নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ভাষা আর ভাবনার সঙ্ঘাত: পেয়েছিলাম প্রেমের স্বাদ, লেখে দিলাম বিচ্ছেদের রাগ!

২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮




‘ওহির’ মতো প্রাপ্ত মহামূল্যবান ভাবনাগুলোকে যখন ভাষায় রূপ দিতে যাই, ঠিক তখনই এসে হানা দেয় কিছু পরিচিত শত্রু। এদেরকে এতোকাল বন্ধুই ভেবে এসেছিলাম। তাদের মধ্যে একনম্বর হলো ভাষার সৌন্দর্য্য; তারপর ছন্দ বা শব্দের তাল; তারপর আছে রূপক আর উপমা ব্যবহারের প্রচলিত প্রথা। ছন্দ মিলাতে গিয়ে ভুলে যাই কী ভেবেছিলাম। ভাষার সৌন্দর্য্য নির্ধারণ করতে গিয়ে ভাবনার ‘খেই’ হারিয়ে ফেলি। শেষে দেখি ‘ভাষা’ আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কী ভেবেছিলাম কী পেয়েছিলাম, তার কিছুই খেয়াল থাকে না। লেখতে গিয়েছিলাম ছড়া, হয়ে গেলো গদ্য; অথবা লেখতে গিয়েছিলাম বিষাদের গল্প, হয়ে গেলো অট্টহাসির রম্য রচনা। পেয়েছিলাম প্রেমের স্বাদ, লেখে দিলাম বিচ্ছেদের রাগ।


ভাষাগত আগ্রাসনে পড়ে সবচেয়ে করুণ পরিণতিটি হলো, লেখাটি আদৌ শেষ না হওয়া। ভাষাগত শুদ্ধতার আকাঙ্ক্ষায় অথবা, পরবর্তিতে আরও ভালো লেখার আশায় কোন লেখক হয়তো কোন একটি ‘নোবেলবিজয়ী’ লেখাকে চিরতরে স্থগিত করে দেন। ভাবনারা শুকপাখির মতো ওড়ে যায়, আর না ফেরার জন্য। এভাবে যে কত সহস্র লেখকের মৃত্যু হয়েছে কে জানে!


পরাজয় মেনে নেওয়া যায়, কিন্তু শত্রুকে চিনতে না পারার ব্যর্থতাকে মেনে নেওয়া যায় না। লেখার শুরুতেই ভাষাগত সৌন্দর্য, ব্যকরণগত শুদ্ধতা আর রূপক-উপমার দৌরাত্ম্য আমার কোমলমতি ভাবনাকে আতঙ্কগ্রস্ত করে তুলে। অথচ আমি সেটাকে ভালো বলেই মেনে নেই, কারণ আমি চাই লেখাটি যেন শুদ্ধ হয়। মেষের চামড়া পরে ‘ভাষা’ এসে নেকড়ের মতো তাড়িয়ে দেয় আমার অমূল্য অনুভূতিগুলো। ভাবনাকে কাগজাশ্রয়ে নেবার জন্য স্বতস্ফূর্তভাবে প্রাপ্ত শব্দগুলোকে আমি বিশ্বাস না করে খুঁজতে থাকি শেকসপিয়ার- কিংবা রবীন্দ্র-উপমা। লেখকের মৃত্যু হয় বন্ধুবেশি অজানা শত্রুর আক্রমণে।


হায় ভাষা! তুমি কি প্রুফরিডারের উপাসনায় সন্তুষ্ট হতে পারো না? মহামান্য প্রুফরিডাররা, যেদিন আমার মহাকাব্যটি হাতে নেবেন, তখন তো তোমাকে যথার্থ অর্ঘ্য দেবেনই। তবে কেন তুমি আমার ভাবনায় এসে হানা দাও? ছন্দ। ছন্দ কি থাকতেই হবে? ভাষাগত শুদ্ধতা? তা কি শুরুতেই থাকতে হবে? রূপক উপমা সিমিলি মেটাফর। এগুলো কি শুরুতেই থাকতে হবে? প্রথমে ভাবনার প্রতিফলনটুকু কাগজে আশ্রয় নিতে দিলে না। তোমাকে তোমার উপযুক্ত পূজা পরে আরও ভালোমতো দেওয়া যেতো। কিন্তু তা তো তুমি বুঝলে না! লেখাই যদি না হলো, তবে হে রূপময় ভাষা, তোমায় আমি কোথায় রাখবো? (২৯/১০/২০১৪, ঘুড়ি)







লেখা নিয়ে অন্যান্য লেখাগুলো:

Pathos: সাহিত্য রচনায় বিষাদের ব্যবহার

কবিতা তোমায় দিলাম পুরাই ছুটি!

