নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন: কখনও কি আয়নাতে মুখ দেখো না!

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মনে মনে বলি, "কখনও কি আয়নাতে মুখ দেখো না?" তারা যে কেমন, সেটি নিজেরাও জানে না। নেতিবাচক বিষয় নিয়ে নিজের অজ্ঞ থাকাটা নিজের জন্য ভালো নয়। কিন্তু আমি বলছি ইতিবাচক দিকগুলোর কথা। কোন ব্যক্তি যদি তার নিজের ভালো গুণগুলো সম্পর্কে অসচেতন থেকে প্রাকৃতিক নিয়মেই সেগুলোকে বাড়িয়ে তোলে, সেটি দেখতে খুবই ভালো লাগে।

আমার একজন সুহৃদ আছে। প্রবাসী। ব্লগেই তার সঙ্গে পরিচয়। সে আমার লেখার অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত বলছি এজন্যে যে, সবসময় আমার লেখার প্রশংসা করে। সে কোন না কোনভাবে আমার লেখার ভালো দিকগুলোকে খুঁজে বের করবে। সেগুলোকে নিয়ে আকাশ সমান প্রশংসায় সে আমাকে ভাসিয়ে দেবে। হয় ব্লগ পোস্টে, নতুবা ব্যক্তিগত বার্তার মাধ্যমে জানিয়ে দেবে তার মনের কথা। তার কথায় নিজেকে নতুন করে আবিষ্কার করি। নিজের লেখাগুলোতে চোখ বুলিয়ে প্রশংসার সত্যতা যাচাই করি। কী সঞ্জীবনী শক্তি আছে তার মন্তব্যে! অনেক বড় মনে হয় এই 'সাধারণ আমাকে'। এত শক্তি প্রশংসায়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

সেই সুহৃদ প্রবাসে যে খুব সুখে থাকে, তা আমি জানি না। কথাবার্তায় বুঝা যায়, অনেক সংগ্রামী তার জীবন। মনে তার অনেক কথা জমা হয়ে থাকে। প্রাত্যাহিক জীবনের খুঁটিনাটি সে আমাকে বলে না; আমিও জানার প্রয়োজন বোধ করি না।


তার যে গুণটি আমাকে মুগ্ধ করে, সেটি মানুষের মধ্যে বিরল। সে নিজেও তা জানে না। সে নিজের দুর্বলতা অকপটে প্রকাশ করতে পারে। মানুষ হিসেবে নিজের ভুলগুলোকে সে নির্দ্বিধায় বলে ফেলে। আমি যে তাকে নীচু শ্রেণীর মনে করতে পারি, এবিষয়ে সে চিন্তিত নয়। কিছু বিষয় আছে, যা প্রকাশ করলে তার ব্যক্তিত্বের দুর্বলতা প্রকাশ পায়, সেগুলোও সে বলে ফেলে। আশ্চর্য্যের বিষয় হলো, তাতে তার প্রতি আমার মোটেও আগ্রহ কমে না, বরং শ্রদ্ধা বেড়ে যায়। নিজের দুর্বলতা সম্পর্কে সে কত সজাগ!

সত্যিই দুর্বলতাগুলো তার মধ্যে আছে, নাকি সেগুলো তার নেতিবাচক চিন্তার ফল, তা জানি না। কিন্তু সে যে আন্তরিকভাবেই কথাগুলো বলছে, তাতে আমার কোন সন্দেহ থাকে না।

আমার মতো অর্বাচিন মনে করে, মানুষের সততার উত্তম দৃষ্টান্ত হলো নিজেকে সত্যিকারভাবে বিচার করতে পারা। আত্মমূল্যায়ন। টাকা নয়, পয়সা নয় - নিজের বিচার করার সততাই সততার এক নম্বর প্রমাণ। নিজের গুণ নিয়ে মানুষ কতই না ঢোল পেটায়! এই বিরল গুণটি তার আছে, অথচ সে তা জানে না! সততাই মানুষের সম্পদ। আমি মনে মনে মুগ্ধ হই তার এই অমূল্য সম্পদটির জন্য। আমার খুব তৃষ্ণা হয়, তার মতো সরলতার অমৃত পান করতে। সে কীভাবে এই আলো পেলো? আমি ভেবে অস্থির হই।


