নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬





কর্মজীবনের শুরুতে শিক্ষা কর্মসূচিতে যুক্ত থাকার সময় বাংলা বানানের প্রতি সহকর্মীদের বিপজ্জনক উদাসীনতা দেখে একটি বানান প্রশিক্ষণের আয়োজন করতে বাধ্য হয়েছিলাম। সে কর্মশালার শিরোনামটি ছিল “বাংলা বানাণ কর্মসালা - আমার বানামে ভূল হয় না”

হইচই অবস্থা লেগে গিয়েছিলো: “স্যার এখানে তো অনেক ভুল...ব্যানারে এরকম ভুল!...আমরা তো আশ্চর্য...সবাই দেখে তো ভুল বানানে উৎসাহিত হবে” ইত্যাদি ইত্যাদি। ব্যানারের কারিগর তো সরাসরি আমার সাথে দেখা না করে ব্যানারই লেখবে না! আহা, বানানের প্রতি এত দরদ দেখে কেবল ওইদিনই খুশি হয়েছিলাম। এখনও যত্রতত্র অতি প্রচলিত শব্দগুলোতে বানানের ভুল দেখে কিছু না করতে পেরে অসহায় বোধ করি। নিজ ভাষার প্রতি নির্দয় ব্যবহার দেখে নিজেকেই প্রশ্ন করি: আমরা কি সত্যিই সে দেশের মানুষ, যে দেশে ভাষার জন্য প্রাণ দিয়েছিল?



বিব্রতচিত্তে বলতে চাই, আমাদের প্রিয় ব্লগালয়টিতেও কিন্তু অনেক সুন্দর লেখা সুন্দর কবিতায় বানানের অপ্রত্যাশিত ভুল দেখে ব্যথিত হতে হয়। জানি না প্লেজিয়ারিজম রোধ করার অস্ত্র হিসেবে কেউ কেউ বানানের ভুল করেন কি না, কারণ লেখার গুণগত মানের দিকে তাকালে মনে হয় না, লেখকটি এত ক্ষুদ্র ভুলটি করতে পারেন। তবে স্বীকার করছি, বাংলা ইউনিকোডে সমস্যার কারণে অনেকেই সঠিক বানানটি জানলেও প্রকাশ করতে পারেন না; বিশেষত প্রবাসী ব্লগার, যারা স্বদেশের মতো বাংলা সফটওয়্যার সুবিধা পাচ্ছেন না।



বানানে ভুল কমবেশি সকলেই বুঝতে পারেন। অনেকে নানারকমের সমালোচনা করেই থেমে যান, সংশোধনের চেষ্টা করেন না। কেউ কেউ ‘আমার-ভুল-হয়-না’ সিনড্রোমে ভোগেন। এ লেখাটি মূলত বাংলা বানান নিয়ে আমার খুঁতখুঁতে মনোভাব থেকে সৃষ্ট, যা মূলত সহকর্মীদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত করেছিলাম। এখন সহ-ব্লগারদের যদি কোন কাজে লাগে তবেই খুশি। লেখাটিতে ১৫টি বানানরীতি উপস্থাপিত হয়েছে: প্রমিত ১ থেকে প্রমিত ১৫ পর্যন্ত। পরে আরও ২৪টি অতিরিক্ত তালিকা যুক্ত করা হয়েছে। শেষে আছে বাংলা বানান নিয়ে সংক্ষিপ্ত পরিক্রমা। লেখকের বানান অভিজ্ঞতা এবং সচরাচর ব্যবহৃত শব্দগুলো নিয়ে বাংলা একাডেমির অভিধানের সহায়তায় তালিকাগুলো প্রস্তুত করা হয়েছে। বানানরীতির জন্য ড. এনামুল হক-এর ব্যাকরণটি ব্যবহৃত হয়েছে। মূলত ছাত্রজীবনেও একই ব্যাকরণ ছিল লেখকের সঙ্গী।













প্রমিত ১) বাঙালি বালি কুমির মামি

=============================

বানানবিধি: তদ্ভব, দেশী, বিদেশী এবং মিশ্র শব্দে কেবল ই এবং উ ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক এবং জাতিবাচক শব্দের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।



উদাহরণ: বাড়ি গাড়ি শাড়ি হাতি তরকারি আরবি ফারসি বাঙালি ইংরেজি জাপানি ইতালি খালি বালি, রেশমি কুমির নানি মামি শাশুড়ি মুলা হিন্দি উনিশ উনচল্লিশ আসামি রুপা লটারি কোহিনুর

*ব্যতিক্রম হতে পারে যেসব শব্দে: রানী, পরী, গাভী। তাছাড়া নামবিশেষ্যের (proper noun) ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।





প্রমিত ২) রুপালি বর্ণালি প্রণালী

=========================

বিশেষণ (adjective) অর্থে ‘-আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই হবে।

বর্ণালি রুপালি সোনালি মিতালি হেঁয়ালি চৈতালি খেয়ালি ভাটিয়ালি

কিন্তু বিশেষণ অর্থে না হলে ই হবে না: প্রণালী। তাছাড়া নামবিশেষ্যের (proper noun) ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে: সাপ্তাহিক চিত্রালী।







প্রমিত ৩) বরণীয় ভারতীয় মাননীয়

============================

বিশেষণ (adjective) অর্থে ‘-ঈয়’ প্রত্যয়যুক্ত শব্দে ঈ হবে: জাতীয় (কিন্তু: জাতি)।

স্থানীয়, এশীয়, লক্ষণীয়, স্মরণীয়, বরণীয়, গোপনীয়, পানীয়, যিশায়ীয়, ভারতীয়, মাননীয়, বায়বীয়, প্রয়োজনীয়, পালনীয়, তুলনীয়, পূজনীয়, কমনীয়, পরিকল্পনীয়, অকল্পনীয়, নেতৃস্থানীয়, করিন্থীয়, শোচনীয়





প্রমিত ৪) সরকারি অনিষ্টকারী দুষ্কৃতকারী সরাসরি

========================================

‘-আরি’ যুক্ত অব্যক্তিক শব্দাবলীর শেষে ই হবে: সরকারি, দরকারি, তরকারি, মস্কারি, সরাসরি

‘যিনি করেন তাকে নির্দেশ করলে’ শেষে ঈ হবে: সাহায্যকারী, যিনি সাহায্য করেন: সাহায্যকারী, ব্রহ্মচারী, পরিবেশনকারী, দর্শনকারী, তদারককারী, দুষ্কৃতকারী, অনুসারী, অনিষ্টকারী, সহকারী





প্রমিত ৫) তুমি কী পড়? বই। তুমি কি ছাত্র? না।

=====================================

সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়া-বিশেষণ অর্থে ‘কী’ শব্দটি ঈ-কার দিয়ে লেখতে হবে। কী বলেছ? সে কী লেখেছে? কী আর বলব? কী করে যাই? এটা কী বই? কী আনন্দ!