ভালো লেখার ৩টি গোপন রহস্য

নোবেল বিজয়ী মো ইয়ানের লেখার স্টাইল

কী লিখবো, কেন লিখবো

হোমার যেভাবে হেলেনের ‘রূপ’ বর্ণনা করলেন...

ব্লগ লেখার ভুলগুলো



—————–
ফটো সোর্স: internet.philipmartin.info

মন্তব্য ৬৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম প্লাচ। +

ভাবনারা শুকপাখির মতো ওড়ে যায়, আর না ফেরার জন্য। এভাবে যে কত সহস্র লেখকের মৃত্যু হয়েছে কে জানে!

লাইনটা অসাধারণ লাগল।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





অনেক ধন্যবাদ আপনাকে, দিশেহারা রাজপুত্র!
ভালো থাকুন!

২| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৮

জুন বলেছেন: এভাবে যে কত সহস্র লেখকের মৃত্যু হয়েছে কে জানে!
:(
তবে কেন তুমি আমার ভাবনায় এসে হানা দাও? ছন্দ। ছন্দ কি থাকতেই হবে? ভাষাগত শুদ্ধতা? তা কি শুরুতেই থাকতে হবে? রূপক উপমা সিমিলি মেটাফর। এগুলো কি শুরুতেই থাকতে হবে? প্রথমে ভাবনার প্রতিফলনটুকু কাগজে আশ্রয় নিতে দিলে না। তোমাকে তোমার উপযুক্ত পূজা পরে আরও ভালোমতো দেওয়া যেতো। কিন্তু তা তো তুমি বুঝলে না! লেখাই যদি না হলো, তবে হে রূপময় ভাষা, তোমায় আমি কোথায় রাখবো

এমন সত্যি কথা কেমন করে লিখলেন মাইনুদ্দীন মইনুল :-*
এর জন্য ডাবল প্লাস
++

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাই জুনাপা! ;) B-)

ডাবল প্লাসের জন্য ডাবল থেংকু :)

৩| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

এহসান সাবির বলেছেন: আপনার লেখা নিয়ে ভাবনা সত্যিই সুন্দর।

ভালো লাগা।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:






ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, এহসান সাবির :)

৪| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখতে গিয়েছিলাম ছড়া, হয়ে গেলো গদ্য; অথবা লেখতে গিয়েছিলাম বিষাদের গল্প, হয়ে গেলো অট্টহাসির রম্য রচনা। পেয়েছিলাম প্রেমের স্বাদ, লিখে দিলাম বিচ্ছেদের রাগ।

চমৎকার বলেছেন মাঈনউদ্দিন মইনুল ভাই। আপনার লেখাগুলো বরাবরের মতই খুব গভীরে নাড়া দিয়ে যায়, ভাবতে শেখায়।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আপনার মন্তব্যও আমাকে সবসময় নাড়া দিয়ে যায়। এটি আন্তরিকতায় পূর্ণ থাকে সবসময়। কৃতজ্ঞতা জানবেন, বোকা মানুষ :)

৫| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১২

আমিনুর রহমান বলেছেন:



এইজন্যই তো আমি লিখি নাই। সৌন্দর্য্য, ছন্দ, উপমা এদের সাথে আমার শত্রুতা ভীষণ। এদের সাথে এই জীবনে কোন ভাব হবার নয় আমার। সো লেখলাম না পারলে আমার কিছু করুক :P


মইনুল ভাই কেমন আছেন?

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





তাহলে আসুন না...
সকল অলেখক মিলে একটি ‘অলেখক অঙ্গন’ গড়ে তুলি? ;)


ভালো আছি ভাইয়া... গরিবের খবর মানুষ খুব কমই নেয় 8-| :D

৬| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: বোঝে না কেউ বুঝলো না /:) /:) /:) /:)

ছোট বেলায় একটা কবিতা ছিল না
দেখ হতে পারতেম আমি.....
সে রকম খালি ভাষা টা আয়ত্বে থাক্লে আজকে আমিও....

