নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন লেখকরা সবসময় প্রতিষ্ঠিত লেখকদের লেখার প্রেরণা সম্পর্কে জানতে চান। লেখার ‘মুড’ কীভাবে আসে? একজন খ্যাতিমান লেখককে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি যা উত্তরে জানালেন, তা সকলের জন্য প্রেরণার হতে পারে। আবার বিতর্কের বিষয়ও হতে পারে। উত্তর দেবার আগে তিনি একটি প্রশ্ন জুড়ে দিলেন:
লেখক: সত্য বলবো নাকি মিথ্যা বলবো?
প্রশ্নকারী: অবশ্যই সত্য বলবেন!
লেখক: সত্য বললে আমাদের লেখক খ্যাতির কিছু ক্ষতি হতে পারে।
প্রশ্নকারী: তবু বলুন। লেখকের কাছ থেকেই তো সত্য আশা করা যায়!
লেখক: প্রায় সবগুলো লেখাই ‘আউট-অভ্-মুড’ থাকা অবস্থায় লেখা। ইন ফ্যাক্ট, মুড খারাপ থাকলেই আমি লেখতে বসি!
লেখক নম্বর দুই বললেন, লেখকের আবার ‘মুড’ কী? আমি যদি কথা বলতে পারি, তবে লেখতেও পারি। লেখা তো আসলে আমাদের মুখের কথারই লেখ্য রূপ।
লেখক নম্বর তিন: প্রথমেই আমি যা করি, তা হলো ইন্টারনেট ব্রাউজারগুলো সব বন্ধ করা। এগুলো আমার একনম্বর মনযোগ নষ্টকারী।
লেখক নম্বর চার: আরে কী কয়? ব্রাউজার বন্ধ করলে, লেহমু কী? হুনেন, লেহার মুড না থাহলে প্রথমেই আমি ব্রাউজার খুলে দেই। ফেইসবুকে বন্ধুর স্ট্যাটাস থেকে আমি পাই মহকাব্যের প্রেরণা!
লেখক নম্বর পাঁচ: মুডের অপেক্ষায় থাকলে হবে? সম্পাদকের প্রশ্নের জবাবে যদি বলি মুড নাই, তবে মাস শেষে বিলটা আসবে কোত্থেকে? আমি লেখা চালিয়ে যাই সকল অবস্থায়। অতএব, মুড না থাকলে প্রথমেই আমি যা করি তা হলো, লেখা শুরু করে দেই।
লেখক নম্বর ছয়: আমি যেখানেই যাই সেখানেই কবিতার/গল্পের বীজ বুনি। ভালো একটি ভাবনা যখন মনে আসে, তখনই আমার নোটবুকে/স্মার্টফোনে সেটি টুকে রাখি। একেকটি ভাবনা, একেকটি কবিতা/গল্প। লেখতে বসলে সেগুলোকেই সম্প্রসারিত করে যাই। কিছু কিছু ভাবনা অবশ্য লিখিত থাকলেও কিছু সময় পর মরে যায়। মানে, লেখার সময় ওগুলোর কোন সূত্র খুঁজে পাই না আর। [ইন্নালিল্লাহ... বলে, পরবর্তি নোটে দৃষ্টি দেই ]
লেখক নম্বর সাত: আমি লেখার চাষ করি। সব ফুল যেমন ফল হয় না, তেমনি সব ভাবনায় লেখা হয় না। অর্থাৎ একটি বিষয়ে লেখবো এমন সিদ্ধান্ত নিয়ে আমি সবসময় বসি না। আমি সাধারণত লেখতে বসি অনেকগুলো বিষয়ে বিচ্ছিন্ন ভাবনাগুলোকে কাগজবদ্ধ করতে। লেখতে থাকি... লেখতে থাকি। কমপক্ষে দু/তিন পৃষ্ঠা তো প্রতিদিনই লেখি। তা না হলে মনে হয়, আজকের দিনটিই মাটি!
লেখক নম্বর আট: লেখা নিয়ে কোন চাপাচাপিতে আমি নাই। ভাবনা না আসলে নির্ভাবনায় থাকি। টিভি দেখি, পত্রিকা পড়ি, বারান্দায় দাঁড়িয়ে আরামছে বিড়ি টানি! আকাশ দেখি, পাখি দেখি! পাড়ার চায়ের টঙের তেল চিটচিটে বেন্চিতে বসে লাল চা পান করি। বউ/বাচ্চা/বান্ধবির সাথে আলাপে মেতে ওঠি। জীবনে লেখাটাই সব নয় - জীবনবোধেরও দরকার আছে।
লেখক নম্বর নয়: লেখার মুড, নাকি ‘মুডের লেখা’? আমি সকল মুডকে লেখায় প্রয়োগ করি। মুড থাকলেই যদি লেখতে বসি, তবে তো সব লেখা এক রকম হয়ে যাবে! আমি সকল মুডেই লেখতে জানি এবং লেখিও। পাঠক পড়বেন কি না পড়বেন, সেটি অবশ্য আলাদা কথা। আমি লেখি আমার বিচিত্র মুডকে প্রকাশ করার জন্য।
লেখক নম্বর দশ: আমার দরকার তিনটি বিষয়, বিড়ি/কফি, ডেডলাইন, কম্পিউটার।
লেখক নম্বর এগারো: লেখা নিয়ে আমি কখনও ভাবি না। কারণ আমি যা ভাবি, তা লেখি না; যা লেখি তার সবই ভাবি না। লেখা শেষে নিজেই বিস্মিত হই... কী ভাবলাম, কী লেখলাম!
লেখক নম্বর বারো: মুড ছাড়াও আরেকটি জিনিস লাগে, যা প্রায়ই মুডের বিকল্প হিসেবে কাজ করে। বাধ্যবাধকতা। এটি আসে যখন লেখক অর্থের জন্য লেখেন অথবা ‘অর্জিত সুনাম’ ধরে রাখার জন্য লেখেন। ‘প্রয়োজন’ সকল সৃষ্টির জন্মদাত্রী। বাধ্যবাধকতাও তেমনই একটি বিষয়।
...
... ... ...
লেখক নম্বর চারশ’ উনিশ (পোস্টের লেখক): মুড কাহাকে বলে, উহা কত প্রকার, তাহারা কী কী? আমি তো লেখি না, ব্লগিং করি!
লেখক নম্বর চারশ’ বিশ: লেখার মুড না পেলে সবসময়ই আমি যা করি তা হলো, অন্যের লেখা কপি করতে শুরু করে দেই।
আমি কোন লেখকের সাথে রাজি বা গররাজি কিছুই হতে পারছি না। বিষয়গুলো আপেক্ষিক।
লেখক যখন লেখতে বসেন তখন নিশ্চয়ই তিনি একটি ‘মেজাজে’ থাকেন। হতে পারে সেটি চিন্তাশীল অথবা হেঁয়ালী, গম্ভীর অথবা ব্যাঙ্গাত্মক, মনোযোগী অথবা উদাসীন, ক্ষুব্ধ অথবা হৃষ্ট। এই ‘মেজাজ’ নিয়ে তিনি যা লেখবেন, সেটি হয়তো সৃষ্টি করবে প্রেমবোধ অথবা বিষাদ, আনন্দ অথবা বেদনা, আশা অথবা নিরাশা... ইত্যাদি। পাঠক হয়তো মনে মনে হাসবেন, অথবা ব্যথিত হবেন। নিরবে অশ্রু ফেলবেন অথবা অট্টহাসিতেও ফেটে পড়বেন। এসব কিছু নির্ভর করে লেখক তার লেখার সময় ‘কী মেজাজে ছিলেন’ তার ওপর। গল্প হোক বা কবিতা হোক অথবা প্রবন্ধ হোক, লেখার একটি স্বতন্ত্র মেজাজ থাকবেই। আমি মনে করি, মুডই (মেজার) লেখার প্রেরণা বা লেখার সূত্র এনে দেয়। এবিষয়ে আলোচনা চলতে পারে।
পাঠকের কাছে জিজ্ঞাসা:
লেখার ‘মুড’ না আসলে আপনি কী করেন?
