নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম উপায়ে হাসুন ৪: দার্শনিক হলেন সেই ব্যক্তি...

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০







দার্শনিক হলেন সেই ব্যক্তি, যিনি সন্ধাবেলা রাস্তা থেকে একটি ‘পথশিশুকে’ দেখে দয়াপরবশ হয়ে তুলে নিলেন নিজ বাসায়। আবেগপ্রবণ হয়ে গদগদ কণ্ঠে স্ত্রীকে বললেন, “ওগো, দেখো ছেলেটিকে আমি রাস্তায় পেলাম। দেখো, কত অসহায় ছেলেটি!” দার্শনিক শব্দটির সংজ্ঞা তার মধ্যে আরও শক্তভাবে আরোপিত হয়, যখন তার স্ত্রী দু’একটি অতিপ্রচলিত ‘মিনসে টাইপের’ গালি দিয়ে তাকে বলেন, “আহ, মরণ! এতো তোমারই ছেলে। তুমি রাস্তায় কীভাবে পেলে! তুমি কি কখনও তোমার সন্তানদের চিনবে না?”



দর্শন হলো বুদ্ধিমত্তা সহকারে জীবনের দুঃখকে বেছে নেবার বিদ্যা। দার্শনিক হলেন সেই ব্যক্তি, যিনি জীবনের মানে অনুসন্ধান করতে গিয়ে নিজের সংসারের মানেটাই গেলেন ভুলে। অথবা জীবন সম্পর্কে খবর বের করতে গিয়ে তারা নিজেই ‘খবর’ হয়ে গেলেন।





শ্রোতার শুনতে পারা বা বুঝতে পারাটা আপেক্ষিক ব্যাপার। তারা কেবল হুঁ-হাঁ করে যেতে পারলেই হয়। সেটিও না পারলে, নিশ্চুপ থাকা আরও উত্তম। তাতে বক্তার কিছু যায় আসে না। দার্শনিক হলেন তিনি, যিনি অন্যের ঘুমের মধ্যেও নিরবচ্ছিন্নভাবে কথা চালিয়ে যেতে পারেন। অর্থাৎ শুনানোটাই বড় বিষয় নয়, বলতে পারাটাই মুখ্য। ব্লগীয় রীতিতে বলা যায়, পাঠক পাওয়াটাই বিবেচ্য নয়, প্রকাশিত পোস্ট/বইয়ের সংখ্যা বৃদ্ধি করতে পারাটাই অগ্রগণ্য।



অথচ নিজেদের দুর্বলতা বুঝতে পারেন তারা সকলের আগে। হয়তো একদিন আপনার কাছে স্বীকার করলেন, ‘আমার মুখটি যেন প্যান্টের জিপার। যতক্ষণে বুঝতে পারলাম এটি খোলা, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে!’





অন্যের কাছে ধার পরিশোধের ক্ষেত্রে দার্শনিকেরা বরাবরই পিছিয়ে। সক্রেটিসের কথা খেয়াল আছে? হেমলক পান করার পর তার মনে পরলো যে, প্রতিবেশীর কাছে তার একটি মুরগি দেনা আছে। রহস্যটি হলো ঠিক এরকম: ‘যদি মনে করেন, আপনি বাঁচেন বা মরেন তাতে কারও কিছু যায় আসে না, তবে ধার আটকে দিতে শুরু করুন।’ অর্থাৎ দেনা পরিশোধে বিলম্ব করুন। দেখুন, আপনার শুভাকাঙ্ক্ষী কীভাবে বেড়ে যায়!





দার্শনিক হলেন সেই ব্যক্তি, যিনি সবকিছুকে আলাদাভাবে দেখতে এবং দেখাতে ভালোবাসেন। যেমন ধরুন সিগারেটের কথা। তিনি বললেন, ‘সিগারেট হলো কাগজ দিয়ে মোড়ানো কয়েক চিমটি তামাক, যার এক পাশে থাকে আগুন, অন্য পাশে এক বোকা।’ অথবা বললেন, ‘পায়ুপথে বায়ু বের হয় না যারা বলে, তারা আসলে তপ্ত বায়ুতে পূর্ণ একেকটি প্রাণী।’ (আহা, গ্যাস্ট্রিকের রোগীর জন্য এটি কতই না সত্য!) অথবা একটি সাদামাটা বিষয়কে গম্ভীর করে দিয়ে গম্ভীরতর কণ্ঠে তিনি হয়তো বলে ওঠলেন, ‘অনেক মানুষ কাজ পাবার পর আর কাজ খুঁজে না।’ অথবা বলে ওঠলেন, ‘চিরকুমার হলেন সেই ব্যক্তি, যিনি একই ভুল একবারও করেন নি।’





