট খবরটি একটি প্রকাশিত খবরের ভিত্তিতে লেখা হয়েছে।
১১ ই মে, ২০১৪ রাত ৯:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, একজন ঘূণপোকা
২| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৪২
মামুন রশিদ বলেছেন: এক সময় মিডিয়াকে সমাজের আয়না বলে মনে করা হত । এখনো যে ব্যাপারটা পাল্টে গেছে তা নয়, তবে ভূমিকা কিছু বদলেছে । আগে সমাজের রিফ্লেকশন মিডায়ায় দেখা যেত, এখন মিডিয়ার রিফ্লেকশন সমাজে দেখা যায় । এই যে আমরা একটা পুরো বিচার-বিবেচনাহীন সমাজে বাস করছি, এটা আমাদের মিডিয়ার আনএথিকেল প্র্যাকটিসের রেজাল্ট কিনা তা সমাজ বিজ্ঞানীরা ভেবে দেখতে পারেন ।
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
// আগে সমাজের রিফ্লেকশন মিডিয়ায় দেখা যেত, এখন মিডিয়ার রিফ্লেকশন সমাজে দেখা যায়।//
-একদিন ভরে হাসলাম। তারপর উত্তর লিখছি...
মিডিয়ায় ভালো সংবাদ ছাপাতে টাকা নেয়... খারাপ সংবাদ স্বেচ্ছায় পেশাদারিত্বের কারণে পরকাশ করে... দেয়। তারপর আবার টাকা নেবে, পেশাদারিত্বের মূল্য হিসেবে
ভালো থাকবেন, মামুন রশিদ ভাই
৩| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৪৪
মদন বলেছেন: মহামারী অবস্থা। প্রায় সকল অনলাইন নিউজ পোর্টালের এই দশা।
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মহামারি থেকে বাঁচার উপায় কি জাতি জানে?
ধন্যবাদ, মদন
৪| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৫১
তাসজিদ বলেছেন: যে দেশে রাজকন্যার একান্ত ছবি অশ্লীল ভাবে পত্রিকায় ছাপিয়ে দেয়, সে দেশ সম্পর্কে কিছু বলার নেই।
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
৫| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৫৫
তাসজিদ বলেছেন: আগে সমাজের রিফ্লেকশন মিডায়ায় দেখা যেত, এখন মিডিয়ার রিফ্লেকশন সমাজে দেখা যায় ।
++++++
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় তাসজিদ, আপনাকে ধন্যবাদ ডাবল মন্তব্যের জন্য।
মামুন রশিদ ভাইয়ের মন্তব্য যথারীতি উইটি
৬| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৫৫
ক্ষতিগ্রস্থ বলেছেন: সংবাদপত্রের রুচির বিকার নিয়ে খুবই সময়োচিত ও গোচানো লেখা. একজন সাংবাদিকেরও যদি বোধোদয় হয়...
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কেবল ‘ক্ষতিগ্রস্তরাই’ ভালো বুঝবে... বাকিরা খালি মুচকি হাসবে
ধন্যবাদ আপনাকে, ক্ষতিগ্রস্ত ...
৭| ১১ ই মে, ২০১৪ রাত ১০:২১
কাজী মাসুক বলেছেন: এ দেশে টাকা থাকলে অশিক্ষতরাও স্ম্পাদক বনে য়ায়,আর সব ছেলে মেযে বিষয়ক কথা বাতা বঙ্গের ছাতা
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খাঁটি কথা বলেছেন... কাজী মাসুক।
ধন্যবাদ আপনাকে
৮| ১১ ই মে, ২০১৪ রাত ১১:২৮
মোমের মানুষ-২ বলেছেন: খাটি কথা বলেছেন
১২ ই মে, ২০১৪ রাত ৮:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অরণ্যে রোদন
ভালো একটি সংবাদ ছাপাতে টাকা নেয়
পঁচা সংবাদ সকলের আগে ‘নিউজ ব্রেইক’ করবে...
কে বুঝবে, কে তাদের থামাবে...
