নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ হোন, সফলতার সাথে – let’s fail successfully! ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০







[এক]



আজ আমরা কমপিউটার ব্যবহার করছি যেখানে সেখানে। টেবিলে কম্পিউটার - কোলেও কম্পিউটার, হাতের মুঠোতেও কম্পিউটার - হাতের কব্জিতেও কম্পিউটার। সত্তরের দশকের আমেরিকার অবস্থা এরকম ছিলো না। মার্কিনীদের কমপিউটার ব্যবহারে বিপ্লব এনেছিলেন স্টিভ জবস। চলমান বিশ্বের বিখ্যাত কর্পোরেট প্রতিষ্ঠান অ্যাপেল’র প্রতিষ্ঠাতা স্টিভ জবস ম্যাকিনটশ তৈরি করলেন। প্রতিষ্ঠা করলেন মার্কিনীদের গর্বের প্রতিষ্ঠান অ্যাপেল। ম্যাকিনটশ তৈরি করে মানুষকে তাক লাগিয়ে দিলেন। প্রাপ্তবয়স্ক হতে না হতেই তারকা বনে গেলেন স্টিভ। কিন্তু প্রতিভাবান মানুষেরা ভালো প্রশাসক হতে পারেন না – এটি তাদের সাথে যায় না। তিনি ব্যর্থ হলেন। কিন্তু ফল খুবই ভয়ানক। এক বছরের মধ্যেই নিজের গড়া প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হলেন। “আমার প্রাপ্তবয়স্ক জীবনের একমাত্র মনযোগের বিষয়টি থেকে বিতাড়িত হলাম। এটি ছিলো নিঃস্ব হয়ে যাবার মতো অবস্থা। ভেবেছিলাম সিলিকন ভ্যালি ছেড়ে দিয়ে চলে যাবো। কিন্তু আমার কাজটিকে আমি দারুণ ভালোবাসতাম। তাই নতুন করে শুরু করলাম।” অ্যাপল থেকে নির্বাসিত হয়ে জবস তার আসল সত্ত্বাকে খুঁজে পেলেন। তিনি ‘নেক্সট’ প্রতিষ্ঠা করলেন। ১৯৯২-১৯৯৩ সাল থেকে যারা কমপিউটার ব্যবহার করছেন, তারা হয়তো নেক্সট দেখে থাকতে পারেন। তিনি এনিমেশন স্টুডিও ‘পিকসার’কে বিখ্যাত করে তুলেন কর্পোরেট জগতে। তৈরি হয় ওয়াল্ট ডিজনি’র কার্টুন ছবিগুলো। নিজের প্রতিষ্ঠানকে এমন পর্যায়ে নিয়ে যান, যার মাধ্যমে আবার তিনি স্বগৌরবে অ্যাপেলে ফিরে আসেন। রূপকথার গল্পের মতো। মাইক্রোম্যানেজার হিসেবে স্টিভ জবসের দুর্নাম আছে। প্রতিভাবানদের এসব দোষ থাকেই। কিন্তু ব্যর্থ না হলে এবং ব্যর্থতা থেকে শিক্ষা না পেলে স্টিভ জবসকে আজকে আমরা চিনতেই পারতাম না। (১)







ব্যর্থতা এবং ব্যর্থতা থেকে সফলতার উচ্চশিখরে ওঠেছেন, এমন আরেকটি দৃষ্টান্ত হলেন, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে ওয়াশিংটন, মহাত্মা গান্ধী এবং ডি ভ্যালেরা’র চেয়েও উচ্চতর স্থান দিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ফেনার ব্রকওয়ে (১৮৮৮-১৯৮৮) । নিউজউইক ম্যাগাজিন যাকে ‘রাজনীতির কবি’ বলে অভিহিত করেছিল (এপ্রিল ১৯৭১), সেই বঙ্গবন্ধু জেনেছিলেন সফলতার জন্য দরকার আত্মবিসর্জন। তিনি বলতেন, “কীভাবে জীবন দিতে হয়, তা আমরা এতদিনে শিখে গেছি। কাজেই কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না।” বারবার তিনি নিজেকে ফাঁসিকাষ্ঠে তুলে দিয়ে নিজেকে সমর্পন করেন। তেইশ বছরে বিভিন্ন পর্যায়ে ব্যর্থতার পথ ধরে আসে সফলতার মাহেন্দ্রক্ষণ। এই তালিকাটি একদম ছোট নয়, ওয়াশিংটন, নিউটন, নেপোলিয়ন... এভাবে অনেক নাম বলা যায়। তারা ব্যর্থতা থেকে সফলতার বীজ খুঁজে পেয়েছেন।