আপনি কি রাইটারস ব্লক বা এরকম কিছু মিথে বিশ্বাস করেন?
চলুন, এনিয়ে আলোচনায় মেতে ওঠি।
[চলবে...]
---------------------------
*ছবিটি libbycole.files.wordpress.com থেকে নেওয়া।
**লেখা নিয়ে আরও কিছু লেখা: view this link] ]
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.....
আড্ডার জন্যই এই লেখা...
ধন্যবাদ আপনাকে, প্রবাসী পাঠক
২| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
জুন বলেছেন: মাইনুদ্দিন মইনুল অনেকদিন পর অনেক দু:খের মাঝেও একচোট হেসে নিলাম। ওই বিড়িটা ছাড়া আর লিখে টাকা পাওয়া ছাড়া আর ওই কপি পেষ্ট করা ছাড়া
বিশেষ করে ১১ নম্বরটাতো খুবি মিল পেলাম
+
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জুনাপা... মিল পেলে তো ভালোই হলো... লন হাত মিলাই!
মিল না থাকলেও নিজের অভিজ্ঞতা শেয়ার করুন...
বিড়ি তো বালা
৩| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
এম রাজু আহমেদ বলেছেন: যখন লিখতে মন চায়না তখন আমি প্রচুর পড়ি।
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াও.... আসল মুড সেখানেই!!!!
৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
গুলশান কিবরীয়া বলেছেন: I'm in the public transport and when I read the 420 writer's mood description , it just made me laugh and people gave their strange look to me ।any way - all I can say it's a beautiful discussion, I will tell my opinion later today ।best wishes for u all times ।
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা....
পাবলিকের সামনে একা হাসলে তো একটু অদ্ভুত লাগবেই।
আপনার অপেক্ষা রইলাম....
৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: হি হি হি মন্তব্য পরে আগে হেসে নেই।
প্রত্যেকটা নাম্বারই দারুণ হয়েছে মইনুল ভাই। A+++
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, প্রামানিক ভাই...
এ প্লাস!! বিরাট ফলাফল দিলেন
৬| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
হাসান মাহবুব বলেছেন: লেখক নাম্বার ৬- মাই ওয়ার্ডস!
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আড্ডা পোস্টে অংশ নেবার জন্য অনেক ধন্যবাদ, প্রিয় গল্পকার হাসান মাহবুব
৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
জন রাসেল বলেছেন: আমি একজন ক্ষুদে লেখক। ২০১৫ এর মেলায় আমার প্রথম বই প্রকাশিত হয়।
রাইটারস ব্লক ব্যাপারটা আসলেই আছে। হুমায়ূন আহমেদ তার নবনী গল্প লিখতে গিয়ে আটকে গিয়েছিলেন। পরে অন্য বই লেখা শুরু করেন। বহুদিন পর তিনি আবার নবনী বইটি লিখে ফেলেন।
লেখা জোর করে আনা সম্ভব নয়। লেখাটা থাকে অবচেতন মনে। এটা আপন মনে ঘুরতে ঘুরতে যে-ই সচেতন মনে নেমে আসবে তখনই লেখক লিখতে পারবে। অবচেতন মনের উপর সরাসরি মানুষের কোন নিয়ন্ত্রন নেই। কোন লেখার একটি অংশ যখন সচেতন মনে আসে কিন্তু বাকি অংশটা অবচেতন মনেই রয়ে যায় তখনই রাইটারস ব্লক ব্যাপারটি ঘটে।
আমি আগামীমেলার জন্য আমার ২য় উপন্যাসটি লিখছি। এটা লিখতে গিয়েও আমি একই সমস্যায় পড়েছি বেশ কয়েকবার।
আর কখন লিখেন প্রশ্নটার উত্তর অবশ্যই মনের চূড়ান্ত আবেগী অবস্থায়। সেই আবেগ সুখের, হাসির, কান্না অনেক রকম হতে পারে। আমরা চূড়ান্ত আবেগটাই বাচিয়ে রাখতে চাই, তখনই লেখার ইচ্ছাটা জাগে।
আর ফেসবুক, ব্রাইউজার এইসব শব্দ সাহিত্য ঘরানার লেখকের সাথে খুবই বেমানান। সাহিত্যের শিল্পকে জানতে হলে সাহিত্যিকের লেখাই পড়তে হবে। ফেসবুকে সাহিত্যিক তেমন কেউ নেই, সেলিব্রেটি আছে। এরা স্রোতের অনুকূলে লিখে লাইক আয় করে। এইসব লেখা পড়ে কোন উচু দরের সাহিত্য লেখার থিম মাথায় আসা সম্ভব নয়। ব্যক্তিগত মতামত।
ভালো থাকবেন। অনেক হাবিজাবি কথা বলে ফেলেছি।
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম আজে বাজে না। অনেক গুরুত্বপূর্ণ অভিমত যুক্ত করেছেন, জন রাসেল
আমি ঠিক এমনটাই কামনা করেছিলাম।
পড়া হলো শ্রেষ্ঠ প্রেরণা।
আপনার উপন্যাসের জন্য রইলো অশেষ শুভ কামনা.......
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//একদম আজে বাজে না।//
আমার এই কথাটিকে ভুল বোঝার সুযোগ আছে।
আপনি বলেছেন হাবিজাবি। উত্তরে বলতে চেয়েছিলাম, সেটি ‘হাবিজাবি’ নয়, বরং গুরুত্বপূর্ণ।
৮| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার অভিধানে লেখিকা কিংবা পাঠিকা শব্দটা কি নেই?!?!?! (মান -অভিমানের ইমো হবে)
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কামরুন নাহার আপাকে অসন্তুষ্ট করে আমি সত্যিই দুঃখিত
কিন্তু আমি সাধারণত আমার লেখায় লৈঙ্গিক পার্থক্য করি না।
আমি উভয়কেই বুঝিয়েছি - কাউকে উপেক্ষা করি নি।
অনেক ধন্যবাদ আপনাকে......
৯| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার লেখা কখনও খারাপ হতে পারে, কক্ষোনো না!!!
নিজেকে ৪১৯ নাম্বারে নিলেন কেন?
মূল্যায়ন করবার ভার পাঠকের হাতে ছেড়ে দিন!!
অনেক অনেক শুভেচ্ছা মইনুল ভাই!!!
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কামরুন নাহার আপা.... আমারে চিনলো কেডা??
মাঝে মাঝে নোবেল (উপন্যাস) না পাবার বেদনায় আর লেখতে ইচ্ছে হয় না...
১০| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: লেখক নম্বর এগারো: লেখা নিয়ে আমি কখনও ভাবি না। কারণ আমি যা ভাবি, তা লেখি না; যা লেখি তার সবই ভাবি না। লেখা শেষে নিজেই বিস্মিত হই... কী ভাবলাম, কী লেখলাম! ------
মনে হয় ঘোড়ার ডিম লিখলাম!!!
০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এই যে... আপনিও তো নিজেই নিজের মূল্যায়ন করলেন!
যাউগ্গা... আমি আমি আবার রাগের মানুষ না
একাধিক মন্তব্য দিয়ে আড্ডাকে সতেজ রাখার জন্য অনেক ধন্যবাদ কামরুন নাহার আপা।
আপনি কিন্তু একজন আদর্শ ব্লগার। সেটা খেয়াল রাখবেন। কেমন?
১১| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: লেখক নাম্বার এগারোতে আমার মিল পেলাম । এই ভদ্রলোক কিডা !!
লেখক চাইরশ বিশ তো সেইরাম !!!
মুডের কত বৈচিত্রময়তা দেখিলাম !!
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নাম প্রকাশে ওস্তাদের মানা আছে...
সব মুড এখানে আসে নি। আরও আসিতেছে....
ধন্যবাদ, কথাকথিকেথিকথন........ (নাম লেখলে আঙ্গুল ভেঙ্গে যায়!)