ধন্যবাদ আপনাকে
৯| ১১ ই মে, ২০১৪ রাত ১১:৪৬
হাসান মাহবুব বলেছেন: শীর্ষস্থানীয় একটি পত্রিকা সানি লিওনের প্যান্টি হারায় গেলে সবার আগে খবর দেয়। কিতা কমু!
১২ ই মে, ২০১৪ রাত ৯:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, কিতা কমু
১০| ১১ ই মে, ২০১৪ রাত ১১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাদেশে সাম্প্রতিক যে অনলাইন এজেন্সিগুলো হচ্ছে, তার মান খুবই প্রশ্নবিদ্ধ। এদের আসলে দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা নেই। কপিপেষ্ট এবং অরুচিকর অশ্লীল শিরোনাম দিয়ে এক ধরনের মফিজ শ্রেনীর পাঠকদের এরা আকর্ষন করে। তাছাড়া এই ধরনের পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্ল্যাক মেইলিং করার অভিযোগও আছে।
১২ ই মে, ২০১৪ রাত ৯:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পেশাদারিত্বই নেই, পরিকল্পনা তো দূর কি বাত
ব্ল্যাক মেইল না করলে এতোগুলো পত্রিকা কীভাবে টিকে?
সুন্দর সংযুক্তির জন্য...ধন্যবাদ আপনাকে
প্রিয় কাল্পনিক ভালোবাসা
১১| ১২ ই মে, ২০১৪ রাত ২:০০
িবনায়ক বলেছেন: একদম খাঁটি কথা বলছেন।অনেক ভাল লাগলো।
১২ ই মে, ২০১৪ রাত ৯:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, বিনায়ক
১২| ১২ ই মে, ২০১৪ রাত ২:০৮
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন:
নিজেদের পত্রিকার হিট বাড়াতে ব্লগারদের উদাহরণটা যথাযোগ্য হয়েছে। এইতো বছর খানিক আগেও কিছু ব্লগারকে আমরা দেখেছি হিটের নেশায় পাগল হয়ে যেতে। আপনি জানবেন বলে আমার ধারণা যে হিটের জন্য ১ বছর আগেও এখনো কয়েকজন কতো নিচে নামতে পারে।
অনলাইন ফালতু ট্যাবলয়েড ও কয়েকটি নামকরা জাতীয় দৈনিকের অবস্থাও হয়েছে তাই।হিট ও ফলোয়ার বাড়ানোর জন্য উলঙ্গ হতেও এরা লজ্জা পায়না।
মাত্র ৩ দিন আগে বরিশালের মরহুম গডফাদার হিরণের স্ত্রী জেবুন্নেসার একটা চোখে লাগার মতো ছবি দিয়ে বেশ কিছু হিট কামিয়ে নিয়েছে ভাদার আলো অনলাইন ভার্সন , ভাদা নিউজ ২৪ ডট কম সহ আরো বেশ কিছু অনলাইন ‘ট্যাবলয়েড’ ও জাতীয় দৈনিক।
১২ ই মে, ২০১৪ রাত ৯:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যা বলেছেন! হিটের নেশায় তারা কত কিছুই করে। বলা বাহুল্য।
বরিশালের সাবেক মেয়রের বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানলাম। ধন্যবাদ।
দেশে অনলাইন সংবাদ মাধ্যমের কোন বিধি বিধান নেই...
এজন্য আরও অনেক কিছু হতে পারে...
শুভেচ্ছা জানবেন
১৩| ১২ ই মে, ২০১৪ রাত ৩:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রিন্টেড পত্রিকা গুলোও কম যায় না।
দেখুন -
মানবজমিনের স্টুপিডিটির আরেকটি নমুনা।
Click This Link
১২ ই মে, ২০১৪ রাত ৯:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এডিটররা সত্যিই ‘ব্লাডি’ হয়ে গেছে...