[দুই]



//ভালোভাবে চেষ্টা করলে ব্যর্থতা নিয়ে চিন্তা করার সময়ই পাওয়া না। কিছু ব্যর্থতা বিজয়ের চেয়েও বিজয়ী করে তোলে। কৃতিত্বের মাধ্যমে সফলতা আসে এরকম ধারণা করা ভুল। সফলতা আসে ব্যর্থতার পথ ধরে। সফলতার চেয়ে অধিক ব্যর্থতা আর কোথাও নেই, কারণ সফলতা থেকে আমরা কিছু শিখি না। আমরা শিখি শুধু ব্যর্থতা থেকে।// (২)





ভালোমতো ব্যর্থ না হলে নাকি সেখান থেকে পরিপূর্ণ শিক্ষা পাওয়া যায় না। অর্থাৎ নিশ্চিতভাবে এবং ষোলকলায় ব্যর্থ না হওয়া পর্যন্ত যেমন সমস্যার রকম বুঝা যায় না, তেমনি জেদও আসে না মনে। সফলভাবে ব্যর্থ হবার প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকতে পারে সফলতার বীজ।





‘নিশ্চিত ব্যর্থতা’ বিকল্প পথ ধরতে অনুপ্রাণিত করে। পারবো-কি-পারবো-না মনোভাব আমাদেরকে লেগে থাকা আর ছেড়ে দেবার মাঝ পথে আটকে দেয়। আমরা কিছুই করতে পারি না। সফল হতে তো পারিই না, ব্যর্থ হবারও সুযোগ পাই না। মাঝখানে জীবনের মূলবান সময় নষ্ট হয়ে যায়।





ব্যর্থতার ভয় আমাদেরকে প্রচেষ্টা থেকে নিরুৎসাহিত করে। আমাদের অহংকার অল্পতেই আহত হয়। ছেড়ে দিই, না বুঝেই। ফিরে আসি ব্যর্থ হবার আগেই। ফলে নিজের ত্রুটি বা দুর্বলতা কোথায়, তা বুঝতে পারি না। নিজেকে জানার সুযোগ থেকে বঞ্চিত হই।





আমি ব্যর্থ হই নি - শুধু জানতে পেরেছি যে ১০,০০০টি উপায় কেন কাজে আসবে না (থমাস আলভা এডিসন)। হেনরি ফোর্ড বলেন, “প্রকৃত ভুল তখনই হয়, যখন তা থেকে আমরা কিছুই শিখি না।” কিন্তু ব্যর্থতার ভয় আমাদেরকে চেষ্টা করা ও ভুল করা থেকে বিরত রাখার কারণে আমাদের শেখা হয় না।









[তিন]



ব্যর্থতা থেকে কোনকিছু শেখা অবশ্য সহজ কাজ নয়। কে তিক্ত পথে শিখতে চায়! নিজের ভুল বা ত্রুটিকে আমরা খুব কমই দেখতে পাই। যা কামনা করি, তাতেই লেগে থাকি আমরা। যেটি আমাদের প্রয়োজন, সেটিই আকর্ষণীয়। যাকে চিনি সে-ই নজরে আসে। আমাদের মস্তিষ্ক এমনভাবে গঠিত যে, আমরা যা চাই, তা-ই দেখতে পাই। অন্যেরা ভুল করুক তা আমরা চাই, তাই অন্যের ভুলই শুধু দেখি। নিজের দুর্বলতা দেখা যায় না, কারণ তা আমরা চাই না। সহকর্মীর ভুল ধরা তার চেয়ে ঢের বেশি সহজ, কারণ এটা আমরা দেখতে চাই। ভুল থেকে শিখতে চাইলে, নিজের দিকে দৃষ্টি দিতে হয়।





