নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ছড়া ও কতিপয় অপচেষ্টা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২




//কবি হলেই ভালো হতো//

(কবিদের প্রতি: শুধু ব্লগে এবং এর বাইরে যারা লেখেন!)


কবি হলেই ভালো হতো
বলা যেতো সব
করা যেতো ইচ্ছে মতো
শব্দের কলরব।

কবির আছে চলার সুযোগ
আছে বলার ঝোঁক
কবির আছে সব যোগাযোগ
ক্ষমতাবান লোক।

কবি নামেই সম্মান যতো
তিনি জাতির বিবেক
কবির কথা ওহির মতো
তিনি সত্য নিরেট।

দুখের মাঝে সুখ পেতে চাই
কবির অনুভব
কবি হলেই ভালো হতো
ভাবা যেতো সব।




//অগোচরে গুহায় একদিন//


সবার অগোচরে
মাতাল স্বামীর মতো
আনমনে ঢুকে পড়লাম
সেই গুহায়,
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত!

চাঁদের আলোর মতো
স্নিগ্ধ কন্ঠে সেই নারী
অভিবাদন জানায় আমাকে।

জল পান করতে দেয়
একান্ত ভালোবেসে
আর সঞ্জীবনী শক্তি পেয়ে
নবায়িত আমাকে
খুঁজে পাই সকালের সূর্যের মতো।

ধূসর চুলগুলো আবার
কৃষ্ণবর্ণে আচ্ছাদিত করে
অশীতিপর মস্তিষ্ককে।
দেহের সকল অস্থি
এক ঝাঁকুনিতে
যুবার শক্তি ফিরে পায়।

খুঁজো দেহ ঋজু হয়:
ঘুষখোর দারোগাটাকে
এক থাপ্পড়ে থানা থেকে
বেড় করে দিতে এখনই
গুহাত্যাগ করার খায়েশ হয়।

নতুন করে বাঁচার ইচ্ছে জাগে।
দেউলে হয়ে যাওয়া প্রতিষ্ঠানটিকে
আবারও জাগিয়ে তোলার
পথ খুঁজে পাই।
অবিশ্বস্ত দুর্নীতিবাজ
কর্মীগুলোকে আবারও ক্ষমা
করে দিয়ে ফের কাজে লাগাবার
ইচ্ছে হয়।

নতুন আমি নতুন দেহকে
জিজ্ঞেস করে বলি:
কেন আগে আসি নি গুহায়?
বাহিরে তো শুধুই ধ্বংস
আর নিজেকে পীড়ন,
আত্মহনন! নিরন্তর আত্মহনন
এতো ভালো লাগে?

ফেরার পথে রহস্যময়ী
সুধায়: “কেন এসো না?
কেন থাকো না?”
আনমনেই বের হয়ে যাই
নতুন জীবনকে
উদযাপন করার সিদ্ধান্তে।



//বিকারগ্রস্ত মর্ত্যবাসীদের প্রলাপ সঙ্কলন// (১

কোন কিছু বোতলে আটকে রাখা ভালো নয়
শান্ত থাকো আর ঢালতে থাকো...
সালাদ খেয়ে কেউ মহৎ কিছু লিখেছে এমন নজির নেই
অতএব ... ঢালো
এক বোতলে যা আছে পৃথিবীর সমগ্র বইয়েও তা পাওয়া যায় না...
কারণ টুট-টুট-টুট হলো বোতলবদ্ধ কবিতা 
পেনিসিলিন মানুষকে সুস্থ করে, কিন্তু টুট-টুট-টুট মানুষকে সুখি করে

ঈশ্বর যে মানুষকে সুখি দেখতে চান,
তার অকাট্য প্রমাণ হলো টুট-টুট-টুট (২
টুট-টুট-টুট খাবার সময় মানুষ পাবেই...
যে খাবারের শেষে টুট-টুট-টুট নেই, তাকে বলা হয় নাস্তা
(তোমরা একে ডিনার বলো কেন?)
আমার এতে নেশা নেই, কসম, শুধুই মাথা ঝিরঝির করলে একটু ঢালি

সন্দেহে পড়লেই আমি টুট-টুট-টুট ঢেলে পান করি
তোমাকে সহ্য করার জন্য আমি যথেষ্ট পান করেছি, এবার বলো!
ভুল করা মানবিক, কিন্তু ক্ষমা করার জন্য টুট-টুট-টুট খেতে হয়
ঢেলে খান, ভালো লাগবে...
ভাষা যখন হারিয়ে যায়, টুট-টুট-টুট তখন কথা বলে