ঠিক একই কারণে এই লেখা পড়লেও, সে বুঝতে পারবে না এটি তার উদ্দেশ্যে লেখা! নিভৃতাচারী সেই সুহৃদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য এই লেখা। কবি হলে হয়তো অনেক রূপক উপমা আর শব্দের মালা দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য দিতে পারতাম। কিন্তু কবিত্বের জন্য তো আর বসে থাকা যায় না! আজ তার সম্পর্কে বলে নিজের মনকেই আলোকিত করছি। কিছুটা আত্মতৃপ্তিও নিচ্ছি।

প্রবাসী সুহৃদকে আজ আমি বলতে চাই, এই মহৎ গুণের কারণে তুমি একদিন অনেক উঁচুতে ওঠবে। জানি না সেটি গড়পরতা মানুষগুলো কোনদিন পরিমাপ করতে পারবে কিনা, কিন্তু যারা তোমার মতো মহৎ থাকতে চায় বা হতে চায়, তারাই এর মূল্যায়ন করে তোমাকে পুরষ্কৃত করবে জেনো। অতএব, এগিয়ে চলো বন্ধু! সকল মঙ্গল তোমার সঙ্গেই আছে।




------------------------------------
পুনশ্চ: মানুষ ও মানুষের কর্ম সম্পর্কে যে এত ইতিবাচক, সে কেন নিজের সম্পর্কে এতো কঠোর, বিষয়টি আমাকে চিন্তিত করে।

মন্তব্য ৮০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

আব্দুল আজীজ বলেছেন: ঠিক

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

গেম চেঞ্জার বলেছেন: কোন ব্যক্তি যদি তার নিজের ভালো গুণগুলো সম্পর্কে অসচেতন থেকে প্রাকৃতিক নিয়মেই সেগুলোকে বাড়িয়ে তোলে, সেটি দেখতে খুবই ভালো লাগে।


এত সহজভাবে আপনি বলে ফেললেন! সত্যিই আমি অভিভূত! এই কথাটি আমি বলতে চেয়েছি, কিন্তু আমার নিউরন সেলগুলো অপারগ ছিল। যদিও সেটা বছরকয়েক আগের ঘটনা। তারপরও, তো আমি পারিনি।

পোস্টে আমার নিজের অনেক কথাই উঠে আসছে। অনেক ধন্যবাদ মইনুল ভাই। :) আরো খুশি হতাম যদি, উনার পরিচয়টা পেশ করতেন। (যদিও বেশি হয়ে গেল)

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নাম বললে ছোয়াব কমে যাবে ;)

গেম চেন্জার.... আপনাকে ধন্যবাদ আন্তরিক মন্তব্য দিয়ে সঙ্গ দেবার জন্য।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: ঠিক একই কারণে এই লেখা পড়লেও, সে বুঝতে পারবে না এটি তার উদ্দেশ্যে লেখা! নিভৃতাচারী সেই সুহৃদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য এই লেখা।

আপনার এই বন্ধুর প্রতি শ্রদ্ধা।

আপনি নিজে ভাল মানুষ বলেই হয়ত অন্যের ভালগুণ গুলো আপনার চোখে পড়ে।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ, ফেরদৌসা আপা :)
আপনার আন্তরিক মন্তব্যে পুলকিত বোধ করছি।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: আপনার হাসির মত পোস্টগুলোও সুন্দর হয়, এটা জানেন তো?

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

... হাহাহা! দিলেন তো দিলডারে আরও বড় কইরা! ;)

কৃতজ্ঞতা জানবেন, আরণ্যক রাখাল!

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: আগে মন্তব্য পড়ে পড়া। পড়া শেষ হয় নাই পড়তেছি।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা!