মস্তিষ্ক বিভ্রম সেটিকেই বলে যখন যখন ভালোকে মন্দ এবং মন্দকে ভালো মনে হয়। আমাদের মস্তিষ্ক যেহেতু আমাদের বিপক্ষেই কাজ করে, সেহেতু ব্যর্থতা থেকে শেখার জন্য আমাদের কিছু শৃঙ্খলা মানতে হয়। শৃঙ্খলার কথা বললেই, মনে পড়ে যায় সেনাবাহিনীর কথা। শৃঙ্খলতাই তাদের শক্তি। প্রতিটি কাজের শেষে তারা ৪টি প্রশ্ন নিয়ে ‘কাজ-পরবর্তি, মূল্যায়নে বসে যায়। ১) আমাদের উদ্দেশ্য কী ছিলো? ২) কী হয়েছে? ৩) কেন তা হয়েছে? ৪) পরবর্তিতে আমরা কী করতে পারি? কিন্তু নিজেদের কাজে সফল হবার জন্য সকলকেই সেনাবাহিনীতে যোগ দিতে হবে, তা তো সম্ভব নয়। তবে কাজের শেষে এধরণের আত্মমূল্যায়ন আসলে কাজেরই অংশ।





আমরা ব্যর্থ হতে চাই, যেন পরিপূর্ণরূপে সফল হতে পারি। সফলতার জন্যই ব্যর্থতার প্রতি ভয় কাটুক। নোবেল বিজয়ী এবং ‘ওয়েটিং ফর গোডো’ খ্যাত আইরিশ লেখক স্যামুয়েল বেকেটের উক্তি দিয়ে শেষ করছি:

“আবার চেষ্টা করুন - আবার ব্যর্থ হোন – ভালোভাবে ব্যর্থ হোন।”



(এলোমেলো নোটসকল)

















----------

(১) ওয়াল্টার আইজ্যাকসন, স্টিভ জবস, ২০১১

(২) ভালোভাবে চেষ্টা করলে ব্যর্থতা নিয়ে চিন্তা করার সময়ই পাওয়া না (জ্যাকসন ব্রাউন জুনিয়র)। কিছু ব্যর্থতা বিজয়ের চেয়েও বিজয়ী করে তোলে (ফরাসি রেনেসাঁ’র লেখক মিকেল ডি মটেঙ)। কৃতিত্বের মাধ্যমে সফলতা আসে এরকম ধারণা করা ভুল। সফলতা আসে ব্যর্থতার পথ ধরে (বেনামী)। সফলতার চেয়ে অধিক ব্যর্থতা আর কোথাও নেই, কারণ সফলতা থেকে আমরা কিছু শিখি না। আমরা শিখি শুধু ব্যর্থতা থেকে (কেনেথ গোডলিং)। চারটি উদ্ধৃতি এক সাথে উপস্থাপিত।

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

মামুন রশিদ বলেছেন: আমরা ব্যর্থ হতে চাই, যেন পরিপূর্ণরূপে সফল হতে পারি।




+++++

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আমি দেখেছি যেসব কাজ ভালোমতো পারি না, সেগুলোতে ব্যর্থ হবার অভিজ্ঞতা ছিলো না ;)


ধন্যবাদ, মামুন ‘রসিক’ ভাই ..... B-)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

প্রবাসী পাঠক বলেছেন: সফলতার চেয়ে অধিক ব্যর্থতা আর কোথাও নেই, কারণ সফলতা থেকে আমরা কিছু শিখি না। আমরা শিখি শুধু ব্যর্থতা থেকে।

চমৎকার জীবন দর্শন। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সফল হতে চাই।


+++++

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ, প্রবাসী পাঠক....



দুবাইয়ে ব্লগ দিবসের ডাক দিন....
আমরা যেতে পারি না পারি আওয়াজ দেবো অবশ্যই ;)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১২

দীপংকর চন্দ বলেছেন: “আবার চেষ্টা করুন - আবার ব্যর্থ হোন – ভালোভাবে ব্যর্থ হোন।”

চিন্তায় ফেললেন! ভীষণ রকম!


অনেক অনেক ভালো, সুগ্রন্থিত উপস্থাপন।

অনিঃশেষ শুভকামনা জানবেন। সবসময়।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




কবি দীপংকর চন্দকে দেখে খুশি হলাম...