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





‘বোঝে না কেউ বুঝলো না’ :(

আমার ক্ষেত্রে ভাষা তো নেই-ই
ভাবও পরতারণা করে 8-|


শুভেচ্ছা জানবেন, মনিরা সুলতানা আপা :)

৭| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

জেন রসি বলেছেন: ভাষাগত আগ্রাসনে পড়ে সবচেয়ে করুণ পরিণতিটি হলো, লেখাটি আদৌ শেষ না হওয়া। ভাষাগত শুদ্ধতার আকাঙ্ক্ষায় অথবা, পরবর্তিতে আরও ভালো লেখার আশায় কোন লেখক হয়তো কোন একটি ‘নোবেলবিজয়ী’ লেখাকে চিরতরে স্থগিত করে দেন। ভাবনারা শুকপাখির মতো ওড়ে যায়, আর না ফেরার জন্য। এভাবে যে কত সহস্র লেখকের মৃত্যু হয়েছে কে জানে!

চমৎকার বলেছেন।

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লেখাটি পড়ে মন্তব্য দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, জেন রসি :)

৮| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: লেখতে গিয়েছিলাম ছড়া, হয়ে গেলো গদ্য; অথবা লেখতে গিয়েছিলাম বিষাদের গল্প, হয়ে গেলো অট্টহাসির রম্য রচনা। পেয়েছিলাম প্রেমের স্বাদ, লিখে দিলাম বিচ্ছেদের রাগ।

সত্যিই। আমার ক্ষেত্রে বেশ কয়েকবার এমন হয়েছে। কলমের টানে ভাষা না চলে ভাষার টানে কলম চলেছে।

শুভকামনা।

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অশেষ ধন্যবাদ, গল্পকার হাসান মাহবুব! :)

৯| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ বক্তব্য । আমারও বেশিরভাগ এমনি হয় । তবে আমি লেখক কিংবা কবি কোনটাই হতে পারবো না তাই আর পাত্তা দেই না । লেখা যেদিকে ইচ্ছা সেদিকে যাক, আমি চাই মনের ভাব ! ;)

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//...তবে আমি লেখক কিংবা কবি কোনটাই হতে পারবো না তাই আর পাত্তা দেই না। //


আমিও না ;)

কৃতজ্ঞতা জানবেন, কলেমের কালি :)

১০| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি কোন দ্বন্দ্বে নাই, তাই লেখকের খাতায় আমার নামও নাই। :)

তবে বিশ্বাস করি এক লাফে গাছের উঠা যায় না। আস্তে আস্তে উঠতে হয়। অভ্যাস হয়ে গেলে সেটা আরও সহজ হয়। লেখার ক্ষেত্রেও তাই। কিছু লিখতে গেলে ভাষার শুদ্ধতা, ছন্দ, রূপক, উপমা ইত্যাদির যথোপযুক্ত প্রয়োগ কিংবা সহজলভ্যতায় প্রাথমিক ভাবে কিছু জড়তার মধ্য দিয়ে যায়। তবে নিয়মিত লিখতে থাকলে জড়তা কেটে যায় এবং প্রুফরিডারের উপাসনা ছাড়াই সুন্দর একটা লেখার সৃষ্টি হতে পারে। যারা নিয়মিত লেখার ক্ষেত্রে অলসতা দেখাবেন, তাদের অবস্থা আমার মতোই হবে। :( আবার যারা ইচ্ছে করেই অনেক কিছু প্রুফরিডারের জন্য রেখে দিতে চান, তাদের দৌড়েও সীমাবদ্ধতা এসে যাবে। তখন প্রেমের স্বাদ লিখতে যেয়ে বিচ্ছেদের রাগই বের হয়ে আসবে। নোবেলবিজয়ী লেখার অপমৃত্যু ঘটবে। :(
'অলেখক অঙ্গনে' আমারে সঙ্গে রাইখেন কিন্তু ভাইজান। :D

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি হলেন ব্লগের সেরা পাঠক, যিনি লেখা তো পড়েনই, মন্তব্যও গবেষণা করেন। লেখক আপনি হবেন না, তো কি আমরা হবো ;)

সব কথায় সহমত জানাই। লেখতে লেখতেই লেখক।

অলেখক অঙ্গনে সকলেই স্বাগত, কেউ কেউ অতিথি হিসেবে, কেউবা সেবক হিসেবে। তবে সেটি এখনও প্রতিষ্ঠা পাবার অপেক্ষায়... ;)