মাঝে মাঝে আমি গোসল করার পরে পান করি
কারণ গোসলের সময় পান করা কষ্টকর।
শুধু দু’টি কারণে আমি পান করি:
যখন আমার মন ভালো থাকে আর যখন মন খারাপ থাকে

শুধু রান্নায় আমি টুট-টুট-টুট ব্যবহার করি; মাঝে মাঝে খাবারের সাথেও মেশাই
আমার কার্যতালিকায় ‘ঢেলে খাওয়ার’ কাজটি লিখে রাখি
তাতে অন্তত একটি কাজ করার গ্যারান্টি থাকে!
টুট-টুট-টুট পান করুন, পানি নষ্ট করবেন না!

টুট-টুট-টুট হলো পানিতে ধরে রাখা সূর্যোলোক (৩
তাড়াতাড়ি আমাকে কিছু ঢেলে দাও,
যেন মনকে সিক্ত করে মহৎ কিছু বলতে পারি (৪
হয় আরেকটু ঢালো, নয়তো সামনে থেকে সরো! (৫
বিজয়ীরা যা যোগ্যতায় লাভ করে, ব্যর্থদের জন্য তা অত্যাবশ্যক! (৬

শান্ত থাকুন এবং এক গ্লাস সাথে রাখুন
জীবনে আসে তাল, যখন আপনি টাল
কোন কিছুই কাজে না দিলে একটু ঘুমিয়ে নিন...
ডাক্তার বলেছেন, আমার এলকোহলে নাকি ব্লাড পাওয়া গেছে!

[ টুট-টুট-টুট= একটি শক্তিশালী তরল পানীয়র কল্পিত নাম ]


-------------------------- শেষ লেখাটির জন্য কিছু টীকা:
১. লেখাটি শুধু সুবিবেচক পাঠকের জন্য, যিনি নিজের ভালো মন্দ বুঝতে পারেন।
২. সৌজন্যে: বেন্জামিন ফ্রাঙ্কলিন: (১৭০৬-১৭৯০) যুক্তরাষ্ট্রের অন্যতম স্থপতি
৩. সৌজন্যে: গ্যালিলিও গ্যালিলি: (১৫৬৪-১৫৪২) ইটালিয়ান বিজ্ঞানী ও জ্যোতির্বিদ
৪. সৌজন্যে: এরিস্টোফিনিস: (খ্রি/পূ ৪৪৬-৩৮৬) প্রাচীন গ্রিসের রম্য-নাট্যকার
৫. সৌজন্যে: রুমি: (১২০৭-১২৭৩) সুফিবাদি আফগান কবি
৬. সৌজন্যে: নেপোলিয়ান: (১৭৬৯-১৮২১) প্রখ্যাত ফরাসি সেনানায়ক






উৎসর্গ:
উৎসর্গ না করলে এরকম নরবড়ে লেখা পোক্ত হয় না। দেখুন কাকে এই লেখা উৎসর্গ করা উচিত:

বিজন রয়: "নতুন লেখা দিন।"
শায়মা: "ভাইয়া এবারে একটা কবিতা লেখো।"
গেইম চেন্জার: "পোস্ট আশা করছি খুব দ্রুত!"

অতএব, তারাই হলেন প্রথম তিনজন। চার নম্বর থেকে সকল ব্লগারকে। :)

মন্তব্য ৭২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

অমনিট্রিক্স বলেছেন: হুম...কবিতাগুলো ভালো লাগলো।বিশেষ করে 'অগচরে গুহায় একদিন' কবিতাটা। টুট টুট টুট টুট :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


টুট-টুট-টুট আবার টেস্ট করতে যাইয়েন না :/

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: আমি চার নম্বর । :D

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ওক্কে.... আপনিই নিয়ে নিলেন! বাকিরা পাঁচ থেকে শুরু ;)



হাই...! কেমন আছেন?

