নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

মুখোশই সত্য!

২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮




অনেক কথা বলেছি, বলে যাচ্ছি। অনেক চেষ্টা করেছি, করে যাচ্ছি, সত্যকে ধারণ করতে। অন্তত প্রকাশ্যে! লেখায় মননে আচরণে। অন্তত যতটুকু দেখা যায়। পাঠককে শ্রোতাকে সহযাত্রীকে সহকর্মীকে বুঝাবার চেষ্টা করেছি যে, অনেকের মধ্যে আমি উত্তম। আমার হাসি শুধুই আনন্দের কথা বলে। বলতে চেষ্টা করেছি, আনন্দই সত্য।

বলতে চেয়েছি, বিষাদ অভাব বেদনা অপ্রাপ্তি... এসবই অসত্য অস্থায়ি অনুভূতি। এসব অবিচার বৈষম্য পুঁজিবাদ বিচারহীনতা আর দুঃশাসনের ফল। সবই ক্ষণকালের। কিন্তু বাস্তবতা কঠিন সত্যকে তুলে ধরে - অনেকটা রূঢ়ভাবেই। এত সত্য যে মানুষ একে মোকাবেলা করতে ভয় পায়।

মুত্যুর মতো 'অনিবার্য সত্য' প্রতিটি ললাটে অংকিত থাকলেও, মানুষ এ থেকে প্রেরণা নেয় না। অনেক ছল-ছাতুরির আশ্রয় নেয়। ফলে সত্য থাকে মেঘে-ঢাকা-চাঁদের মতো। তাই আনন্দকে পুরো সত্য ধরা যায় না।

মানুষের বাহ্যিক দিকটি চাতুর্য্যময়তা আর ছলনায় ভড়া। মুখমণ্ডল মনের অভ্যন্তরকে কদাচিৎ প্রকাশ করে।

উত্তম সদাচরণ সদ্ভাব সহমর্মিতা সবসময় ধরে রাখা যায় না। সবসময় সত্য হয় না। কিছু আসে অন্তর থেকে, বাকিটুকু সামাজিক। মুখমণ্ডলগুলো জীবন্ত চামড়ার মুখোশ, যাতে ঢেকে থাকে ঈর্ষা পরশ্রীকাতরতা কপটতা আর নিজেকে জয়ী রাখার স্বার্থপর চেষ্টা।

মুখোশই সত্য!

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬

আনিসা নাসরীন বলেছেন: অনেক রাগ নিয়ে লেখাটা লেখা।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রাগ হলো এমন একটি অনুভূতি, যাকে সর্বোচ্চ সত্যতা প্রদান করা যায়। মানুষকে ক্ষেপিয়ে দিন, সত্য বের আসবে ;)

শুভেচ্ছা................. আনিসা নাসরীন :)

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: মুখমণ্ডলগুলো জীবন্ত চামড়ার মুখোশ, যাতে ঢেকে থাকে ঈর্ষা পরশ্রীকাতরতা কপটতা আর নিজেকে জয়ী রাখার স্বার্থপর চেষ্টা।

.........সুতরাং আমিও বলি মুখোশই সত্য!

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুতরাং মুখোশই সত্য........... সাদামন ভাই। আপনার মতো সাদামন হতে স্পৃহা হয় :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান কেমন আছেন? অনেক দিন পর ব্লগে পেলাম :)

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময় পেলে মন পাই না, মন পেলে সময় পাই না। মাঝে মাঝে কোনটাই পাই না :(

সাদামন ভাই... ভালো আছি। ঈশ্বরদত্ত জীবনকে যথাসাধ্য উপভোগ করার চেষ্টা করছি।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৬

কানিজ রিনা বলেছেন: চামরার মুখোশ পড়া মানুষ গুল দেখতে
মানুষের মতই, আসলে মানুষ রুপী মুখোশ
সত্যটা মিথ্যা দিয়ে ঢাকে। পাপ বাপের ছারেনা
এটাও সত্য। ধন্যবাদ,

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কানিজ রিনাকে অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন:
ঈশ্বরদত্ত জীবনকে যথাসাধ্য উপভোগ করার চেষ্টা করছি। .........খুব ভালো, আমি মাঝে মাঝে চেষ্টা করি :)

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

চেষ্টা সফল হোক :)

৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: কানে কানে বলি, কেউ কি ছ্যাকা ট্যাকা দিছে?? :P