অনেক শুভেচ্ছা, প্রিয় ঘাসফুল/ বিদ্রোহী বাঙালি :)

১১| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: চমৎকার বলেছেন।

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় সুমন কর, আপনাকে অশেষ ধন্যবাদ :)

১২| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সালমান মাহফুজ বলেছেন: ভাষাগত শুদ্ধতার আকাঙ্ক্ষায় অথবা, পরবর্তিতে আরও ভালো লেখার আশায় কোন লেখক হয়তো কোন একটি ‘নোবেলবিজয়ী’ লেখাকে চিরতরে স্থগিত করে দেন। ভাবনারা শুকপাখির মতো ওড়ে যায়, আর না ফেরার জন্য। এভাবে যে কত সহস্র লেখকের মৃত্যু হয়েছে কে জানে!
-- সঠিক বলেছেন

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ, ভাই!

১৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:২১

আরণ্যক রাখাল বলেছেন: আমি লেখাই বাদ দিয়েছি একমাস প্রায়

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখা বাদ দেবেন না, তাতে আনন্দ আর বেদনা সবই হারাবেন!

১৪| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৪

সুফিয়া বলেছেন: চমৎকার উপলব্ধি, তারচেয়েও চমৎকার উপস্থাপনা। খুব ভাল লাগল।

++++

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, সুফিয়া আপা :)

১৫| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৩

দীপংকর চন্দ বলেছেন: ভাবনারা শুকপাখির মতো ওড়ে যায়, আর না ফেরার জন্য।[/sb

বড়ো মুশকিলে পড়লাম!!!

পড়তে পড়তে নানা ধরনের ভাবনা এলো!!! কিন্তু ভাবনারা শুকপাখির মতো উড়ে গেলো আর না ফেরার জন্য!!!

কি যে লিখি এখন!!!

তবে আপনার লেখার ভাব এবং ভাবনা যে ভালো, এ ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন!!!

অনিঃশেষ শুভকামনা মইনুল ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবি দীপংকর চন্দকে অনেক ধন্যবাদ...
ভালো থাকবেন শ্রীমান!

১৬| ২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৪

এম এম করিম বলেছেন: মনের কথা

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ :)

১৭| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



রচনাকে শব্দাড়ম্বরে গৌরবান্বিত, শব্দালংকারে ‌ঐশ্বর্য্যবান, পরিভাষিক শব্দপ্রয়োগে মর্যাদাসম্পন্ন, ব্যাকরনের সুগন্ধিতে ভরপুর এবং বাচালতায় সমৃদ্ধিশালী করবার লোভ সংবরন করা যে কি কঠিন , তা লেখক মাত্রেই জানেন । :(

সংযম শিখতে হবে ।
লেখালিখি একটা আর্ট । ক্যানভাসে রংতুলি দিয়ে ইচ্ছে মতো আঁকিবুকি করার মতো সাদা কাগজে কলমের কালি দিয়ে মনের ভাবটা লিখে দিলেই হলো । অতো ভাবাভাবির কি দরকার ? শব্দালংকারে ‌কনের বিয়ের সাজের মতো সাজানোর দরকারটাই বা কি ? বেলফুলের মালা দিয়ে সাজালেই হয় । লেখার ডালে ব্যাকরনের পাঁচফোড়ন যে দিতেই হবে এমন কথা কি ? বিনে পাঁচফোড়নে তেল রোসন দিয়ে ভালমতো সাঁতলে নিলেও সুপেয় হয় । শব্দের ডালা নিয়ে এসে ঝটাপট মনে যা ছিলো তেমন করেই কেটেকুটে স্যালাদ সাজিয়ে ফেলবেন । ব্যাস.... তেল-ঝালে পেটপীড়াও হবেনা বরং স্বাস্থ্য সম্মত হবে । ব্যাকরণের ব্যাধিই সংক্রামক , বাক্যের স্বাস্থ্য নয় । :P

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//রচনাকে শব্দাড়ম্বরে গৌরবান্বিত, শব্দালংকারে ‌ঐশ্বর্য্যবান, পরিভাষিক শব্দপ্রয়োগে মর্যাদাসম্পন্ন, ব্যাকরনের সুগন্ধিতে ভরপুর এবং বাচালতায় সমৃদ্ধিশালী করবার লোভ সংবরন করা যে কি কঠিন, তা লেখক মাত্রেই জানেন । সংযম শিখতে হবে ।//

খাসা কথা বলেছেন, আহমেদ জী এস ভাই।


//বিনে পাঁচফোড়নে তেল রোসন দিয়ে ভালমতো সাঁতলে নিলেও সুপেয় হয়। শব্দের ডালা নিয়ে এসে ঝটাপট মনে যা ছিলো তেমন করেই কেটেকুটে স্যালাদ সাজিয়ে ফেলবেন । ব্যাস.... তেল-ঝালে পেটপীড়াও হবেনা বরং স্বাস্থ্য সম্মত হবে।//

-হাহাহা। আপনার মন্তব্য তো আরেকটি মৌলিক লেখা হয়ে গেলো। সাধু!