দার্শনিকেরা যেমন হালকা বিষয়কে গম্ভীর করে তোলেন, তেমনি গম্ভীর বিষয়কে করে তোলেন আপত্তিজনকভাবে হালকা। জীবন কত রহস্যময় এবং গভীর তত্ত্বে পরিপূর্ণ, তাই না? অথচ জীবন সম্পর্কে তিনি বলে ওঠলেন, ‘জীবন যেন এক রোল টয়লেট পেপার: যেমন দরকারি, তেমনি দীর্ঘ!’





দার্শনিক হলেন সেই ব্যক্তি, ঘটনার গভীরে যার দৃষ্টি। ধরুন, কোন যুবক এসে তাকে জিজ্ঞেস করলেন,

-স্যার, একটি বিষয় আমি বুঝি না। ছেলে এবং মেয়ে একসাথে ঘুমালে কেন তাতে অন্যেরা আপত্তি করে?

-মেয়ে আর ছেলে একসাথে ঘুমালে কিছুই হয় না এবং আমি তাতে আপত্তি করার কিছুই দেখি না।

-তবে অন্যেরা কেন সেটিকে মেনে নেয় না? সমস্যাটি আসলে কোথায়? যুবকের প্রশ্ন।

-সমস্যা হলো যুবকদের নিয়ে: এরা তো কেবল ঘুমায় না! দার্শনিকের উত্তর।







সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউইয়ার!











কৃত্রিম উপায়ে হাসুন ৩

কৃত্রিম উপায়ে হাসুন ২

কৃত্রিম উপায়ে হাসুন ১





——————–

[লেখাটি নিতান্তই মজা করার জন্য। ছবি ইন্টারনেট থেকে। প্রথম ও শেষ কৌতুকদ্বয় সংগৃহীত। পোস্টটি বন্ধ হওয়া ব্লগ থেকে স্থানান্তরিত।]

মন্তব্য ৭০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন:
ভাই
যা লিখলেন
তাতে কি আর ক্লিপ লাগে?
এমনিতেই অস্থির
শুভ কামনা




সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউইয়ার!

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ.....

নতুন বছর শুভ হোক, নুরএমডিচৌধূরী :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
ব্যপারটা কি ! আহমেদ জী এস লিখছেন জ্ঞান-জ্ঞানী নিয়ে। আপনি লিখছেন দর্শন-দার্শনিকতার কথা। এবার জমবে মেলা ;) হাহ হা হা।

মইনুল,
মজার ছলে দু-একটা উচিত বচন ঠা-ঠা করে মেরেছেন, খুব লাগলো কিন্তু। দার্শনিকতা যদি পেশা হয় তবে তা কথাতেই মানাবে কর্মে নয়। সিম্পল এ্যস দ্যাট। ওসব শুভেচ্ছা-টুভেচ্ছার মধ্যে আমি নাই। ঠিক এখন ভালো থাকুন এবং প্রতিনিয়ত ...

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//দার্শনিকতা যদি পেশা হয় তবে তা কথাতেই মানাবে কর্মে নয়। সিম্পল এ্যস দ্যাট।//

থ্রি প্লাস মন্তব্য দিয়েছেন....
অন্ধবিন্দুকে অনেক কৃতজ্ঞতা.... :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। ভাল লাগল আপনার কৃত্রিম হাসির কাহিনী। শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ, জনাব ছড়াকার ভাই :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

খাটাস বলেছেন: =p~ =p~
আগের পর্ব গুলো শেষ করে তারপরে পড়লাম ।

রাম গরুরের ছানা,
হাসির কথা বললে বলে,
হাসব না না না না- দের জন্য চরম তম উপযোগী।
আমার জন্য ও । :#>

প্রথম আর শেষ জোক্স টা পড়ে প্রাণ খোলা হাসি ই হাসলাম প্রিয় মইনুল ভাই। :)

ছয় দফা বাস্তবায়নের দাবিতে পাশে থাকার অঙ্গিকার করিয়া গেলাম। !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ছয় দফা দিয়ে সেটি সফল হবেই, এ বিশ্বাস ছিল ;)
একাত্মতার জন্য অনেক ধন্যবাদ, খাটাস....