আপনার লেখাটি পড়ে অন্তত তাই মনে হলো।
ধন্যবাদ মন্তব্যের জন্য
১৪| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪
জন কার্টার বলেছেন: অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন:
নিজেদের পত্রিকার হিট বাড়াতে ব্লগারদের উদাহরণটা যথাযোগ্য হয়েছে। এইতো বছর খানিক আগেও কিছু ব্লগারকে আমরা দেখেছি হিটের নেশায় পাগল হয়ে যেতে। আপনি জানবেন বলে আমার ধারণা যে হিটের জন্য ১ বছর আগেও এখনো কয়েকজন কতো নিচে নামতে পারে।
অনলাইন ফালতু ট্যাবলয়েড ও কয়েকটি নামকরা জাতীয় দৈনিকের অবস্থাও হয়েছে তাই।হিট ও ফলোয়ার বাড়ানোর জন্য উলঙ্গ হতেও এরা লজ্জা পায়না।
মাত্র ৩ দিন আগে বরিশালের মরহুম গডফাদার হিরণের স্ত্রী জেবুন্নেসার একটা চোখে লাগার মতো ছবি দিয়ে বেশ কিছু হিট কামিয়ে নিয়েছে ভাদার আলো অনলাইন ভার্সন , ভাদা নিউজ ২৪ ডট কম সহ আরো বেশ কিছু অনলাইন ‘ট্যাবলয়েড’ ও জাতীয় দৈনিক।
সহমত
১২ ই মে, ২০১৪ রাত ৯:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, জন কার্টার
১৫| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
অন্ধবিন্দু বলেছেন:
হিট চাই পয়সা চাই বাড়ি চাই গাড়ি চাই !!
সব তো ছুটছে, মইনুল।
গ্যালারী উন্মুক্ত রেখেই
১২ ই মে, ২০১৪ রাত ৯:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//গ্যালারী উন্মুক্ত রেখেই//
অনেক ধন্যবাদ, অন্ধবিন্দু, আপনাকে
শুভেচ্ছা রইলো...
১৬| ১২ ই মে, ২০১৪ রাত ১০:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিকারগ্রস্ত সমাজের প্রতীক বিবেক হীন মিডিয়া
১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অথবা বলা যায়,
বিবেকহীন মিডিয়ার প্রতিচ্ছবি বিকারগ্রস্ত সমাজ
ধন্যবাদ, রেজওয়ানা আলী তনিমা...
১৭| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৫৯
আরজু পনি বলেছেন:
আজ সকালে বাচ্চাদরকে স্কুলে দেয়ার পথে বিজ্ঞাপন দেখলাম...যতটুকু খবর ঠিক ততটুকুই প্রকাশ করি...এই জাতীয় শিরোনামে এক পত্রিকার বিজ্ঞাপন ...তার মানে হলো... যতটুকু খবর তার চেয়ে বেশি কেউ কেউ করে থাকে প্রচার...আপনার লেখা থেকেও তার প্রমাণ পেলাম । অবশ্র আমরা এটা বুঝি ।
আর হিটের উদাহরণটা দারুণ দিয়েছেন ।
সময়োপযোগী দারুণ লেখা মইনুল ।।
১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘সত্যই আমাদের শক্তি’ - যখন তারা বলে, তখন বুঝতে এছাড়াও শক্তি আছে যা একটি মিডিয়াকে হলুদ সাংবাদিকতার রসদ যোগায়
‘আংশিক নয় পুরো সত্য’ বললেও একই ধারণা সৃস্টি হয়
বিষয়গুলো সত্যিই মজার...
আপনাকেও ধন্যবাদ, আরজুপনি
ভালো থাকুন...
১৮| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:০২
মাহমুদ০০৭ বলেছেন: বিশয়টা কি > লিঙ্ক দেন দেইখা আসি
সানি লিয়নের কি কিছু হইছে
আসলে আমরা সবাই আধমরা হয়ে গেছি তাই আমাদের স্বার্থেই
এইসব থেরাপি
বলার আসলে আর কি আছে । সময়োপযোগী এবং ভাবার মত পোস্ট ।
ভাল থাকুন প্রিয় মাইনুল ভাই ।
১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... ভালো কথা মনে করিয়েছেন। প্রতিদিন তার সম্পর্কে আপডেট পাবেন। আমার মনে হয় প্রতি ঘণ্টায়।
এটি কী করে সম্ভব হয়? পত্রিকা/টিভি অফিসগুলোতে ‘সানি লিওন’ নামে একটি আবশ্যিক শাখা আছে - এমন ধারণা করতে পারি
মাহমুদ০০৭ কে অনেক শুভেচ্ছা...
