নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

:::নিক্ষিপ্ত নক্ষত্র অথবা আরবিন আলেখ্য :::

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

‘আরভিন’ তার নাম হলেও বালকের পুরো নাম বিকট আকৃতির। বয়স দু বছর না হতেই এক খেলনা-পিয়ানো পেয়েছিলো হাতে। তাতেই সে পেয়ে যায় পিয়ানো শেখার হাতেখড়ি। হাঙ্গেরিতে জন্ম আর যুক্তরাষ্ট্রে বড় হওয়া এই বিস্ময় বালকের ঘটনাটি বিগত কোন বছরের এক সেপ্টেম্বরে পেয়েছিলাম ব্যবস্থাপনা সম্পর্কিত একটি পুস্তকে। পড়েছিলাম ব্যবস্থাপনা, কিন্তু পেয়েছিলাম জীবনের আলপনা।


ফিরে যাচ্ছি প্রডিজি বয় আরভিনের কথায়। তৃতীয় বছরে এ বালক তার খেলনা পিয়ানোতে সুর তুলে মা-বাবাসহ প্রতিবেশিকে একদিন মুগ্ধ করে দেয়। চতুর্থ বছরে সে তার সুরগুলো সঙ্গীতের সংকেতে লেখতে শুরু করে। চার বছরের বালকের এরকম দক্ষতার কথা শুধু নিকটবর্তীরাই বিশ্বাস করবে। দূরবর্তীদের কাছে তা ছিলো অকল্পনীয়।


যা হোক, জার্মানের ‘বার্লিন সিম্ফোনিতে’ আরভিন যখন পিয়ানো বাজানোর গৌরব অর্জন করে, তখন তার বয়স মাত্র বারো। একই বছরে তার সঙ্গীতজ্ঞ পিতা মৃত্যুবরণ করেন। পিতৃশোক কাটিয়ে এগিয়ে চলে আরভিন। পনেরো বছর বয়সে নরওয়ের মহামান্য রাজা ও রানির সামনে আরভিন পিয়ানো পরিবেশনের অভাবনীয় সুযোগ অর্জন করে। আরভিনের সঙ্গীত প্রতিভা তখন প্রায় সমগ্র বিশ্বে প্রচারিত। তার সুখ্যাতি ইউরোপ ছাড়িয়ে আমেরিকায় গিয়ে পৌঁছায়। বছর দুই পরে নিউ ইয়র্কের বিখ্যাত কার্নেগি হলে পিয়ানো পরিবেশন করে মার্কিনিদের তাক লাগিয়ে দেয় আরভিন। সঙ্গীতের তাত্ত্বিকরা ততদিনে আরভিনকে তুলনা করতে শুরু করেন কিংবদন্তী মোসার্টের (Mozart) সাথে। পুরো নাম আরভিন নিরেজিহাসা। বয়স মাত্র সতেরো।




কিন্তু হঠাৎ আরভিনের জীবনে কী ঘটে তা দূরবর্তী বা নিকটবর্তী কেউ বলতে পারে না। পঁচিশ না হতেই আরভিন লোকচক্ষুর আড়ালে চলে যায়। কিছুদিনের মধ্যে অবস্থা এমন হয়ে গেলো যে, আরভিন যেন পৃথিবীতে আসেই নি। অথবা আরভিন নেই। থাকলেও সঙ্গীতের সাথে তার কখনও পরিচয় ঘটে নি। পরিচয় ঘটলেও তা উল্লেখ করার মতো কিছু নয়। প্রায় ৭০০ কম্পোজিশনের শ্রষ্ঠা আরভিনকে মনে হলো, সে কোন দিন মঞ্চে ওঠে নি। সঙ্গীতের দোকানে নেই তার নাম। কারণ সেগুলো কখনও প্রকাশ পায় নি।


মানুষ কখনও বুঝতে পারলো না, বিশ্বকাঁপানো পিয়ানো-বিস্ময় কিশোর আরভিনের কী হলো! বিশ্বের সেরা পিয়ানো বাদকদের তালিকায় আরভিনকে পাওয়া যাবে না। খ্যাতিমান পিয়ানো বাদকেরা আরভিনকে চিনবেন না। প্রজন্মের পরিবর্তনে এক সময় আরভিনের কথা মানুষও ভুলে গেলো। বিষয়টি রহস্য হয়ে থাকলো অনেক বছর।





একদিন সানফ্রান্সিসকো’র (ক্যালিফোর্নিয়া) এক জীর্ণ হোটেলের সামনে এক বৃদ্ধকে দেখা গেলো পিয়ানোতে পুরান সুর তুলতে। রাস্তার পাশে বিনামূল্যে পিয়ানো বাজিয়ে শুনাচ্ছেন ৭৫ বছর বয়সী, যার নাম আরভিন! অকাল-পক্ক খ্যাতি পাবার ৫৫ বছর পর যখন জীবনের সব চাওয়া-পাওয়া শেষ, আরভিন তখন নিজের মূল্য উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন, পরবর্তি প্রজন্মের জন্য তার ৭০০ সুরের পিয়ানো কম্পোজিশনগুলো রেকর্ড করে রাখা চাই।