অনেক শুভেচ্ছা.... :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা..... :D B-)



হাসছি বটে, কিন্তু নিজেকে প্রায়ই 'দার্শনিক' হিসেবে আবিষ্কার করি B:-) /:)


নতুন বছরের শুভেচ্ছা । বছরটা হাসি আনন্দে সফল হয়ে উঠুক ।
(আর আমার জন্য বিশেষভাবে দোয়াখায়ের কইরেন)

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আমারও এমন হয়ে যাচ্ছে আজকাল.... যদিও দার্শনিকের দ’টিও জানি না ;)
বয়সের দোষ, আমারটিকে দার্শনিকতা বললে ‘তাহাদের প্রতি’ অন্যায় হবে ;)

‘বিশেষভাবে দোয়াখায়ের’ করতে হলে নিয়ত জানতে হয়....
তা, হুজুরের নিয়ত কী?
তবু ফি আমানিল্লাহ্........... :)

অনেক শুভেচ্ছা, প্রিয় মামুন রশিদ ভাই :)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: :-<

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






এরকম মন্তব্যে যেন কী বুঝতে হয়!?.... ভুলে গিয়েছি! B-)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

সুমন কর বলেছেন: নতুন বছরের চমৎকার উপহার। হাসলাম কিছুক্ষণ।

এ সিরিজটি অাসলেই মজাদার।

ব্লগীয় রীতিতে বলা যায়, পাঠক পাওয়াটাই বিবেচ্য নয়, প্রকাশিত পোস্ট/বইয়ের সংখ্যা বৃদ্ধি করতে পারাটাই অগ্রগণ্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




এ সিরিজটির সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় সুমন কর :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

খেলাঘর বলেছেন:

বাংলাদেশে সবকিছু ডেফিনেশন দেশ-অনুযায়ী।

নববর্ষের শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাকেও, প্রিয় খেলাঘর :)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার মইনুল ভাই :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




হ্যাপি নিউ ইয়ার, কবি :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

:P

হাহাহাহা
কী লিখলেন হাসতেই আছি...তবে ঠিক কী কারণে সেটি বলা যাবে না ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





কারণ বলতে হবে না, হাসলেই খুশিতে আমি হাসি :)

শুভেচ্ছা জানবেন, প্রিয় সহব্লগার....।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

আরজু মুন জারিন বলেছেন: দার্শনিক হলেন সেই ব্যক্তি, যিনি সন্ধাবেলা রাস্তা থেকে একটি ‘পথশিশুকে’ দেখে দয়াপরবশ হয়ে তুলে নিলেন নিজ বাসায়। আবেগপ্রবণ হয়ে গদগদ কণ্ঠে স্ত্রীকে বললেন, “ওগো, দেখো ছেলেটিকে আমি রাস্তায় পেলাম। দেখো, কত অসহায় ছেলেটি!” দার্শনিক শব্দটির সংজ্ঞা তার মধ্যে আরও শক্তভাবে আরোপিত হয়, যখন তার স্ত্রী দু’একটি অতপ্রচলিত ‘মিনসে টাইপের’ গালি দিয়ে তাকে বলেন, “আহ, মরণ! এতো তোমারই ছেলে। তুমি রাস্তায় কীভাবে পেলে! তুমি কি কখনও তোমার সন্তানদের চিনবে না? :( :( :( :(

মইনুল ভাইয়ের পোষ্ট ..প্রথম লাইনে চেনা গেল। তবে কৃত্রিমভাবে হাসতে বলবেন না প্লিজ।বলুন প্রানখুলে হাসুন।অনেক রোগের ঔষধ তা।

অনেক অনেক ধন্যবাদ এই ব্র্যান্ড ভাইটিকে তার অসাধারন পোষ্টটির জন্য।অনেক শুভেচ্ছা রইল মইনুল ভাই।ভাল থাকুন বেশী বেশী এবং প্রতিদিন আধাঘন্টা প্রানখুলে হাসুন যাই হোক জীবনে ।দরকার হলে কমেডী ছবি দেখবেন ।অবশ্য আপনার হাসি তো প্রানখোলা ই দেখি ছবিতে ।আমি অবশ্য পারিনা ।এখন ও কৃত্রিম হাসি হাসছি .।চেষ্টা করছি কৃত্রিমতা সরিয়ে দিতে।

বড় কমেন্টস হয়ে গেল।ভাল থাকুন বলছি আবার।নুতুন বছরের শুভেচ্ছা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনার অকৃত্রিম মন্তব্য সবসময় আমার প্রেরণা হয়েছে....

