নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) কেন ব্লগিং করবেন
ব্লগিং করুন, নিজের চেতনা ও বিশ্বাসকে প্রকাশ ও পরীক্ষা করার জন্য। আমাদের কিছু বিশ্বাস শক্তি যোগায়, অধিকাংশই শক্তিকে রোধ করে! কিছু সংস্কার অস্তিত্বের কথা বলে, অধিকাংশই কুপমুণ্ডুক করে তোলে। কিছু ধারণা পথনির্দেশ হয়ে কাজ করে, অধিকাংশই বিভ্রান্তি সৃষ্টি করে। কিছু বিষয়ে আমাদের জ্ঞান পর্যাপ্ত, অধিকাংশ বিষয়েই আমরা জানি না। জানা ও না জানার মধ্যে উপযুক্ত সেতুবন্ধন এনে দেয় আত্মপ্রকাশের। আত্মপ্রকাশ না ঘটলে আত্মমূল্যায়ন হয় না। বিভিন্ন বয়সের বৈচিত্রময় রুচির বাঙালিকে নিয়ে গড়ে ওঠেছে বাংলা ব্লগ। আত্মপ্রকাশের সুপরিসর মাধ্যম! সবচেয়ে কার্যকর প্রেরণা পাওয়া যায় ব্লগ থেকে। ‘প্রাইসলেস প্রেরণা’ আসে সহব্লগারদের সাহচর্য্য থেকে। ব্লগ থেকে যে প্রেরণা পাওয়া যায়, রবীন্দ্র-নজরুল-শেইক্সপিয়র-ওয়র্ডসওয়র্থরাও তাতে হিংসা করতেন যদি বেঁচে থাকতেন। ব্লগিং করি সৃষ্টির জন্য। সমাজকে শুদ্ধতার পথে এগিয়ে নেবার জন্য।
২) কীভাবে ব্লগিং করবেন
ব্লগিং করার প্রযুক্তিগত বিষয় সম্পর্কে বলার আর কিছু নেই। টাইপিং আর ইন্টারনেট ব্যবহারের মৌলিক বিষয়গুলো জানা থাকলেই হয়। তাছাড়া, যে কোন ব্লগসাইটে গিয়ে নিবন্ধন করে লেখতে শুরু করা যায়। কেউ কেউ ফেইসবুকেও ব্লগিং জুড়ে দেয়। টুইটারে নিজের মনের কথা প্রকাশ করা যায় - ওটাও ব্লগিং। মাইক্রো ব্লগিং। নিজস্ব ব্লগসাইট থাকতে পারে ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেসে।
ব্লগিং করতে গিয়ে কী বিষয়ে লিখতে হবে, কীভাবে মন্তব্য করতে হবে এবিষয়ে ধারণা না থাকলে অবশ্য প্রযুক্তির দক্ষতা খুব কাজে আসে না। ব্লগিংয়ের ক্ষেত্রে লেখা ও মন্তব্য করা প্রায় সমান গুরুত্বের। বাকি থাকলো, লেখার বিষয় ও লেখার মান। সৃজনশীল লেখক হলে লেখার গুণগত মান ‘প্রেরণা’ থেকেই আসে। কবিতা, ছড়া বা গল্প লেখায় হাত থাকলে শুধু লেখে গেলেই সেটাকে এক প্রকার ব্লগিং বলা যায়। কিন্তু পাবলিক ব্লগে ভালো লেখার পাশাপাশি কিছু বেইসিক এটিকেটও মেনে চলতে হয়।
৩) সৃজনশীল লেখক না হলে কী করবেন
নিজের স্বাভাবিক আগ্রহ অনুসারে যে ধরণের লেখা ভালো লাগে, সেগুলোতে নিয়মিত দৃষ্টি দেওয়া যায়। কারও কবিতা ভালো লাগলে, তিনি একান্তই কবিতার প্রতি মনযোগ নিবদ্ধ রাখতে পারেন। কবিতা পড়ে কবিতায় মন্তব্য দিন। মন্তব্য দিন আন্তরিকভাবে – প্রকাশ করুন নিজের অনুভূতিকে। কবিতার অর্থ লেখক আর পাঠকের জন্য ভিন্ন হতেই পারে। নিঃসঙ্কোচে নিজের মন্তব্য দিলে সেটি হতে পারে আত্মপ্রকাশের প্রথম মাধ্যম। একই কথা গল্প, ছড়া, ট্রাভেলগ অথবা প্রবন্ধের ক্ষেত্রেও প্রযোজ্য। মন্তব্য থেকেই লেখক হবার প্রথম তালিম পাওয়া যায়, যদি সেটি আন্তরিক মন্তব্য হয়। আন্তরিক মন্তব্য দেবার প্রথম শর্তটি হলো, অন্যের লেখাকে আন্তরিকভাবে গ্রহণ করা।
৪) লেখার ‘বিষয়’ কোথায় পাই
লেখার জন্য চাই পর্যাপ্ত পড়া এবং জীবনকে দেখার সুযোগ। যারা স্ব স্ব জীবনের অধিকাংশই দেখতে পেরেছেন, তারা হাতে কলম নিলেই তা যেকোন এক প্রকার লেখা হয়ে যায়। কিন্তু এটি একমাত্র পথ নয়। বই/সংবাদপত্র পড়ার আগ্রহ থাকলে, প্রিয় বই/খবরটি পড়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করা যায়। কোন বিষয়ে ভালো ধারণা থাকলে, সেটি পোস্ট আকারে প্রকাশ করা যায়। কোন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণ করলে, তার বিবরণ লেখা যায়। দেখা সিনেমাটি মনে ‘দাগ কাটলে’ সেই দাগগুলো লেখায় ফুটিয়ে তোলা যায়। আজ একটি মজার/দুঃখের অভিজ্ঞতা হলো, সেটি নৈর্ব্যক্তিকভাবে লিখে রাখা যায়। নিজের বাস্তব অভিজ্ঞতা বা অনুভূতি সবসময়ই অন্যের জন্য কৌতূহলের বিষয়। নিজের দেখা সমাজ ও রাজনীতি ভালো ও মন্দ দিক নিয়ে বস্তুনিষ্ঠভাবে লেখে গেলে, সেটি হবে নাগরিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। মন্তব্যও এক প্রকার ব্লগিং। প্রাথমিক স্তরে থাকলে, নিজের পছন্দ মোতাবেক অন্যের পোস্টগুলো পড়া যায়। পড়ে সেখানে সুন্দর করে একটি প্রতিক্রিয়া রেখে আসা যায়। একটি মন্তব্য সংশ্লিষ্ট ব্লগারের পক্ষে একটি ‘ব্লগচিহ্ন’। ব্লগের কোন লেখা পড়ে তাতে আন্তরিক মন্তব্য দিলে একজন সুহৃদ বন্ধু লাভ করা যায়। তিনি আপনার মন্তব্যটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ে তাতে প্রতি-মন্তব্য দেবেন। এখান থেকে মৌলিক লেখার হাতেখড়ি পাওয়া যায়।