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তিন নাম্বারটা এপিক হইছে!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাচানি? সাবধানে থাইকেন ভাইডি! B:-/

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

আমিই মিসির আলী বলেছেন: শান্ত থাকুন এবং এক গ্লাস সাথে রাখুন
জীবনে আসে তাল, যখন আপনি টাল
কোন কিছুই কাজে না দিলে একটু ঘুমিয়ে নিন...
ডাক্তার বলেছেন, আমার এলকোহলে নাকি ব্লাড পাওয়া গেছে =p~


+++

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সর্বনাশ... কোথায় গিয়ে হাত দিয়েছেন!
সাবধান কইলাম... সুবিবেচক পাঠক স্ট্যাটাস যেন ছুটে না যায় :||

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ চমৎকার হয়েছে । তিনটা কবিতাই অনবদ্য ।
কবি হলেই ভালো হতো মানে !!! --- আপনি তো কবিই , অসাধারণ কবি । আসলেই কবি হলে কত কত ছোট ছোট অনুভূতি গুলো বের করে আনা যায় , আলো বাতাসের মুখ দেখানো যায় অনুভূতি গুলোকে ।

আমি মুগ্ধ আপনার লেখায় । এবার থেকে শুধুই কবিতা আর কবিতা চাই । :D

আসলেই কোন কিছুই বোতলে আটকে রাখা ঠিক নয় , আমার চোখে তো অন্যায় --- তাই শুধুই ঢালো আর ঢালো B-)
দারুণ দারুণ লেগেছে ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওরেব্বাস!!! এত্ত বড় প্রশংসা....! ব্লগের কবিরা দেখলে আমার 'কবিরা গুনা' হয়ে যাবে :(
সকল প্রশংসা কবিদের প্রাপ্য। প্রথম লেখাটি তাদেরই জন্য।

আপনার মুগ্ধতা বিশাল বড় প্রাপ্তি আমার জন্য।
আর 'বোতল' সম্পর্কে যা-ই বলেছেন আমি একমত, কারণ আমি অনেক পানি পান করি। :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ভালো আছি । আপনার কবিতা পড়ে পাঙ্খা হয়ে গেলাম । :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পাঙ্খা! হাহাহা! এইডা আপনি ঠিকই বলছেন। পাঙ্খা হওয়া যায় মাঝেমাঝে ;)

ভালো থাকবেন, প্রিয় ব্লগার :)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: হা হা হা মজার ছড়া কবিতা। এলকোহলে ব্লাড পাওয়া গেছে এর চেয়ে মজা আর কিছুতে নাই। ধন্যবাদ মইনুল ভাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হায় হায়... প্রামানিক ভাই, আপনি বুঝি প্রলাপ পড়ে ফেলেছেন B:-/

ভালো থাকবেন... আর পরেরবার বেলতলীতে যাবার জন্য আমাকে জানাবেন :)
বেলতলায় আমার বারবার যাবার মনে চায় /:)

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

মাহমুদ০০৭ বলেছেন: টুট-টুট-টুট কি জিনিস তা জাতি জানতে চায় । B-)
হহাহা , প্রিয় মইনুল ভাই ত একদম কবি বন গিয়া !! এবং যথারীতি এখানেও রসের কোন খামতি দেখা গেল না।
টূট টুট অতিশয় উপাদেয় হইছে ;) প্রথম কবিতায় কেন জানি মনের ভেতরে গুণ মিয়ায় একটু উকি ঝুকি দিল :D


আরবি সাহিত্যে কবিকে সত্য উচ্চারণকারী হিসেবে সম্মানিত করা হলেও কবি যথেষ্ট বিভ্রান্তকারী ও বটে ।,

তবু , আমরা আম পাঠকরা '' আশার ছলনে ভুলি। '' বা বলা যায় ভুলতে ভালবাসি।
কবিরা জাতির সম্পদ সন্দেহ নাই। আমাদের দেশ এই সম্পদে প্রাচুর্যময়।
খাটি কবি হওয়া কিন্তু ব্যক্তিগতভাবে খুব দুখের । আমি রফিক আজাদের এই কথাটা বিশ্বাস করি। - একজন খাঁটি কবির
কবিতা ছাড়া আর কিছুই থাকে না। কবিতা তার সব খেয়ে ফেলে।

বেশ চমৎকৃত হলাম সন্দেহ নেই।যারা আপনার এই বাক বদলে ভুমিকা রেখেছেন সেই ত্রিরত্নকেও সেলাম জানাই।
ভাল থাকুন প্রিয় মইনুল ভাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তাই? তাইলে গুণে নহর করছে... X(
কবিতার নাম বলেন... আমি ফেইসবুকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি ইস্টেটাস ছুঁড়ে দেবো অক্ষণই
এইযে কিছু লেখতে গেলেই পূর্বসুরীরা আইসা ঝামেলা পাকায়, এইজন্যই তো কিচ্ছু লেহি না...
এহেম... ভালো কথা... গ্রেইট মেনেরা কিন্তু থিংক এলাইক... হুম!