কৃত্রিমতা সবার জীবনেই আছে, আপনার অনেস্টি প্রশংসনীয়...

বড় কমেন্টে আমি ক্লান্ত হই না, বরং পড়তে উপভোগ করি....

অনেক অনেক কৃতজ্ঞতা..... প্রিয় সহব্লগার আরজু মুন জারিন :)

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

জাফরুল মবীন বলেছেন: :) :) :) :) :) :) :) ...............

আপনার কথা রাখলাম =p~

HAPPY NEW YEAR :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





অনেক দিন পর এলেন :)

কথা রাখার জন্য ধন্যবাদ........ :)

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১

আবু শাকিল বলেছেন:
লেখা, পরে পড়ব ভাইয়া ।অনেক রাতে লগইন করলাম।

শুভেচ্ছা জানিয়ে ,ঘুমাতে গেলাম। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






আশা করি ঘুম ভালো হয়েছিলো...... B-)

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৩

কলমের কালি শেষ বলেছেন: অসাধারন সিরিজ । =p~ =p~ =p~ =p~ |-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





হাহাহাহা.... আপনার ইমো’র ব্যবহার দেখে আমিও হাসলাম :)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৯

অপ্রতীয়মান বলেছেন: =p~ =p~
অনন্য উপস্থাপন আর কৌতুকপূর্ণ তথ্য দিয়ে এভাবে মজাদার করে বললে না হেসে সত্যিই কোন উপায় থাকে না।

শুভ কামনা জানবেন :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





না হেসে যেন কোন উপায় না থাকে.... এরকম একটি জীবন হোক....
অপ্রতীয়মানকে আমার ব্লগে স্বাগতম :)

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: হাসার জন্য একটা উপলক্ষ্য লাগে। আপনার এই ধারাবাহিক হল সেই উপলক্ষ্য। যদিও প্রতিটা ঘটনা বা দার্শনিকের দর্শনে হেসেছি, তারপরও কিন্তু কথাগুলো বা ঘটনাগুলো ফ্যালনা নয়। একজন দার্শনিক কতটা নিমগ্নতা নিয়ে চিন্তার সাগরে ডুব দিয়ে থাকলে নিজের সন্তানকে চিনতে ব্যর্থ হন, এটা আমাদের বুঝা উচিৎ। একজন দার্শনিক কতটা ঠাণ্ডা মস্তিষ্কের হতে পারে, তার প্রমাণ সক্রেটিসের দেনার প্রসঙ্গে উঠে এসেছে। আপনার উল্লেখিত প্রতিটা ঘটনা পড়েই হেসেছি আবার ভেবেছিও। ভাবতে গিয়ে বরং দার্শনিকদের জন্য অনুশোচনাই বেশী হচ্ছে এখন। পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে ধরে পুরো পৃথিবীকেই দার্শনিকেরা অনেক কিছু দিয়ে গেছে, কিন্তু সেই তুলনায় তারা পুরস্কৃত হয়েছেন খুবই কম। এই জন্যই গ্রীক দার্শনিক Diogenes বলেছেন, "Dogs and philosophers do the greatest good and get the fewest rewards."

আবার দেখেন ফরাসী দার্শনিক ও লেখক Denis Diderot বলেছেন। তিনি বলেছেন, "The philosopher has never killed any priests, whereas the priest has killed a great many philosophers."


আইরিশ নাট্যকার Samuel Beckett দার্শনিকদের দারুণভাবে মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, "Poets are the sense, philosophers the intelligence of humanity."