৫) মন্তব্য কীভাবে দেবো
মন্তব্য হবে মনের মতো। যেভাবে আপনার মন চায়, সেভাবেই দেবেন মন্তব্য। তবে কোন লেখা পড়ে নেতিবাচক মনোভাব সৃষ্টি হলে, সেখানে প্রতিক্রিয়া প্রকাশ না করাই হবে বিচক্ষণতা। প্রতিক্রিয়া করলে প্রতিপক্ষ সৃষ্টি হবে। প্রতিপক্ষ বানাবার মতো স্বার্থবাদী প্রয়োজনীয়তা ইন্টারনেটে কখনও সৃষ্টি হয় না। নেহায়েত আত্ম-অহংকারের বিষয়। তাই এবিষয়ে একটিই নীতি, কোন নেতিবাচক প্রতিক্রিয়া নয় – নো রিএকশন নীতি। পঠিত লেখাটি পুরোপুরি নেতিবাচক হলে, তাতে মন্তব্য না দেওয়াই উত্তম। আংশিক নেতিবাচক হলে, ইতিবাচক দিকটি নিয়ে মন্তব্য করা যায়। অন্যদের মন্তব্য পড়ে সংশ্লিষ্ট লেখক সম্পর্কে ধারণা হবে এবং মন্তব্য দেবার জন্যও নির্দেশনা মিলবে। এখানে একটু সতর্ক থাকতে হবে: অন্যের মন্তব্যের অনুকরণে নিজের মন্তব্যটি লেখা হবে বিপদজনক পদক্ষেপ। হিতে বিপরীত হতে পারে। অন্যের মন্তব্য দ্বারা সরাসরি প্রভাবিত না হয়ে লেখায় নিজস্ব অনুভূতি প্রকাশেই বেশি মনোযোগী হলে ভালো। অনেক সময় ব্লগারদের মধ্যে বিশেষ ইতিবাচক/নেতিবাচক সম্পর্ক থাকার কারণে তাদের বিশেষ মন্তব্য থাকতে পারে। তাই মন্তব্য অনুকরণে সাবধান!
৬) মন্তব্যের উত্তর না দিলে কী করা উচিত
সততার বিকল্প নেই। অনলাইনে সততার ভাবমূর্তি সৃষ্টি করলে তাতে লাভ ছাড়া ক্ষতির কিছু নেই। লেখার জন্যই যদি মন্তব্য দেওয়া হয়, তবে মন্তব্যের প্রতি-উত্তর না পেলে ক্ষতি কি? লেখার মানবিচারে মন্তব্য দিয়ে যাওয়াই হবে সততার পরিচয়। মন্তব্য না দেবার একমাত্র কারণ হতে পারে, লেখকের লেখাটি যথেষ্ট মানসম্পন্ন না হওয়া। এই যদি হয় মন্তব্যকারীর উদ্দেশ্য, তবে নতুন লেখকদের লেখাতেও দৃষ্টি দেওয়া উচিত। ভালো লাগলে অবশ্যই মন্তব্য দেওয়া উচিত। নতুন লেখকদেরকে প্রেরণা দেবার জন্য একটু পক্ষপাতিত্ব করা যেতে পারে। অর্থাৎ ভালো লেখার চেষ্টা করা হলেও, সেটিকে স্বীকৃতি দিয়ে মন্তব্য দেওয়া যেতে পারে। নতুন লেখকেরা মন্তব্যের যথাযথ উত্তর নাও দিতে পারেন। নতুন লেখক বলতে নতুন নিবন্ধিত লেখক বুঝাচ্ছি।
৭) নতুন নিবন্ধনকারী লেখকদের প্রতি কেমন আচরণ থাকা উচিত
নতুন নিবন্ধনকারী মানেই যে নতুন লেখক, তা কিন্তু নয়। নতুন নিবন্ধিতরা অনেক ভালো লেখকও হতে পারেন। হয়তো কর্মজীবনের ব্যস্ততা অথবা ব্লগ সম্পর্কে না জানার কারণে আসতে পারেন নি। ব্লগে নতুন হলেও তাদের লেখায় পরিপক্কতা থাকতে পারে। অন্যদিকে অনেক প্রাপ্তবয়স্ক এবং পুরাতন লেখকের লেখাও বালখিল্যতাপূর্ণ হতে পারে। কাউকেই তাচ্ছিল্যপূর্ণ বা অসম্মানজনক মন্তব্য করা উচিত হবে না। অন্যদিকে কমবয়সী লেখকের মধ্যেও থাকতে পারে প্রাপ্তবয়স্কের পটুতা। পুরোটাই জীবনবোধের ওপর নির্ভর করে। সকল অবস্থায় পোস্টের কনটেন্টসই হোক মান যাচাইয়ের মাধ্যম। ২০০৫ থেকে ২০১০ এর মধ্যে যারা ব্লগিংয়ে জড়িয়েছেন, অথবা যারা বিগত ৪/৫ বছর যাবত ব্লগিং করছেন, বয়সে কম হলেও তাদের অনেকে মন্তব্যে দুর্বিনীত বা অহংকারী হতে দেখা গেছে। এসব প্রবণতা নতুন ব্লগারদের আসা ও থাকার পরিবেশকে বৈরী করে তোলে।
৮) নিজের লেখায় প্রেরণাদায়ক/প্রাসঙ্গিক মন্তব্য পেলে কী করা উচিত