অব্যয় হিসেবে ‘কি’ ই-কার দিয়ে লেখা হবে: সেও কি যাবে? কি তেল কি চাল সবকিছুতেই যেন আগুন!















প্রমিত ৬) পারিশ্রমিক ভৌতিক সাহসিক শারীরিক

====================================

বিশেষণ (adjective) অর্থে ‘-ইক’ প্রত্যয়যুক্ত শব্দে প্রচলিত নিয়মে ই হবে।

সাংসারিক পৌনঃপুনিক মানবিক পারিবারিক শারীরিক আন্তরিক দাপ্তরিক প্রাকৃতিক জাগতিক ভৌতিক যৌগিক গণতান্ত্রিক পারিশ্রমিক সাহসিক বৈজ্ঞানিক নাগরিক ধার্মিক আহ্নিক বার্ষিক পার্বিক ঐচ্ছিক ঔপন্যাসিক সাম্প্রদায়িক গাণিতিক ভৌতিক প্রাকৃতিক

প্রত্যায়ান্তে ঈ থাকলে তা অপরিবর্তিত থাকবে: সস্ত্রীক, অলীক। বিশেষ্য পদে -ঈক হতে পারে: প্রতীক।



প্রমিত ৭) প্রাণ আয়রন প্রচণ্ড টেন্ডার

============================

> ণত্ব-বিধি অনুসারে ঋ, র এবং ষ-য়ের পর দন্ত্য-ন মূর্ধন্য-ণ হবে।

ঋণ ঘৃণা বিবরণ বিষ্ণু ব্যকরণ অনুকরণ নিমন্ত্রণ ভীষণ বিভীষণ কৃষাণ প্রাণ অরণ্য পরিত্রাণ ধরণ ধারণা ঘ্রাণ পরিণয় প্রণাম পরিণাম পরিণতি নির্ণয় বর্ণনা

ব্যতিক্রম: মৃন্ময়।



> তদ্ভব, দেশী, বিদেশী এবং মিশ্র শব্দে ণত্ব বিধি মানা হবে না, অর্থাৎ ণ-এর ব্যবহার করতে হবে না।

অঘ্রান কান কোরান ইরান গোনা ঝরনা পরান সোনা হর্ন আয়রন কেরানি ট্রেনিং বার্নার সাইরেন বার্নিশ শিরনি ড্রেন পরন



> বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দে (তৎসম) ঠ, ট, ড এবং ঢ-য়ের পূর্বে ‘ণ’ ব্যবহৃত হয়: কলকণ্ঠ কণ্টক লুণ্ঠন দণ্ড প্রকাণ্ড প্রচণ্ড ঘণ্টা কাণ্ডকীর্তি খণ্ডন মণ্ডলী ভাণ্ডার কুণ্ডলী ঠাণ্ডা



> তদ্ভব, দেশী, বিদেশী এবং মিশ্র শব্দে ঠ, ট, ড এবং ঢ-য়ের পূর্বে ন ব্যবহার করা হবে: লন্ডন টেন্ডার।





প্রমিত ৮) নিষ্ঠা স্টেশন পুলিশ খ্রিষ্ট

============================

অবিকৃত সংস্কৃত শব্দে ষত্ব বিধি মানা হবে।

ক) ট এবং ঠ বর্ণের পূর্বে ষ ব্যবহৃত হবে। বৃষ্টি দুষ্ট নিষ্ঠা পৃষ্ঠা

খ) ঋ-য়ের পরে ষ লেখা হবে। বৃষ ঋষি বৃষ্টি।

গ) খাঁটি বাংলা, বিদেশী এবং মিশ্র শব্দে ষত্ব বিধি মানা হবে না, অর্থাৎ ষ-এর ব্যবহার করতে হবে না। স্টুডিও স্টেশন জিনিস মিসর গ্রিস মুসাবিদা টেক্স মাস্টার স্টিমার স্টোর



ব্যতিক্রম:

*পুলিশ শব্দটি ইংরেজি হলেও ব্যতিক্রম হিসেবে ‘পুলিশ’ লেখা হবে।

*খ্রিষ্ট যেহেতু বাংলায় আত্তীকৃত শব্দ এবং এর উচ্চারণও হয় সংস্কৃত কৃষ্টি, তুষ্ট ইত্যাদি শব্দের মতো, তাই ষ্ট দিয়ে খ্রিষ্ট শব্দটি লেখা যাবে।





প্রমিত ৯) মসলা পোশাক শার্ট কুয়েশ্চন

================================

বানানবিধি: বিদেশী মূল শব্দে শ এবং স উচ্চারণ অনুযায়ী ব্যবহৃত হবে। তবে ষ-য়ের কোন ব্যবহার নেই।

উদাহরণ: সাল সন হিসাব শহর শার্ট শরবত শয়তান পোশাক মসলা শখ কারিশমা সিলেবাস শেয়ার আপোস



ইংরেজি এবং আরবি শব্দের বাংলা বানান:

> উচ্চারণগত সঙ্গতি থাকলে S-য়ের স্থলে স ব্যবহৃত হবে: প্রফেসর, সাবজজ, সিনিয়র, সুপার, গ্যাস, স্যানিটারি, নার্স।

> মূল শব্দে sh, sion, ssion, tion থাকলে শ ব্যবহৃত হবে: শার্ট, শেড, মিশন, রেশন, ফেডারেশন, নেশন, পাবলিকেশন, করপোরেশন, ভিশন, টেনশন। ব্যতিক্রম: কুয়েস্চন।

> আরবি-ফারসি শব্দে সে, সিন্ এবং সোয়াদ (ﺹ ,ﺱ ,ﺙ) থাকলে স ব্যবহৃত হবে: সালাম, তসলিম, ইসলাম, মুসলিম, মুসলমান, সালাত।