কবিদের শুধুই কবিতাই শেষতক থেকে যায়। এসত্যি অস্বীকার করা যায় না।

অনেক ভালো থাকবেন... গল্পকার মাহমুদ০০৭!
লেখা দিন... বই প্রকাশ করলেও ব্লগে লেখা দিলে কেউ আপনাকে গল্পকারের তালিকা থেকে বাদ দেবে না... আমি কথা দিলাম /:)

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: হা হা হা .........

ধন্য হলাম। নতুন পোস্টে উৎসর্গিত হলাম। সোজা প্রিয়তে।

কৃতজ্ঞতা ও শুভকামনা।
আরো নিয়মিত আশা করছি।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



কবি বিজন রয়কে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: পর পর দুইবার লেখায় আমাকে স্মরণ করায় ধন্য হইলাম ভাইয়াজান!!!

আরও ধন্য হলাম আমার অনুরোধে কবিতা লেখার জন্য। :) :) :)


তোমার কবি জীবন সার্থক হোক ভাইয়ামনি!!!!

অনেক বড় কবি হও।:)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হায় হায় পরপর দু'বার বুঝি হয়ে গেলো? এটি কি স্বজনপ্রিয়তার পর্যায়ে পড়ে?
যা হোক... লেখার জন্য দু'একজন সাক্ষী না থাকলে বড়ই একা একা লাগে... বয়স তো আর কম হলো না B:-/


কবি জীবন!!! .... মাফ করবেন শায়মামণি... |-)
মানব জীবনের জন্য দোয়াটা চালিয়ে যাবেন... পিলিচ! :)

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

বিজন রয় বলেছেন: শায়মা দেখি খুব খুশি।

আসলে আমরা এক অপরকে এভাবেই ভালবাসা, সন্মান জানাতে পারি।

আবারো ধন্যবাদ মইনুল ভাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা...
কাউকে খুশি করতে পারলে.... সেটি তো মানুষ হিসেবে বড় পাওয়া।

ভালো থাকবেন... আপনিও :)

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

শায়মা বলেছেন: বিজনভাইয়া আমি ১০০% খুশি না। একটু একটু অখুশীও আছি।:( কারণ মইনুভাইয়া তোমার নাম আগে দিয়েছে।


ভাইয়াকে আমার নাম আগে দিতে বলো!:(

আমই ফার্স্ট হতে চাই.........

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা :)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: সবার মতো আমারও টুট-টুট-টুট ভালো লেগেছে। ;) বাকিগলোও সুন্দর। +।

কবিতা হোক নিয়মিত।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ। এবার তো দেখছি সত্যিই কবিদের পাল্লায় পড়লাম :)

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: টুট টুট টুট কয় বোতল লাগবে কন, পাঠায় দিমুনে, খাইয়া ঘুম দেন X(

নতুনদের পাইয়া বান্ধবিরে ভুইল্লা গেছেন X((

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সবই কাল্পনিক। কবিতার বিষয় নিয়ে কবিকে বিব্রত করবেন না ;)


ভান্দবিরে ভোলা কি যায় :)
ভোলা যায় না। পেদুচা আফাকে অনেক অনেক ধন্যবাদ!

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

সপ্তাংশু অর্পণ বলেছেন: "কবি হলেই ভালো হত"- কবিতাটি বোধহয় সামান্য উস্কানিমূলক কবিতা।
"অগোচরে গুহায় একদিন" কবিতাটি ভিন্নধর্মী কবিতা। যে যেমন ইচ্ছে এর অর্থ খুঁজে নিতে পারে।
"বিকারগ্রস্ত মর্ত্যবাসীদের প্রলাপ সঙ্কলন"- কবিতাটি আধুনিক ভাবসম্পন্ন।
সেরা লাইনঃ "কারণ টুট-টুট-টুট হলো বোতলবদ্ধ কবিতা "
ভালো লেগেছে। তাই প্রতিটা কবিতার আলাদা আলাদা করে মন্তব্য করলাম।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