আন্তরিকভাবে এবং যথাসম্মানে ধন্যবাদ দেওয়া উচিত। মন্তব্যকারীর উদ্দেশ্য যা-ই হোক লেখকের জন্য এটি বিরাট পাওয়া। প্রকৃত লেখকের কাছে একটি মন্তব্য একটি প্রেরণা। অন্যের দৃষ্টিতে নিজেকে দেখা যে কতটা আনন্দের, সেটি ভালো লেখকমাত্রই বুঝতে পারেন। নিজের লেখায় অন্যের উপস্থিতিকে সম্মান করার মানে হলো মেহমানের সেবা করা। যথাসময়ে মন্তব্যের উত্তর দেওয়া উচিত এবং প্রতি-উত্তর হওয়া উচিত মন্তব্যের ক্রমানুসারে। ২০নম্বর মন্তব্যকারী যত গুরুত্বপূর্ণই হোক না কেন তিনি যেন ১২নম্বর মন্তব্যকারীর আগে উত্তর না পান। মন্তব্যের উত্তর দিতে দেরি হতে পারে, কিন্তু পরাম্পরায় যেন ভুল না থাকে। কেউ মন্তব্য দিতে শুরু করেও কিছু সময় বিরতি দিয়ে দিয়ে একেকজনের উত্তর দেন। পাঠক তার চতুরতা বুঝতে পেরে দুঃখ পান। পাঠকের মন ভাঙ্গা ব্লগ লেখকের জন্য কল্যাণকর নয়, কারণ এটি একটি ইন্টারএকটিভ ফোরাম। একদিন দু’দিন দেরি হতে পারে, অনলাইনে আসতে না পারলে মাসাধিকও দেরি হতে পারে। কিন্তু সময় নিয়ে একসাথে সকলের উত্তর দেওয়া এবং দেরিতে উত্তর দিলে দুঃখ প্রকাশ করা উত্তম স্বভাব।
৯) নিজের লেখায় পাঠকের পরামর্শ/সংশোধন পেলে কী করা উচিত
পরামর্শটি সঠিক না হলেও ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত কারণ, পাঠকের উদ্দেশ্য যা-ই হোক, সকলের কাছে এর অর্থ হলো লেখার মানউন্নয়ন করা। পাঠকের পরামর্শকে ভুল বলার আগে বিভিন্ন উৎস থেকে যাচাই করে নিতে হবে, সকল দৃষ্টিকোণ থেকে সেটি ভুল কিনা। পরামর্শটি একান্তই ভুল হলে, বিনীতভাবে এবং অল্প কথায় সেটি বলা যেতে পারে। সঠিক হলে তো কোন কথাই নেই, ঘুরিয়ে-পেঁচিয়ে কথা না বলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তবে যারা চোখ বন্ধ করে ইতিবাচক-নেতিবাচক সকল সংশোধন সম্মানের সাথে গ্রহণ করেন, তারা অনেক বিচক্ষণ।
১০) নিজের লেখায় তাচ্ছিল্যপূর্ণ/অসম্মানজনক/অপ্রাসঙ্গিক মন্তব্য হলে কী করা উচিত
‘নো রিএকশন নীতি’ মোতাবেক কিছুই করা উচিত নয়। (কারণ যতই লেখবেন, ততই ক্যাচাল বাড়বে। শেষে দেখবেন শারীরিকভাবে উপস্থিত হয়ে দু’একটা কিল-গুঁতো দেবার খায়েস জাগতেছে। কিন্তু সেটি তো সম্ভব নয়। অতএব, অহেতুক খায়েস জাগিয়ে লাভ কী!) অন্য লেখক/পাঠকেরাই তার মূল্যায়ন করবেন। অন্তরটা একটু বড় থাকলে ধন্যবাদ বা শুভেচ্ছাও দেওয়া যেতে পারে, কারণ তার একটি মন্তব্য মানেই লেখার জন্য একটি ইতিবাচক সাড়া। মন্তব্যকারীর অসম্মানজনক মন্তব্য প্লাস লেখকের ধন্যবাদ: এর যোগফল যায় লেখকের পক্ষে। প্রতিক্রিয়া দেখালে সেটি অন্য লেখকদের মনেও নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। সবচেয়ে ক্ষতিকর বিষয়টি হলো, এতে লেখকের ভাবমূর্তি নষ্ট হয়। একান্তই যদি ‘রিএকশন নীতি’ অনুসরণ করতে হয়, তবে সম্মানের সাথে ‘মাত্র একবার’ নিজের অবস্থান স্পষ্ট করা যেতে পারে। এরপর একাধিকবার মন্তব্য আসলেও আর উত্তর দেবার প্রয়োজন নেই। এসব বিষয় খেয়াল করেই প্রথম প্রতিক্রিয়াটি পরিপূর্ণভাবে দেওয়া উচিত।
১১) ব্লগসাইটের ব্যবস্থাপনায় বা সঞ্চালনায় অভিযোগ থাকলে কী করা উচিত
পাবলিক ব্লগ একটি সামাজিক ক্ষেত্র। বাস্তবিক জীবনে যেমন সমাজে আছে সমাজপতি আর মোড়ল, ব্লগেও তেমনি আছে। কুমিরের সাথে ঝগড়া করেও জলে বাস করা যায়। তবে কুমিরের মতো স্বভাব ও শক্তি থাকতে হয়। সেটি না থাকলে এবং ভবিষ্যতে মোড়ল হবার দুরারোগ্য ব্যাধি (মজা করে বললাম) না থাকলে, সংশ্লিষ্ট ব্লগসাইটের বিধি মোতাবেক কর্তৃপক্ষকে জানানোটাই উত্তম পন্থা। এ নিয়ে আরেকটি পোস্ট খরচ করার মতো মোড়ল ব্লগারও আছেন। তাদেরকে সেটি করতে দেওয়াই উত্তম। তবে মজার ব্যাপার হলো, ব্লগ কর্তৃপক্ষের বিপক্ষে পোস্ট দিলে তাতে প্রচুর হিট পাওয়া যায় এবং সহজেই বিখ্যাত হওয়া যায়। এসবের ভালো-মন্দ উভয় দিক আছে। ভালো দিকটি তাৎক্ষণিকভাবে আসে কিন্তু থাকে না। মন্দটি থাকে গোপনে অনেকদিন, চিরদিন। বিধিমোতাবেক জানাবার পরও কোন ফল না হলে এবং সমস্যাটি দুঃসহ ও সর্বজনব্যাপী হলে, সবকিছু মূল্যায়ন করে একটি পরিপূর্ণ পোস্ট দেওয়া যেতে পারে। সেটি অভিযোগ পোস্ট হিসেবে নয়, স্থায়ি এবং স্বয়ংসম্পূর্ণ প্রবন্ধ আকারে দেওয়া যেতে পারে। (৫ ডিসেম্বর ২০১৪)