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছাত্রজীবন থেকেই আমি ছ্যাকা-সীমার বাইরে অবস্থান করতাম... এখনতো প্রেমে মজে আছি জীবনের সাথে। ছ্যাকা অপ্রাসঙ্গিক।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: বিফলতাই সফলতার চাবিকাঠি, আপনার যেহেতু বিফলতা নাই, সুতরাং........... :-B

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, সাদামন ভাই। আপনাদের ভালোবাসায় ব্লগকে ভুলতে পারি না :)

৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন: অবশেষে বুঝেছি, উত্তম সদাচরণ সদ্ভাব সহমর্মিতা সবসময় ধরে রাখা যায় না।


খাটি কথা ভাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ... প্রিয় ভ্রমরের ডানা :)

৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন: কিছু আসে অন্তর থেকে, বাকিটুকু সামাজিক।

এই লাইনটা সুন্দর লাগল। একটু কারেকশন লাগত মনে হয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পুরোটাই সংশোধণ করতে হবে। আবার নতুন করে লেখতে হবে। তারচে' বরং নতুন আরেকটি লেখে নেবো। অতএব আর লেখবো না ;)

১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: বিষাদ অভাব বেদনা অপ্রাপ্তি... এসবই অসত্য অস্থায়ি অনুভূতি। সুখের বিপরীত কিন্তু এটা।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম.... ধন্যবাদ। এখানে একটি ইচ্ছাকৃত বিভেদ রেখে দিলাম। পরের কোন লেখায় মিলিয়ে নেবে ক্ষণ :)

১১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: ১ম +।

মুত্যুর মতো 'অনিবার্য সত্য' প্রতিটি ললাটে অংকিত থাকলেও, মানুষ এ থেকে প্রেরণা নেয় না।............মুখমণ্ডলগুলো জীবন্ত চামড়ার মুখোশ, যাতে ঢেকে থাকে ঈর্ষা পরশ্রীকাতরতা কপটতা আর নিজেকে জয়ী রাখার স্বার্থপর চেষ্টা। -- আসলেই মানুষগুলো দিন দিন পশু হয়ে যাচ্ছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম... ধন্যবাদ, সুমন কর.... ভালো থাকুন :)

১২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: সত্য কথন বটে ।মানুষকে চেনা বড় দায় । কে কী ধারণ করে চলে মুখের ভাবভঙ্গীতে তা চলে উল্টো দিকে ! বস্তুত স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থ বলে কিছু নেই, আমরা যা করি তা শুধুই লেনাদেনার ব্যলেন্সশীট !

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লেনাদেনার ব্যালেন্সশিট... হাহাহা দারুণ :)

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৩

সোহানী বলেছেন: মানে কি মইনুল ভাই!! অনেক দিন পর মনে হয় ফিরে আসলেন সাথে একগাধা রাগ-অভিমান-দু:খ.... কি হয়েছে? খুলে বলেন আমরা আছি না !! B:-/ B:-/

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময় হচ্ছে না.... ব্লগে প্রকাশ করার ইচ্ছেটাও গায়েব! রাগ-অভিমান নেই.... সোহানী :)
"আপনারা যেহেতু আছেন", কিছু খাবারের বায়না করে দেবো একদিন ;)

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১২

সায়েদা সোহেলী বলেছেন: মুত্যুর মতো 'অনিবার্য সত্য' প্রতিটি ললাটে অংকিত থাকলেও, মানুষ এ থেকে প্রেরণা নেয় না। অনেক ছল-ছাতুরির আশ্রয় নেয়। ফলে সত্য থাকে মেঘে-ঢাকা-চাঁদের মতো। তাই আনন্দকে পুরো সত্য ধরা যায় না।

প্রতিটি মুহূর্তই আমাদের জন্য উপহার , আর উপহার পেয়ে আমাদের খুশি হবার কথা , আমরা হইনা , অকৃতজ্ঞ !!