'সামান্য উস্কানিমূলক'.... সামান্য নয় পুরোটাই উস্কানিতে ভরপুর ;)

অসাধারণ মূল্যায়ন করেছেন, লেখক ধন্য হলো।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার তিন টুকরো কবিতা। প্রথমটার চেয়ে দ্বিতীয়টা উত্তীর্ণ, দ্বিতীয়টার চেয়ে তৃ্তীয়টা। প্রথমটায় আমিও যেন গুনদাদাকে একটু আধটু দেখতে পেলাম, মাহমুদ০০৭ এর মত।
মনে হলো, প্রথম কবিতাটা লেখার সময় টুট টুট টুট এর ছিপি খোলা হয়েছিলো, দ্বিতীয়টার সময় ঢালা হয়েছিলো আর তৃতীয়টার সময় চরম সুখে ...
ফেরার পথে রহস্যময়ী
সুধায়: “কেন এসো না?
কেন থাকো না?”
-- টুট টুট টুট দিয়ে এই পিছুডাক ভোলা যায় কি?

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার মন্তব্য পড়ে এই অভাজন লেখক দিনভর হাসলো।
ভাই.... ছিপি খুলে এভাবে তিনটি লেখাতেই টুট-টুট-টুট মিশিয়ে দেবেন তা যদি যদি জানতাম :(

টুট-টুট-টুটে নয়, আপনার রসবোধে মাতাল হলাম :)
ব্লগে লেখার এই মজা অনন্য।

অনেক শুভেচ্ছা জানবেন, জনাব খায়রুল আহসান ভাই!

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: নতুন লেখা চাই, টুট টুট টুট !!!

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা মোটামুটি। দ্বিতীয়টি চমৎকার। তৃতীয়টিও স্বকীয়তায় ভাস্বর।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ।
কী লিখিতে গিয়া যে কী হইয়া গেলো, তাহা কেবল অভাজন লেখকই জানে /:)

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

অলওয়েজ ড্রিম বলেছেন: কবি হলেই ভালো হতো
বলা যেতো সব
করা যেতো ইচ্ছে মতো
শব্দের কলরব।


এমন কলরব আরো শুনতে চাই।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময় পেলেই লেখা চলবে, সেটি কবিতা হোক কিংবা প্রবন্ধ।
সাথে থাকার জন্য ধন্যবাদ, অলওয়েজ ড্রিম :)
অনেক দিন পর পেলাম আপনাকে।

২০| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
৩নং টা মাষ্টার পিস হইছে। :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: তাই? লেখক হলো ধন্য। :)

২১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: খায়রুল আহসানের ভাইয়ের পর আর বলার কিছু খুঁজে পেলাম না।
কি বোর্ডে আঙুল খালি টুট টুট লিখতে চায়;)

অসাধারন ত্রয়ী কাব্যে মুগ্ধতা একরাশ।

কবিতায় এত সূখ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :):):)

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় বিদ্রোহী ভৃগু :)

২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



ঈশশশশশশশশশশশশশশশশ সবাই ছড়ায় টাল । কেবলমাত্র "টুট-টুট-টুট" খেয়ে এতো টাল হওয়ার কথা নয় । মনে হয় "মাটুট -ঈনটুটি মইটুটানুল " নামের আফ্রিকান চোলাই এর আফটার এফেক্ট এটা । :( নইলে শুরু ও শেষ মিলিয়ে ফাঁকে ফোঁকে এই যে গদ্য কবিতা লিখলেন সুবিবেচক পাঠকের জন্য ------
"কতিপয় অপচেষ্টাগুলো
কিছু টীকা দিতে হলো
উৎসর্গ না করিলে
পোক্ত লেখা হয় জলো............. "

এটা তারা নিজেরাই ভালো মন্দ বুঝতে পারেন নাই বলেই এই ফ্রাঙ্কলিন মার্কা এরিস্টোফিনিসিয় অংশটুকু আত্মস্থ করতে পারেন নাই । :P
আসলে কবি হলেই ভালো হতো
সবাই যদি রুমি হইতো
তবে কবির এই অনুভব
ভাবা যেতো সব.................. B-)

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//মনে হয় "মাটুট -ঈনটুটি মইটুটানুল " নামের আফ্রিকান চোলাই এর আফটার এফেক্ট এটা।//
হাহাহা! এমন একটি সরেস মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়া রীতিমতো অন্যায়।