> আরবি-ফারসি শব্দে শিন্ (ﺶ) থাকলে যথারীতি শ ব্যবহৃত হবে: এশা, শাবান, শাওয়াল, বেহেশ্ত।





প্রমিত ১০) খাওয়ানো সহজ কিন্তু শেখানো সহজ নয়। > আগে নিজে শেখো তারপর শেখাও।

========================================

বানানবিধি: বাংলায় অ-কারের উচ্চারণ বহুক্ষেত্রে ও-কার হয়। এ উচ্চারণকে লিখিত রূপ দেবার জন্য অনেকে যথেচ্ছভাবে ও-কার ব্যবহার করেন, যা বিশেষ ক্ষেত্র ছাড়া গ্রহণযোগ্য নয়: ছিলো, করলো, বলতো, কোরছে, হোলে, যেনো, কেনো (কী জন্য) ইত্যাদি বানান সবক্ষেত্রে ঠিক নয়।



নিম্নোক্ত বিশেষ ক্ষেত্রে ও-কারের ব্যবহার গ্রহণযোগ্য:

> আদেশ-নির্দেশ-অনুরোধ (অনুজ্ঞা) অর্থে যখন ক্রিয়াকে ব্যবহার করা হয়: এক বালতি পানি আনো; আমাকে ধরো; বাবা! একটা গল্প বোলো; একটা গাড়ি কেনো।

> কিছু কিছু ক্রিয়াকে যখন বিশেষ্য (noun) হিসেবে ব্যবহার করতে হয়। ক্রিয়া-বিশেষ্য: শিশুকে খাওয়ানো বড় কঠিন; শেখানো আমি এখনও শিখতে পারি নি; ঘুম তাড়ানো; ছেলে ভোলানো।

> যেসব শব্দে ও-কার না দিলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে: মতো, ভালো, আলো, কালো, হলো, করানো, খাওয়াতো।







প্রমিত ১১) প্রথমত আঃ কার্যত উঃ

===========================

বানানবিধি: শব্দের শেষে বিসর্গ থাকবে না। প্রথমতঃ, কার্যতঃ ইত্যাদি গ্রহণযোগ্য নয়।

উদাহরণ: প্রধানত প্রয়াত ক্রমশ সাধারণত প্রায়শ মূলত বস্তুত প্রথমত কার্যত

ব্যতিক্রম: আঃ, উঃ ইত্যাদি আবেগপ্রকাশক শব্দের শেষে বিসর্গের ব্যবহার প্রচলিত আছে।





প্রমিত ১২) সাহিত্যপত্র সমাজভিত্তিক সংবাদপত্র

=======================================

বানানবিধি: সমাসবদ্ধ পদ একসঙ্গে লিখতে হবে।

উদাহরণ: রবিবার সংবাদপত্র প্রধানশিক্ষক সমস্যাপূর্ণ বিষয়সমূহ সমাজভিত্তিক দায়গ্রস্ত নেশাগ্রস্ত সাহিত্যপত্র হলফনামা শিশুরা ছাগলগুলি

ব্যতিক্রম: অস্পষ্টতা দূর করার জন্য কখনো কখনো হাইফেন ব্যবহার করতে নিষেধ নেই: কিছু-না-কিছু, না-বলা-কথা, ভবিষ্য-তহবিল, মা-মেয়ে, বে-সামরিক, সু-প্রতিবেশী।





প্রমিত ১৩) লালগোলাপ শুভেচ্ছা

===========================

বানানবিধি: বিশেষণ পদ সাধারণত অন্য পদের সাথে মিলবে না।

উদাহরণ: মৃদু বাতাস, লাল গোলাপ, তিন হাজার, এক জন, সুন্দর ফুল

ব্যতিক্রম: সমাসবদ্ধ হয়ে যদি অন্য কোন বিশেষ্য বা ক্রিয়াপদের গুণ বর্ণনা করে তবে স্বভাবতই তা যুক্তপদ হিসেবে একসঙ্গে লিখতে হবে: কতদূর যাবে; একজন শিক্ষক, তিনহাজার টাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র, লালগোলাপ শুভেচ্ছা, একসঙ্গে চলবে।





প্রমিত ১৪) আমি পড়ি নি

====================

বানানবিধি: নাই, নেই, নি, না--এই নঞর্থক অব্যয় পদগুলি শব্দের শেষে আলাদাভাবে লেখতে হবে।

উদাহরণ: বলে নাই, করে নি, যাব না, ভয় নেই





প্রমিত ১৫) জসিম উদ্দীন মধুসূদন

===========================

বানানবিধি: উদ্ধৃতি করার সময় মূল লেখায় যে বানান আছে তা-ই লেখতে হয়। লেখকের নামেও কোন পরিবর্তিত বানানরীতি কার্যকর নয়।

উদাহরণ: নমাজ (শিরোনাম), জসিম উদ্দীন, মাইকেল মধুসূদন, শামসুর রাহমান, খলিকুজ্জামান (অর্থনীতিবিদ), গীতাঞ্জলী।















সচরাচর যেসব শব্দে বানানের ভুল হয়

==============================




১) ত্রিভূজ অন্তভূজ গণিত মাণ নির্ণয় অভ্যন্তরীণ আহৃত দৌরাত্ম্য শূন্যস্থান আবিষ্কার পরিষ্কার পুরস্কার নমস্কার বর্ণনা কৌতূহল মধুসূদন কারণ তিরস্কার সরস্বতী দ্বন্দ্ব মুহূর্ত সত্ত্বত্যাগ ব্যবচ্ছেদ ন্যস্ত বাড়ি মামি উনিশ জাপানি ইংরেজি কুমির রানী বর্ণালি মিতালি সে কী লেখেছে? ঋণ ভীষণ ইরান আয়রন সাইরেন পরান ঘণ্টা প্রকা- লন্ডন দুষ্ট বৃষ্টি মাস্টার জিনিস খ্রিষ্ট মসলা শহর শরবত কারিশমা সিনিয়র সালাম শাবান ক্রমশ কার্যত প্রধানশিক্ষক প্রশ্নসমূহ জসিম উদ্দীন



