নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

যমুনার জল দেখতে কালো (ছবি ব্লগ)

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

বর্ষায় যমুনার রূপ স্বাভাবিক থাকে না। ভরা নদি, বিস্তির্ণ জলরাশি ও দূরের তীর এক মায়াময় আবহ তৈরি করে। মেঘলা আকাশে গভীর যমুনা পানি সত্যিই কালো এবং ঝাপ দেওয়ার আহ্বানে পরিপূর্ণ! মন চায় দেই ঝাপ!





২০০৫ সালের সেপটেম্বর। অবস্থান টাঙ্গাইলের ঘাটাইল। আধা-বৃষ্টি আধা-রোদের একঘেয়ে এক দিনে ইচ্ছে হলো যমুনায় নৌকা ভ্রমণ করার। অবস্থান ২ঘণ্টার কাছাকাছি থাকায় আয়োজন করতে বেশি দেরি হয় নি। জামালপুর এলাকার সাথে যাতায়াতে অভ্যস্ত এক বন্ধুর নির্দেশনায় বের হয়ে গেলাম ঘর থেকে।বাসে মধুপুর ও ধনবাড়ি হয়ে তারাকান্দি (সরিষাবাড়ি, জামালপুর) যমুনা সার কারখানায় চলে গেলাম। সেখান থেকে জগন্নাথগঞ্জ ঘাট কাছেই। জগন্নাথগঞ্জ হলো একটি শাখা নদির মাথা যা যমুনায় এসে মিলেছে। এক পাড়ে নৌকাঘাট, অন্যপাড়ে বর্ষার পানিতে ভাসমান একটি গ্রাম দেখা যায়। নৌকা আমাদের জন্য প্রস্তুত ছিলো না। যোগাযোগ করা হলো। নৌকা আছে তো মালিক নেই। মালিক আছে তো ইঞ্জিনের তেল নেই।





জিরজির বৃষ্টি নেমে আমাদের ভ্রমণের এডভেন্চার বাড়িয়ে দিলো। আমরা অপ্রতিরোধ্য: তারাকান্দি পর্যন্ত আসতে পেরেছি, এবার যমুনায় ভাসবোই। অনিশ্চয়তা পর্ব কাটানোর পর অবশেষে এক মুরুব্বি চাচার নৌকা পাওয়া গেলো। আমাদেরকে একনজর দেখে মনে হয় তার একটু মায়াই হলো।





প্রায় ঘণ্টা খানেক মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম আবহকালের যমুনাকে। অদক্ষ হাতে ছবি তুললাম এপাড়ের ওপাড়ের সামনের। এ যেন অন্য এক যমুনা যা লেখাপড়া করে জানার চেষ্টা নিছকই বোকামি। উপন্যাসে কবিতায় আর প্রবন্ধের যমুনার চেয়েও আকর্ষণীয় এক যমুনাকে দেখে বৃষ্টির কথাও ভুলে গিয়েছিলাম। গোপালপুরের (টাঙ্গাইল) নলিন বাজারে এসে আমরা নামলাম। মাঝি চাচাকে ভাড়া পরিশোধ করে তাকিয়ে থাকলাম তাকে শেষবারের জন্য দেখে নেওয়ার জন্য। চাচা আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে নৌকা প্রস্তুত করছিলেন আবার জগন্নাথগঞ্জে ফিরে যাওয়ার জন্য। তার সাহায্য না হলে সেদিন তারাকান্দি থেকে চোখে হতাশার তারা নিয়ে ফিরতে হতো।





বাকি কথা ছবিতেই বলতে চেষ্টা করলাম:







রাস্তার পাশে সরিষাবাড়ির প্রকৃতি দেখে যাচ্ছি।







জগন্নাথগঞ্জ নৌকাঘাটে এসে কতক্ষণ কাটলো অনিশ্চয়তায়: নৌকা পাবো তো!







ঘাটের ওপাড়ে বর্ষার পানিতে ভাসমান এক গ্রাম: ওইগ্রামের মানুষগুলো কীভাবে জীবনধারণ করে? হাটবাজার স্কুল কোথায় তাদের? ভাবছি।







মাঝিচাচাকে পেলাম কাণ্ডারি হিসেবে। কোন যুবক সাহস করে নি মেঘলা দিনে!