১২| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
প্রবাসী পাঠক বলেছেন: লেখক নাম্বার ১১ এর সাথে আমার মিল আছে। প্ল্যান করে কোন লেখা শেষ করতে পারি না। পরিকল্পনা করে অনেকগুলো লেখা শুরু করেছিলাম। সেগুলো অসমাপ্ত রয়ে গেছে। কোন দিন সেই লেখা আলোর মুখ দেখবে কি না সন্দেহ আছে! হুট হাট করে লেখাগুলোই প্রকাশিত হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঠিকাছে, তাহলে পিলান না করেই লেখুন....
লেখাটা কারও কারও হুটহাট করেই আসে।
প্রবাসী পাঠক, আবারও যোগ দেবার জন্য কৃতজ্ঞতা জানবেন
১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
অন্ধবিন্দু বলেছেন:
"লেখকের আবার ‘মুড’ কী" তাইতো !! লেখক তার পাঠকের জন্য মুড তৈরি করেন। হ্যাঁ ! ডিকশ্যনের পাশাপাশি সেটা পটভূমি, অধিরোহণ ঢঙ্ বা লৈখিক আবেগের হতে পারে। এক্সপ্রেশাণ-ইমপ্রেশণের মনস্তত্ত্বাত্বিক গতিক, আবারও বলছি “গতিক” অর্থে যদি মুড বা মেজাজ বুঝিয়ে থাকেন; আমার আপত্তি নাই। তবে আপনার লেখার সারমর্ম ধরতে পারলে, ধারণা করছি টোন ও মুডের মধ্যকার প্রকরণটি বস্তুনিষ্ঠ হয় নাই।
“আমি তো লেখি না, ব্লগিং করি!” হে হে হে। এইটা তো আমার কথা। আপনি পেলেন কোথায় ? “কী মেজাজে ছিলেন’” আসলে সুলেখক গণ মেজাজের ওপর নির্ভর করে লিখেন না। লেখক পেশায় তাঁর মেটল(met·tle) স্বতন্ত্র থাকার কথা। তাই না ?পোস্টে আপনার উত্তরও আছে- বিষয়গুলো আপেক্ষিক। পোস্টে অনেক ভালোলাগা জানাচ্ছি। মজার একটা লেখা।
“আপনি কি রাইটারস ব্লক বা এরকম কিছু মিথে বিশ্বাস করেন?”
জনাব মইনুল, রাইটারস ব্লক খুবই হাস্যকর ও ভিত্তিহীন একটা কথা। দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন টাইপ উপমিতি রাখছি। হুম।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় অন্ধবিন্দু! প্রকরণের সীমাবদ্ধতা নিয়ে আপনার অভিমতে আমি একমত। কিন্তু বাংলা ভাষায় শব্দভাণ্ডারের সীমাবদ্ধতাটুকুও আপনাকে খেয়াল রাখতে হবে। আরও খেয়াল রাখতে হবে যে, আমি একটি আড্ডা পোস্ট দিয়েছি সকল পাঠককে লক্ষ্য করে। তাই, মুডকে সর্বোচ্চ বিস্তৃত করেছি। ‘মুড’ দিয়ে আমি টোন, ভাব, প্রেরণা... সবই বুঝিয়েছি যা লেখাকে প্রভাবিত করে।
লেখক যখন বলেন, আমি সকল মুডকে লেখায় প্রয়োগ করতে চাই। তখন সে লেখকের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। অতএব ৯ নম্বরের প্রতি আমার কিঞ্চিৎ পক্ষপাতিত্ব আছে।
রাইটারস ব্লক আমিও বিশ্বাস করি না। ব্লগাররা বোধ হয় এরকমই। একটু রগচটা
আপনার আন্তরিক মন্তব্যে আড্ডা স্বাদ পেলাম....
বলতে হবে, সবসময়ই পাই।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
গেম চেঞ্জার বলেছেন: সত্যি কথা বলব?
১ নং এর সাথে কাকতালীয়ভাবে মিলে গেছে। আমি তো আবার পার্টটাইম (১-২%) গল্পকার/কবি।
আমি আনমুডেই লিখি। মুড আসলে লিখার রেকর্ড আমার খুবই কম। আসলে প্লানমাফিক লেখা কি কারণে সম্ভব হয় না আমি নিজেই কনফিউজড।
অবশ্য মাথায় গল্প নিয়ে চিন্তাভাবনা করি অবসর সময়ে। আর লিখার সময় ডাইরেক্ট ল্যাপিতে লিখ্যা ফালাই। খুব কম সময়ই খাতা/ডায়েরি অপচয় করি।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আনমুডেই লিখি// .... হাহাহা!!
খাতা বা ডায়েরিতে লেখা এখন অনেকেরই হয়ে ওঠে না।
তবে ব্যাক-আপ রাখবেন। তা না হলে রাস্তায় বসে কাঁদতে হবে।
আড্ডা যুক্ত হবার জন্য থ্যাংক ইউ, গেম চেন্জার
১৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
অন্ধবিন্দু বলেছেন:
মন্তব্যে জন রাসেল চমৎকার বলেছেন-
সাহিত্যের শিল্পকে জানতে হলে সাহিত্যিকের লেখাই পড়তে হবে। ফেসবুকে সাহিত্যিক তেমন কেউ নেই, সেলিব্রেটি আছে। এরা স্রোতের অনুকূলে লিখে লাইক আয় করে। এইসব লেখা পড়ে কোন উচু দরের সাহিত্য লেখার থিম মাথায় আসা সম্ভব নয়।
জন রাসেল, মূলত পাঠক শ্রেণীটিকে একজন সাহিত্যিকের চাইতেও উচু চিন্তা,ভাবনা,বিজ্ঞতার অধিকারী হতে হয়। অন্যথায়, পাঠকের অজ্ঞতার সুযোগ নিয়ে একটা অংশ সাহিত্যের বারোটা বাজিয়ে দেয়।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//পাঠকের অজ্ঞতার সুযোগ নিয়ে একটা অংশ সাহিত্যের বারোটা বাজিয়ে দেয়।//
-এখানেও দেখছি ভোক্তা অধিকারের বিষয়টি আছে
জন রাসেল সত্যিই গুরুত্বপূর্ণ সংযুক্তি দিয়েছেন।
আপনার দৃষ্টিতে পড়ায় আমার ভালো লাগছে
১৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
গেম চেঞ্জার বলেছেন: তবে ব্যাক-আপ রাখবেন। তা না হলে রাস্তায় বসে কাঁদতে হবে।
হাঃ হাঃ
ব্যাকআপ রাখি না। ডাইরেক্ট ড্রাইভে সেইভ থাকে। ফোনেও এড/এডিট করি প্রয়োজনে। বলতে পারেন স্মার্ট রাইটার।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এখন স্মার্ট রাইটারদের যোগ। চালিয়ে যান
আরেক কথা.... বান্ধবীর সাথে ক্রাশ খাইলে রক্ষা আছে, ড্রাইভ ক্রাশ খাইলে কিন্তু ...
১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: লিখতে না পারার কারণে নাকি অার্নেস্ট হেমিংওয়ে অাত্মহত্যা করেছিলেন, অবশ্য উনার পরিবার থেকে দাবি করা হয়েছে বন্দুকের নল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত উনার মৃত্যু হয়েছে । যাহোক, ৬ নাম্বারের সাথে প্রায় পুরোটাই মিলে গেলো!
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মিলে যাওয়ায় খুশি হলাম, রূপক বিধৌত সাধু
শুভেচ্ছঅ জানবেন....
১৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
জেন রসি বলেছেন: লিখতেই হবে এমন কোন কথা নেই। লিখে আনন্দ না পাইলে বরং অন্য কিছু করাই উত্তম। কিন্তু যারা প্রফেশনাল রাইটার তারা আবার লিখতে বাধ্য। কারন প্রকাশকদের এসব মুড, আনমুড বুঝার সময় নাই! তাই অনেক বিখ্যাত রাইটারকেই দেখি লেখার জন্য বিচিত্র কায়দায় নিজেকে সম্মোহিত করে ফেলতে! আজকাল সবই আমদানি করে ফেলা যায়। মুড আর বাকি থাকবে কেন?