২) উজ্জ্বল জ্বলজ্বলে জ্বলন্ত জ্বালানি জ্বালানো (কিন্তু:প্রজ্জলিত)।

প্রাঞ্জল অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি



৩) পেশাজীবী কর্মজীবী ক্ষণজীবী দীর্ঘজীবী বুদ্ধিজীবী সম্মানী অভিমানী প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী মেধাবী প্রতিরোধী একাকী বন্দী দোষী বৈরী মনীষী সঙ্গী



৪) প্রবণতা বুঝাতে : উন্নয়নশীল দানশীল উৎপাদনশীল ক্ষমাশীল নির্ভরশীল দায়িত্বশীল সুশীল ধৈর্যশীল



৫) জ্বর অধ্যক্ষ প্রতীক ব্যাখ্যা সংজ্ঞা আকস্মিক মূর্ছা ক্ষীণ মুখমণ্ডল গুণাগুণ শিথিল অনুরণন হাস্যাস্পদ সালিস সত্বর উচ্ছ্বসিত স্বেচ্ছাচারী কর্মচারী সীলমোহর বিচি নীচে বাণী নবী শ্বশুর শাশুড়ি ইতোমধ্যে পরিপক্ব লজ্জাকর পুণ্য ভাস্কর, দুষ্কর সুষমা নিষিদ্ধ ষোড়শ নিষ্পাপ কলুষিত বিষণ্ন ওষ্ঠ সম্মুখ সম্মান সংজ্ঞা ব্যাখ্যা আনুষঙ্গিক সঙ্গ সঙ্গতি রূদ্ধশ্বাস দুর্নাম অন্তঃস্থল নগণ্য আতঙ্ক জটিল গগণ তিথি অতিথি অন্য অন্যান্য



৬) সাৎ প্রত্যয়ের দন্ত্য-স মূর্ধন্য-ষ হয় না: ধূলিসাৎ, ভূমিসাৎ, অকস্মাৎ।



৭) নিপুণ, কণা, কল্যাণ, গুণ, বাণিজ্য, গৌণ (স্বভাবতই মূর্ধন্য-ণ হয়, নির্দিষ্ট কোন কারণ নেই)



৮) কারণ শব্দে দন্ত্য-ন ব্যবহারের কোনই কারণ নেই। ‘কারন’ সবসময়ই ভুল।



৯) বানানের বিকল্প নেই যেসব শব্দে: ঋণ, পুণ্য, শূন্য, শ্রবণ, মৃন্ময়, গণ, শীত, শ্রাবণ, দর্শন।



১০) ত-বর্গযুক্ত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না: বৃন্ত, বৃন্দ, গ্রন্থ, আক্রান্ত।



১১) -অর্তী/-আর্থী: পরবর্তী, মধ্যবর্তী, অন্তর্বতী, পরীক্ষার্থী, প্রার্থী, বিদ্যার্থী, হিতার্থী



১২) নিরীহ অতীত লক্ষ্মী যক্ষ্মা উদ্বুদ্ধ টীকা পাঠটীকা বিনীত বাণী ভবিষ্যদ্বাণী জাতি (কিন্তু: জাতীয়)



১৩) মধ্যাহ্ন অপরাহ্ণ পূর্বাহ্ণ



১৪) গ্রামীণ প্রাচীন। ঐক্য ঐক্যবদ্ধ ঐক্যজোট কিন্তু:‘ঐকমত্যের সরকার’



১৫) পরীক্ষা প্রতীক্ষা অভীক্ষা নিরীক্ষা (কিন্তু শিক্ষা ভিক্ষা )



১৬) আকাঙ্ক্ষা (ক্ষ-এর পূর্বে ঙ ব্যবহার্য)



১৭) পুনরাবৃত্তি পৌনঃপুনিক পুনঃপুন পুনরাবৃত্তি পুনরুক্তি



১৮) শাস্তিমূলক অমূলক ভ্রান্তিমূলক তুলনামূলক শিক্ষামূলক আকুতিমূলক



১৯) ক্ষীর ক্ষুর ক্ষেত কিছুক্ষণ লক্ষণ



২০) ভ-এর পরের উ-কারটি সাধারণত ঊ-কার হয়: ভূমি ভূ-সম্পত্তি অনুভূতি সহানুভূতি ভূত ভূতুড়ে ভূগোল প্রভূত বহির্ভূত ভূষিত ভ্রূকুটি ভূতপূর্ব। (ব্যতিক্রম: প্রভু ভুল অন্তর্ভুক্ত অদ্ভুত)



২১) সকল ‘হীন’ ঈ-কার দিয়ে হয়: বিহীন হীন চরিত্রহীন দায়িত্বহীন শব্দহীন অস্তিত্বহীন অন্তহীন প্রাণহীন গুরুত্বহীন ভাষাহীন শব্দহীন কর্মহীন তারহীন বন্ধনহীন



২২) দূর সুদূর দূরবর্তী রূপ স্বরূপ অপরূপ রূপবতী দূষণ দূষিত সূত্র



২৩) স্তূপ দূত রাষ্ট্রদূত ধূলা ধূমপান কটূক্তি স্ফূর্তি চূড়া চূড়ান্ত গোধূলী নির্মূল রূপ শূন্য ময়ূর



২৪) ‘রুপালি’ লেখা যায় বলে রূপক স্বরূপ রূপ রূপকল্প ইত্যাদি লেখতে যেন ভুল না করি।

















শেষ কথা। ভুলের শেষ নেই। এই তালিকাতেও ভুল থাকতে পারে। কিন্তু ভুল নিয়ে এগিয়ে যাওয়া বা ‘বানানে আমি কাঁচা’ বা ‘আমার বানানে ভুল হয় না’ এরকম মনোভাব আমাদের অভ্যাস খারাপ করে দিতে পারে। এজন্য নির্ভুল থাকার উপায়টি হলো: শুদ্ধ বানানে আপোসহীন থাকা, সবসময়ই অনুসন্ধানে থাকা এবং নিশ্চিত না হয়ে ব্যবহার না করা। আজকাল শুদ্ধ বানানের অনেক সহায়তা পাওয়া যায় অনলাইনে এবং অফলাইনে। আশা করছি লেখাটি একটু হলেও সঠিক বানান সম্পর্কে আমাদেরকে সচেতন করবে। সকলকে মহান একুশ এবং আন্তর্জাতিক ভাষা দিবসের সংগ্রামী শুভেচ্ছা।



















----------------------------------------------------------------------------

*লেখাটি সামহোয়ারইন ব্লগে প্রথম প্রকাশ। সামু’কে ভালোবেসে সহব্লগারদের জন্য মহান একুশের উপহার। কারও কাজে আসলেই বুঝবো, সকল শ্রম উসুল হলো!