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: ঘটনা কি B:-/ আজ দেখি আমার নাম ঠিকঠাক লিখছেন

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বালা হইয়া যাইতাছি :-B
তয় মাঝে মাঝে 'বালা হওয়া' থেকে ছুটি নিতে পারি ;)

৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ঠিক একই কারণে এই লেখা পড়লেও, সে বুঝতে পারবে না এটি তার উদ্দেশ্যে লেখা! নিভৃতাচারী সেই সুহৃদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য এই লেখা।

পড়া শেষ, এবার মোদ্দা কথা হলো আপনার ঐ সুহৃদ বন্ধুর জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রামানিক ভাইকে অনেক কৃতজ্ঞতা.... :)

৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: আর আপনাকে যদি অভিনন্দন না দেই তা হলে আমার পড়াটাই বৃথা হবে।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রিয় ছড়াকার ভাই, বার বার ফিরে এসে আন্তরিক মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানবেন।

অনেক অনেক শুভেচ্ছা :)

৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: সততাই সম্পদ । এই কথাটি সত্য বলে মানি ।পোস্টে +

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিদের এই কথায় আমি বিশ্বাস করি :)

১০| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

শামছুল ইসলাম বলেছেন: আপনার প্রবাসী অন্ধ ভক্তকে আমার শ্রদ্ধা জানালে খুশী হবোঃ
//কী সঞ্জীবনী শক্তি আছে তার মন্তব্যে! অনেক বড় মনে হয় এই 'সাধারণ আমাকে'।//

আমি ব্যক্তিগত ভাবে প্রশংসার এক নম্বর সমর্থকঃ
//এত শক্তি প্রশংসায়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।//

আত্মমূল্যায়ন, সততার মত ব্যাপার গুলো আপনাকে যেভাবে আলোড়িত করেছে, তা ভাল লেগেছে।

আপনার ভক্তের জন্য হিংসা হচ্ছেঃ
// নিভৃতাচারী সেই সুহৃদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্য এই লেখা।//

তাই যেন হয়ঃ
//অতএব, এগিয়ে চলো বন্ধু! সকল মঙ্গল তোমার সঙ্গেই আছে।//

ভাল থাকুন। সবসময়।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার স্বভাবসুলভ উদ্ধৃতিযুক্ত মন্তব্য!
এ দিয়ে আপনি বুঝিয়ে দেন, পাঠে এবং মন্তব্যে আপনি কত যত্নবান!

আন্তরিক কৃতজ্ঞতা জানবেন, শামছুল ইসলাম :)

১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

কিরমানী লিটন বলেছেন: অন্যের প্রশংসা আন্তরিক ভাবে অকপট স্বীকার করার মানসিকতা কিংবা যোগ্যতা খুব কম লোকের মধ্যেই আছে ...এই মহৎ গুণের বিরল মানুষদের আমি বিনম্র শ্রদ্ধায় স্যালুট করি... অনেক শুভকামনা আর সশ্রদ্ধ সালাম,প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের সেই মুগ্ধভক্তের প্রতি !!!
আপনাকেও অভিবাদন,মুগ্ধ ভালোলাগার চমৎকার সুখপাঠ্য অতল ছুঁয়ে যাওয়া লিখনির পোষ্টটি সবার জন্য উপহার দেয়ার জন,অনেক শুভকামনা ...

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ, কবি কিরমানী লিটন :)
ভালো থাকবেন....

১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

সাহসী সন্তান বলেছেন: প্রকৃত বন্ধু তারাই যারা জীবনের ঝুকি আছে জেনেও বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়ে! আমার পক্ষ থেকে আপনার বন্ধুকে প্রাণঢালা অভিনন্দন!

চমৎকার লেখনি কৌশল আপনার! আমি ব্লগে থাকলে বেশির ভাগ সময় আপনার লেখাগুলো পড়ি আর ভাবি, কত সুন্দর করে আপনি বাস্তবতা গুলোকে নিজের লেখনি শক্তির বলে ফুটিয়ে তুলতে পারেন! যে আকাংখা নিয়ে ব্লগিং করতে এসেছিলাম তার অনেকখানিই আপনার লেখা গুলো পড়ে পূরণ হয়ে গেছে!

শুভ কামনা জানবেন মইনুল ভাই!

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রিয় সাহসী সন্তান.... অনেক বড় প্রশংসা। থ্যাংকস :)

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

হামিদ আহসান বলেছেন: সেই সুহৃদের প্রতি শ্রদ্ধা......