মজার পোষ্ট। আড্ডা চলুক। শুভেচ্ছা।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
"আনন্দ না পেলে অন্য কিছু করাই উত্তম"... ঠিক
পেশাদার লেখক যারা, তারা তো এক প্রকার বন্দী। লেখকের স্বাধীনতা আর কি তারা উপভোগ করতে পারেন?
ভালো কথা... মুড আমদানির বিষয়ে আপনার কোন খোঁজ জানা থাকলে এখানে ব্লগারদের জন্য শেয়ার করতে পারেন
জেন রসি........ অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন
১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
সোহানী বলেছেন: হাহাহাহা......... সত্যিই দু:খের মাঝে একটু চাঙ্গা করলেন.....
যখন মেজাজ খারাপ থাকে তখন লিখি , যখন মেজাজ ভালো থাকে তখন লিখি, যখন সময় থাকে তখন লিখি, যখন সময় থাকে না তখন লিখি না, যখন বৃষ্টি থাকে তখন লিখি , যখন রোদ থাকে তখন লিখি , যখন ঝড় থাকে তখন লিখি , যখন ঝড় থেমে যায় তখন লিখি ..................... মুড আবার কি জিনিস মঈনুল ভাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//যখন মেজাজ খারাপ থাকে তখন লিখি , যখন মেজাজ ভালো থাকে তখন লিখি,
যখন বৃষ্টি থাকে তখন লিখি , যখন রোদ থাকে তখন লিখি ,
যখন ঝড় থাকে তখন লিখি , যখন ঝড় থেমে যায় তখন লিখি//
সেরা মন্তব্য... সোহানী
সময় না থাকলে কি লেখা যায়?
ভালো থাকুন....
২০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: আমার নিক লেখার ক্ষেত্রে চারশ বিশ কে ফলো করা সুবিধাজনক !!!!
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহাহা.... তাই তো দেখছি
কিন্তু আপনার নামের ভেতরকার ছন্দটি আমি আগেই ধরে ফেলেছি!
২১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: নামটা ছন্দ মিলিয়েই রাখার চেষ্টা করেছি । এটা ধরতে পারলে নামটা কিন্তু এতো কঠিন না !!
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ক্রিয়েটিভ!
ভালো থাকবেন কথাকথিকেথিকথন
২২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬
আরজু পনি বলেছেন:
আমার কী অবস্থা !
মন খারাপ করা পোস্ট...
আমি লিখতে পারছিনা...
লিখতে ইচ্ছে করলেও শুরুটাই করতে পারছিনা...তাই ইদানিং নিয়মিত পোস্টও দিতে পারিনা
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি হলেন ব্যস্ত মানুষ।
যারা চাকরিও করেন আবার সংসারও সামলান তারা বিস্ময়কর... পারলৌকিক মানুষ... শ্রদ্ধার পাত্র।
তারা নিজেরাই তো একেকটি মহাকাব্য। কথা বললেই তো তা প্রকাশিত
লেখার আর দরকার কী!
না লেখলে পোস্ট দেবার দরকার কী... না লেখলে আমিও দেই না
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা... আরজুপনি
২৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
শামছুল ইসলাম বলেছেন: খুব মজার এবং অনিঃশেষ একটা বিষয় বেছে নিয়েছেন।
৪২০ টার চিন্তা করে এখনো মৃদু মৃদু হাসছি।
আমি লেখক কিনা জানি না, তবে পাঠক তো বটেই।
সেই পাঠকেরই মাস ছয়েক আগে ভীমরতি হলো, সামুতে একটা আইডি খুলে হাবি-জাবি টাইপ করা শুরু করল।
সুতরাং এই নবীন এখনো ঠিক বুঝে উঠতে পারিনি তার মুড কখন আসে।
আবার একটু লেখাটা পড়ি আর ভাবি ।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখে আসলাম... আপনি তো ভালো লেখেন
‘নবীন’ মনে হয় নি।
বিষয়টি সত্যিই ‘অনিঃশেষ’। অতএব আলোচনা চলতে থাকুক। আপনি যথার্থ বলেছেন।
কৃতজ্ঞতা জানবেন, শামছুল ইসলাম...
২৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
গেম চেঞ্জার বলেছেন: @কথাকথিকেথিকথন
আপনার নামের ছন্দটি হলোঃ-
আ_-ই_-এ_-ই_
(জাস্ট ক,থ ও ন)
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এই তো হয়ে গেলো
অভিনন্দন... গেম চেন্জার
২৫| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
গুলশান কিবরীয়া বলেছেন: আমার যখন সময় থাকে তখন মুড আসে না, আর সময় না থাকলে মুড আসে , আবার সময় ও মুড থাকলে পাঠকের মুড থাকে না । তাই লেখকও হয়ে ওঠা হচ্ছে না । জটিল সমস্যায় আছি
এই সব কারণেই কিছুই হচ্ছে না ।
সত্যিই , আপনি বেশ জমজমাট মেজাজে থাকেন - এই পোস্ট পড়েই বোঝা যায় । আর আপনার পোস্ট পড়ে পাঠকও জমজমাট হয়ে ওঠে ।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... আপনি তো মহাজটিল অবস্থায়...
কিন্তু এসব পরিস্থিতিতেই নাকি সৃজনশীলতার জন্ম হয়।
লেখার জন্য আদর্শ পরিবেশ হলো লেখকের উপলব্ধিতে.... গুণীজনের কথা আরকি!
‘জমজমাট’ মন্তব্যটি উপহার হিসেবে নিলাম।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন, গুলশান কিবরীয়া
২৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
শামছুল ইসলাম বলেছেন: আমি লেখার বিষয়টা নিয়ে ভাবি - বাসায়, অফিসে, রাস্তায় হাঁটতে হাঁটতে।
আমার কল্পিত চরিত্রের সাথে কথা বলি, হাসি-কাঁদি।
আমি আর আমি থাকি না, হয়ে যাই কবিতা/গল্পের চরিত্র।
পুরো বিষয়টা আমি যখন মানস চক্ষে দেখতে পাই, তখন লেখতে বসি।
ভাল থাকুন। সবসময়।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মুড ফিরে পাবার একটি অসাধারণ উপায় আপনি বললেন
অনেক ধন্যবাদ.... আপনিও ভালো থাকুন...
২৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
আমিনুর রহমান বলেছেন:
আমি তো ভাই ৪১৯ নাম্বার । তবে আমার লেখা না কমেন্ট করতে মুডের প্রয়োজন নয় যেমন ধরেন গত ২ দিন আমার মুড ছিলো কমেন্ট করার জন্য। পোষ্ট পড়ে গেছি কিন্তু মুড আসছিলো মাত্রই আপনার পোষ্ট খানা পড়িয়া মুড চলে আসছে
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চলুন ‘দিনতারিখ’ করে একদিন হাত মিলাই...
মন্তব্য করার মুড আমারও সবসময় থাকে না...
২৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: আমার ১১ নম্বরের সাথে অনেকটাই,তবে মুড যোগ হলে পুরোটাই -
লেখকের প্রকৃতির উপর লিখা চমৎকার ভালোলাগার পোষ্ট অনেক অভিবাদন প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাই
অনেক শুভকামনা ...
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আজাইরা আলাপ করি আরকি! মুড না বুঝলে যা হয়....
ধন্যবাদ, কিরমানী লিটন ভাই...