** লেখার আকৃতি বড় হয়ে যাওয়াতে ‘বাংলা বানানের সাতকাহন’ অংশটি বাদ পড়ে যায়। বিষয়টি প্রথম মন্তব্যে ইমিজ আকারে যুক্ত করা হলো।



*** তথ্যসূত্র মূল লেখাতে উল্লেখ করা হয়েছে। প্রচ্ছদে দেওয়া শহীদ মিনারের ছবিটি বিডিনিউজ২৪ ডট কম থেকে নেওয়া।

মন্তব্য ১২১ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





সম্পূর্ণ লেখাটি দিয়ে ‘প্রকাশ’ করলেও বাংলা বানানের সাতকাহন অংশটি অজানা কারণে বাদ পড়ে গেলো! :(


এখানে ইমেজ আকারে যুক্ত করা হলো:

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার পোস্ট। মন দিয়ে পড়লে কাজে লাগবে সবার। আর শিরোনাম তো অসাধারণ। শিরোনামের ভুল দেখেই এই পোস্ট পড়তে এসেছিলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: এক কথায় অসাধারন মানের একটি পোষ্ট...অনেকেই উপকৃত হবে এই পোষ্ট থেকে...লেখককে সম্মানসূচক লাল সালাম..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




উপকৃত করাই এর লক্ষ্য।

আপনাকেও জানাই সালাম :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ একটা পোস্ট, রীতিমত গবেষনা পত্র! বাংলা বানানের ব্যাপারে সবারই মনোযোগ দেয়া উচিৎ। অনেক ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ঢাকাবাসীকে কৃতজ্ঞতা আর শুভেচ্ছা :)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

আবু শাকিল বলেছেন: কাজের পোষ্ট।
ধন্যবাদ মইনুল ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ধন্যবাদ, আবু শাকিল ভাইয়া :)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

তুষার কাব্য বলেছেন: দারুন পোস্ট মইনুল ভাই।


...একুশের উপহার আনন্দ চিত্তে গ্রহণ করলাম... :D

আপনাকেও ভাষা দিবসের শুভেচ্ছা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




কেমন আছেন, তুষার কাব্য?

উপহার গ্রহণ করার জন্য ধন্যবাদ, এবং শুভেচ্ছা :)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিন্তু ভুল নিয়ে এগিয়ে যাওয়া বা ‘বানানে আমি কাঁচা’ বা ‘আমার বানানে ভুল হয় না’ এরকম মনোভাব আমাদের অভ্যাস খারাপ করে দিতে পারে। এজন্য নির্ভুল থাকার উপায়টি হলো: শুদ্ধ বানানে আপোসহীন থাকা, সবসময়ই অনুসন্ধানে থাকা এবং নিশ্চিত না হয়ে ব্যবহার না করা।

একেবারে সময়োপযোগী মূল্যবান পোস্ট। ++
আমিও আপোষহীন থাকতে চাই।
আপোষ বানান ঠিক আছে কিন্তু! :P

অনেক ভালোলাগা, ভালো থাকুন প্রিয় ভ্রাতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




স্বপ্নচারী গ্রানমাকে দেখে খুশি হলাম।

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন, ভাইটি :)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

জুন বলেছেন: বিব্রতচিত্তে বলতে চাই, আমাদের প্রিয় ব্লগালয়টিতেও কিন্তু অনেক সুন্দর লেখা সুন্দর কবিতায় বানানের অপ্রত্যাশিত ভুল দেখে ব্যথিত হতে হয় ।
:( :(
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ধন্যবাদ, জুন আপা :)

ভালো থাকবেন.....
এবং আরও আসবেন B-) ;)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: *লেখাটি সামহোয়ারইন ব্লগে প্রথম প্রকাশ। সামু’কে ভালোবেসে সহব্লগারদের জন্য মহান একুশের উপহার। কারও কাজে আসলেই বুঝবো, সকল শ্রম উসুল হলো!

আপনার শ্রম উসুল ভেবে নিতে পারেন। কারণ আমার ইতিমধ্যেই কাজে লেগে গেছে। কারণ আমার আইডি'র বাঙালি বানানটাই যে ভুল হয়ে গেছে। :(
আমি নিজেও বানান ভুল করি। তবে চেষ্টার অন্তঃ থাকে না সঠিক বানান খুঁজে বের করতে। একুশের উপহার হিসাবে যথার্থ একটা পোস্ট দিয়েছেন। প্রিয়তে তুলে রাখছি। মাঝে মাঝে যাতে চোখ বুলিয়ে নিতে পারি।

বানানরীতির জন্য ড. এনামুল হক-এর ব্যকরণটি ব্যবহৃত হয়েছে। মূলত ছাত্রজীবনেও একই ব্যকরণ ছিল লেখকের সঙ্গী।

আপনার উপরের লাইনের ব্যাকরণ বানানে টাইপো আছে মনে হয়। :P

আপনাকেও একুশের শুভেচ্ছা মইনুল ভাই। নিরন্তর শুভ কামনা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ঠিক করে দিয়েছি, বিদ্রোহী ভাইয়া! ;)

থ্যাংকস........ আপনি তো জানেন যে ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মাত্রই ভুল। শেষে কিন্তু এই কথাই বলেছিলাম :)

অনেক শুভেচ্ছা!

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসাধারণ পোস্ট । আসলেই অনেক সময় নিজেরাই ভুল করি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ভুল থেকে মুক্তি চাই, আংশিক হলেও :)

ধন্যবাদ আপনাকে নাজমুল হাসান মজুমদার.....

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এককথায় চমৎকার। পোস্টে ভালোলাগা এবং একগুচ্ছ ++++++++++++++ সাথে প্রিয়তে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বোকা মানুষকে অনেক দিন পর পেলাম।

আপনাকেও ধন্যবাদ :)

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

আমার নিজেরও প্রচুর বানান ভুল হয় ।
আপনার পোস্টের শিরোনামটা কিন্তু চমৎকার হয়েছে !