জগন্নাথগঞ্জ নৌকাঘাটের সাথে ইতিমধ্যেই বন্ধুত্ব হয়ে গিয়েছিলো। কবে আবার দেখবো!









ইঞ্জিনে একটি সমস্যা দেখা দিলেও তা সেরে ওঠেছেন আমাদের মাঝিচাচা। নিশ্চিতভাবে বসলেন।







একটি যাত্রিবাহী নৌকা অতিক্রম করে গেলো আমাদেরকে ঢেউয়ের দোলা দিয়ে!







ওপাড় দেখা সহজ নয়! এ যেন প্রেম যমুনা: সাঁতার দিতে মন চাইছিলো, কিন্তু কার জন্য? ;)







শান্ত তীর ঘেষে যাচ্ছি আমরা। প্রকৃতি নীরব যেন দেখছে আমাদেরকে!









ভাঙন দেখে কিছুক্ষণের জন্য মন অস্থির হলো। বাসিন্দারা কোথায় গিয়ে আশ্রয় নেয়?







শেষ হলো যমুনা ক্রুজ। মাঝিচাচা কথা না বাড়িয়ে নৌকা ফের প্রস্তুত করছেন ফিরে যাবার জন্য।





গোপালপুরের নলিন বাজারে এসে আমরা আবার গাড়িতে ওঠলাম।









ঢাকা (মহাখালী) থেকে সরাসরি তারাকান্দির বাসে ওঠলে একেবারেই যমুনা সার কারখানায় ও জগন্নাথগঞ্জে যাওয়া যায়। সেখান থেকে নৌকা। আবহাওয়া ভালো থাকলে সহজেই নৌকা পাওয়া যায়। তবে টাঙ্গাইল শহরে এসে একদিন থাকার পরিকল্পনা থাকলে ভ্রমণে স্বস্তি পাওয়া যাবে।







---------------

[পোস্টটি অন্য কোন পাবলিক ব্লগে প্রকাশিত নয়] B-)

মন্তব্য ৭০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

এহসান সাবির বলেছেন: প্রথম ভালো লাগা......


৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


প্রথম থেংকু :D

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৪

হাসান ইফহাজ বলেছেন: আহা.......আমার জামালপুর পেটটা পুড়াতাছে যাবার জন্য

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গিয়ে আসুন একবার....
তবে বর্ষায় বেশি মজা....

থ্যাংকস!

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

ভিটামিন সি বলেছেন: ছবি ভালো লাগলো। সেই ২০০৫ সালের ছবিও এতো ক্লিয়ার। আমি প্রথম যমুনা পাড়ি দেই ওই জগন্নাথগণ্জ ঘাট দিয়েই ফেরীতে ২০০০ সালে। রাত্রি ১২ টায় ফেরী ছাড়ল। ফেরীর পিছনের ডেকে গিয়ে দাঁড়ালাম। কি বাতাস!!! একবারে আচ্ছন্ন করে দেয়। আর পানি রে পানি!!

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছোটমোট একটা ডিজিটাল ক্যামেরা ছিলো... বন্ধ হলে ওপেন হতো না, ক্লিক করলে ছবি ওঠতো না.... ;)

‘একেবারে আচ্ছন্ন করে দেয়...’ সত্যি।



ভিটামিন সিকে অনেক ধন্যবাদ...... :)

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

হাসান ইফহাজ বলেছেন: ভাই যাওয়া হয় কিন্ত ছোট থেকেই ঢাকা থাকায় জামালপুরে বন্ধু- বান্ধব খুবই কম তাই মজা কম হয় তবে জামালপুরের জন্য পেট পুড়ে খুব

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কিশোরগঞ্জের জন্য ঠিক সেরকম পেট পুড়ে আমারও...
অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় ছেড়েছি মেঘনার পাড়ের গ্রামটি :(

বন্ধু-বান্ধব সহই গিয়ে আসুন না! :)
শুভেচ্ছা আবারও, হাসান ইফহাজ......

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২

আবু শাকিল বলেছেন: বর্ণনা এবং ছবি চমৎকার মইনুল ভাই।

দেখাতে পেলাম যমুনার পানি স্বচ্ছ । যমুনার জল দেখতে কালো কেন বললেন =p~ =p~ =p~

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


-হাহাহা... কথা সইত্য। কালো বলতে খারাপ কিছু বলি নি... কিন্তু ;)

আবু শাকিল ভাইকে শুভেচ্ছা.......