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, হামিদ আহসান ভাই :)

১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: জীবনপথে ভন্ডামী আর মুখোশের রূপ দেখতে দেখতে এমন সুহৃদ পেলে তো ভাগ্যবান মনে হতো।। আপনার সেই অদেখা সুহৃদের প্রতি রইলো অভিনন্দন।।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সত্যিই তাই। ভালো মনের মানুষ পাওয়া আজকাল কঠিন হয়ে পড়েছে।

শুভেচ্ছা জানবেন, সচেতনহ্যাপী :)

১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১০

প্রবাসী পাঠক বলেছেন: কোন ব্যক্তি যদি তার নিজের ভালো গুণগুলো সম্পর্কে অসচেতন থেকে প্রাকৃতিক নিয়মেই সেগুলোকে বাড়িয়ে তোলে, সেটি দেখতে খুবই ভালো লাগে।

১১০ % সহমত।

আপনার প্রবাসী সুহৃদের জন্য রইল শ্রদ্ধা।

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, প্রিয় প্রবাসী পাঠক...
আপনিও আমার প্রিয়দের একজন :)

১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার চিন্তায় চিন্তিত হইলাম।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা!

আমার সঙ্গে চিন্তিত হবার জন্য ধন্যবাদ আপনাকে, কাণ্ডারি অথর্ব :)

১৭| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

রিকি বলেছেন: আমার একজন সুহৃদ আছে। প্রবাসী। ব্লগেই তার সঙ্গে পরিচয়। সে আমার লেখার অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত বলছি এজন্যে যে, সবসময় আমার লেখার প্রশংসা করে। সে কোন না কোনভাবে আমার লেখার ভালো দিকগুলোকে খুঁজে বের করবে। সেগুলোকে নিয়ে আকাশ সমান প্রশংসায় সে আমাকে ভাসিয়ে দেবে। হয় ব্লগ পোস্টে, নতুবা ব্যক্তিগত বার্তার মাধ্যমে জানিয়ে দেবে তার মনের কথা। তার কথায় নিজেকে নতুন করে আবিষ্কার করি। নিজের লেখাগুলোতে চোখ বুলিয়ে প্রশংসার সত্যতা যাচাই করি। কী সঞ্জীবনী শক্তি আছে তার মন্তব্যে! অনেক বড় মনে হয় এই 'সাধারণ আমাকে'। এত শক্তি প্রশংসায়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

আসলেই ভাইয়া ইতিবাচক কথার মধ্যে এক অন্য ধরণেরই সঞ্জীবনী শক্তি আছে। অনেক অনেক ভালোলাগা রইল। :) :) :)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম! :)

থেংকু, রিকি, আপনাকে.......... :)

১৮| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,





একটুখানি ভালোলাগার গন্ধ, একটুখানি প্রশংসার ঠুংঠাং, একটুখানি হৃদ্যতার রং যে কোনও মেঘলা আকাশের মেঘও সরিয়ে দিতে পারে অবলীলায়। তবে সে ভালোলাগার, প্রশংসার, হৃদ্যতার সুরটি বোঝার মতো মনটিও তো থাকা চাই ! সে মনটি থাকলে
তবেই প্রশংসার নাবাল ক্ষেতে সবুজ দূর্বাঘাস জন্মায় নইলে তা ভরে ওঠে আগাছায় ।

ইতিবাচক এমন লেখায় একটি সদাহাস্যময়, টৈ-টুম্বুর মনের মুখই যেন ঝিলিক দিয়ে গেলো ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক মূল্যবান পর্যবেক্ষণ দিয়েছেন, জনাব আহমেদ জী এস :)
আপনার চিন্তাগুলো সুগভীর... এবং সুচিন্তিত।



মানুষকে বুঝতে পারার মধ্যে আছে কবিতা পাঠের আনন্দ... রহস্য উন্মোচনের তৃপ্তি...
সদা ভালো থাকবেন :)

১৯| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষের সততার উত্তম দৃষ্টান্ত হলো নিজেকে সত্যিকারভাবে বিচার করতে পারা। আত্মমূল্যায়ন।

কথাটি ভাল লাগলো ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, জনাব গিয়াস উদ্দিন লিটন ভাই :)

২০| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার সুহৃদের জন্য শুভকামনা রইলো।
আপনার জন্যও রইলো ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহাহা.... :)

ভালো থাকবেন প্রিয় গল্পকার!