ব্লগারদের নিয়ে যা বললেন সেটাও সত্যি ...

আমি নিজের বানান ভুলে অতিষ্ঠ হয়ে নিজের জন্যে কিছু কাজ শুরু করেছিলাম যা ব্লগেও শেয়ার করেছিলাম... ♣বানান সতর্কতা♣ কোন কারণে পুরো শিরোনামটা নেই এখন...কী ছিল সেটাও মনে নেই ...

পোস্টটা পরে সুবিধামতো আমার এই পোস্টে যুক্ত করে দিব ।

আল্লাহই জানেন কতোগুলো ভুল করলাম এখানে !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আপনার ‘বানান সতর্কতা’ আমি আগে থেকেই আছি ;)
এই পোস্টের একটি ইমিজ আপনার ওই পোস্টে আছে। একুশকে প্রসঙ্গ করে এই পুরাতন পোস্টটি এখানে দেবার প্রয়োজন বোধ করলাম।

‘আমার নিজেরও প্রচুর বানান ‍ভুল হয়।’ একটি সার্বজনীন সত্য কথা। তবু যে আমরা চেষ্টা করছি, তাতে অন্তত অতৃপ্তিটুকু কমবে :)



সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় আরজুপনি :)

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: কাজের পোস্ট সময় নিয়ে পড়তে হবে।


তাই ঘরে নিয়ে গেলাম। ;) ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



এটি রেফারেন্স হিসেবে কাজে আসতে পারে।

অনেক ধন্যবাদ আপনাকে, সুমন কর :)

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: শিরোনাম দেখে কমেন্ট করতে এসেছিলাম - আমাল একদম বানাল ভূল হয়না , শুধু টাইপিং মিচটেক হয়! ! ;)

কিন্তু এখন বলতেই হচ্ছে - বহুরূপী মানুষ যতটা অপছন্দ তার চেয়েও বেশি অপছন্দ এই বহুরূপী বানান রীতি !! এত্ত এত্ত রুপ কি আর মনে রাখা যায় :( /:)

আপনাকে দুঃখভারাক্রান্ত মনে ধন্যবাদ জানাচ্ছি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




হাহাহা..... মজা পেলাম আপনার কথায়।

সব ভাষায়ই ব্যতিক্রম আছে। আমাদের ভাষায়ও তাই।

ভারাক্রান্ত মন ভারমুক্ত হোক :)

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫০

জাফরুল মবীন বলেছেন: সময়োপযোগী দারুণ পোস্ট!

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





প্রিয় জাফরুল মবীনকে অনেক কৃতজ্ঞতা :)

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৬

বৃতি বলেছেন:
চমৎকার পোষ্ট। শো-কেসে রাখলাম ভাইয়া :)

বেশ কিছু বানান নিয়ে কনফিউসড থাকি আমি। কাছে বাংলা ডিকশনারি নেই, ব্লগার দূর্জয় একটা বাংলা অনলাইন ডিকশনারির খোঁজ দিয়েছিলেন-প্রতিশব্দ খুজতে গিয়ে কিছু শব্দ সেখানে পাইনি। ভুল চোখে পড়লে অন্যরা সেটা উল্লেখ করলে ভালো হয় বলে মনে করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বাংলা একটি বিশেষ ভাষা। একে শিখতে এক জীবন লেগে যায়.... ;)

এমনিতেই কি এ ভাষার জন্য রক্ত দিয়েছেন আমার ভাইয়েরা :)

বৃতিকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা..........

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

হেজাজের কাফেলা বলেছেন: ভাল লিখেছেন....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আমার লেখায় আপনাকে স্বাগত জানাই, হেজাজ কাফেলা :)

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬

মৃদুল শ্রাবন বলেছেন: স্টুডেন্ট লাইফে সব থেকে বেশী ভয় পেতাম ব্যাকারণ। তবু বেশ আগ্রহ নিয়েই লেখাটা পড়লাম।

ফেব্রুয়ারী মাসের সেরা উপহার বলেই মনে হল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





প্রিয় মৃদুল শ্রাবণকে অনেক কৃতজ্ঞতা......
ভালো থাকুন :)

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৬ষ্ট ভাল লাগা আপনার পোস্টে, প্রিয়তে রেখে দিলাম ভবিষ্যত প্রয়োজনের জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





অনেক ধন্যবাদ আপনাকে, ইমতিয়াজ ১৩

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

মাটিরময়না বলেছেন: চমৎকার একটা পোস্ট। এক প্রকার ভাষা নিয়ে গবেষণা বলা যায়।

প্রিয়তে রেখে দিলাম। কাজের জিনিস।

শুভেচ্ছা মইনুল ভাই। আসলে দেখা হবে অবশ্যই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মাটিরময়নার প্রথম মন্তব্যটি পেয়ে আনন্দিত :)

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

কলমের কালি শেষ বলেছেন: অচম্বভ শীক্ষণিয় পোশ্ট ! বানাম ভূল হয় না আমার ! :P

পোস্টে অসাধারণ পিলাচ +++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




=p~ =p~

কলমের কালিকে অনেক ধন্যবাদ.....

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট প্রিয়তে প্রিয় মাইনুল ভাই :)


সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি স্টার বানানটাও "ষ" দিয়ে লেখা হয়। ভানাম বুলের ঠ্যালায় বাঁচা মুশকিল :(



বই মেলার শুভেচ্ছা রইল :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//ভানাম বুলের ঠ্যালায় বাঁচা মুশকিল//



বইমেলা থেকে ফিরলাম গতরাতে.... :)

ধন্যবাদ আপনাকে, মহামহোপাধ্যায়.....

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার দুঃস্পাপ্য শিক্ষনীয় পোস্ট!

এখানে কোন বানানটি ভুল?
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি
ব্যপারে জানাবার জন্য

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মন্তব্যে বানানের ভুল আমি দেখি না...
দেখি মন্তব্যকারীর অন্তরকে ;)

নূরু ভাইকে অনেক শুভেচ্ছা......