কী হয়েছিলো আরভিনের? সহজ এই প্রশ্নের সরল উত্তরটি হলো: আরভিন জীবনের ভার সহ্য করতে পারেন নি। অতি অল্প বয়সেই তিনি সব পেয়েছিলেন। ভক্তদের চাপ, অনাকাঙ্ক্ষিত প্রেম, জনতার প্রত্যাশা, সঙ্গীতের স্বভাবজাত আবেগের চাপ, খ্যাতির সাথে সংশ্লিষ্ট নিজস্ব কিছু যন্ত্রণা ইত্যাদি বিষয় আরভিন ঠিকমতো সামাল দিতে পারছিলেন না। মানসিক, শারীরিক ও আবেগিক ধারায় নিজেকে ধরে রাখতে পারেন নি আরভিন। ভারাক্রান্ত এই সঙ্গীতজ্ঞ মনে করেছিলেন, সবকিছু তাকে কেবল তাকেই মোকাবেলা করতে হবে। নিষ্ঠুর একাকিত্ব পেয়ে বসেছিল আরভিনকে। সমকালীন মনস্তাত্ত্বিকদের অভিমত।

(গল্পটি বন্ধ হওয়া পাবলিক ব্লগ থেকে স্থানান্তরিত)







['নিক্ষিপ্ত নক্ষত্র' পিয়ানো বাদক অখ্যাত আরভিনের দৃষ্টান্ত পড়ে এমনভাবে দগ্ধ হলাম যে, পরস্পর ঘটনাগুলো নিয়ে গল্পকারে লেখতে অনুপাণিত হলাম। মানুষের জীবন-যাত্রায় সাথে আরভিনের জীবনের অনেক মিল আছে। আরভিনের করুণ কাহিনী ভীষণভাবে নাড়া দিয়েছিলো সেদিন। আরভিন: জন্ম ১৯০৩ বুদাপেস্ট/হাঙ্গেরি;মৃত্যু ১৯৮৭ লসএন্জেলেস/যুক্তরাষ্ট্র। ]

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো আরভিনের চমৎকার এই গল্প । যদিও খ্যাতি অর্জন তার ক্ষেত্র অপ্রত্যাশিত ছিলনা । কিন্তু খ্যাতির চাপ এবং বিড়ম্বনা সে সইতে পারেনি । অনেকেই হয়ত তা পারেনা ।

সাতের বছর বয়সে যে সাতশো কম্পোজিশন করতে পারে, পুরো এক জীবন সাধনা করলে না জানি সে কত কম্পোজিশন করতে পারতো!

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ধন্যবাদ, প্রিয় মামুন রশিদ ভাই :)
খ্যাতিমানদের মধ্যে খুব কম সংখ্যাকদের মধ্যেই আত্মনিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায়। শুভেচ্ছা জানবেন....

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

ঢাকাবাসী বলেছেন: খ্যাতির বিড়ম্বনা, চাপ! অজানা তথ্য, ভালো লাগলো।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





প্রিয় ঢাকাবাসীকে অনেক কৃতজ্ঞতা.....

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক আরভিন আলেখ্যে।

যে কোন বিষয় উপস্থাপনায় আপনার দক্ষতা ইর্ষণীয়।

শুভকামনা মইনুল ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



খুব প্রেরণা পেলাম..... কবি দীপংকর চন্দ দাদা....

খুব ভালো থাকবেন.... :)

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৭

আবু শাকিল বলেছেন: আরভিন কে নিয়ে চমৎকার লেখা।

শুভেচ্ছা জানবেন মইনুল ভাই :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ, আবু শাকিল ভাই...... :)

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪২

প্রবাসী পাঠক বলেছেন: শিক্ষণীয় গল্প। খ্যাতির চাপ সহ্য করাটা কঠিন। যারা এই চাপ সহ্য করতে পারেন তারাই চূড়ান্ত সফল হন। নয়ত কালের গর্ভে হারিয়ে যায়।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//খ্যাতির চাপ সহ্য করাটা কঠিন। // হুম!

ধন্যবাদ.... প্রবাসী পাঠক ভাইজান! :)

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

সোহানী বলেছেন: মইনুল ভাই, বরাবরের মতই চমৎকার শেয়ারিং। খ্যাতির চাপ সহ্য করা কিন্তু বিশাল কিছু। সবাই যদি তা পারতো তাহলে দেশ অসাধারন মেধাবীতে ভরে যেত।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


খাঁটি কথা যুক্ত করেছেন..... সোহানী :)

এরকম মন্তব্যে প্রেরণা পাই....

কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন :)

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: অতি অল্প বয়সেই তিনি সব পেয়েছিলেন। ভক্তদের চাপ, অনাকাঙ্ক্ষিত প্রেম, জনতার প্রত্যাশা, সঙ্গীতের স্বভাবজাত আবেগের চাপ, খ্যাতির সাথে সংশ্লিষ্ট নিজস্ব কিছু যন্ত্রণা ইত্যাদি বিষয় আরভিন ঠিকমতো সামাল দিতে পারছিলেন না। মানসিক, শারীরিক ও আবেগিক ধারায় নিজেকে ধরে রাখতে পারেন নি আরভিন। ভারাক্রান্ত এই সঙ্গীতজ্ঞ মনে করেছিলেন, সবকিছু তাকে কেবল তাকেই মোকাবেলা করতে হবে। নিষ্ঠুর একাকিত্ব পেয়ে বসেছিল আরভিনকে। সমকালীন মনস্তাত্ত্বিকদের অভিমত।

দারুণ। চমৎকার শেয়ার।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন.... প্রিয় সুমন কর :)

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

সোহেল মাহমুদ বলেছেন: ঢাকাবাসী বলেছেন: খ্যাতির বিড়ম্বনা, চাপ! অজানা তথ্য, ভালো লাগলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




‘খ্যাতির বিড়ম্বনা’ .... হুম!

ধন্যবাদ আপনাকে, সোহেল মাহমুদ :)

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :( :( :( :(

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


:( :( :(


শুভেচ্ছা!

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

হাসান মাহবুব বলেছেন: অতিপ্রতিভা আসলে আশীর্বাদ না অভিশাপ ভাবার বিষয় বটে।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হুম.... ভাবার বিষয়!

ধন্যবাদ আপনাকে, হাসান মাহবুব ভাইজান :)

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

আমি তুমি আমরা বলেছেন: পৃথিবীতে শুধু আরভিন নয়, খুজলে আরো অনেক উদাহরনই পাওয়া যাবে যারা অল্প বয়সে পাওয়া খ্যাতিকে সামাল দিতে পারেননি। ব্যাপারটা দুঃখজনক।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ব্যাপারটা দুঃখজনক... সত্যিই!

ধন্যবাদ আপনাকে, আমিতুমিআমরা :)

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো প্রতিভাবান আরভিনের কথা পড়তে। আসলে সৃষ্টিশীল মানুষের ভেতরেও যে থাকে সীমাহীন ক্লান্তি, একাকীত্ব বা যন্ত্রনার বোঝা অথবা প্রত্যাশিত চাওয়াও অপ্রত্যাশিত ভাবে পূরণ হয়ে গেলে বেঁচে থাকাটাও বোঝা হয়ে যায়, অথর্ব হয়ে যেতে চায় মনটা !

শুভকামনা রইলো

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, অপর্ণা মম্ময় :)

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

জুন বলেছেন: আরভিনের মত কাছাকাছি অবস্থা ঘটেছিল এলভিস প্রেসলী, মাইকেল জ্যাকসনের হোম এলোন সিনেমার ম্যাকওয়ে কালিকিনের । অল্প বয়সেই খ্যাতি, আর তার চাপ সহ্য করা বোধহয় সত্যি কষ্টকর। তাইতে পরিনত বয়সের আগেই কেউ অস্বাভাবিক মৃতুকে বরন করেছিল কেউ বা মাদকের নেশায় হারিয়ে গিয়েছিল।
সত্যি দুঃখজনক আরভিনের জীবন মাইনুদ্দিন মইনুল ।
+

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


থেংকু, জুনাপা :)

খ্যাতির উচ্চতার ওঠার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আসে নিষ্ঠুর একাকীত্ব...



হোম এলোন-এর অ্যামি পুরস্কার বিজয়ী কালকিন ম্যাকুলে’র পরিণতি নিয়ে একটি প্রবন্ধ আছে ব্যক্তিগত ব্লগে

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

নেক্সাস বলেছেন: অনেক চমৎকার করে বর্ণনা করেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




কৃতজ্ঞতা, নেক্সাস :)

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,




একটি মেসেজ দিয়েছেন । খ্যাতির চাপ সহ্য করা খুব কঠিন । কারো সয় ...কারো সয়না ।
যারা এ ভার বইতে পারেন না তারাই নিক্ষিপ্ত নক্ষত্রের মতো নিঃশেষে মিলিয়ে যান ।

শুভেচ্ছান্তে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অনেক ধন্যবাদ আপনাকে, আহমেদ জী এস ভাইজান :)
শুভেচ্ছা আপনাকেও..........

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

কলমের কালি শেষ বলেছেন: দুঃখ পেলুম ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হুম.... দুঃখই পাবার কথা......

ধন্যবাদ, কলমের কালি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.