কীভাবে আমার লেখা থেকে আরেকটি কবিতা বানিয়ে ফেললেন, জী এস ভাই, মুই ইমপ্রেসড! :-B

সালাম এবং শুভেচ্ছা কবুল করবেন :)

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একরাশ মুগ্ধতা মইনুল ভাই, প্রতিটি চমৎকার। তৃতীয়টা দিয়ে তো কবি সকলকে হোম ওয়ার্ক দিয়ে দিলেন একেবারে, চমৎকার এক্সপেরিইমেণ্ট।

ভাল থাকুন প্রিয় ব্লগার, শুভকামনা রইবে সর্বদা।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এক্সপেরিমেন্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কিতা কন... এইডা তো কবির কাল্পনিক কল্পনা.... আপনার ছবির মতো কিউট হাসিটা দিতে মন চায়।

আপনাদের মুগ্ধতা আমার গলার মালা........... :)

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

উল্টা দূরবীন বলেছেন: মগ্ধতা রেখে গেলাম। তিনটে কবিতাই জোশ।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা... ধন্যবাদ, ‍উল্টা দূরবীন :)
ভালো থাকুন।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবি হলেই ভাল হত, কবি হলে অগোচরে গুহায় বসে একদিন বিকারগ্রস্ত মর্ত্যবাসীদের প্রলাপ সঙ্কলন করতাম।


দারুন!

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা.... সব লেখা দিয়ে আপনি যেভাবে বাক্য রচনা করে ফেললেন, তাতে এই লেখকের আর কিছু বলা থাকলো না! /:)

শুভেচ্ছা জানবেন, চন্দ্ররথা রাজশ্রী.... (রাজকীয় নামটি খুবই পছন্দ হলো!)

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: ভাইয়া আজকের ছুটির দিনে লিখে ফেলো আরও একখানা ছুটি কাব্য!!!!!!!


কবি নজরুলের মত, সুনীলের মত বা রবি ঠাকুর বা কবি মাঈনউদ্দিন মইনুলের মতই!!!!!!!:)

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এখন মন্তব্য দেবার মুডে আছি। মুড না থাকলে বুলেট মারলেও লেখা আসবে না।

আমি তো হাসান মাহবুব, প্রফেসর শঙ্কু, মামুন রশিদ, সোনাবীজ অথবা শায়মা.... ইত্যাকার কেউ নই :(

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: আহালে ম্যুড কে নষ্ট করে দিলো ভাইয়ামনি!!!!!!!!

আর তুমি হাসান মাহবুব, প্রফেসর শঙ্কু, মামুন রশিদ, সোনাবীজ অথবা শায়মা হবে কেনো!!!!!!!!!!!!

তুমি তো তুমিই!!!!!!!!!!!!

ওয়ান এ্যান্ড অনলি আমাদের মাইনু ভাইয়া!:)

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সকল প্রশংসায়ই বিগলিত হই... বিনম্র হই! মনের ভেতর একটি অবুঝ শিশু বাস করে!!!
মাঝে মাঝে মনে হয়, কেউ আমাকে নিয়ে কিছু মিথ্যা প্রশংসাই যুক্তি সহকারে করে দিক।
প্রমাণ দিয়ে কে কী করেছে এ ধরাতে! /:)

ধন্যবাদ আপনাকে, শায়মামনি :)

২৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাক্তার বলেছেন, আমার এলকোহলে নাকি ব্লাড পাওয়া গেছে!

B-) =p~


ভিন্ন স্বাদের কবিতা , সব গুলোই চমৎকার । শেষটা চমৎকার টু দা পাওয়ার এরর ----

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সবই আপনাদের নিয়ে থুয়ে!
আপনাদের রসের ভাড়ার থেকে একটু একটু চুয়ে পড়ে, আমরা সেটা লুপে নেই।

অনেক ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন ভাই।

২৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

মাসূদ রানা বলেছেন: সুন্দর ছড়া ......

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ। অনেক দিন পর দেখতে পেলাম আপনাকে।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: প্রতিটা কবিতাই সুন্দর মাইনুদ্দিন মইনুল।
+

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নাউযুবিল্লাহ... আপনি সব পড়েছেন? তওয়াস্তাকফিরুল্লাহ... :P



কবিতা নয় প্রলাপ।
কিন্তু থেংকু জুনাপা!