১৯| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার একটা বিষয়ে আলোকপাত করেছেন প্রিয় মইনুল ভাই ! বিশেষ করে অনলাইন নিউজ সাইটগুলোর এমন আজেবাজে পোষ্টগুলো খুবই বিরক্তির উদ্রেক করে মাঝে মাঝে !
১৩ ই মে, ২০১৪ রাত ৯:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় স্বপ্নবাজ অভি
ভালো থাকবেন...
২০| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৪
রিফাত ২০১০ বলেছেন: আপনি যদি একটা পোস্ট লিখেন এবং পোস্টের শুরুতেই একটা সুন্দরী ললনার ( ১৮ + হলে তো কথা নেই) ছবি দেন এবং পোস্টটি যখন হোমপেজে ছবি সহ দেখা যাবে তখন দেখবেন ঘণ্টা দুয়েক এর মধ্যেই শ তিনেক ( বর্তমানে ) এবং অতীতে ঘণ্টার মধ্যেই হাজার খানিক হিট পেয়ে যাচ্ছেন ।
দোষটা তো আমাদের । ট্যাবলয়েড গুলোর নোংরা নিউজ গুলো আমরা বেশি পড়ি।এটা আমাদের দুর্বলতা। দুর্বলতাকে কাজে লাগাইয়া ওরা ব্যবসা করবেই।ওরা ব্যবসায়ী । ওদের দোষ কি ?
১৩ ই মে, ২০১৪ রাত ৯:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম খাঁটি কথা বলেছেন।
অডিয়েন্সই শিল্পী তৈরি করে। পাঠকের রুচি এরকম বলেই, তারা সেটি দিয়ে টিকে আছে....
অনেক ধন্যবাদ, রিফাত, আপনাকে
২১| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:০৮
সাজিদ উল হক আবির বলেছেন: আসলেই যেন এ থেকে নিস্তার নেই ভাই। শীর্ষস্থানীয় কিছু দৈনিকের ফেবু পেইজে লাইক দেয়ার দরুন তাদের খবরাখবর নিয়মিত বেসিসে নিউজ ফেড এ আসে। তা দেখে বুঝি না আসলে এটা নিউজপেপারের নাকি কোন সস্তার পর্ণ ম্যাগাজিনের কাভারস্টোরি! আর রেশারেশির জের ধরে ব্যাক্তিগতভাবে প্রতিশোধ পরায়ন খবর গুলি তো দেখা জায় অহরহ ই।
এখন যে প্রশ্নটা আসে , এমনটা কেন হচ্ছে? কেন এ ধরণের অশ্লীলতা বা বানোয়াট স্ক্যান্দালের খবর ছড়িয়ে তারা পাঠক ধরে রাখার চেষ্টা করার দুঃসাহস দেখাতে পারছে?
একটা বিষয় তো স্বীকার করে নিতেই হয়, যৌনতার থেকে কোন কিছুই দ্রুত বিক্রি হয় না। কাজেই তাদের এ জিনিসটার ওপর পুঁজি করে পেট চালানো আরও বহুদিন চলবে।
তবে জাতিগত ভাবে আমরাও যে আমাদের রুচি উন্নত করতে পারছি না, এ ব্যাপারটাও আমাকে কষ্ট দেয়।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা বিশয়ে আলকপাত করার জন্যে, প্রিয় মইনুল ভাই। শুভকামনা রইল।
১৩ ই মে, ২০১৪ রাত ১০:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পাঠক দর্শকেরও দায় আছে এখানে। আপনার অভিমতটি খুব পছন্দ হয়েছে আমার। জাতিগতভাবে আমাদের রুচি নিচে নেমেছে, এটি তারই প্রমাণ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সাজিদ উল হক আবির
২২| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: শীর্ষস্থানীয় একটি পত্রিকা সানি লিওনের প্যান্টি হারায় গেলে সবার আগে খবর দেয়। কিতা কমু!