উৎসর্গ: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪। ব্লগ ও ব্লগারের জন্য গতানুগতিক কিছু চিন্তাকণা উপহার হিসেবে নিবেদন।
------------------------------
ব্লগ ও ব্লগিং বিষয়ে সামু’তে প্রকাশিত আরও কয়েকটি পোস্ট:
ক. সংকলিত ব্লগ লেখার কৌশল
খ. ৩৯টি ব্লগিং অভিজ্ঞতা
গ. আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল
ঘ. লেখকের প্রতি পাঠকের আস্থা
ঙ. অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য
চ. ‘মন্তব্য’ নিয়ে সামু’র সহব্লগারদের মন্তব্য
ছ. ব্লগার হিসেবে মালালা ইউসুফজাই
জ. ভারচুয়াল পারসোনালিটি – একটি আলোচনা
ঝ. বাংলা ব্লগের সম্ভাবনা
--------------------------
‘কেন ব্লগিং করবেন’ শীর্ষক অনুচ্ছেদটি লেখকের অন্য একটি লেখা থেকে উদ্ধৃত।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে!
শুভেচ্ছা জানবেন
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫
তোমোদাচি বলেছেন: গবেষনা মূলক লেখা; সময় নিয়ে পড়তে হবে; সংগ্রহে রেখে দিলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন, প্রফেসর
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার একটি পোষ্টে প্রথম লাইক সহ প্রিয়তে।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে..... ইমতিয়াজ১৩
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
ডি মুন বলেছেন:
পাবলিক ব্লগে ভালো লেখার পাশাপাশি কিছু বেইসিক এটিকেটও মেনে চলতে হয়।
মন্তব্য দিন আন্তরিকভাবে – প্রকাশ করুন নিজের অনুভূতিকে।
নিঃসঙ্কোচে নিজের মন্তব্য দিলে সেটি হতে পারে আত্মপ্রকাশের প্রথম মাধ্যম।
মন্তব্য থেকেই লেখক হবার প্রথম তালিম পাওয়া যায়, যদি সেটি আন্তরিক মন্তব্য হয়। আন্তরিক মন্তব্য দেবার প্রথম শর্তটি হলো, অন্যের লেখাকে আন্তরিকভাবে গ্রহণ করা।
কোন নেতিবাচক প্রতিক্রিয়া নয় – নো রিএকশন নীতি। পঠিত লেখাটি পুরোপুরি নেতিবাচক হলে, তাতে মন্তব্য না দেওয়াই উত্তম। আংশিক নেতিবাচক হলে, ইতিবাচক দিকটি নিয়ে মন্তব্য করা যায়।
যথাসময়ে মন্তব্যের উত্তর দেওয়া উচিত এবং প্রতি-উত্তর হওয়া উচিত মন্তব্যের ক্রমানুসারে।
মজার ব্যাপার হলো, ব্লগ কর্তৃপক্ষের বিপক্ষে পোস্ট দিলে তাতে প্রচুর হিট পাওয়া যায় এবং সহজেই বিখ্যাত হওয়া যায়। এসবের ভালো-মন্দ উভয় দিক আছে। ভালো দিকটি তাৎক্ষণিকভাবে আসে কিন্তু থাকে না। মন্দটি থাকে গোপনে অনেকদিন, চিরদিন। বিধিমোতাবেক জানাবার পরও কোন ফল না হলে এবং সমস্যাটি দুঃসহ ও সর্বজনব্যাপী হলে, সবকিছু মূল্যায়ন করে একটি পরিপূর্ণ পোস্ট দেওয়া যেতে পারে। সেটি অভিযোগ পোস্ট হিসেবে নয়, স্থায়ি এবং স্বয়ংসম্পূর্ণ প্রবন্ধ আকারে দেওয়া যেতে পারে
সকালবেলা ব্লগে লগ ইন করতেই মইনুল ভাইয়ের দিক নির্দেশনামূলক পোস্ট, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।
পুরো লেখাটাই এক কথায় অসাধারণ। তবে এই পোস্টের শুরুটা অর্থাৎ প্রথম প্যারাটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। প্রত্যেকটি শব্দ, বাক্য ভালো লেগেছে। সার্থক উপস্থাপনা/ভূমিকা যাকে বলে।
পোস্টে উল্লিখিত অনেককিছুই মেনে চলা হয়, আবার অনেক বিষয়ে আরো নজর দিতে হবে। নিজেকে আরো সংযত ও সহনশীল করতে হবে।
নতুন পূরাতন যে কেউ এই পোস্টটি থেকে উপকৃত হবেন বলে আশাকরি।
প্লাসসহ প্রিয়তে++++
শুভসকাল মইনুল ভাই
ভালো কাটুক সারাদিন
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ডি মুন আপনার স্বভাবজাত আন্তরিক ও বিশ্লেষণী মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। এবারও তার ব্যতিক্রম হয় নি।
বাংলা ব্লগ হোক স্বদেশপ্রেমে উজ্জীবিত.... এরকম আশা থেকেই প্রকাশ করে যাচ্ছি আদর্শ ব্লগের স্বপ্নগুলো....