সৃজনশীল ব্লগারদের আমি বিশেষভাবে ভালা পাই
২৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:১৮
সচেতনহ্যাপী বলেছেন: লেখকদের মুডের বৈচিত্রময়তা ভালই লাগলো।। আসলেও বোধহয় বর্নিত মুডের মাঝেই তাদের চলাফেরা।।
আমি আসি পড়তে।। ব্লগটি ভাল লাগার কারন এখানে লেখকদের বিভিন্নতা।। সবচেয়ে বড় কথা কিছু লিখেই "পগাড় পার" হবার যো নেই।। প্রস্তুত থাকতে হয় যথাযোগ্য উত্তর দেয়ার জন্যও।। এখানটাতেই এর গ্রহনযোগ্যতা বেশী।। ।।
এবার মুল কথাটা বলি মুড না থাকলে কয়েকটা মানে অনুসরিত লেখা পড়েই বিদায়।। নো কমেন্ট ।।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখার বিভিন্নতাই ব্লগের সৌন্দর্য্য।
আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন, সচেতনহ্যাপী
৩০| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২২
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাই, আমি তো সবমসময়ই লিখতে চাই, কিন্তু পাঠক কোথায় পাই? আমার লেখা পড়ার মতো পাঠকই তো নাই। ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখতে থাকুন.... পাঠক এমনিতেই যোগাড় হবে একদিন।
অনেক ধন্যবাদ আপনাকে, ক্যান্সারযোদ্ধা!
৩১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:২৫
শান্তির দেবদূত বলেছেন: যদিও লেখক হিসাবে নিজেকে তেমন একটা জাতের ভাবি না তবু যতটুকুই লেখি সেটা লেখি রাতের বেলায়। আমার লেখা শুরুই হয় রাত ১২টার পরে। যে কারনে অনেক ছোট লেখাও খুব বেশি সময় লাগে শেষ করতে।
তবে, ৬ং টা মাঝেমাঝে খাটাই। বেশিভাগ সময় এমন হয়েছে যে একটি গল্পের প্লট মাথায় ঘুরছে, মূল থিমটা টুকে রেখেছি। কিছু দিন বাদে, নতুন একটা আইডিয়া আ্সলো টুকে রাখলাম। কিছু দিন পর আরেকটা গল্পের আইডিয়া মাথায় আসল, এবার সবগুল আইডিয়া মিলিয়ে একটা গল্প বানিয়ে ফেললাম, বা এক গল্পে সবগুলোকে একোমোডেট করে নিলাম, এতে যেটা হয় একটা গল্পই অনেক ডাইমেনশন, শাখাপ্রশাখা নিয়ে শেষ হয়।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//সবগুলো আইডিয়া মিলিয়ে একটা গল্প বানিয়ে ফেললাম, বা এক গল্পে সবগুলোকে একোমোডেট করে নিলাম//
অসাধারণ মিকচার!
আপনার মন্তব্য থেকে পাঠক একটি প্রায়োগিক আইডিয়া পাবে।
অনেকদিন পর পেলাম আপনাকে।
আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন, শান্তির দেবদূত
৩২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: রাইটার্স ব্লক মিথ কিনা জানিনা - কিন্তু এটা সত্য। অনেক সময়ই লিখতে গিয়ে আঁটকে যেতে হয়।
মুড না আসলে অনেক কিছুই করা হয়, লেখক নং - ৪২০ বাদে সবার উপায়ই ফলো করা হয়।
তবুও না আসলে আর কী করার - চোখ বন্ধ করে দেই ঘুম। এরপর সবই গায়েব।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাবনাকে লেখায় প্রকাশ করা একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার বিষয়। মন কারও দখলে থাকে না সবসময়।
এর আপস এন্ড ডাউন আছে।
ঘুম তো সেরা মুড-বুস্টার
রক্তিম দিগন্তকে অনেক কৃতজ্ঞতা....
৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
বিপ্লব06 বলেছেন: কেউ আমারে মুড আইনা দ্যাও না ক্যারে? অল্টাইম চারশ উনিশ
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাতে হাত নয়... আইয়েন বুকের লগে বুক মিলাই...
৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
জুন বলেছেন: আমি অনেক চিন্তা কইরা দেখলাম আমার এত বছরের ব্লগিয় জীবনে আমার আবজাব লেখা ম্যালা লোকজন পড়ে আবার কমেন্টও করে তাতে আবার বিভিন্ন সংকলনে ঠেইলা ঠুইলা এটুস্খানি জায়গাও কইরা নেয় এতে মনে হয় এইসব ব্লক/ মুড আমার জন্য প্রযোজ্য নহে মাইনুদ্দিন মইনুল
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার ব্লকের তো দরকার নেইই... মুডেরও দরকার নেই।
তাই তো?
আপনি একজন স্বাধীন ‘ইবনে বতুতা’....
ঠিক কইলাম নি?
৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
হামিদ আহসান বলেছেন: লেখক নম্বর ৪২০ ......এরা এই যুগের লেখক৷ অন্যের লেখায় নিজের ওয়ারল সাজায়৷দুই এক জন বইও বের করে ফেলছে কিনা বে জানে ?
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমার এক লেখক বন্ধু জানালেন, তার স্ত্রী নাকি প্রচুর বই পড়েন। গত ২০১২ সালে একজন নব্য গল্পকারের বই বের হলো। আমার লেখক বন্ধুটি এক কপি পেয়েছেন সৌজন্য কবি। বিশেষাধিকার বলে সেটি তার পড়ুয়া স্ত্রীর দৃষ্টিগত হয়।
ঘটনা শুরু হলো এর পর থেকে। বন্ধুপত্নী বন্ধুকে জানালেন যে, গল্পের কাহিনি নাকি পুরোপুরি তার পূর্বে-পড়া একটি গল্পের সাথে খাপের-খাপ (ময়নার বাপ!) মিলে যাচ্ছে ঘটনা সবই এক। শুধু স্থান ও পাত্রপাত্রী আলাদা। হাউ ক্রিয়েটিভ!!!
হামিদ ভাইকে শুভেচ্ছা.......
৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ভাবার মত অনেকগুলি ভাবনা । সত্যি ভাবলাম । আর ভাল লাগলো ভাবতে ।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাবতে থাকুন.... কবি
লেখতে থাকুন কবিতা....
৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
জনাব মাহাবুব বলেছেন: বিশাল গবেষণামূলক পোষ্ট।
লেখক নম্বর তিন: প্রথমেই আমি যা করি, তা হলো ইন্টারনেট ব্রাউজারগুলো সব বন্ধ করা। এগুলো আমার একনম্বর মনযোগ নষ্টকারী।
৩ নম্বরটা আমার সাথে মিলে গেছে
ইন্টারনেট ব্রাউজগুলোই আমার মনোযোগ নষ্ট করে দেয়।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আধুনিক লেখকদের এই হলো সমস্যা
জনাব মাহাবুব কেমন আছেন...?
৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
রিকি বলেছেন: লেখক নম্বর এগারো: লেখা নিয়ে আমি কখনও ভাবি না। কারণ আমি যা ভাবি, তা লেখি না; যা লেখি তার সবই ভাবি না। লেখা শেষে নিজেই বিস্মিত হই... কী ভাবলাম, কী লেখলাম!
আমি তো এটা !!!!! আর একবার ক্রিমিনাল কেস খেলতে বসলে লেখার মুডই নাই হয়ে যায়--- খুনি কে, কে করে !!!!
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
-হাহাহা....
লেখার মুড যেন সকালের শিশিরকণা!