২১| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: এটা হয়তো মানুষ নিজেকে নিয়ে ভাবে কম তাই । আমার কাছে মনে হয় নিজেকে আবিস্কার করা বেশ কঠিন । আমরা অন্যের দোষ গুণ সহজে বের করে ফেলতে পারলেও নিজের ক্ষেত্রে একগেয়েমি ভর করে ।

লেখায় ভাল লেগছে ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একদম ঠিক কথা!

২২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

জুন বলেছেন: সে আমার লেখার অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত বলছি এজন্যে যে, সবসময় আমার লেখার প্রশংসা করে। সে কোন না কোনভাবে আমার লেখার ভালো দিকগুলোকে খুঁজে বের করবে। সেগুলোকে নিয়ে আকাশ সমান প্রশংসায় সে আমাকে ভাসিয়ে দেবে। এই অংশটুকু পড়ে চমকে গেলাম! একি আমার কথা লিখেছে নাকি মইনুদ্দিন মাইনুল :-*
পরে দেখলাম না সে প্রবাসী :( তবে আপনার লেখায় কিন্ত ১০০ তে ১০০ দিলাম :)
+

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

জুনাপা.... আপনিও তেমনই একজন আত্মসচেদন মানুষ, কারণ আপনি দেশ ভ্রমণ করেন।
হয়তো পরবর্তি কোন লেখায় আপনাকে আমার মনে করতে হবে :)

২৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: মানুষের সততার উত্তম দৃষ্টান্ত হলো নিজেকে সত্যিকারভাবে বিচার করতে পারা। আত্মমূল্যায়ন। টাকা নয়, পয়সা নয় - নিজের বিচার করার সততাই সততার এক নম্বর প্রমাণ।

আপনার সে বন্ধুর প্রতি রইলো অনেক শ্রদ্ধা।

প্রতিটি কথার সাথে সহমত।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবি সুমন কর, আপনাকে অনেক ধন্যবাদ :)

২৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

এস কাজী বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ভাইয়া, নদী ভাই অথবা সেলিম আনোয়ার ভাইকে নাম টা বলে দেন। দুইখানা সুন্দর কবিতা লিখে দিবে। হাহাহাহা মজা করলাম ভাইয়া।

অনেক অনেক শুভ কামনা আপনার সুহৃদের জন্য :)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এস কাজী, আপনি আমার সমস্যাটি বুঝতে পেরেছেন। এজন্য অশেষ ধন্যবাদ :)

ভালো থাকবেন.......

২৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

গুলশান কিবরীয়া বলেছেন: এতো সুন্দর করে বললেন যে তাঁকে ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে । যার কথাই বলছেন সে আবশই প্রশংসার দাবীদার না হলে আপনার নজর কাঁড়ে । :)

একদিন আমার কথাও লিখেন , ভালো খারাপ যেটাই হক । না জানায় লিখলেও হবে । ;) B-)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... আচ্ছা, দেখা যাক... আপনাকে কতটা বুঝতে পারি ;)
শুভেচ্ছা জানবেন, গুলশান কিবরীয়া....

২৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভকামনা সতত।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, প্রিয় গল্পকার :)

২৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:
অফলাইনে পড়েছিলাম ।
আমি প্রবাসে থাকলে ভাবতাম বুঝি আমার কথাই বলছেন ! :``>>

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কিছু চেষ্টা তো হয়েছেই যেন কেউই না বুঝতে পারেন ;)

২৮| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৬

মহিমা আজম হিমু বলেছেন: শুভকামনা রইল। :-)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ আপনাকে, মহিমা আজম হিমু!

২৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর করে একজন শ্রদ্ধেয় ব্যক্তির পরিচয় তুলে ধরলেন, নামটা না জানিয়েও! ভালো কথারএকটা সংক্রামক প্রতিক্রিয়া আছে, শুনলেই ভালো হতে বা ভালো কিছু করতে মনে ইচ্ছে জাগে। আমারও তাই হলো, অনেকেরই তাই হবে। সেই দিক থেকে আপনার এই ভালো লেখাটার একটা রোলিং এফেক্ট থেকে যাবে।
নিজের বিচার করার সততাই সততার এক নম্বর প্রমাণ -- একটা অমূল্য কথা বলে গেলেন ভাই, মাঈনুদ্দিন মইনুল!

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... রোলিং ইফেক্ট! ভালো বলেছেন :)

আপনার আন্তরিক অভিমত পেয়ে অনুপ্রাণিত হলাম।

অনেক ধন্যবাদ :)

৩০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০

জুন বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্যের প্রেক্ষিতে সুবার্নভুমি এয়ারপোর্টে সাপ দেখার কারন পড়েন এইখানে
#:-S
এখানেভ

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

জুনাপা... ওই লেখাটি আমি পড়েছি। দারুণ একটি পোস্ট।

ল্যাম্পপোস্টেও দেবির আকৃতি। আমি এমনিতেই মজা করার জন্য বলেছি। থাইল্যান্ডকে ছোট করার জন্য নয়।

রাজার জনপ্রিয়তায় আমার কোন আপত্তি নেই ;)

৩১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের সততার উত্তম দৃষ্টান্ত হলো নিজেকে সত্যিকারভাবে বিচার করতে পারা। আত্মমূল্যায়ন। টাকা নয়, পয়সা নয় - নিজের বিচার করার সততাই সততার এক নম্বর প্রমাণ
-------সততাই মানুষের সম্পদ। আমি মনে মনে মুগ্ধ হই তার এই অমূল্য সম্পদটির জন্য।
আমার খুব তৃষ্ণা হয়, তার মতো সরলতার অমৃত পান করতে।..

এই তৃষ্ণাই মানুষকে সৃষ্টির পথে অবিরাম চলমান রাখে! তাই বুঝী তৃষ্ণা আজো কারওই মিটল না ;)

++++++++++

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম... তৃষ্ণা মেটে নাহ ;(
অথবা... কেউ কেউ মেটাতেও চায় না ;)
আবার... কারও কারও তৃষ্ণা জিনিসটাই থাকে না /:)

অনেক ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু...
ভালো থাকবেন :)

৩২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

জেন রসি বলেছেন: নিজেকে জানার চেষ্টা করলেই আসলে অনেক কিছু জানা হয়ে যায়। তবে নিজের ব্যাপারে নির্মোহ থাকটা আসলেই অনেক কঠিন।

শুভকামনা রইল।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম... :)

ধন্যবাদ আপনাকে, জেন রসি!

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: নিজেকে জানা আর বুঝার প্রচেষ্টা আমরা এখন খুব কমই করি বোধহয়।সুহৃদকে নিয়ে আপনার এই লেখা নির্মল সুন্দর,একজন মহানুভব মানুষ।আমার সক্রেটিসের কথাটি প্রতিনিয়তই স্মরণ হয় ""নিজেকে জানো""
লেখাটি খুব ভালো লাগলো+++

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নিজেকে জানার মধ্যেই রয়েছে আত্মসিদ্ধি :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, রুদ্র জাহেদ....

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

বিপ্লব06 বলেছেন: সেই সুহৃদ ব্লগার মনে হয় ধরতে পেরেছেন আপনি কার কথা বলছেন। অনেক স্পেসিফিক ইনফো দিছেন কিনা। আর মানুষ আজকাল বেশ বুদ্ধিমান!
উনাকে অভিনন্দন। এই রকম লোক খুব রেয়ার আজকাল।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এই রকম লোক রেয়ার.... ঠিক!
হয়তো তার অন্য কোন মানবিক দুর্বলতা থাকতে পারে, যা আমি এখান থেকে জানি না।
কী দরকার খোঁজার।
যা ভালো তাতেই আমি অনুপ্রাণিত। আমার এটিরই দরকার :)