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেকটাই এরকম...
ধন্যবাদ আপনাকে, কাণ্ডারি অথর্ব
২৩| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩৩
রহস্যময়ী কন্যা বলেছেন: এইসব কারণে অনলাইন পত্রিকা পড়ার আগ্রহ শেষ হয়ে যাচ্ছে
১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আগ্রহ না থাকলেও আপনার সামনে এসে পপ-আপ করবে...
ফেবু ব্যবহার করলে তো কথাই নেই...
থ্যাংকস!
শুভেচ্ছা জানবেন, রহস্যময়ী কন্যা
২৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৪
এরিস বলেছেন: অনলাইন অফলাইন সব সমান তালে এগোচ্ছে এরা।
ফেসবুকে মেয়েদের প্রোফাইল থেকে ছবি নিয়ে কয়েকটা পেইজের অসভ্য কাণ্ড ঘটানোর নিউজও অহরহই চোখে পড়ে।
প্রিন্ট মিডিয়া আর অনলাইন মিডিয়া যেটাই বলুন না কেন স্রোত যাচ্ছে একই দিকে। বিপদের বাইরে নেই কেউ। সবার সামনে বসে কোন ওয়েবসাইট ওপেন করতে পারিনা ভয়ে। কে জানে কখন কি সামনে এসে পড়ে। আমরা হয়তো দূষিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছি কিন্তু যারা এখনও ইন্টারনেটের বাইরে আছেন, অদের সামনে এইসব নিউজ খুললে নিজের রুচি সম্মন্ধেও একটা ভ্রান্ত ধারণা নিয়ে নেয়াটা অস্বাভাবিক কিছু না। দিনদিন এসব বাড়ছে। প্রতিরোধ না হলে চলছে না।
১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//প্রিন্ট মিডিয়া আর অনলাইন মিডিয়া যেটাই বলুন না কেন স্রোত যাচ্ছে একই দিকে। বিপদের বাইরে নেই কেউ।//
দিলেন তো সমস্যার মাত্রা বাড়িয়ে!
অথচ কথা ঠিক
ইন্টারনেট সবার সামনে খোলা কঠিন... সেটাও ঠিক।
সমাজ যেভাবে খারাপ থেকে খারাপেস্ট হয়ে যাচ্ছে... একদিন দেখবেন সবার সামনেই খুলতে পারছেন
এরিস, আপনাকে অনেক দিন পরে পেলুম! শুভেচ্ছা
২৫| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: বাংলাদেশের অনলাইন নিউজ সাইট কিংবা জাতীয় পত্রিকাগুলোর অনলাইন পোর্টালের অবস্থা ভয়াবহ। এত নিম্নমানের রুচিবোধ সম্পন্ন লোকের হাতে এসব কাজ গেছে, ভাবা যায় না।
১৬ ই মে, ২০১৪ রাত ৮:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সত্যিই তাই...
ধন্যবাদ ভাই আশরাফুল ইসলাম দুর্জয়
শুভেচ্ছা!
২৬| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৪৬
সুমন কর বলেছেন: চরম সত্য কথা বলেছেন। আসলে আমরাই খারাপ। আমরা খারাপ খারাপ সংবাদ গুলো বেশী পড়ি বা ওদিকেই আকর্ষণ দেই। তাই তারাও সুযোগের সদ্যব্যবহার করছে।
আমাদের দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে।
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আমাদের দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে।//
খাঁটি কথা....
অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় সুমন কর
২৭| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আজব! এই পোস্টটাও আমার চোখে পড়লো এতোটা দেরীতে!