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: প্রিয়তে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আমার লেখায় আপনাকে স্বাগত জানাই, মুহাম্মদ রাফউজ্জামান সিফাত :)

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

তওসীফ সাদাত বলেছেন:



পোস্ট প্রিয় তে।
ধন্যবাদ পোস্টটির জন্য। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনাকেও ধন্যবাদ :)

এবং আমার লেখায় আপনাকে স্বাগত জানাই, তরসীফ সাদাত :)

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ শিক্ষণীয় পোস্ট।+++

প্রিয়তে নিয়ে গেলাম।

পোস্টটি স্টিকি করলে সবার নজরে আসত। তাই স্টিকি করার আবেদন করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অনেক ধন্যবাদ, বঙ্গভূমি :)

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

শায়মা বলেছেন: এত কষ্ট জীবন নষ্ট ভাইয়া!!!:(


এত কষ্ট করে বানান শিখতে হবে!!!!!!!!!!:(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



একসাথে দেখলে অনেক কষ্টই তো :)

অনেক থেংকু, অস্পরা আপু......

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার একটা পোস্ট। +++।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





এক্সমডুকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

লিমন আজাদ বলেছেন: অসাধারণ পোস্ট। সব সময় কাজে লাগবে। সরাসরি প্রিয়তে।

ভাল থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে, লিমন আজাদ :)

৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

পার্থ তালুকদার বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম। সময় করে পড়তে হবে।

ধন্যবাদ ভাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



পার্থ তালুকদারকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার পোষ্ট!!!! +++++++++++++++++++++++


১১তম লাইক ১৪ তম প্রিয়তে.................. :)


পোষ্ট আমার মত বানান ভুলকারী দের জন্য দৃষ্টিগোচর করার দাবী রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





২৩ মন্তব্যের উত্তর দ্রষ্টব্য ;)

অনেক শুভেচ্ছা জানবেন, প্রিয় স্নিগ্ধ শোভন..............

৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন: B-)) B-)) B-)) B-))

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



B-) B-)

৩৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলা বানান রীতির উপর সুন্দর সাবলীল পোস্ট ।। একুশের চেতনায় উদ্ভাসিত
হোক মাতৃভাষা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, প্রিয় পরিবেশ বন্ধু :)

৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সোহান মোল্লা বলেছেন: ভাষার মাসের উপযোগী চমৎকার একটি লেখা | উপকৃত হলাম :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





আমার লেখায় সোহান মোল্লাকে স্বাগত জানাই :)

৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

অপু তানভীর বলেছেন: ইহা আমার জন্য অতি প্রয়োজনীয় পুস্ট । জানেনই তো আমার আবার বানানে কুনো ভুল হয় না ! ;););)

প্রিন্ট দিয়া নিজের কাছে যত্ন কইরা রাইখা দিলাম !

আর আপনাকে থেঙ্কু !! :) :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাহাহা!

বাংলা বানানকে ‘যত্ন’ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় অনু তানভীর........ ভালো থাকবেন :)

৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

সচেতনহ্যাপী বলেছেন: পুরো লেখায় কয়টি ভুল,ইচ্ছে না টাইপের?? কিছু ভুলতো হতেই পারে,কারন আমরা শিক্ষা বা ব্যাকরনবীদ নই।।
তারপরও একপাতায় ১০টি ভুলকে স্বভাবতঃই মানতে কষ্ট হয়।। পড়তেও ইচ্ছে করে না।।
কারন তা "তোমার কপালে আমার পা"র মত হয় বলে।।
বলতে লজ্জা নেই আমার মেয়েই এর প্রকৃষ্ট উদাহরন।। অথচ পড়ছে ভার্সিটিতে!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন, সচেতনহ্যাপী :)

৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি কিন্তু এখন আর ভুল বাঙালী না; শুদ্ধ বাঙালি। :P
খুব খিয়াল কইরা। কারণ আপনার শ্রম উসুল কইরা দিছি বানান ঠিক কইরা। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




এ তো বিশাল বড় অর্জন, বিদ্রোহী বাঙালি :)
সত্যিই শ্রম উসুল হলো...

শুদ্ধ বাঙালিকে অভিনন্দন :)

৩৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: +++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





ধন্যবাদ, হে প্রিয় গল্পকার :)

৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

ইছামতির তী্রে বলেছেন: অতি প্রয়োজনীয় একটি পোস্ট। বাংলা বানানের ব্যাপারে আমরা আসলেই উদাসীন। আমার নিজেরও কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। আগামী দিনে এ ব্যাপারে আরো সজাগ থাকব এই কথা দিতে পারি।

অসাধারণ পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//আগামী দিনে এ ব্যাপারে আরো সজাগ থাকব এই কথা দিতে পারি।//


কথা কেউ দেন নি। আপনাকে ধন্যবাদ, কথা দেবার জন্য :)

শুভেচ্ছা জানবেন :)

৪০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

হামিদ আহসান বলেছেন: অামরা ধুমধাম করে একুশ পালন করি অার বাংলা লেখার ক্ষেত্রে বানানের ব্যাপারে লজ্জাজনক পর্যায়ে উদাসীন৷ অামাদের চরিত্রের এই বৈপরিত্ত্ব মনে হয় দূর হবে না কখনও৷ বানানের ব্যাপারে যারা অাগ্রহী তারা ভাল একটা গাইডলাইন পাবেন অাপনার এই পোস্ট থেকে৷ ধন্যবাদ মইনুল ভাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//অামরা ধুমধাম করে একুশ পালন করি অার বাংলা লেখার ক্ষেত্রে বানানের ব্যাপারে লজ্জাজনক পর্যায়ে উদাসীন৷ অামাদের চরিত্রের এই বৈপরিত্ত্ব মনে হয় দূর হবে না কখনও৷//


-চমৎকার কথা বলেছেন।

অনেক ধন্যবাদ, প্রিয় হামিদ আহসান ভাই :)

৪১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

অন্ধবিন্দু বলেছেন:
জনাব মইনুল,
কূলহারা জীবিকার আত্মম্ভরিতায় কতো ভুল যে ভূল থেকে যাচ্ছে;
ক্ষমা করো একুশ ....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//কূলহারা জীবিকার আত্মম্ভরিতায় কতো ভুল যে ভূল থেকে যাচ্ছে//

-জমা পেলাম কথায়!


একুশ আমাদেরকে কবেই ক্ষমা করেছে। এবার প্রয়োজন নিজেকে নিজের ক্ষমা করার। বাঙালি নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না বলেই অন্তর্কলহে আজ লিপ্ত। বহিঃশত্রু নয়, ভাইয়ের কাছেই ভাই আজ শত্রু! আফসোস!