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩

সালমান মাহফুজ বলেছেন: চমৎকার নদীচিত্র ! লাইক দিলাম ।

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনাকে ধন্যবাদ, সালমান মাহফুজ :)

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮

ক্ষতিগ্রস্থ বলেছেন: মাঈনউদ্দিন ভাই, কদিন আগে আমি যমুনা সেতু থেকে চিলমারি বন্দর পর্যন্ত ঘুরে আসলাম. যদিও হেকটিক ছিল, কিন্তু অসাধারণ অভিজ্ঞতা... কিছু ছবি দিতে চাচ্ছিলাম, কিন্তু সামুতে ছবি দেয়া আমার কম্ম নয়...

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কেন...! আজ আমি বেশ আরামছে ছবি আপলোড করলাম।

অবশ্য, সামুতে ছবি দিতে পারা সৌভাগ্যের বিষয়। আর আগে আমি অনেকবার চেষ্টা করেছি।

চেষ্টা করুন... দেখতে চাই নতুন ছবি। আমারগুলো পুরান।

ক্ষতিগ্রস্থকে ধন্যবাদ :)

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

মামুন রশিদ বলেছেন: যমুনাবতীর অশান্ত শরীরে ঝাঁপ দিতে কার ইচ্ছে হয় না বলুন! ;) 8-|

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা, কথা ঠিক, কিন্তু আমি শুধু একটি কারণের অপেক্ষা করেছিলাম সেদিন...... :)


মামুন রশিদ ভাইকে অনেক শুভেচ্ছা........

৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯

ইমরুল_কায়েস বলেছেন: দেশী বাই বালা আছুইন :) :) :) :) :) :) :) :) :)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাহাহা! বালা.... আফনে বালা আছুইন :)

ইমরুল কায়েসকে শুভেচ্ছা........

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২

জাফরুল মবীন বলেছেন:



যমুনার জল দেখতে কালো
মইনুল ভাইয়ের পোস্ট লেগেছে ভালো।
:)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


স্টিকি পোস্টের জাফরুল মবীন ভাইকে অনেক কৃতজ্ঞতা এবং
শুভেচ্ছা ........ B-) :)

১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭

দীপংকর চন্দ বলেছেন: ওপাড় দেখা সহজ নয়! এ যেন প্রেম যমুনা: সাঁতার দিতে মন চাইছিলো, কিন্তু কার জন্য?

সহজ নয়, সহজ নয় উত্তর!
সম্ভবত!

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


উত্তর সহজ নয়.... কারণ যার জন্য ডুব দেবো সে সঙ্গেই ছিলো....

কবিকে সত্য কথা বলতে হয়.....

ধন্যবাদ.... কবি দীপংকর চন্দ :)

১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২০

লেখোয়াড় বলেছেন:
++++++++++++++++++
সুপার।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আরে লেখোয়াড় ভাই এত দিন পর! আছেন কেমন, ভাই?

অনেক শুভেচ্ছা..... :)

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো খুব :)

শুভেচ্ছা নিবেন :)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


যমুনা কার ভালো না লাগে....
বর্ষার যমুনা সত্যিই দেখার মতো......

অপূর্ণ রায়হানকে অনেক ধন্যবাদ :)

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ছবি অার বর্ণনায় চমৎকার পোস্ট। +++

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়, সুমন কর.... :)
কেমন আছেন, কম দেখায়? :)

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

সুরাজ হাসান বলেছেন: ভালো লিখেছেন.....এভাবে লিখতে থাকুন......ধন্যবাদ

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা, ধন্যবাদ :)

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভ্রমন । :)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আরও করতে চাই, কিন্তু সময় হয় না :(

কলমের কালিকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা....... :)

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

কোলড বলেছেন: Right now while typing this post, I can see the mountain from my office window and here the picture of Jamuna river makes a nice and complete contrast to life. Good one!
Were you wearing life jacket?

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


না ভাইয়া, কোন বাঙালিকে নদীতে নামতে জীবন-আস্তিনের প্রয়োজন হয় বলে মনে হয় না.... ;)

পর্বতের সাথে যমুনার তুলনা, মন্দ না :)
কোলড, আপনি কোথায় আছেন? ধারণা করছি, প্রবাসে...
ভালো থাকুন.... মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

টুম্পা মনি বলেছেন: পুরাই নস্টালজিক করে দিলেন। আমিও একবার গিয়েছিলাম যমুনা দেখতে। ভয়ংকর ভালো লাগা নিয়ে ফিরে এসেছি।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পুরাই নস্টালজিক একটি বিষয় তো। নদী যদি আমাদেরকে স্মৃতিকাতর না করবে, তবে তো বাঙালিই না......