ধন্যবাদ আপনাকে, রিকি
৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
শতদ্রু একটি নদী... বলেছেন: কোনটায় যে ফেলি নিজেকে আই ভাবতেছি। আমার বেলায় ব্যাপারগুলো কি লিখছি তার উপরেও নির্ভর করে।
কবিতা আসে ফ্লো তে, জোর করে কবিতা মনের মত হয়না। আর একটা কবিতা বেশ কয়দিন ধরে অবসরে বিব্ররতনের মধ্যে দিয়ে যায়।
গল্প উপন্যাস ব্যাপারটা টার্গেট করে লেখা হয় বেশিরভাগ। কোন প্লট নাই, আগে থেকে ঠিক করা গতিবিধি থাকেনা, ঠিক করি যে এই কতক্ষন লিখবোই, আর ওই সময়ে ন্যাচারালী যা আসে তাই হয়ে যায় গল্প নামধারী কিছু একটা।
আর্টিকেল কিংবা তথ্যসমৃদ্ধ কিছু লিখবার ব্যাপারে আগে প্লান করি। বেশকিছুদিন ধরে রাত ১২ টার পর থেকে পড়া শুরু করি, এবং বেশ কয়েকবার পড়ি। প্রায় মুখস্ত করে ফেলি এবং পড়তে পড়তেই নিজের মনে ভেবে যা লিখবো তার একটা কাঠামো দাড় করাই। আর সেটা দিনে লেখা শুরু করি কোনকিছু না দেখেই স্মৃতি থেকে। লেখা শেষ হলে তথ্য, টাইম এসব ঠিক করি যেখানে যেখানে মনে হয় যে ভুল আছে।
রাইটারস ব্লক আছে্ ভীষনভাবেই আছে। যখন আপনি চাইলেও একলাইনও লিখতে পারবেন না। আগাতেই পারবেন না। কমেন্টও করা যায়না। কমেন্ট করএ গেলেও দেখি যে কেবল লিখছি, সুন্দর, ভালোলাগলো, দারুন দারুন, মুগ্ধপাঠ, এইসব আরকি। আমি ওই সময়য়াতে পড়ি কিংবা মুভি দেখা কিংবা গেমস খেলে কাটিয়ে দেই।
প্রতিটা মানুষ আলাদা, অনেক মিলের মত অনেক অমিলও থাকে প্রতিটা মানুষের ভাবনায়। তাই একেকজন একেকভাবে দেখবে ব্যাপারটাকে। মানুষ বলেই এটা এমন, অন্য যে কোন প্রজাতির আচরনগত বৈশিষ্ট্য প্রায় একই সুত্র মেনে চলে।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রাইটারস ব্লক নিয়ে ভাববেন না। ওটা ভূতের মতো... বিশ্বাস করলেই এর অস্তিত্ব টের পাবেন। নয় তো নয়
অনেক পরিশ্রমী লেখক আপনি, শতদ্রু
মন্তব্যে আন্তরিক ভালো-লাগা!
৪০| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা!
পোষ্ট মন্তব্য পড়ে গেলাম। আবার আসব নিজের কথা বলতে।
এখন খেতে যাই।
আপনি ভালো থাকবেন। ভালবাসা রইল।
০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরে... কবি যে!!!
কেমন আছেন?
অনেক ধন্যবাদ....
আপনিও ভালো থাকুন
৪১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,
মুডের কথা বললেন ?
লেখাটি পড়ে মন্তব্য করতে গিয়ে ব্লগার সোহানী মুডটা অফ করে দিলো কারন যা বলতুম তা তিনি আগেই লিখে ফেলেছেন -----যখন মেজাজ খারাপ থাকে তখন লিখি , যখন মেজাজ ভালো থাকে তখন লিখি, যখন সময় থাকে তখন লিখি,----------------------------------------থাকে তখন লিখি , যখন ঝড় থেমে যায় তখন লিখি ....... ।
মুড অফ হবেনা তো কি ?
তবুও মুড যখন মুডে থাকেনা তখনও লিখি বলে মন্তব্যটা করলুম । সোহনী ওভাবে না বললেও মন্তব্যটা করতুম অর্থাৎ লেখলিখি করতুম । বিড়িতে টান দিতে পারলেও করতুম , না পারলেও করতুম ।
কিছু বুঝলেন ?
নাই কাজ তো খই ভাজ ---- লেখো !!!!!!!!
আছে কাজ তো ভুলে গিয়ে লাজ ---- লেখো !!!!!!!!!!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//তবুও মুড যখন মুডে থাকেনা তখনও লিখি বলে মন্তব্যটা করলুম।//
.......... হহাহাহাহা! যথারীতি রসময় মন্তব্য
আপনার মন্তব্যে সকলের রাইটারস ব্লক দূর হোক।
কৃতজ্ঞতা জানবেন, আহমেদ জী এস ভাই!
৪২| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি কিন্তু একজন আদর্শ ব্লগার। সেটা খেয়াল রাখবেন। কেমন? -------
বাব্বাহ ---!! ব্লগারই হয়ে উঠতে পারলাম না, এরই মধ্যে আদর্শ হলাম কার চোখে!!!!!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার চোখে...!
ব্লগার হবার জন্য বুঝি অনেক পরীক্ষা আর ইন্টারভিউ দিতে হয়!!
আপনি হলেন আমাদের প্রকৃতির ব্লগার... প্রকৃতির সৌন্দর্য্যকে কমপিউটারের স্ক্রিনে উপস্থাপন করেন আপনি।
থেংকু... কামরুন নাহার আপা!
এগিয়ে চলুন... আমরা আছি পেছনে!
৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
মামুন রশিদ বলেছেন: লেখা নিয়ে কোন চাপাচাপিতে আমি নাই। ভাবনা না আসলে নির্ভাবনায় থাকি। টিভি দেখি, পত্রিকা পড়ি, বারান্দায় দাঁড়িয়ে আরামছে বিড়ি টানি! আকাশ দেখি, পাখি দেখি! পাড়ার চায়ের টঙের তেল চিটচিটে বেন্চিতে বসে লাল চা পান করি। বউ/বাচ্চা/বান্ধবির সাথে আলাপে মেতে ওঠি। জীবনে কি লেখাটাই সব? জীবনবোধের দরকার নেই?
আমিও
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চলুন তবে হাতে মিলাই হাত!
ধূমায়িত চায়ের কাপে
জমুক সন্ধা রাত....
মামুন রশিদ ভাই... ধন্যবাদ
৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
তৌফিক মাসুদ বলেছেন: জোড় করে লেখতে পারিনা। শুধু মনের ইচ্ছে থাকলেই হয়না যা ছাই পাশ লেখি সবই একরকম হয়ে যায়।
ধন্যবাদ বড়ভাই। আপনার লেখা সব সময় অন্যরকম। আমার উপকারে আসবে।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জোর করে লেখবেন না। লেখকটাকে মারবেন না।
তৌফিক মাসুদ! আপনাকে অনেক দিন পর পেয়ে ভালো লাগলো
৪৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
কলমের কালি শেষ বলেছেন: নম্বর আটের সাথে মিল পাইয়াছে । লেখালেখিই কী সব !!
দারুণ লেখা । ৪২০ এড়িয়ে চললেই হবে শুধু !!
ভাল থাকুন ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... অনেক লেখকই প্রথম জীবনে চারশো বিশ ছিলেন!
ধন্যবাদ.... কলমের কালি
৪৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
দূর-পরবাসী বলেছেন: আসলে হুমায়ুন আহমেদ স্যারের কথাই ঠিক !! লিখতে বসলে লেখাই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে, আপনার শুধু শুরু করা নিয়ে ভাবতে হবে !! মজার পোস্টের জন্য ধন্যবাদ , ভালো থাকবেন !!!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখতে বসলে লেখাই আপনাকে গন্তব্যে (অথবা অজানা গন্তব্যে) নিয়ে যাবে
শতভাগ ঠিক!
দূর-পরবাসী... আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্য দিয়ে যুক্ত থাকার জন্য
৪৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখকের মুডের খবর নিয়ে আমার লাভ কি ?
আমি যে সর্বভুক পাঠক !!!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সর্বভুক পাঠকের মুডের দরকার হয় না। আমি শতভাগ একমত।
অনেক কৃতজ্ঞতা জানবেন, প্রিয় সহব্লগার
৪৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: আপনার পোস্ট মানেই নতুন কিছু জানা এবং শেখা।
কোনটা ছেড়ে কোনটা বলব, সব পড়ে তো ধান্ধায় পড়ে গেলাম.....
লিখতে লিখতে কিন্তু চিন্তার প্লট বদলে যায়।
পোস্টে প্লাস।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখতে লেখতে চিন্তার প্লট বদলে যায়। চিন্তারা তো কারও অধীনস্ত নয়
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা জানবেন, কবি সুমন কর....