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন :)

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

প্রবাসী পাঠক বলেছেন: মইনুল ভাই মানসিক ভাবে প্রস্তুত না। তাই এ বছর হয়ত করতে পারছি না। তবে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার বড় করে পালন করার চেষ্টা করব।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আচ্ছা.... ওকে.... অলরাইট.... কোই বাত নেহি.... :)

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: “আবার চেষ্টা করুন - আবার ব্যর্থ হোন – ভালোভাবে ব্যর্থ হোন।”

আমি ব্যর্থ হইতাম চাই মাঈনুল ভাই সফলতার জন্য।


দারুণ+++++++++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ।

অনেক দিন পর আপনাকে পেলাম.... :)

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

কয়েস সামী বলেছেন: +++++++++++্

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ :)

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

রিয়াদ হাকিম বলেছেন: কিছু মানুষের জন্ম হয় শুধুই ব্যর্থ হবার জন্য...

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



এটি দৃষ্টিভঙ্গির বিষয়...
আপনার জন্য অনেক শুভেচ্ছঅ, রিয়াদ হাকিম :)

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

অন্ধবিন্দু বলেছেন:
ব্যর্থতা আছে বলেই আপনি আমি এখানে এইভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে হচ্ছে ! তা-না হলে তো গুহায় বসেই খোঁচাখুঁচি করতুম... আপনার এহেন লেখালেখি আমাকে আনন্দিত করে ...

কৃতজ্ঞতা।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আমার লেখালেখি আপনাকে আনন্দিত করায় আমিও আনন্দিত :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, প্রিয় অন্ধবিন্দু :)

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

ইমিনা বলেছেন: আমার জন্য অাদর্শ পোস্ট। সেজন্য অনেক ধন্যবাদ ভাইয়া :)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



তাই? :)
অনেক আনন্দ পেলাম, ইমিনা....
অনেক শুভেচ্ছা জানবেন :)

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: আমরা ব্যর্থ হতে চাই, যেন পরিপূর্ণরূপে সফল হতে পারি। সফলতার জন্যই ব্যর্থতার প্রতি ভয় কাটুক।

অামার জন্য অার্দশ পোস্ট ! :(

শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা !! ঘুরে ফিরে ..... নাকি নিজের সব ভুল, হিসেব মেলানো দায়!

চমৎকার গুছিয়ে অারো একটি মাষ্টার পিস (পোস্ট) দেবার জন্য ধন্যবাদ। ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




প্রিয় ব্লগবন্ধু সুমন কর, আপনার চোখে মাস্টারপিস আমি গর্বিত....
প্রেরণা দেবার জন্য ধন্যবাদ....

কারও কাজে আসলে সেটি আমার জন্য বিরাট প্রাপ্তি হবে...
ভালো থাকবেন :)

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

একলা ফড়িং বলেছেন: যদিও ব্যর্থতা কারো কাম্য নয় তবুও ব্যর্থতার সিঁড়ি না ডিঙিয়ে সফলতার চূড়ায় পৌঁছানো সহজ নয়!


আবার চেষ্টা করুন - আবার ব্যর্থ হোন – ভালোভাবে ব্যর্থ হোন!


পোস্টে প্লাস!

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



একলা ফড়িং আপনি বেশ সুন্দর করে বলেছেন.... ভালো লাগলো :)

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০

এনামুল রেজা বলেছেন: আমরা ব্যর্থ হতে চাই, যেন পরিপূর্ণরূপে সফল হতে পারি। সফলতার জন্যই ব্যর্থতার প্রতি ভয় কাটুক।

গ্রেট!

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



এনামুল রেজাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫১

পরিশেষের অপেক্ষায় বলেছেন: দোয়া করবেন যেন সফলতার সাথে ব্যার্থ হতে পারি

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শুভেচ্ছা থাকলো.....
অনেক ধন্যবাদ ভাই/বোন :)

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

সোহানী বলেছেন: অবশ্যই ব্যর্থ শব্দটা নিজের ডিকশানারিতে রাখতে চাই না..... যতক্ষন ডেসিমল ফ্যাক্টর সম্ভাবনা ও আছে.......

পোস্টে ভালো লাগা সহ +++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বাহ্.... দারুণ কথা বলেছেন, সোহানী :)


ধন্যবাদ!
অনেক শুভেচ্ছা আপনার জন্য........

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: হুম। এবার আমার জীবনে শুদ্ধভাবে পিলার রোপনের (!) পথে কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না B-) B-)



চমৎকার পোস্ট মইনুল ভাই। আসলে সফলতা ব্যর্থতা তো মুদ্রার দুই পিঠের মতই। আর আমরা শুধুই সফল হতে চাই....... প্রকৃতি বা মহাকালের নিয়ম উল্টে যাবে যে!!