১৮| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: হায় ভাষা! তুমি কি প্রুফরিডারের উপাসনায় সন্তুষ্ট হতে পারো না?


ভাল লিখেছেন মঈনুল ভাই ।

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, কবি সাহেব...
কেমন আছেন?

১৯| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪১

মাটিরময়না বলেছেন: পড়িনি এখনো। শুধু একটা টোকা দিয়ে গেলাম। পড়ে এসে পুরোটা সাবার করে যাবো।

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, মাটিরময়না!
আশা করি ভালোভাবে পৌঁছেছিলেন :)

২০| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪১

আবু শাকিল বলেছেন: মনের কথা ।
খুব সুন্দর উপমা দিয়ে লিখেছেন।
+

কেমন আছেন মইনুল ভাই ?

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


থ্যাংকস.... আবু শাকিল ভাইয়া...
ভালো আছি... আপনি?

২১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: কেউ যদি সাহিত্যিক হতেই চান তবে তাকে ভাষা নিয়ে ভাবতে হবে বৈকি! আর যিনি তা হতে না চান তিনি আপন মনের মাধুরী মিশিয়ে যা খুশি করেন রচনা তাতে কী আসে যায়।

সাহিত্য রচনায় ভাষার খাঁচাই তো সাহিত্যিকের একমাত্র অবলম্বন এবং তার চিরন্তন আফসোসও বটেঃ এ খাঁচা ভাঙব আমি কেমন করে?

না কোনোদিনই ভাঙা সম্ভব নয় তবে প্রতিভাবান যারা তারা পারেন আয়তন বাড়িয়ে নিতে।

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য বিশেষ কৃতজ্ঞতা...
শুভেচ্ছা জানবেন, ড্রিম!

২২| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৮

জাফরুল মবীন বলেছেন: তাহলে বানান ও ব্যকরণ নিয়ে না ভেবে লেখালেখিতে বেশি মনোযোগী হয়ে উঠি,কী বলেন? =p~ বানান শিখতে গিয়ে যা ধকল গেল! :P

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... কৃতজ্ঞতা জানবেন প্রিয় সহব্লগার জাফরুল মবীন :)

২৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অলেখক অঙ্গনে 'র কাজ কি শুরু করে দিয়েছেন? আমাকেও রাইখেন!

লেখা নিয়ে এই লেখালেখি দারুণ লাগলো! আমাদের অনেকের অনেক মনে হওয়া আপনার কলমে এসে ধরা দিয়েছে! অনেকের মন্তব্য পড়ে মজা লাগলো, পোস্টটাকে পূর্ণতা দিয়েছে!

শুভেচ্ছা!

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্লগের স্বনামধন্য কবি এসব কী বলেন!
না না.... আপনি হবেন ‘লেখক লঙ্কার’ রাবন ;)


আপনার উপস্থিতি আমার জন্য সবসময় আনন্দের। কোথায় ছিলেন এদ্দিন?

শুভেচ্ছা!

২৪| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৯

সোহানী বলেছেন: এভাবে যে কত সহস্র লেখকের মৃত্যু হয়েছে কে জানে!

দারুন উপলব্ধি.... খাটিঁ কথা মঈনুল ভাই......... অন্য লিখাগুলো পড়ার প্রত্যাশায়.....

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সোহানীকে অনেক থেংকু :)

২৫| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২২

আমিনুর রহমান বলেছেন:




আমার খবর নেয় কে, অসুস্থ মানুষটা কেমন আছে খবর নিছেন একবার :P

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রিং না পড়লে কি কোনকিছু সিদ্ধ হয়....?
আপনাকে না সেদিন অসুস্থ’র তালিকা থেকে চিরতরে বাতিল করা হলো?!