প্রথমে হাসলাম এবং পরে একটু অনুশোচনা করলাম। মানে কিছুটা দুঃখবোধ। গাণিতিক হিসাবে সমান সমান করে গেলাম।
মজার পোস্ট হলেও শুধু মজাই খুঁজে বেড়াই নাই। কারণ পোস্টটা যে ব্লগরত্নের। শুধু মজা করার লোক ব্লগরত্ন হতে পারে না। কিছু না কিছু অবশ্যই মজার সাথে মেশানো আছে নিশ্চিত ছিলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মজার পোস্টে অন্য কিছু খুঁজে পাবার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনার উপস্থাপিত সবগুলো উদ্ধৃতি মজার এবং কৌতুকপূর্ণ। এবং আমার লেখার জন্য চমৎকার সংযুক্তি।

অনেক ধন্যবাদ....
দীর্ঘ মন্তব্যে বিশেষ কৃতজ্ঞতা..... প্রিয় বিদ্রোহী বাঙ্গালী... :)

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা +

কিছু কিছু জায়গায় প্রকৃত উপায়েই হাসলাম =p~ =p~


হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





প্রাকৃতিক হাসির জন্য গ্রহণ করুন আমার প্রাকৃতিক কৃতজ্ঞতা.... ;)

হ্যাপি নিউইয়ার, অপূর্ণ ভাইয়া....

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

আমি তুমি আমরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, আমি তুমি আমরা :)

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল্

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ঢাকাবাসীকে অনেক ধন্যবাদ :)

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

ডি মুন বলেছেন:
দর্শন হলো বুদ্ধিমত্তা সহকারে জীবনের দুঃখকে বেছে নেবার বিদ্যা।

---- অদ্ভুত একটা লাইন। দারুণ

‘সিগারেট হলো কাগজ দিয়ে মোড়ানো কয়েক চিমটি তামাক, যার এক পাশে থাকে আগুন, অন্য পাশে এক বোকা।’ অথবা বললেন, ‘পায়ুপথে বায়ু বের হয় না যারা বলে, তারা আসলে তপ্ত বায়ুতে পূর্ণ একেকটি প্রাণী।’

‘জীবন যেন এক রোল টয়লেট পেপার: যেমন দরকারি, তেমনি দীর্ঘ!’

-------- হা হা হা উপভোগ্য

বরাবরের মতোই উপভোগ্য একটি পোস্ট +++

নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় মইনুল ভাই
ভালো থাকুন :) :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ডি মুনের মন্তব্য মানেই হলো উদ্ধৃতিসহ বিশ্লেষণী মন্তব্য....

লেখাটি উপভোগ করার জন্য আপনাকেও ধন্যবাদ এবং.....


হ্যাপি নিউইয়ার!

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

রিবেল মনোয়ার বলেছেন: মজা পেলাম। ধন্যবাদ ভালো একটি পোস্টের জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ এবং ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা....

এবং আমার ব্লগে স্বাগতম...... :)

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৭

আরজু মুন জারিন বলেছেন: দর্শন হলো বুদ্ধিমত্তা সহকারে জীবনের দুঃখকে বেছে নেবার বিদ্যা। দার্শনিক হলেন সেই ব্যক্তি, যিনি জীবনের মানে অনুসন্ধান করতে গিয়ে নিজের সংসারের মানেটাই গেলেন ভুলে। অথবা জীবন সম্পর্কে খবর বের করতে গিয়ে তারা নিজেই ‘খবর’ হয়ে গেলেন। X(( X(( X((

ব্যাপার কি মইনুল ভাই দার্শনিকের সব লক্ষন আমার সাথে মিলে যাচ্ছে।ভয় পাচ্ছি তাই বলে সক্রেটিস এর মত হাসতে হাসতে হেমলক পান করা সম্ভব হবেনা কিন্তু।

I to die you to live which is better only God knows.এই দর্শনের সাথে ও আমি পুরো একাত্ম না।সবকিছুর ভাল যেমন গড জানে আমি মানুষ ও জানি ।আমাকে একই জ্ঞান ও বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে।

অজ্ঞান চলে আবেগে, কবি চলে ভাবে, দার্শনিক চলে আত্মায় আঁধারে ?? কোন কিছুর সাথে একাত্মনা দার্শনিক যদিও প্রকাশ হয় বিপরীত।জ্ঞানী ব্যাক্তি ভাল বুদ্ধিমত্তা,দার্শনিক তায় সব জ্ঞান ই আহরনের চেষ্টা করে।

আচ্ছা জ্ঞানী আর দার্শনিকের মধ্যে পার্থক্য কতটুকু ?এই জ্ঞানী (ওয়াইজ) নট শুধু সার্টিফিকেট শিক্ষিত।