গল্পকার টুম্পা মনিকে ‘ভয়ঙ্কর ভালো লাগা’র জন্য অশেষ ধন্যবাদ.... :)

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ পোস্ট !!!

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ, স্নিগ্ধ শোভন....
আপনাকে সেদিন স্নিগ্ধই দেখলাম....
অনেক ভালো কেটেছে সময়।

শুভেচ্ছা....... :)

২০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

ডি মুন বলেছেন: যমুনার জল দেখতে কালো
পোস্ট পড়িতে লাগে ভালো :)
++++

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাই! ডি’মুন, কই থাকেন.... ভালো?

দারুণ ছড়া..... ওটাকে সুর করলে আরও ভালো হতো ;)

২১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং বর্ণনা দুটোই ফাটাফাটি সুন্দর ------

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ধন্যবাদ, লায়লা আপা.... :)
ভালো থাকুন!

২২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


মইনুল ভাই কেমন আছেন ভাই ?

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বাই, বালা আছি...... ;)
আপনি কোথায় থাকেন আজকাল.....
স্টার ব্লগাররা লাপাত্তা থাকলে, আম ব্লগাররা প্রেরণা পায় কোত্থেকে?

ভালো থাকুন......... :)

২৩| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:২৫

আমি তুমি আমরা বলেছেন: চমতকার পোস্ট।

যমুনার তীরে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক। :)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একদিন গিয়ে আসুন...... তবে বর্ষা হলে উত্তম....

আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, আমি তুমি আমরা :)

২৪| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৩

এম ই জাভেদ বলেছেন: শেষ লাইনে গিয়ে চোখ আটকে গেল -

এ রকম মুচলেকা দেওয়ার হেতু কি মইনুল ভাই।
ছবি ব্লগ ভালা পাই।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


‘হেতু’ একটু আছেই তো। প্র/আ ব্লগে ওটা প্রথম পরকাশ পেলেও তাদের প্রথম পর্বের ক্রাশে পোস্ট হাওয়া হয়ে যায়। এবার তো পুরাই ইন্নালিল্লাহ... ফলে পাবলিক ব্লগ থেকে লেখাটির বিদায় হয়।

কম্পুতে সঞ্চিত ছিলো। তাই আজ দিয়ে দিলাম...

ভাই, আপনি কি শেষ লাইনটুকুই পড়েছেন? মারছেন আমারে :(
তবু বালা থাহেন, বাই ;)

২৫| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৩:১৬

প্রবাসী পাঠক বলেছেন: আমাদের দেশের নদী আর নদীর পাড়ের সৌন্দর্য অসাধারণ।


পোস্টে প্লাস।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



খাঁটি কথা। কিন্তু নদী তো কমে যাচ্ছে ভাই.... :(


প্রবাসী পাঠককে অনেক কৃতজ্ঞতা :)

২৬| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

অদৃশ্য বলেছেন:




যমুনা আমার প্রিয় নদী... নৌকাতে এই নদী আমি অনেকবার পার হয়েছি... দুঃখের বিষয় হলো এই নদীতে এখনো আমি গোসল করতে পারিনি... তবে ভাঙ্গন খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছিলো...

দারুন লাগলো ছবিগুলো...

শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


গোসল করে নিন এবার গিয়ে.... তবে বর্ষায় গেলে উত্তম।

ছবি নয়, ভ্রমণের প্রমাণ।
ওগুলো ছবি হয়
সামু’র ফটোব্লগারদের ইজ্জত কমবে নিশ্চয় ;)

কবি অদৃশ্যকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা.....।

২৭| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সরিষাবাড়ী আমি দুবার গিয়েছি !