৩৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: আমার মতো অর্বাচিন মনে করে, মানুষের সততার উত্তম দৃষ্টান্ত হলো নিজেকে সত্যিকারভাবে বিচার করতে পারা। আত্মমূল্যায়ন। টাকা নয়, পয়সা নয় - নিজের বিচার করার সততাই সততার এক নম্বর প্রমাণ। নিজের গুণ নিয়ে মানুষ কতই না ঢোল পেটায়! এই বিরল গুণটি তার আছে, অথচ সে তা জানে না! সততাই মানুষের সম্পদ। আমি মনে মনে মুগ্ধ হই তার এই অমূল্য সম্পদটির জন্য। আমার খুব তৃষ্ণা হয়, তার মতো সরলতার অমৃত পান করতে। সে কীভাবে এই আলো পেলো? আমি ভেবে অস্থির হই। ------------------

আমি একবার আপনার লেখায় মন্তব্য করেছিলাম, 'রতনে রতন চেনে!!!!'
আজও আমি সেই একই কথা বলব, রতনে রতন চেনে!!!!!!

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

রতন হয়তো হতে পারি নি... কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে রতন চিনতে সাহায্য করছে...
আপনার আন্তরিক মন্তব্যে সবসময় শক্তি পেয়েছি, কামরুন নাহার আপা :)

৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: সেই সুহৃদ ব্লগারকে অভিনন্দন।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ, প্রিয় ময়ূরাক্ষী :)

৩৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: আপনি নিজে ভাল মানুষ বলেই হয়ত অন্যের ভালগুণ গুলো আপনার চোখে পড়ে।

কামরুন নাহার বীথি বলেছেন: রতনে রতন চেনে!!!!!!


বোকা মানুষও একই কথা বলতে চায়। :)

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... অভিনব মন্তব্য :)

বোকা মানুষকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!

৩৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

মাহমুদ০০৭ বলেছেন: কোন ব্যক্তি যদি তার নিজের ভালো গুণগুলো সম্পর্কে অসচেতন থেকে প্রাকৃতিক নিয়মেই সেগুলোকে বাড়িয়ে তোলে, সেটি দেখতে খুবই ভালো লাগে।

সহমত , সহমত সহমত /।

যেমন পোস্ট তেমন কমেন্ট ।
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: আপনি নিজে ভাল মানুষ বলেই হয়ত অন্যের ভালগুণ গুলো আপনার চোখে পড়ে।

কামরুন নাহার বীথি বলেছেন: রতনে রতন চেনে!!!!!!

বোকা মানুষও একই কথা বলতে চায়। :)


মাহমুদ ০০৭ অ একই কথা বলতে চায় +++++্ আরো দুই চার খান কথা বেশী কইতে চায় ।
আপনার সেই ভক্তের প্রতি শ্রদ্ধা । নিজেকে কাঠগড়ায় দাড় করাতে সবাই পারে না , তিনি পেরেছেন ।

ভাল থাকবেন প্রিয় মইনুল ভাই।
লেখক সাহেবের কাছে এই ধরণের পোস্ট আরো বেশী চাই :)

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... মন্তব্য সংকলন!!!!
আপনাদের উপস্থিতি সামুকে আলোকিত করেছে.... আড্ডায় ফিরে এসেছে প্রাণ!


নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো সত্যিই বড় একটি গুণ।
‘দুই চারখান কথা বেশি’ কওয়ার জন্য ধন্যবাদ! :)

আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম.... প্রিয় মাহমুদ০০৭!
অনেক শুভেচ্ছা....

৩৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

মশিকুর বলেছেন:

কিন্তু এটাওতো ঠিক আপনার লেখায় নেতিবাচক কিছু খুজে পাওয়া দুষ্কর :)

আপনার প্রবাসী বন্ধুকে অভিনন্দন..

ভাল থাকবেন :)

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কম্পুটার থেকে সামুতে ঢুকতে পারছি না।

আপনাকে অনেব দিন পর দেখে খুশি হলাম, মশিকুর ভাই!

অনেক শুভেচ্ছা :)

৪০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

সুলতানা রহমান বলেছেন: আমার দুর্বল দিক বলতে ভাল লাগেনা। কোথাও বলে ফেললে ও সবসময় মন খচখচ করে।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন খচখচ করে, হুম!
স্বচ্ছ বিবেকের পরিচয় :)

অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.