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আরে মহামহোপাধ্যায় বাবু, এতদিন পর!! :-B

কেমন আছেন?

আপনার মন্তব্যে এবার আমিও প্রেরণা পেলাম, ভাই!
অনেক ধন্যবাদ..... :)

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ডি মুন বলেছেন: কিন্তু প্রতিভাবান মানুষেরা ভালো প্রশাসক হতে পারেন না – এটি তাদের সাথে যায় না।


মাইক্রোম্যানেজার হিসেবে স্টিভ জবসের দুর্নাম আছে। প্রতিভাবানদের এসব দোষ থাকেই। কিন্তু ব্যর্থ না হলে এবং ব্যর্থতা থেকে শিক্ষা না পেলে স্টিভ জবসকে আজকে আমরা চিনতেই পারতাম না।


নিউজউইক ম্যাগাজিন যাকে ‘রাজনীতির কবি’ বলে অভিহিত করেছিল (এপ্রিল ১৯৭১), সেই বঙ্গবন্ধু জেনেছিলেন সফলতার জন্য দরকার আত্মবিসর্জন। তিনি বলতেন, “কীভাবে জীবন দিতে হয়, তা আমরা এতদিনে শিখে গেছি। কাজেই কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না।”


সফলভাবে ব্যর্থ হবার প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকতে পারে সফলতার বীজ।

ব্যর্থতার ভয় আমাদেরকে প্রচেষ্টা থেকে নিরুৎসাহিত করে। আমাদের অহংকার অল্পতেই আহত হয়। ছেড়ে দিই, না বুঝেই। ফিরে আসি ব্যর্থ হবার আগেই। ফলে নিজের ত্রুটি বা দুর্বলতা কোথায়, তা বুঝতে পারি না। নিজেকে জানার সুযোগ থেকে বঞ্চিত হই।


দারুণ সব অনুপ্রেরণামূলক কথা। :) কিছু কিছু ঘরের দেয়ালে(সেই সাথে মনের দেয়ালেও) সেটে রাখার মত।


পোস্ট প্রিয়তে নিলাম++++

প্রিয় মইনুল ভাইকে শুভেচ্ছা। :)




০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক সুন্দর করে লেখার বিভিন্ন অংশকে মূল্যায়ন করেছেন, আপনি, ডি’মুন। ভালো লেগেছে....

প্রিয়তে যেতে পেরে আমিও আনন্দিত.... :)
শুভেচ্ছা জানবেন :)

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোভাবে ব্যার্থ হতে চাই :(

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শুভেচ্ছা থাকলো, আপনার সঙ্গী হয়ে :)

ধন্যবাদ, কবি!

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

অন্তরন্তর বলেছেন:
চমৎকার পোস্ট মইনুল ভাই। পোস্টে ভাল লাগা।
একটু উল্টো করে বলি সফল হউন ব্যর্থতার মাঝে।
শুভ কামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



উল্টো হলেও সুন্দর হয়েছে কিন্তু ;)

ধন্যবাদ, অন্তরন্তর.......

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

কলমের কালি শেষ বলেছেন: অনেক দামী কথা ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




হাহাহাহা! তাই নাকি? দামের দরকার নেই ভাই, কামে লাগলেই আমি খুশি.... B-)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা! :)

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,




লাগসই একটি মন্তব্য করতে গিয়ে হলোনা । সফলতার সাথেই ব্যর্থ হলুম ।

এবার কি এই মন্তব্যটি সফলতা পাবে ??????????

শুভেচ্ছান্তে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কেন ভাই.... মন্তব্য দিতে সমস্যা হচ্ছে?

আমি তো আপনার স্বভাবসুলভ সুন্দর মন্তব্যটি সহিসালামতে পেলাম।

অনেক ধন্যবাদ :)

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোমতো ব্যর্থ না হলে নাকি সেখান থেকে পরিপূর্ণ শিক্ষা পাওয়া যায় না। অর্থাৎ নিশ্চিতভাবে এবং ষোলকলায় ব্যর্থ না হওয়া পর্যন্ত যেমন সমস্যার রকম বুঝা যায় না, তেমনি জেদও আসে না মনে। সফলভাবে ব্যর্থ হবার প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকতে পারে সফলতার বীজ।

দুঃসময়ে আপনার পোস্টগুলো রিফ্রেসার এর মতো কাজ করে !