পুরোপুরি সহমত, এনিয়ে একটা পোস্ট ও করেছিলাম দেখেছেন।
আর কি বলবো, চটুল বিষয়ে পোস্ট দিয়ে তারা চটুল পাঠকের মনোযোগ আকর্ষণ বিষয়ে অভিজ্ঞতা এখন এতো তিক্ততার জন্ম দিয়েছে মনে যে আর ঘাটতেও একঘেয়ামী লাগে অনলাইন পোর্টাল গুলো, কোন নিউজ পড়লে আগে মনে হয় কতোটা বিশ্বাস করা উচিত!?
পোস্টে প্লাস +
এবং ভালোলাগা ...
০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনে হয় না এদের কোন পরিবর্তন হবে। থ্রিজি’র যুগে দুষ্ট পাঠকের সংখ্যা বেড়ে গেছে
পুরাতন লেখায় ফিরে এসে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
বেটার লেইট দ্যান নেভার
থ্যাংকস, অ্যানোনিমাস
২৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:০৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দেখেন না, খবরের নমুনা, এই একটু আগেই একটা পেলাম, ফেসবুক ফিডে , "সেক্স করা কেন জরুরি "!
এগুলার জন্য তাদের সংবাদ পত্র চালানোর কি দরকার বুঝে আসেনা! রসাত্মক চটি ম্যাগাজিন লেখলেই হয়!
০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফেইসবুক আর ব্লগের কথা তো বলাই বাহুল্য।
দেশের আইনে নিবন্ধিত হয়ে জাতীয় পত্রিকারই যে হাল...
অনেক ধন্যবাদ...
ভালো থাকুন, অ্যানোনিমাস
২৯| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৭
তুষার মানব বলেছেন: ভালো কথা বলছেন
০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তুষার মানবকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা
৩০| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তার আগে নিজের স্বভাব কেমনে বদলামু সেই বুদ্ধিটাই দেন।
১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//তার আগে নিজের স্বভাব কেমনে বদলামু সেই বুদ্ধিটাই দেন।//
-হাহাহাহা! ভাইজান, এভাবে জিগাইয়েন না! লজ্জা পাই
পাবলিকের জন্য যারা সেবা দেয় বলে দাবি করে, তারা যখন ‘কু-সেবা’ প্রদান করতে শুরু করে, তখন কিছু তো বলা দরকার। ওরা না দেখালেই তো আমরা দেখি না।
শুভেচ্ছা জানবেন, সিদ্দিকী ভাই
৩১| ১৩ ই জুন, ২০১৪ রাত ৯:৪৬
খাটাস বলেছেন: দামি একটা ব্যাপার নিয়ে লিখেছেন মইনুল ভাই। কিন্তু সমস্যা হচ্ছে, আদিমতা জড়িত বিষয়ের ই পাঠক বেশি। কেও অন লাইনের কেও কেও অফলাইনের। তবে সুস্থ চিন্তার চর্চায় ইন শা আল্লাহ সব হিট খোর গুলো সুস্থ মানুষ হয়ে যাবে।
শুভ কামনা জানবেন।
১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘নো পাবলিসিটি ইজ ব্যাড পাবলিসিটি’ মনে প্রচার হলে এটি জনগণে খাবেই। ভালোমন্দের বিচার করবে না।
খবরে যা দেখানো হয়, তা কোন না কোনভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। যারা সংবাদ পরিবেশ করে, তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ এবং সেন্সর করে। ওই নিয়ন্ত্রণের কাজটিই অনেকে করছে না।
অনেক ধন্যবাদ আপনাকে, খাটাস
৩২| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১
মাসুদ রানা শুভ বলেছেন: এ ধরনের পত্রিকা গুলোর টার্গেটই থাকে উত্তেজক সংবাদ পরিবেশন করে উঠতি বয়সি ছেলে-মেয়েদেরকে আকৃষ্ট করা । দুঃখজনক হলেও সত্যি আমরা আজ নৈতিকতা হারিয়ে এদের পাতা ফাঁদেই পা দিচ্ছি। আমাদের সকলের উচিত এই সকল পত্রিকাগুলোকে ইগ্নোর করা।
১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সহমত
ধন্যবাদ, মাসুদ রানা শুভ
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৩২
একজন ঘূণপোকা বলেছেন:
সত্যি কথা বলেছেন।