আপনাদের মতো প্রতিশ্রুতিশীল লেখকেরাই পারেন বাংলা ব্লগের নতুন গতিপথ নির্ধারণ করতে।
অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন....
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
শাহরীয়ার সুজন বলেছেন: বাহ...ব্লগিং বিষয়ে অনেক কিছু শিখে ফেললাম। ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ...
শুভেচ্ছা জানবেন
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২
জুন বলেছেন: ব্লগ সম্পর্কে ধারণালাভের জন্য গুরুত্বপুর্ন পোষ্ট
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জুনাপা, থেংকু
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ উপকারী পোস্ট।
প্রিয়তে রাখলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থ্যাংকস
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: লেখাটিকে একটি 'ব্লগিং গাইডলাইন' হিসেবে বিবেচনা করা যায় । ব্লগিংয়ের জরুরী সবগুলো ব্যাপার সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছেন ।
মন্তব্য থেকেই লেখক হবার প্রথম তালিম পাওয়া যায়, যদি সেটি আন্তরিক মন্তব্য হয়। আন্তরিক মন্তব্য দেবার প্রথম শর্তটি হলো, অন্যের লেখাকে আন্তরিকভাবে গ্রহণ করা।
উপরের কথাটি শতভাগ সত্য ।
শীতের মিষ্টি সকালের শুভেচ্ছা মইনুল ভাই ।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, জনাব মামুন রশিদ ভাই
অফিস থেকে ফিরে মন্তব্যের উত্তর লিখছি.....
শীতের মিষ্টতা না থাকলেও আছে সন্ধার স্নিগ্ধতা....
তা দিয়েই আপনাকে শুভেচ্ছা জানাই
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
আবু শাকিল বলেছেন: ব্লগ সম্পর্কে জানার জন্য চমৎকার ।
মামুন ভাইয়ের সাথে একমত।
" লেখাটিকে একটি 'ব্লগিং গাইডলাইন' হিসেবে বিবেচনা করা যায় । ব্লগিংয়ের জরুরী সবগুলো ব্যাপার সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছেন ।"
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ এবং শুভেচ্ছা, আবু শাকিল ভাই
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
ইছামতির তী্রে বলেছেন: 'ব্লগিং ম্যানুয়াল'।
খুব ভাল লিখেছেন। আমাদের অনেকের উপকারে আসবে এটি।
স্বচ্ছ, সুন্দর এবং মননশীল ব্লগিং পরিবেশ কামনা করি।
ভাল থাকবেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেকের উপকারেই আসলেই আমি খুশি....
ধন্যবাদ আপনাকে, ইছামতির তীরে..
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের নতুন নিবন্ধিত ব্লগাদের জন্য এ রকম একটি শিক্ষামূলক পোষ্ট দেওয়ার জন্য।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
সুমন কর বলেছেন: ব্লগিং করার জন্য এ পোস্টটি সকলের পাঠ করা অাবশ্যক।
অতি প্রয়োজনীয় একটি পোস্ট দেবার জন্য মইনুল ভাইকে অশেষ ধন্যবাদ।
প্লাস সহ প্রিয়তে।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, সুমন কর....!
বিজয় দিবসের শোভাযাত্রায় আপনাদের অনেককেই খুঁজলাম....
পেলে আনন্দ আরও জমতো....
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি পোস্টে অনেক অনেক ভাল লাগা জানিয়ে গেলাম
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, লায়লা আপা
ভালো থাকুন এই শীতে!
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
ঢাকাবাসী বলেছেন: খুবই সুন্দর দরকারী শিক্ষনীয় একটা পোস্ট, লেখককে ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঢাকাবাসীকেও অনেক ধন্যবাদ......
ভালো থাকবেন
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
আলম দীপ্র বলেছেন: চমৎকার শিক্ষণীয় পোস্ট । শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা ।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহাহা! শিক্ষক না, শিক্ষামন্ত্রী! (পদবি ভুলে গেলে কিন্তু পদত্যাগ করবো! )
ধন্যবাদ আপনাকে, দীপ্র
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
এনামুল রেজা বলেছেন: সাস্থ্যকর পোস্ট মইনুল ভাই।
ব্লগিং এর সময় এসমস্ত বিষয়ের সবটা মাথায় রেখে যদি কাজ করা যায়, ব্লগারের উৎসাহ, সৃজনশীলতা কিংবা সততা সব কিছুই গতী পাবে।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘স্বাস্থ্যকর পোস্ট’....... হাহাহাহা!
সবার ব্লগীয় স্বাস্থ্য ভালো থাকুক.... এই আমি চাই।
আপনাকে পেয়ে খুশি হলাম, এনামুল রেজা
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
চিরতার রস বলেছেন: ওয়াউ
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকে পাওয়া তো ভাগ্যের বিষয়, জনাব চিরতার রস!