মাথা আবার গরম হয়ে গেছে .।পানি ঢেলে আসি ।আর আপনাকে আরও একটা লেখার বিষয় দিয়ে গেলাম।জ্ঞানী বনাম দার্শনিক।আমার ধারনা আপনি এই টপিকসে ভাল লিখবেন ।আমিও আছি আপনার পাশে পাশে।

চমৎকার একটি লেখার জন্য মইনুল ভাইকে কোটি কোটি ধন্যবাদ।শুভেচ্ছা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




হাহাহাহা!.... তবু জীবনের মানে খুঁজতে হবেই।

মন্তব্যে মজার পেলাম। সত্যিই ভাবনার বিষয়। কিন্তু জ্ঞান আর দর্শন মূলত পাশাপাশি অবস্থান করে। তারা পরস্পরের ‘বনাম’ হতে পারে না। আমার ধারণা বললাম।

তবু এদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য (যদি কিছু থাকেও) নিয়ে আলোচনা করা যায়। ধন্যবাদ আপনাকে...



ঠাণ্ডার দেশে থেকেও মাথায় পানি ঢালতে হয়?


//সবকিছুর ভাল যেমন গড জানে আমি মানুষও জানি ।//
-দ্বিমত নেই..... বরং ভালো লেগেছে!



আবারও এসে মন্তব্য করার জন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা....
ভালো থাকুন প্রবাসে....

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা ........ অসাধারণ লিখেছেন । লেখাটা ভালো লাগলো অনেক।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ :)

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এতো দার্শনিকের ভীরে নিজেকে অপাঙ্তেয় মনে হয়

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






আপনি আমার কথাই বললেন.... সাদামন ভাই :)

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: হাসলাম । :) অকৃত্রিম হাসি তো আসেনা কৃত্রিম একখান হাসি দিলাম ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অকৃত্রিম হাসি আসার দিনগুলো কই গেলো...... :|
ফিরে যেতে চাই সেদিনগুলোয়.......

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

আরজু মুন জারিন বলেছেন: মইনুল ভাই!! আপনি ঠিক একঅর্থে।সংজ্ঞা বা আভিধানিক অর্থে জ্ঞানী ও দার্শনিকের মধ্যে তেমন প্রভেদ নেই।দার্শনিক জ্ঞানী ব্যাক্তি ও।একজন জ্ঞানী ব্যাক্তি বুদ্ধিমান এর পাশাপাশি দার্শনিক হতে পারেন।যদি দুইটি শব্দ দুইটা সত্তাকে প্রায়োগিক ,করমক্ষেত্রে বিবেচনা করা যায় তখন ই প্রভেদ চোখে পড়বে।

দার্শনিক দেখে, শুনে জ্ঞানকে অভিজ্ঞতাকে অন্তরে বদ্ধমূল করে তার আত্মিক উন্নতির জন্য।বাস্তব জীবনের ব্যাবহর করে তা সীমিত।জ্ঞানী খুব গভীর সবসময়।দার্শনিক কখন ও গভীর ,কখন ও অনেক হালকা মনের মনে হতে পারে।যা আপনার একটা গল্পে আছে।আত্মভোলা নিজের ছেলেকে চিনতে পারছেনা। :-P :-P :-P
যেমন আপনি গভীর জ্ঞানী, বুদ্ধিমান আর আমি বোকা দার্শনিকা . :-& :-& :-& :-& বোঝাতে পারলামনা মনে হয়। শুধু বাস্তব প্রয়োগ ক্ষেত্রে এসে চেনা যাবে কে জ্ঞানী আর কে দার্শনিক তবে দুজনে একই রুটের।.। :-B :-B :-B

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//দার্শনিক দেখে, শুনে জ্ঞানকে অভিজ্ঞতাকে অন্তরে বদ্ধমূল করে তার আত্মিক উন্নতির জন্য। বাস্তব জীবনের ব্যবহার করে তা সীমিত।//


আপনি তো আরও গভীরে চলে গেলেন.... দয়া করে ওপরে উঠুন....
আমি অত নিচে নামতে বলি নি... আমি তা পারবো না ;)


অনেক সুন্দর আলোচনা..... আরজু মুন জারিন আপা.....