৩১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

গেম চেঞ্জার বলেছেন: বিজন রয়: "নতুন লেখা দিন।"
শায়মা: "ভাইয়া এবারে একটা কবিতা লেখো।"
গেইম চেন্জার: "পোস্ট আশা করছি খুব দ্রুত!"



ব্লগভঙি বলে কোন শব্দ থেকে থাকলে আমি বলব, এই তিনজনের নিজেদের ব্লগভঙি এখানে প্রকাশ পেয়েছে। কে কিভাবে কমেন্ট করেন, কথা বলেন সেটা এখানে চমৎকারভাবে উঠে এসেছে। ;) ;)

৩টি অপচেষ্টার মধ্যে শেষেরটিতে রীতিমত তব্দা গেলাম। তবে এটারও যে একটা দৌড় আছে সেটা নাম্বার মিলিয়ে বুঝতে পারলাম।

৩ সত্যিই অসাধারণ লেগেছে!!! :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

;)


এসব লেখায় কমেন্ট করলে আসলে উত্তর দিতে হয় না :-B

৩২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬

শামছুল ইসলাম বলেছেন: এত সুন্দর ৩ টা কবিতা আমি কি ভাবে মিস করলাম?

//কবি হলেই ভালো হতো// কবিতার যেটুকু বার বার পড়তে ইচ্ছে করেঃ

//কবি হলেই ভালো হতো
বলা যেতো সব
করা যেতো ইচ্ছে মতো
শব্দের কলরব।//


//অগোচরে গুহায় একদিন// কবিতার যেটুকু বার বার পড়তে ইচ্ছে করেঃ

//ফেরার পথে রহস্যময়ী
সুধায়: “কেন এসো না?
কেন থাকো না?”
আনমনেই বের হয়ে যাই
নতুন জীবনকে
উদযাপন করার সিদ্ধান্তে। //


//বিকারগ্রস্ত মর্ত্যবাসীদের প্রলাপ সঙ্কলন//
কবিতার যেটুকু বার বার পড়তে ইচ্ছে করেঃ

//শুধু দু’টি কারণে আমি পান করি:
যখন আমার মন ভালো থাকে আর যখন মন খারাপ থাকে//
B:-/

শুধু প্রবন্ধ ও গবেষণা মূলক লেখা নয়, কবিতাতেও আপনার বিচরণ আমাকে মুগ্ধ করেছে।
কবি মাঈনউদ্দিন মইনুল ভাইকে সশ্রদ্ধ অভিবাদন।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার নিজস্ব স্টাইলের মন্তব্যটি পেয়ে অনেক ভালো লাগছে!
কবিতায় আমার ‘বিচরণ’ ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুধুই চেষ্টা করছি, মনের আনন্দের জন্য।

এমন পাঠক পাশে পেলে কার না ভালো লাগে :)

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: কেমন যেন ভাল লাগে,
ভাল-মন্দ সবি!
শখের বশে হয়েছি,
আখ্যায়িত কবি!!
ইচ্ছে করে লিখি এটা-ওটা,
বাদ যেন না যায় কিছু,
লিখার প্রতি বিস্বাদ,
ছাড়েনা আমার পিছু।
তাই লিখতে গিয়ে থমকে যাই,
আমি বারংবার,
ভাবছি কবে নব উদ্যম
ফিরে পাবো আবার!!
.
কবিতাগুলো ডায়রিতে জমিয়ে রাখতেছি,কোনো একদিন সুযোগ বুঝে বিলিয়ে দেব!!
কবিতাগুলো ভাল হয়েছে!!

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো লেখেছেন তো!

৩৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:২৮

নাসির ভাই বলেছেন: ভালো লাগল কবিতাগুলো। ++

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ :)

৩৫| ১২ ই মে, ২০১৬ রাত ৮:১৯

আহসান জামান বলেছেন: চমৎকার লাগলো ভাই! মনপ্রফুল্ল।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ.... :)

৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৪

এম এ কাশেম বলেছেন: কবিরা শন্কায়
করেছেন অন্যায়
ভেসে যান
ভালবাসার বন্যায়।

কবিতার জগতে স্বাগতম কবি।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ধন্যবাদ এবং হ্যাপি নিউইয়ার, এম এ কাশেম ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.