আপনারা না থাকলে নতুনেরা পথ পাবে কীভাবে?
ধন্যবাদ ও শুভেচ্ছা
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
কৌশিক বলেছেন: অসাধারণ!
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একমাসে ১০৫ পোস্ট....মে ২০০৭
কে দিয়েছেন? ব্লগার কৌশিক
সেরা দশ হিট ব্লগারের মধ্যেও ব্লগার কৌশিকের নাম!
কী তুখোড় ব্লগিংয়ে আপনার জড়িয়েছিলেন একেকজন... আপনার সেদিনের কথার সাথে মেলাতে চেষ্টা করলাম।
নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনাদের সময়ের ব্লগিং ছিলো অনেক আনন্দময় ও রোমাঞ্চকর....
বেনামী থাকার মধ্যে আরেকটি মজা আছে....
মন্তব্যের জন্য ধন্যবাদ, কৌশিক ভাই
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১
তুষার কাব্য বলেছেন: দারুন একটা পোস্ট..ব্লগিং নিয়ে যাদের আগ্রহ বিশেষ করে যারা নতুন তাদের জন্য তো পথ প্রদর্শকের কাজ করবে...শুভকামনা ভাই....
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, তুষার কাব্য
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩
কলমের কালি শেষ বলেছেন: অনেক চমৎকার চমৎকার বিষয় লেখায় উঠে এসেছে। ++++++
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০
আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,
একটি "মইনুলীয়" লেখা ।
বরাবরের মতোই গোছানো, বক্তব্য সমৃদ্ধ । প্রতিটি উপপাদ্যই নিজস্ব ঢংয়ে সয়ম্বরা ।
শুভেচ্ছান্তে ?
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//একটি "মইনুলীয়" লেখা।//
হাহাহা! এটি আবার জন্য বিশাল পাওয়া......
ধন্যবাদ, আহমেদ জী এস ভাইজান......
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
অথৈ শ্রাবণ বলেছেন: আমার মত নতুন ব্লগারের জন্য খুবই কাজের পোস্ট ।
ভালো থাকবেন ভাইয়া ।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থেংকু...... অথৈ
অথৈ ভালোবাসা জানবেন
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অন্তর্জালের বিভিন্ন দিক সম্পর্কে আপনার লেখা ভীষণ শিক্ষণীয় আমার নিজের ক্ষেত্রে।
অনেক অনেক ভালো লাগা জানবেন।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, আমার প্রিয় কবি দীপংকর চন্দ....
শুভেচ্ছা আপনার জন্যও...
২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯
সোহানী বলেছেন: হুম... কথা ঠিক.......... সাথে ++++++
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থেংকু...... সোহানী আপু
২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
এমএম মিন্টু বলেছেন: পোষ্টে প্লাস++++++++++++
এবং প্রিয়তে
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অশেষ ধন্যবাদ আপনাকে, এমএম মিন্টু
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!!
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
স্নিগ্ধ শোভন..... আপনার শুভ কামনার সুফল দেখেছি......
ভালোবাসা জানবেন
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
হামিদ আহসান বলেছেন: দরকারী এবং শিক্ষণীয় একটি পোস্ট।
বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা মইনুল ভাই।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় হামিদ আহসান ভাই, সেদিন আপনাকে দেখে ভালো লাগলো....
আড্ডা দেবার সুযোগ হলো না.....
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা।।
ভালো থাকবেন সবসময়
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা
২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
নিমচাঁদ বলেছেন: উপরে সবাই সব কিছু এসে বলে গেছেন ।এখন আর বেশী কিছু বলার নেই ।
এটি একটি স্বয়ং সম্পূর্ণ ব্লগিং ম্যানুয়েল ।নতুন ব্লগার রেজিষ্ট্রেশনের সাথে সাথে এটি তাকে মেইলে পাঠানো যেতে পারে।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ....... ওয়াও কত বড় প্রশংসা!
নিমচাঁদ ভাই...... আপনি এমন চমৎকার একটি ব্যক্তি সেটি অন্তর্জালে কিছুই বুঝা যায় না..... দেখা হয়ে যা পেলাম....
মনে থাকবে সেদিনের ‘এক চিমটি সন্ধার’ কথা
৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩
আরজু পনি বলেছেন:
আপনার বক্তব্য শুনলাম কিন্তু পরে যখন কথা বলতে গেলাম তখন আর দেখা পেলাম না ।
প্রোপিকের চেয়ে আরো কম বয়সী লাগছিল আপনাকে
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি খুঁজলাম অনেককেই.... পেলাম মাত্র কয়েকজনকে
‘কম বয়সী’..... তাই নাকি? আশা করছি এটি একটি প্রশংসা
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, আরজুপনি
৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
পার্থ তালুকদার বলেছেন: শিক্ষামূলক পোস্ট। অনেক ভাল লাগলো।
নতুন আর পুরাতন সবার জন্যই উপযোগী।
ধন্যবাদ মইনুল ভাই।
পোস্ট প্রিয়তে ---------
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, পার্থ তালুকদার
৩২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আত্মপ্রকাশ না ঘটলে আত্মমূল্যায়ন হয় না।
পুরোপুরি সহমত মইনুল ভাই। ++
জানা ও জানানোর ব্ল্যাক বোর্ড নয়,
অনন্ত বোর্ড হল এই ব্লগ মাধ্যম !
আপনার জন্য ভালোলাগা সব সময়।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//জানা ও জানানোর ব্ল্যাক বোর্ড নয়,
অনন্ত বোর্ড হল এই ব্লগ মাধ্যম! //
-ওয়াও!!!!!
থ্যাংস.... স্বপ্নচারী!
৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৮
এমএম মিন্টু বলেছেন: এখানে একটি ক্লিক করুন
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ
৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
প্রামানিক বলেছেন: খুব মূল্যবান একটি শিক্ষণীয় পোস্ট।
শুভেচ্ছা মইনুল ভাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, ছড়াকার প্রামানিক ভাই....
আপনাকে নিয়মিত দেখতে পেয়ে আনন্দিত...
আপনার সুন্দর ছড়াগুলো এখানে প্রকাশিত হবার দাবি রাখে!
৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
খেলাঘর বলেছেন:
ব্লগিং গাইডলাইন
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, প্রিয় সহব্লগার
৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০
আরজু পনি বলেছেন:
প্রশংসাতো বটেই ।
নিন্দা করিনি এব্যাপারে নিশ্চিত থাকুন ।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
....কিন্তু তাতে যে আমি নিশ্চিত আপনি সেটা জানেন কিনা সেজন্যই জিজ্ঞেস করলাম
আবার এসে আবারও ‘হেসে যাবার’ জন্য থ্যাংকস!!!!
৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
সকাল রয় বলেছেন:
দাদা ব্লগ নিয়ে আবারও দারুন একটা পোস্ট দিলেন। অনেক ভালোলাগা
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবি সকাল রয়কে অনেক ধন্যবাদ... আন্তরিক মন্তব্যের জন্য
৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
লিরিকস বলেছেন: পরে পড়ে নেব ভাইয়া।
আপনি ভালো আছেন তো?
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, লিরিকস!
ভালো আছি.... শুধু শীতটা একটু বেড়েছে....
৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
সাজিদ উল হক আবির বলেছেন: যদিও প্রথম প্যারাটা ছিল আমার প্রশ্নের প্রত্যুত্তরে - কেন ব্লগিং করবো সে সংক্রান্ত- কিন্তু পুরো লেখাটিই ছিল দুর্দান্ত বিশ্লেষণধর্মী এবং শিক্ষামূলক।
অনেক ধন্যবাদ মাইনুল ভাই। শুভেচ্ছা আপনার শ্রমসাধ্য পোস্টে।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আবিরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা....
৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
লিরিকস বলেছেন: শুভেচ্ছা। শুভেচ্ছা।
অনেক।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো থাকুন..... লিরিকস!
৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুন ব্লগারদের জন্য এই পোষ্টটি ভীষন গুরুত্বপূর্ন একটি পোষ্ট হবে।
আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি বিষয়ে লেখার জন্য।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... সাংঘাতিক আনুষ্ঠানিক একটি মন্তব্য দেবার জন্য আপনার প্রতি অতিশয় কৃতজ্ঞ
৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
অন্ধবিন্দু বলেছেন:
মাঈনউদ্দিন মইনুল,
যথাবিহিত সম্মান পূর্বক নিবেদন এই যে, দয়া করে গাছের গোড়ায় পানি ঢালুন। আই-ওয়াশ জাতীয় পোস্ট দিয়ে কাজ হবে-নে...
ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনের কথা শুনতে আমি অধিক ভালোবাসি। আর ভালোবাসি অন্ধবিন্দুর মন্তব্য। অনেক ধন্যবাদ....
আপনার ভারি মন্তব্যের সম্মানে একাধিক উত্তর দিতে হলো.... বেছে নিন প্রয়োজনমতো:
ক) এমা.... আমি তো গোড়াতেই পানি দিলাম.... আপনার বুঝি লাগে নি? [তবে কি আপনি আগায় বাস করেন?]
খ) উদাস কৃষকের মতো পানি দিয়ে যাচ্ছি.... আজকাল আগা-গোড়া সবজায়গাতেই পানি দরকার....
গ) ভাইজান, যারা গাছ লাগায় অথবা গাছ কাটেন, তারাই পানি দেবেন.... আমি ব্লগ লিখছি শুধু....
৪৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
আরজু মুন জারিন বলেছেন: মইনুল ভাই আমি পড়ে ই যাচ্ছি আপনার পোষ্ট।আমার জন্য দিকনির্দেশনা মনে হচ্ছে। আর আপনার মতই ।লেখা, বক্তব্য সবসময় চমৎকার গোছানো।
অনেক ধন্যবাদ এই ভাইটিকে।শুভেচ্ছা রইল নুতুন বছরের।ভাল থাকুন।
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকে অনেকদিন পর পেয়ে আনন্দিত....
মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা
৪৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯
অন্ধবিন্দু বলেছেন:
উত্তর প্লাসায়িত। তিনখানা-ই হজম করে নিলুম
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্লাসায়িত উত্তর দিতে পেরে আমি আনন্দিত....
সবার সাথে এমন উত্তর দিয়ে মজা পাই না যতটুকু আপনার সঙ্গে পাই
৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
রিবেল মনোয়ার বলেছেন: সমৃদ্ধ হলাম। এ ধরনের পোস্ট আরও বেশি চাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগ নিয়ে আর অনুসন্ধান করতে চাইলে ‘এসব পোস্টে ’ দৃষ্টি দিতে পারেন.....
৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
মৃদুল শ্রাবন বলেছেন: স্টিকি মোবারক
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইহা কী কহিলেন.... মৃদুল ক্যাপ্টেন?