ভালো লাগলো....।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

আরজু মুন জারিন বলেছেন: ১০০% ভেজালহীন বিশুদ্ধ তর্ক .জ্ঞানী ভাইটার সাথে তর্ক করে নিজেকে জ্ঞানী প্রমান করতে চাচ্ছি। B:-/ B:-/ B:-/ জ্ঞানের অভাব তো।আসলে কাল থেকে এ ভাবছি।

অনেক ধন্যবাদ আবার ও।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





সত্যিই.... শতভাগ বিশুদ্ধ বিতর্ক এটি
এবং আমি তা উপভোগ করছি।


জ্ঞানি হলেন তিনি যার জ্ঞান আছে।

দার্শনিকের ইংরেজি যদি ফিলোসফার হয়
তবে এর শাব্দিক অর্থ হলো জ্ঞান তাপস/উপাসক


কারণ, ফিলোসফার এসেছে গ্রিক অরিজিন থেকে...
‘ফিলিন’ ...মানে প্রেম বা অনুরাগ বা উপাসনা
‘সফোস’ ...মানে বার্তা বা জ্ঞান বা প্রজ্ঞা


এটিমোলজি মোতাবেক অর্থ দাঁড়ায়....
ফিলোসফি= জ্ঞানের উপাসনা/ জ্ঞানের প্রতি প্রেম: দর্শন।
ফিলোসফার= জ্ঞান তাপস/উপাসক, জ্ঞানের প্রেমিক: দার্শনিক।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

মহান অতন্দ্র বলেছেন: সক্রেটিসের কথা খেয়াল আছে? হেমলক পান করার পর তার মনে পরলো যে, প্রতিবেশীর কাছে তার একটি মুরগি দেনা আছে।

সত্যি সত্যি হাসছি। কৃত্তিম ভাবে নয় এবং হাসতে হাসতে মারাও যাচ্ছি ।অসাধারণ লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




প্রাকৃতিকভাবে হাসার জন্য আপনাকে ধন্যবাদ...
হাসতে থাকুন.... পৃথিবী হাসবে


মহান অতন্দ্র.... আপনাকে এই ব্লগে স্বাগতম :)

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

আরজু মুন জারিন বলেছেন: এটিমোলজি মোতাবেক অর্থ দাঁড়ায়....
ফিলোসফি= জ্ঞানের উপাসনা/ জ্ঞানের প্রতি প্রেম: দর্শন।
ফিলোসফার= জ্ঞান তাপস/উপাসক, জ্ঞানের প্রেমিক: দার্শনিক। /:) /:) /:)

আপনি আসলে জ্ঞানী।তাই আর তর্ক করিনা।আমার জ্ঞানের দৌড় বেরিয়ে যাবে।

দার্শনিক একঅর্থে জ্ঞানসাধক। জ্ঞানপ্রেমী সব ঠিক। আসলে বলা উচিত হয়ত এইভাবে তার জ্ঞানের ফল অন্যের জন্য বিশুদ্ধ রাখে.।নিজের ভোগে উন্নতিতে তার ব্যবহার নাই।

কথা আবার গুছিয়ে বলতে পারছিনা যা আপনি সুন্দর করে পারেন।

দার্শনিক মধ্যে ভাববাদ বেশী কাজ করে হয়ত বিষয়তত্বের চেয়ে।পার্থিব তত্বে বা বৈষয়িক প্রয়োগে সে স্বাচ্ছন্দ্য নয়।কিন্তু জ্ঞান সব ধরনের প্রয়োগে সিদ্বহস্ত ।দার্শনিকদের চরিত্র অনেকটা আমাদের মহামানবদের মত।

তার চোখে ভাল যেমন ভাল মন্দ তেমন ভাল।জ্ঞান মন্দকে টেনে বের করে আনবে সংশোধন এর জন্য।

দর্শন দেখে ,উপলব্ধি করে নিজের ভান্ডার সমৃদ্ধ করতে .........জ্ঞান তাতে আবরন বিছিয়ে দেয়।

আর ও সোজা করে বলতে রোগের ডায়াগনসিস করা টেষ্ট মেশিন গুলি রোগ চিহ্নিত করে যায় .(দর্শন) .রেমেডি মেডিসিন কিউর করে..জ্ঞানী তথ্যের প্রয়োগে আলোকিত করে।