ঠিকাছে খবর নিমুনে....
শুভেচ্ছা :)

২৬| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

হায় ভাষা ! :|

আমার অবস্থাতো পুরাই কাহিল :((

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তবে আমরা কই যামু? 8-|
প্রিয় সহব্লগার আরজুপনিকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

২৭| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৮

ফারিয়া বলেছেন: "পরাজয় মেনে নেওয়া যায়, কিন্তু শত্রুকে চিনতে না পারার ব্যর্থতাকে মেনে নেওয়া যায় না।" যথার্থ বলেছেন আপনি। চেষ্টা অবিরত হতে হবে, তবেই সফল হবে সঠিক ভাষা চর্চা।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, ফারিয়া :)

২৮| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:১১

অন্ধবিন্দু বলেছেন:
জনাব মইনুল,

আপনি তো লেখাটি দিয়ে আপনার আওয়াজের ওপর নিজেই সন্দেহের তীর ছুঁড়ে দিলেন। অর্থাৎ যা বলতে চেয়েছিলেন তা বলতে পারলেন কী ! হতে পারে লিখতে চেয়েছিলেন ভাষা আর ভাবনার প্রীতি লিখতে হলো সঙ্ঘাত। লিখতে চেয়েছিলেন ভাষাগত অশুদ্ধতায় আপনি দারুণ চটেছেন কিন্তু লিখতে হলো ভাবনা প্রকাশে ভাষাগত শুদ্ধতা আপনাকে সমস্যায় দিচ্ছে !

বিদ্রোহী বাঙালি যথার্থ বলেছেন- “এক লাফে গাছের উঠা যায় না”। আহমেদ জী এস সংযমের কথা বললেন কিন্তু মন্তব্যটিতে সংযম দেখালেন কি ! অলওয়েজ ড্রিমের কথায় যুক্তি আছে। ফারিয়া বললেন ঠিক ঠিক- “চেষ্টা অবিরত হতে হবে, তবেই সফল হবে সঠিক ভাষা চর্চা।”

যাক অতঃপর মন্তব্যগুলো পড়ে জানা গেলো আপনি আসলে সঙ্ঘাতে বিষয়টি টুকেছিলেন। যা হাজার হাজার বছর ধরে সার্বজনীন এবং ভাষা ও ভাবনার স্বকীয় প্রাণ, কখনোই অন্তরায় ছিলো না। এতদ বিষয়ে প্রচুর লেখালেখি হয়েছে। বিভিন্ন ভাষার বই আছে; পড়ে দেখুন, আলো পাবেন আশা করি। কারণ ভাষা একটি বিজ্ঞান।

ভালো থাকুন।

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা! আপনিও দারুণ চটেছেন, মশাই ;)

তবে যথার্থ বলেছেন। লেখার সঙ্গে মন্তব্যও পড়েন, এটি ভালো গুণ, বলতে হবে।


//পড়ে দেখুন, আলো পাবেন আশা করি।//

-মূলত সেখানেই আমার আশ্রয়। ... তাই করে যাবো।


যথারীতি অন্দবিন্দুর দুর্দান্ত মন্তব্য :)

শুভেচ্ছা জানবেন, জনাব.....

২৯| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: খুব সুন্দর উপমা দিয়ে লিখেছেন। ধন্যবাদ

২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, ছড়াকার সাহেব :)

৩০| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: পনের তম ভাল লাগা :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন, প্রিয় আমি তুমি আমরা :)

৩১| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জটিল শব্দচয়ন হয়েছে। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা থাকলো।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থেংকু.... তনিমা, নতুন বছরে প্রবাসে ভালো থাকুন.... শুভ নববর্ষ!

৩২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

বাসার বলেছেন: পেয়েছিলাম প্রেমের স্বাদ, লেখে দিলাম বিচ্ছেদের রাগ! :)

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পুরাতন লেখায় এসে মন্তব্য করার জন্য বিশেষ ধন্যবাদ.... ভাই!
ভালো থাকবেন :)

৩৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

শামছুল ইসলাম বলেছেন: আপনি আমার মনের কথাটাই বলেছেনঃ

//লেখাই যদি না হলো, তবে হে রূপময় ভাষা, তোমায় আমি কোথায় রাখবো? //

ভাল থাকুন। সবসময়।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় শামছুল ইসলাম, আপনি আমার পুরাতন পোস্টগুলো পড়ছেন আর তাছে প্রেরণাদায়ক মন্তব্য রাখছেন।
আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.