৪৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১২
আবু শাকিল বলেছেন: দীর্ঘ লেখা আমি লিখতে পারি না।ছোট এবং মজার লেখা, লেখব চিন্তা করে,নেটের ব্রাউজার খুলে বসি অতপঃর লেখা পয়দা করতে পারি না।
পোস্ট ভাল হয়েছে ভাইয়া ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওহু!... ব্রাউজার খুলবেন না... পিলিজ লাগে
ধন্যবাদ... আবু শাকিল ভাই!
৫০| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
দৃষ্টিসীমানা বলেছেন: নাম্বার ছয় কিন্তু ঠিক ঠিক । লিখতে বসলে সে গুলকেই সম্প্রসারিত করে যাই । যদিও আমার মূল কাজ সহজ পদ্দতির রান্না ।
ভাল থাকুন প্রিয় ব্লগার ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দৃষ্টিসীমানা... কেমন আছেন?
আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন
৫১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
সায়েদা সোহেলী বলেছেন: এইখানে দেখি নম্বর জিরু থেকে চারশ বিষ লেখকদের গল্প , আনাগোনা !!!!!
ভুল করিয়া ভুল জায়াগায় চলিয়া আসিয়াছি , চরি , লেখকগন লজ্জা দেওয়ার আগে নিজ দায়িত্বে ভাগিইইইইই
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//ভুল করিয়া ভুল জায়গায়//.... হাহাহাহা!
'ভুল জায়গায়' বলাতে আমি কিন্তু অপমানিত হতে পারি (যদি চাই আরকি!)। কিন্তু হলাম না
শুনুন, এভাবে চলে গেলে আড্ডাবাজদের অমঙ্গল হয়...
শুভেচ্ছা জানবেন.... সায়েদা সোহেলী
৫২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: মুড কি, মুড কহাকে বলে? হোয়াট ইজ মুড ম্যান!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//হোয়াট ইজ মুড ম্যান! //.... হাহাহা!
সেটা আমারও প্রশ্ন...
থেংকু... আরণ্যক রাখাল
৫৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: @ গেম চেঞ্জার
আপনি তো দেখি সেইরাম গবেষণা করে ফেলেছেন । এভাবে তো আমিও ভাবিনি !!! তবে উত্তর সঠিক !!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নাম যে গেম চেন্জার!
৫৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার খুব শখ ছিলো যে লেখক হবো - কারন কিছুই না, নারী ভক্তের আনাগোনা। চেহারা, কথা বার্তা দিয়া তো আর কিছুই করিতে পারিলাম না, তাই ভাবলাম ভুজংভাজং লিখে যদি গুটি কয়েক বোকা তরুনীকে ভক্ত বানানো যায়। আফসোস। কিছুই হইল না।
আমি কল্পনা দিয়ে হয়ত কিছুই লিখতে পারি না, অপেক্ষা করতে হয় ঘটনার জন্য। ঘটনা ঘটার পর দুই চার লাইন এদিক ওদিক করে লেখক হওয়ার এই চেষ্টাটি আমাকে মনে মনে কত কথা শুনালো। বলল, কল্পনাই করতে পারেন না মশাই, নাম রেখেছেন কাল্পনিক। এতো কানা ছেলের নাম পদ্ম লোচনের মত অবস্থা।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হায়.. কাল্পনিক-ভালোবাসা!
আপনার মন্তব্য পড়ে হাসলাম, যেমন আপনার স্ট্যাটাস পড়ে অন্যসময় হাসি।
আপনি তো দেখছি আমার মতো... আমিও কল্পনা করতে পারি না।
শুনুন...লেখক হতে গেলে একটি ভয়ংকর গম্ভীর চেহারা থাকতে হয়।
সেটা আপনারও নেই আমার তো কোনকালেই ছিল না
খাড়ান লেখকের গাম্ভীর্য নিয়ে শিঘ্রই আরেকটা লেহা দিতাছি...
৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
খোলা মনের কথা বলেছেন: লেখক কি মুড নিয়ে না অফ মুডে লিখেছে জানতে পারলে খুশি হতাম। আলাদা রকমের কিছু জানতে পারলাম। অনেক বড় একটা ধন্যবাদ
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দ্রষ্টব্য: ৪১৯ নম্বর লেখক
৫৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
মুদ্দাকির বলেছেন: আমি পাঠক তবে মাঝেমধ্যে নিজের মত লেখতে চাই, ১২ আর ৪১৯ এর মধ্যে কোথাও
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি তো আমার নম্বর ৪১৯ নিয়ে নিলেন
মুদদাকির... কেমন আছেন ভাই?
৫৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
আমিই মিসির আলী বলেছেন: যদিও আমি লেখক নই তথাপি এগারো নাম্বার লেখক হিসেবে নিজের পরিচয় দিতে সাচ্ছন্দ পাইলাম।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... ভালো নম্বর
ধন্যবাদ, জনাব মিসিরআলি ...
৫৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
সাহসী সন্তান বলেছেন: আমারে কেও মাইরালাইনা ক্যারে? আপনার সব নাম্বারের লগেইতো কম/বেশি মিল পাইতাছি! তাইলে ক্যামনে কি? (একটা ফিচকে হাসির ইমো হবে। কই যে পাই?)
পোস্টে কইস্যা পিলাচ.....!!
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনেরে 'কইস্যা' একটা ধন্যবাদ........
সাহসী সন্তান, আরও বেশি বেশি দেখা দিন।
৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
কয়েস সামী বলেছেন: ভাই আপনার ঠিকানাটা যদি মেসেজ করতেন। ম্যাগাজিন পাঠাবো।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কয়েস সামী.... পাঠালাম।
ভালো থাকবেন
৬০| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২২
ফেরদৌসা রুহী বলেছেন: যাগগা আমি এখন আর এসব কোনটার মধ্যেই পড়িনা।
এখন আমি শুধুই পাঠক।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভান্দবি.... হারিয়ে যাওয়া ব্লগে প্রকাশিত পোস্টগুলো একটা একটা করে এখানে ছাড়ুন।
প্রবাসী জীবনের নতুন কথাও লেখে জাতিরে জানাতে পারেন... কারণ জাতি জানতে চায়!
ভালো পাঠক কিন্তু মাঝে মাঝে লেখেনও
থেংকু পেদুচা আফা
৬১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: মজা পেলাম আপনার পোস্ট পড়ে, লেখকের সিরিয়াল নাম্বার দেখে।
রাইটার্স ব্লক বলে অবশ্যই কিছু একটা আছে।
লেখার মুড নাই তারপরেও মাঝে মাঝে এমন হয় জোর করে লিখার জন্যও বসে থাকি। কি যে ফালতু সব লেখা আসে তখন। তাই জোর করে লেখাই উচিত না। যারা অর্ডারি লেখা লেখে, টাকা পয়সা পায় তাদের জন্যও এই লিখতে না পারাটা ভয়াবহ ব্যাপার।
এটা এমন কোমল ব্যাপার যে জোর করে লেখার কথা চিন্তাই করা যায় না।
আমি মূলত অস্থির বা মন খারাপ অবস্থায় যা লিখি, সেটাই আমার কাছে স্বাভাবিক অবস্থার লেখার চেয়ে ভালো মনে হয়। দুঃখ, অতৃপ্তি এসব না থাকলে লেখায় প্রাণ আসে না হয়তো, আমার এমন মনে হয়।
ভালো থাকবেন মইনুল ভাই।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আমি মূলত অস্থির বা মন খারাপ অবস্থায় যা লিখি, সেটাই আমার কাছে স্বাভাবিক অবস্থার লেখার চেয়ে ভালো মনে হয়। দুঃখ, অতৃপ্তি এসব না থাকলে লেখায় প্রাণ আসে না হয়তো, আমার এমন মনে হয়।//
-গুরুত্বপূর্ণ সংযুক্তি দিয়েছেন। কথার যুক্তি আছে। অন্তরে আঘাত না লাগা পর্যন্ত অভিব্যক্তিতে চাপ আসে না।
আপনিও ভালো থাকবেন.... অপর্ণা মম্ময়!