যমুনা সার কারখানার ঐ দিকে, কিছু স্মৃতিও আছে !! =p~ =p~

ভালো লাগলো নৌ বিহার !! ভালো থাকুন ।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


‘ওই দিকে কিছু স্মৃতি আছে’ ?????
ভাই স্মৃতিগুলোর একটুখানি জনসমক্ষে তুলে ধরুন না...
কাব্যের অথবা মুক্ত গদ্যের ভাষায়... ;)


নৌ বিহার বাঙালির আদি বিনোদন....
স্বপ্নচারি গ্রানমাকে অনেক শুভেচ্ছা :)

২৮| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার ছবি এবং বর্ণনা।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


থেংকু, জনাব হাসান মাহবুব ভাই......
শুভেচ্ছা জানবেন....... অফুরন্ত :)

২৯| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

লিরিকস বলেছেন: +

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাই লিরিকস! ইতিহাসের দীর্ঘ মন্তব্যটির জন্য আপনাকে কৃতজ্ঞতা ;)

৩০| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

তুষার কাব্য বলেছেন: বর্ণনা এবং ছবি চমৎকার মইনুল ভাই ...আপনার চোখে আমরাও ঘুরে আসলাম...

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বহুদিন পর তুষার কাব্যকে আমার পোস্টে পেলাম....
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা :)

৩১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

জুন বলেছেন:
যমুনার জল মোটেও কালো নয় মাইনুদ্দিন মাইনুল । দেখুন আমার চোখে কত্ত সুন্দর ।
অনেক ভালোলাগ্লো আপনার ছবি ব্লগ ।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ঈমানে কইতাছি, যমুনার জল সেদিন মেঘভরা আকাশের ছায়ায় কালো দেখা গিয়েছিলো.... আফনেরে পিলিজ লাগে বিশ্বাস করেন...... B-) ;)


শুভেচ্ছা জানবেন.... জুন আপা :)

৩২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,




আধা-বৃষ্টি আধা-রোদের যমুনার বুকখানা কালো হতেই পারে , মেঘমেদুর কালো আকাশের ছায়া পড়ে ।

উপরে সহ-ব্লগার জুন লিখেছেন, যমুনার জল মোটেও কালো নয় । সাথে একখানা নয়নকাড়া ছবিও দিয়েছেন । শরতের মেঘে ছাওয়া নীল আকাশের ছায়া তাতে । রঙিন তো হবেই !

আর প্রেম যমুনায় সাঁতার দিতে মন চাইলে, মনের রঙ বুঝে যমুনা তো রঙ পাল্টাবেই !

ছবিগুলো সুন্দর ও মোলায়েম ।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



-হাহাহাহা, আপনার মন্তব্য পড়ে না হেসে পারলাম না।


আপনি এভাবে ব্যাখ্যা করে দিয়েছেন, তা বুঝতে পারলে, এত চেষ্টা করতাম না সহব্লগার জুনকে বুঝাবার জন্য।

সাঁতার দিতে মন চাইবে, যে কারও... গ্যারান্টি দিচ্ছি আপনাকেও। একবার গিয়ে আসুন কোন বর্ষায়.... :)


অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন, প্রিয় সহব্লগার :)

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আহা ! মইনুল ভাই আপনার মুখ থেকে স্টার কথাটা শুনে পুরাই জোশ ! পাইতেছি। আমি যদিও আগেই বুঝছিলাম যে আমি একজন স্টার। যাই হোক ভাল আছেন জেনে ভাল লাগল। শুভ কামনা সব সময়ের জন্য।

:| :| :|

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //আমি যদিও আগেই বুঝছিলাম যে আমি একজন স্টার। যাই হোক ভাল আছেন জেনে ভাল লাগল।// =p~ =p~

-হাহাহা...
নিজের সম্পর্কে এই মনোভাবটুকু কিন্তু খুবই ভালো....

শুভেচ্ছা আপনার জন্যও, কাণ্ডারি অথর্ব :)

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৩

ডি মুন বলেছেন: এইত ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন তো?

একটু অনিয়মিত হয়ে পড়েছিলাম, আবার চলে এসেছি আপনাদের মাঝে :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পড়াশুনার জন্য এই ‘অনিয়মিত’ হওয়া খুবই ভালো কথা....
এসেছেন যখন, তখন দু’একটা গল্প দিন আমরা পড়ি... :)
লেখতে পারি না, কিন্তু পড়তে তো পারি B-)

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: হিংসা হিংসা !

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


২০০৫ সাল.... তাই হিংসা কার্যকর হবে না.... B-)
আপনারা যেতে চাইলে আবারও যেতে প্রস্তুত আমি...
আসুক আবার বর্ষা :)

স্বপ্নবাজ অভিকে অনেক শুভেচ্ছা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.