প্রিয়বন্ধু অন্ধবিন্দুকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা....

৪২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ঝকমকে পোস্ট। কাজে লাগবে। প্রিয়তে নিয়ে নিলাম।

ধন্যবাদ আপনাকে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আপনাকেও ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু!

৪৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

আজমান আন্দালিব বলেছেন: মূল্যবান লেখা। সংগ্রহে রাখলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ :)

৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: সামু ব্লগে লিখে লিখে অনেক বানান ঠিক হয়েছে আমার। আগে সবাই অনেক অনেক কো অপারেটিভ ছিলো একে অন্যের ভুল ধরিয়ে দিত। শিখিয়ে দিত।


এখন কেউ কিছুই বলেনা :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





এখন সবাই শুধু প্রশংসা করে। অবশ্যই এটিই সবচেয়ে কাম্য। কিন্তু লেখককে বেশি উপকার করে সমালোচনা।



ধন্যবাদ, প্রিয় শায়মাকালের ব্লগার :)

৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: অসাধারন পোষ্ট। ধন্যবাদ মাইনুল ভাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




প্রামানিক ভাইকে অনেক ধন্যবাদ :)

৪৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

অন্ধবিন্দু বলেছেন:
জনাব মইনুল,
আমি খাই খাই করি; ভাই-ভাই আবার কি ! ভুলে যাচ্ছি ...
৭৯৫৩ বার পঠিত ব্লগে আপনার শ্রম ও সময় স্বার্থক হোক।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




হাহাহা.... অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় অন্ধবিন্দু :)

৪৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৫

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: গ্রেট জব ম্যান।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






থ্যাংক ইউ, ম্যান!

৪৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন উদ্যোগ ।প্রিয়তে নিয়ে গেলাম ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





কবিকে কৃতজ্ঞতা!

৪৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: চমৎকার পোস্ট মইনুল ভাই। বেশ ভাল লেখেন এমন অনেকের পোস্টেও বানানের অবস্থা দেখে হতাশ হই। আশা করি আপনার এই পোস্ট আমার মত অনেককেই সাহায্য করবে লেখার সময় বানানের প্রতি মনোযোগী হতে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






আপনাকে অনেকদিন পর পেলাম, মুদ্র সংগ্রাহক। আমার পোস্ট দ্বারা বাংলা বানানের কিছু উন্নয়ন হলে, সেটি হবে আমার জন্য বিরাট গর্ব ও আনন্দের বিষয়। আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৫০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

তোমোদাচি বলেছেন: মইনুল ভাই, আপনি সম্ভবত Rural Children Education নিয়ে কাজ করছেন। আমার স্মতি যদি ঠিক থাকে... তাহলে সময় করে আমাকে একটা ইমেইল করতে পারবেন? ওটা নিয়ে কিছু আলোচনা করতাম ...

[email protected]

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





আপনাকে তো সেদিনই ইমেল করেছিলাম, প্রথম যখন ইমেল এড্রেস দিলেন। আপনার স্প্যাম এলাকায় একটু খোঁজ নিয়ে দেখুন তো....


শুভেচ্ছা জানবেন.... :)

৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম । অশেষ ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



থ্যাংকস! অনেক দিন পর...
কেমন আছেন রেজওয়ানা আলী তনিমা..

৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: চমৎকার পোস্ট এবং পোস্টের শিরোনাম মজার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ......

৫৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

তোমোদাচি বলেছেন: তাই নাকি?? না তো মেইল পাইনি ... spam, social, promotion সব খুজে দেখলাম।
কোথাও মনে হয় কোন ভুল হচ্ছে…
ইমেল আইডিটা একটু মিলিয়ে দেখবেন??
[email protected]

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... আপনার ইমেল আইডি ভালোমতো দেখে বুঝলাম সামান্য একটু বিচ্যুতি হয়েছে।



যা হোক.... আবার পাঠালাম.... এবার দেখুন!

এবং বিচ্যুতির জন্য দুঃখিত। আপনাকে অপেক্ষায় রেখেছি। :(

৫৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

আগুন ডানা বলেছেন: স্টার চিহ্নের উপরে ক্লিক করলেই প্রিয় পোস্ট হয়ে যায়, শিখে ফেলেছি। দুঃখিত, উপরের কমেন্ট মুছে ফেলার কোন পথ খুঁজে পেলাম না :(

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার পক্ষ হয়ে ওপরের মন্তব্যগুলো মুছে দিলাম।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার পোস্টগুলোর ঐতিহাসিক তাৎপর্য আছে। অতএব লেখে যান।


শুভেচ্ছা!

৫৫| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

আমি অথবা অন্য কেউ বলেছেন: পড়ছিলাম, পড়ে পড়ে নিজের ভুলের সাথে মেলাতে চেস্টা অরছিলাম। যদিও বানানের রীতি চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, খুব ধীরে, কিন্তু তবুও হয়।

পোস্ট অসাধারন এইটা না বললেই না।

শুভকামনা রইলো।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে!
ভালো থাকুন সবসময় :)

৫৬| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: বলার ভাষা হারিয়ে ফেলেছি। আপনার লিখাটা অত্যন্ত মূল্যবান। অনেক ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫৭| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৮

পুতুল আলতাব বলেছেন: আপনার এই পোস্টে উপকৃত হলাম। প্রিয়তে নিয়ে নিলাম। :)

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
উপকৃত হওয়াতে এবং প্রিয়’তে নেওয়াতে আমি আনন্দিত হলাম।

কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন :)

৫৮| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫

ফারিয়া বলেছেন: অনেক কিছু শেখার আছে। প্রিয়'তে রেখে দিলাম।
ধন্যবাদ এই পোস্টের জন্য!

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থ্যাংকস :)

৫৯| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬

অন্ধবিন্দু বলেছেন:
জনাব মইনুল,
ব্লগের ব্যানারটিতে লক্ষ করুন।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লজ্জা দেবেন না B-)

৬০| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয়তে।

আমি আর ভূল করতে চাই না। ;)

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আর ভুল না হোক...... সেই শুভ কামনা
দিশেহারা রাজপুত্রের জন্য :)

৬১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: প্রিয়তে তালিকা ভুক্ত করে রাখলাম, স্যার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.