ওহ... মাঝে মাঝে একটু খারাপও থাকবেন, যেন গল্পগুলো লেখে শেষ করতে পারেন
৬২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখার ‘মুড’ না আসলে আপনি কী করেন?
আপনি কি রাইটারস ব্লক বা এরকম কিছু মিথে বিশ্বাস করেন?
লেখকের 'মুড' বলে আসলে কিচ্ছু নাই।পুরোটাই হলো কলমের মুড(আজকাল কি বোর্ডের)।কলম ধরে বসে থাকি,যেদিন বেটার 'মুড' হয় কিছু লিখে কিংবা প্রসব করে।বাকীটা সময় কেবল আঁকিবুকি কিংবা নিথর ধ্যান।
রাইটারস ব্লক...........আরিট্টু ভাইব্বা কমুনে,অহনো বিষুয়ডা পরিষ্কার না।
০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা...
মুড নিয়ে ভেবে মুড খারাপ করবেন না। মুড না থাকলে আরও বেশি করে লেখুন....
আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, কী করি আজ ভেবে না পাই
৬৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
গোর্কি বলেছেন:
বিষয়গুলো আসলেই আপেক্ষিক। মানুষের মন বড় দুর্বল। কখন যে কী হয় তা আগে থেকে ভবিষ্যদ্বাণী করাটা বেশ মুশকিল। চমৎকার লেখায় +++++। ভাল থাকবেন।
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গোর্কিকে অনেক দিন পর পেয়ে আনন্দিত
ঠিকই বলেছেন। মানুষের মন বড় আনপ্রেডিক্টেবল... তাই কোন ছকে একে ব্যাখ্যা করা যায় না।
মন্তব্য দিয়ে এসে যুক্ত হবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন
৬৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: জি এস ভাইয়ের সমস্যা আমারো হয়েছে। পোষ্টে পড়ে যা লিখবো ভাবছিলাম সোহানী সেটা আগেই লিখে ফেলেছে অর্থাৎ লিখুন, মুড থাকলে লিখুন আবার না থাকলে লিখুন। ব্রাউজার খুলে লিখুন আবার ব্রাউজার বন্ধ থাকলেও লিখুন। ভালো লাগলে লিখুন আবার ভালো না লাগলেও লিখুন। সব শেষে যে মন্তব্যটা লিখতে চাচ্ছিলেন সেটা আগেই অন্য কেউ লিখে ফেললেও লিখুন
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি তো শুধুই ঘুমান।
এর উত্তরে এক ঘুম-কাতুরে অলস বলেছিল,
আমি তো কেবল দু'বার ঘুমাই: রাতে আর দিনে!
তাই লেখকের উচিত মাত্র দু'টি টাইমে লেখা: মুড ভালো থাকলে, আর মুড খারাপ থাকলে
থেংকু.... *কুনোব্যাঙ*
৬৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: লেখার মুড না আসলে আমি এক ধরনের অস্থিরতায় ভুগি। তখন এর ওর লেখা পড়ি, যা সামনে পাই তাই পড়ি। কবিতার সাইটে গিয়ে ভালো কবিতা খুঁজি, কারণ কবিতা খুব কম সময়ে খারাপ মন ভালো করে দিতে পারে।
লেখক নম্বর ছয় এর সাথে আমার বেশ মিল রয়েছে। আমার অনেক ভালো কবিতা (মানে আমার নিজস্ব দৃষ্টিতে আর কি, আসলে ততটা ভালো নয়) উঠে এসেছে পথ চলাকালীন চলন্ত গাডীতে বসে, কখনো স্থবির জ্যামে বসে, কখনো সিএনজি ফিলিং স্টেশন এর লাইনে বসে।
যদিও অন্ধবিন্দু বলেছেন (১৩ নং মন্তব্য) এবং আপনিও তাতে সম্মত হয়েছেন যে "রাইটারস ব্লক খুবই হাস্যকর ও ভিত্তিহীন একটা কথা। দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন টাইপ উপমিতি রাখছি" - আমি কিন্তু যেমনটি রক্তিম দিগন্ত বলেছেন: (৩২ নং মন্তব্য) রাইটার্স ব্লক মিথ কিনা জানিনা - কিন্তু এটা সত্য। অনেক সময়ই লিখতে গিয়ে আঁটকে যেতে হয়। - সেরকমই ভাবি। আমাদের এ ভাবনাগুলো আরও সমর্থন পেয়েছে, যেমন শতদ্রু একটি নদী... বলেছেন (৩৯ নং মন্তব্য), রাইটারস ব্লক আছে্ ভীষনভাবেই আছে। যখন আপনি চাইলেও একলাইনও লিখতে পারবেন না। আগাতেই পারবেন না। কমেন্টও করা যায়না । অপর্ণা মম্ময়ও সেটা সমর্থন করেছেন, (৬১ নং..)- রাইটার্স ব্লক বলে অবশ্যই কিছু একটা আছে
এখানে বলে রাখি, আমি এ মুহূর্তে "রাইটারস ব্লক" এই পড়ে আছি।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একই সঙ্গে লেখা এবং মন্তব্যের বিশ্লেষণে মুগ্ধ হলাম
স্পিকারস ব্লকও কিন্তু আছে। অনেক কিছু বলার আছে, কিন্তু দেখবেন মুখ খুলছেন না।
আমাদের বেলায় ইংরেজি শেখার ক্ষেত্রে যা হয়: শেখেছি, বুঝেছি, লেখেছি.... কিন্তু বলতে পারি না!
ব্লক থেকে বের হবার পূর্বশর্ত হলো, একে অস্বীকার করা.... হাহাহা!
এগুলোকে 'ব্লক' বলে শ্রেণীভুক্ত করার মানে হলো নেতিবাচকতাকে আস্কারা দেওয়া। (আমার মতামত)
ভালো থাকবেন
৬৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
টেক সমাধান বলেছেন: আমার সাইডটা কি ইচ্ছে করেই বাদ রাখলেন - জনহিতৈষী লেখা!
কেউ একটা সমস্যা ধরিয়ে দিয়ে 'তাৎক্ষণিক সমাধান' নিয়ে "থ্যাংকস" বলে চলে যায়, আর তখন থেকে মাথায় ঘুরতে শুরু করে আর কেউ এ সমস্যার মুখে থাকতে পারে কি না। যদি মনে হয় না, তবে নতুন প্রশ্নের জন্য অপেক্ষা - কিন্তু হ্যাঁ হলেই সাড়ে সর্বনাশ!! সুবোধ বালকের মতো পড়াশুনা শুরু করতে হয়।।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, টেক সমাধান
৬৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
রুদ্র জাহেদ বলেছেন: সোহানী বলেছেন:
হাহাহাহা......... সত্যিই দু:খের
মাঝে একটু চাঙ্গা করলেন.....
যখন মেজাজ খারাপ থাকে তখন
লিখি , যখন মেজাজ ভালো
থাকে তখন লিখি, যখন সময়
থাকে তখন লিখি, যখন সময় থাকে না তখন
লিখি না, যখন বৃষ্টি থাকে তখন লিখি , যখন
রোদ থাকে তখন লিখি , যখন ঝড় থাকে তখন
লিখি , যখন ঝড় থেমে যায় তখন লিখি
..................... মুড আবার কি জিনিস মঈনুল
ভাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি আগে পড়ি।তারপর লেখককে নিয়ে ভাবা যাবে।
যাইহোক বৈচিত্রময় পয়েন্টগুলো ভালো লাগল++++++?
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মুড... যাই হোক... লেখালেখি চলতে থাকুক... এই কামনা করছি...
অনেক ধন্যবাদ আপনাকে, রুদ্র জাহেদ
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
প্রবাসী পাঠক বলেছেন: এত এত লেখকের ভাবনা পড়ে তো কনফুজ হয়ে গেলাম, কোনটা ফলো করব! লেখক নং ৪২০ কে ফলো করা সুবিধাজনক মনে হচ্ছে।