ভালো থাকিবেন... দু’জনেই
৪৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
রাজিব বলেছেন: বাংলা ভাষায় ব্লগিং সম্পর্কে আমার দেখা অন্যতম সেরা পোস্ট। অনেকেই মনে করেন ফেইসবুকের চাপে ব্লগের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশে। কথাটা হয়তো কিছুটা সত্য কারণ আমার নিজের ফেইসবুক প্রফাইলে এখন ১০৫০ জন আছেন ফ্রেন্ড লিস্টে আমাকে ফলো করছেন ৭৩ জন। সেই ধরনের ব্লগে নেই এবং ব্লগে সম্ভবও নয়। তবে ব্লগের দরকার না ফুরিয়ে বলবো আগের থেকে অনেক বেড়েছে। বড় পোস্ট ফেইসবুকে মানুষ পড়তে চায়না দিতে চায়না।
আর তথ্য দেবার জন্য ব্লগ এখনো সেরা মাধ্যম। ফেইসবুকে তথ্য খুঁজে পাওয়া খুবই ঝামেলার। ব্লগে লেখা পড়তে বেশ আনন্দ লাগে। ব্লগকে বাচিয়ে রাখার জন্য আমাদের অনেককেই মিলিতভাবে চেষ্টা করতে হবে।
ব্লগ নিয়ে আমার ৭ টি লেখা
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রাজিব ভাই.... দারুণ বলেছেন.....সহমত!
আপনার লিঙ্কে ক্লিক করে বেশ ইন্টারেস্টিং কিছু টাইটেল পেলাম...
নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং দরকারি...
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
শাহ আজিজ বলেছেন: লেখার বিপরীতে উত্তর, তর্ক বিতর্ক ও আলোচনা কিন্তু ব্লগের প্রান। শুধু ধন্যবাদ দিয়েই খালাস নয়। আমাদের ব্লগিং এর ইতিহাস খুব দীর্ঘ নয় তবু এই প্লাটফরমের দিকে তাকালে আমরা দেখব লেখকের সংখ্যা বেড়েছে কিন্তু ফাটানো আলোচকের সংখ্যা বাড়ছে না। ব্লগিং এখন নির্দিষ্ট কোন বিষয়ে আটকে নেই । এর পরিধি বিশাল হয়েছে কি বাংলাদেশে কি বিদেশে। যারা লিখছেন তারা মাঝে মধ্যেই ঢু মারবেন বিদেশের ব্লগ গুলিতে। লিস্ট অফ ইন্টারন্যাশনাল ব্লগ টাইপ করে গুগল থেকে পেয়ে যাবেন হাজার হাজার লিঙ্ক। কদিন লক্ষ করে দেখবেন ওরা কি লিখছে , আলোচনা কিভাবে এগুচ্ছে আর মালটি ন্যাশনাল ব্লগাররা দেশ কাল পাত্র ভেদে কিভাবে লীন হচ্ছে একটি বিষয়ে।
ইন্টারনেট আমাদের অবারিত সুযোগ এনে দিয়েছে দুনিয়াকে দেখার চেনার উপভোগ করার।
নিজেকে আপডেট করুন ।
ধন্যবাদ মাইনুদ্দিন ।
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//ইন্টারনেট আমাদের অবারিত সুযোগ এনে দিয়েছে দুনিয়াকে দেখার চেনার উপভোগ করার। ... নিজেকে আপডেট করুন।//
-মনে ধরেছে!
অনেক ধন্যবাদ শাহআজিজ ভাই!
৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
শোভন মোস্তাফিজ বলেছেন: লেখাটি পড়ে নয়াব্লগার হিসেবে সাহায্যপুষ্ট হলাম।
ধন্যবাদ
০২ রা মে, ২০১৬ রাত ১১:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। কীভাবে যেন আপনার মন্তব্যটি নিরুত্তর থেকে গেলো, আজ দেখতে পেলাম। অনেক দুঃখিত।
ভালো থাকবেন, শোভন মোস্তাফিজ
৫০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩
নুর ইসলাম রফিক বলেছেন: বিশেষ করে আমাকে এই লেখা থেকে শিক্ষা নেওয়া উচিত হলে আমি মনে করি।
তবে মজার ব্যাপার হলো, ব্লগ কর্তৃপক্ষের বিপক্ষে পোস্ট দিলে তাতে প্রচুর হিট পাওয়া যায় এবং সহজেই বিখ্যাত হওয়া যায়। এসবের ভালো-মন্দ উভয় দিক আছে। ভালো দিকটি তাৎক্ষণিকভাবে আসে কিন্তু থাকে না। মন্দটি থাকে গোপনে অনেকদিন, চিরদিন।
আমি সম্ভবত তারই ভোক্ত ভুগি এই পোষ্টার জন্য "এখানে আপনাদের বিশাল দুর্বলতা,আর সামুর আছে বিশাল ক্ষমতা"
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার পোস্টে গিয়ে দেখলাম...
বিরাট বিষয়ের বিরাট প্রশ্ন রেখেছেন....
ব্লগিং শুভ হোক!
অশেষ ধন্যবাদ
৫১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৬
পাগলা বস বলেছেন: কোন পয়েন্ট বাদ দিয়ে কোনটার প্রসংশা করব !! প্রতিটি পয়েন্টই অসাধারন হয়ছে , দুই একটা পোষ্ট দিয়েই উৎসাহ হারিয়ে ফেলছিলাম , এখন সবচেয়ে বড় কথা অনেকদিন পর ব্লগে লেখার অনুপ্রেরণা পেলাম , ধন্যবাদ ভাইজান
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভ ব্লগিং!!
৫২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০২
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম এবং প্রিয়তে নিলাম ।ভাল থাকুন ।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ
৫৩| ০২ রা মে, ২০১৬ রাত ১০:৫৫
রাঙা মীয়া বলেছেন: চমৎকার ও অসাধারন একটা লেখা পড়লাম। ব্লগারদের জন্য অবশ্য পাঠ্য । সারা বছর এই পোস্ট স্টিকি করা হোক
০২ রা মে, ২০১৬ রাত ১১:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, রাঙা মীয়া
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৯
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর এবং খুবয় উপকারী একটি পোষ্ট ।
পোষ্ট প্রিয়তে রাখলাম ।
পোষ্টটি কৃতপক্ষ স্টিকি করলে সকল ব্লগারের জন্য ভাল হতো ।