দর্শন যদি চিন্তা করি মোমের আলো .।জ্ঞান উজ্বল ফ্ল্যাশ লাইটের মত। জ্ঞানের আলোতে ধাঁধা হেয়ালী নেই..।দার্শনিকরা দূর্বোধ্য চারিত্রিক হেয়ালীপনার কারনে।মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখে .।যেমন আমি .।জ্ঞানী সবসময় সমাদৃত যেমন মইনুল ভাই। :(( :(( :((

কাজের মধ্যে থেকে লিখছি।আমার মনের ভাবটা ঠিকমত বলতে পারলামনা।তবু ও আমার ধারনা আপনি ঠিক বুঝবেন .।আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞানে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে ধৈর্য্য সহকারে সব কমেন্টসের প্রতিউত্তর করার জন্য।

মইনুল ভাই আপনি অনেক ভাল থাকুন।আল্লাহ আপনার মঙ্গল করুক প্রতিমুহূর্তে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে। অনেক অনেক শুভেচ্ছা অসাধারন ভাইটির জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাহাহা.... দারুণ বলেছেন....
কাজের মধ্য থেকে বললেও অস্পষ্ট কিছু বলেন নি...


বর্তমান লেখাটি দার্শনিকের দোহাই দিয়ে মূলত একটি ফান পোস্ট...
তাই জ্ঞান আর দর্শন নিয়ে বেশি কিছু বলতে চাই নি...
কিন্তু আপনি একে গম্ভীর আলোচনায় সমৃদ্ধ করে তুলেছেন...
এজন্য ধন্যবাদ... আবারও!


আপনিও ভালো থাকুন....
শুভেচ্ছা জানবেন, আরজু মুন জারিন!

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

সোহানী বলেছেন: আরে আমিতো কৃত্রিম উপায়ে হাসার জন্য রেডি ছিলাম বাট আপনিতো যেভাবে দার্শনিকতা নিয়ে আসলেন তাতে হাসি আবার বন্ধ হয়ে গেল... ;) ;) ;) ;) ;)

নাহ্.... আসলেই দারুন সিরিজ... ভালো লাগা সহ +++++

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//তাতে হাসি আবার বন্ধ হয়ে গেল...//

এমা.... তাই নাকি?
মানে.... কিলিপের প্রয়োজন?! ........ হাহাহাহা!


থ্যাংকস জানবেন.... সোহানী
এবং শুভেচ্ছা!

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

নেক্সাস বলেছেন: প্রাণ খুলে হাসলাম। পুরো সিরিজটাই উপভোগ্য।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




নেক্সাসকে অনেকদিন পর পেয়ে খুশি হলাম...
হাসির রাজ্যে টিকে থাকুন.... এই শুভেচ্ছা!

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


=p~ =p~ =p~ =p~ =p~


‘চিরকুমার হলেন সেই ব্যক্তি, যিনি একই ভুল একবারও করেন নি।’

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





কিন্তু সবকিছু মিথ্যা প্রমাণ করেছেন আমাদের মাননীয় রেলমন্ত্রী
অতএব.... আমার কথা বিভ্রান্ত হবেন না... ভাইটি!

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

মৃদুল শ্রাবন বলেছেন:



চাখাম দার্শনিক তত্ত্ব!!!

একটা প্রশ্ন মনে উদয় হল, প্রথম কুড়িয়ে আনা কৌতুকে পোলার জায়গায় যদি বউ হয় তবে তাহাকে কি বলিবে???? :!>

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:







তাহাকে তখন ‘বউভুলা’ বলা যাইবে.... ভ্রাতঃ
আপনি তাড়াতাড়ি প্রমোশন নিন.... এসব ভাবতে যাবেন না ;)

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

জুন বলেছেন: এমন না হলে কি লোকজন তাদের দার্শনিক বলতো /:)
আইনেষ্টাইনের কথাই মনে হয়ে শুনেছিলাম দুই সাইজের কুকুরের জন্য দুই সাইজের দরজা কাটা :P
হাসির পোষ্টে + মাইনুল :||
=p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাহাহা.... তাই নাকি?
আপনি আরেকটি মজার বিষয় যোগ করেছেন.... জুনাপা!
থেংকু :)

৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

মোঃ ইসহাক খান বলেছেন: সিরিজটা চালিয়ে যাচ্ছেন দেখি।

শুভেচ্ছা রেখে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.