অনুপ্রেরনাদায়ি পোস্ট টি তাই নিজের কাছেই রাখতে চাই ।

ভালো থাকুন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনুপ্রেরণা হয়েছে? বাহ্ খুশি হলাম... স্বপ্নচারী গ্রানমা!

আপনার শরীর এখন কেমন.... শরীর মনে পুরোপুরি সুস্থ হয়ে ওঠুন...


অনেক শুভেচ্ছা :)

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

খেলাঘর বলেছেন:

"বঙ্গবন্ধুকে ওয়াশিংটন, মহাত্মা গান্ধী এবং ডি ভ্যালেরা’র চেয়েও উচ্চতর স্থান দিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ফেনার ব্রকওয়ে (১৮৮৮-১৯৮৮) "

-শেখ সাহেব কি করেছেন, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে; উনি যা বলতেন, তা নিজে বুঝতেন কিনা সেটা বুঝার চেস্টা করছি।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



-হাহাহা, আমি জানতান এবিষয়টিতে আপনার দৃষ্টি পড়বে।

আপনার মনোভাবকে সম্মান জানাই। কিন্তু বঙ্গবন্ধুকে সমালোচনার ঊর্ধ্বে রাখুন ভাইজান... তারা যা করেছেন সেগুলো পরিমাপ করতেই কয়েক আমাদের জনম যাবে...

অন্তত দু’একজন নেতাকে রাজনৈতিক ক্যারিকেচার থেকে মুক্ত রাখা উচিত... দেশের কল্যাণেই



আন্তরিক মন্তব্যের অনেক ধন্যবাদ, প্রিয় সহব্লগার :)

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

বৃতি বলেছেন: “আবার চেষ্টা করুন - আবার ব্যর্থ হোন – ভালোভাবে ব্যর্থ হোন।”

সুন্দর পোস্ট :) ভালো লাগলো ভাইয়া।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বৃতিকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

নেক্সাস বলেছেন: আর কত ব্যর্থ হবো?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সফলতা না পর্যন্ত ;)


শুভেচ্ছা জানবেন, প্রিয় নেক্সাস....

অনেক দিন পর? :)

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

আরজু পনি বলেছেন:

আমি ব্যর্থ এমন হতাশার কথাই ভাবতে চাই না । তবে এটা সত্যি ব্যর্থতাই উঠে দাড়াতে সাহায্য করে।

দারুন পোস্ট ।

আপনার হাজারতম পোস্টে মন্তব্য করার আশা পোষণ করি ।

৮ম প্লাস ।।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আশাজাগানিয়া আরজুপনির মন্তব্য মানেই হলো বিরাট প্রেরণা পাওয়া।

আপনার মন্তব্য পড়ে গুণে দেখলাম.... দু’বছরে মাত্র ৯৪ পোস্ট :(

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন... প্রিয় সহব্লগার :)

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা +

পোস্ট আগেই পড়েছিলাম। মন্তব্য করা হয় নি।


ভালো থাকবেন সবসময় :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে :)

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

পাতি মাস্তান বলেছেন: অসাধারণ লিখেছেন জনাব আপনাকে +++++

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জনাব, আপনাকেও ধন্যবাদ :)

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: আমি মাইনুল ভাইয়ের মত ব্যর্থ হতে চাই ;)
কাজের পোস্ট । :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আরে, মাহমুদ লাকি সেভেন.... এতদিন পর!
কেমন আছেন, ভাইটি? ব্লগ দিবসের আয়োজন হচ্ছে তো?

‘কাজের পোস্ট’ কাজে লাগুক.... আর আমি ধন্য হই! :)

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

ব্লগার মাসুদ বলেছেন: পোস্টে ভালো লাগা সহ ++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনকে অনেক ধন্যবাদ :)

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোস্ট, ভাল লেগেছে। পোস্টে+++++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ঢাকাবাসীকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা.......

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

লিরিকস বলেছেন: :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শুভেচ্ছা লিরিকস....!

৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অশেষ ধন্যবাদ আপনাকে, প্রিয় হাসান মাহবুব...
শুভেচ্ছা জানবেন :)

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ক্রমাগত হতাশ হয়ে পড়ছিলাম , এই কারণেই এই লেখাটা পড়ে খুব ভালো লাগলো। শুভ ২০১৫ ।:)

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



লেখকের জন্য বিরাট পাওয়া এটি।

নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানবেন, রেজওয়ানা আলী তনিমা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.