.মুখমণ্ডলগুলো জীবন্ত চামড়ার মুখোশ, যাতে ঢেকে থাকে ঈর্ষা পরশ্রীকাতরতা কপটতা আর নিজেকে জয়ী রাখার স্বার্থপর চেষ্টা। ---------- হুম সব কিছুকে ছাপিয়ে যে মুখোশে থাকে সচ্ছতা , সারল্য , হাসির ছটা সেটাই সর্বশ্রেষ্ঠ মুখোশ ।

আপনার মুখোশ টা কিন্তু আমার অনেক পছন্দ মাইনুল ভাই , কোথায় পাওয়া যায় কিনতে বলুন ত ? :)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
স্বভাবসুলভ মূল্যায়ন। ধন্যবাদ।


মুখোশটা আমার এতো পছন্দ হলো যে, প্রাকৃতিক মুখোশটি ঢেকে দিতে দ্বিধা করলাম না ;)

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: হাসিটাকে গুম করে দিলেন! :(

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কিং সলোমন (সোলাইমান আঃ) অনেক সুখবিলাশের (যথা.... নারী, ধন, সুনাম, ক্ষমতা ইত্যাদি) মধ্যে থেকেও শেষ জীবনে বলেছিলেন, "ইহাতে আর আমার প্রীতি নাই।" একটা সময় আসবে, যখন প্রত্যেককেই বলতে হয়, ওগুলোতে আমার আর আনন্দ নেই।

আমি একটি মনস্তাত্ত্বিক মেটামরফিজমের মধ্য দিয়ে যাচ্ছি (শব্দটা খুব ভারি হয়ে গেলো কি?)। জীবনকে, জীবনের উত্তরাধিকারকে, অসাধারণ ভালো লাগতে শুরু করেছে। এত ভালো আর লাগে নি। লেখতে পড়তে দেখতে হাঁটতে হাসতে কাঁদতে শুনতে... ইয়ে করতে... হঠাৎ করে বেশি ভালো লাগতে শুরু করেছে। ভয় হচ্ছে, আমাকে কি খুব শিঘ্রই বলতে হবে যে, "ইহাতে আর প্রীতি নাই"?

আপনি আমার প্রিয় সহব্লগার, বিদগ্ধ লেখক। আর বুঝাবার কিছু নেই। ওটা শুধুই একটি ফেইসবুক স্ট্যাটাস :)

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

মানুষ সহজে বদলায় না।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//মানুষ সহজে বদলায় না//............ হুম!

কৃতজ্ঞতা আর শুভেচ্ছা জানবেন, জনাব :)

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন: সবসময় সত্য হয় না। কিছু আসে অন্তর থেকে, বাকিটুকু সামাজিক। মুখমণ্ডলগুলো জীবন্ত চামড়ার মুখোশ, যাতে ঢেকে থাকে ঈর্ষা পরশ্রীকাতরতা কপটতা আর নিজেকে জয়ী রাখার স্বার্থপর চেষ্টা।

সত্য কথাই বলেছেন, মুখোশই সত্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: অবশেষে বুঝেছি, উত্তম সদাচরণ সদ্ভাব সহমর্মিতা সবসময় ধরে রাখা যায় না। সবসময় সত্য হয় না। কিছু আসে অন্তর থেকে, বাকিটুকু সামাজিক। মুখমণ্ডলগুলো জীবন্ত চামড়ার মুখোশ, যাতে ঢেকে থাকে ঈর্ষা পরশ্রীকাতরতা কপটতা আর নিজেকে জয়ী রাখার স্বার্থপর চেষ্টা।
দারুন উপসংহার টেনেছেন , ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ ডক্টর :)

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুখোশ সভ্যতায় তো এই সত্য বটে- মুখোশই সত্য!

নববর্ষের শুভেচ্ছা :)

+++

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিদ্রোহীকে অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা...

২০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: মুখোশই সত্য! - একটা সত্য ও সঠিক পর্যবেক্ষণকে অল্প কথায় তুলে ধরার জন্য সাধুবাদ। সাথে অকাট্য যুক্তি আর ভারী অভিব্যক্তি এই ছোট লেখাটাকেও অনেক বড় মর্যাদা দিয়েছে, যা পাঠকদের একমত হওয়া থেকে বোঝা যায়। ভাল লেগেছে, + +।
কিছু কিছু মন্তব্য প্রতিমন্তব্যেও অনেক ভারী ভারী কথা এসেছে, যা ভাল লেগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ... :)

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০

অন্ধবিন্দু বলেছেন:
মূল্যবান কথা। মন-মানসিকতায় পরিধানকৃত এই মুখোশই সত্য হয়ে ওঠেছে! অস্বীকার করি কি করে। বোধ-অনুভবে ছল-চাতুরীর অনুপ্রবেশ, চাতুর্য্যময়তা আর ছলনায় গোছগাছ করা মুখমণ্ডলগুলোকে মানব-উপাত্ত থেকে উদ্দিষ্টহীন করে ফেলছে। আপনি উত্তম সদাচরণ সদ্ভাব সহমর্মিতার কথা বললেন, এসবকে তো সমাজ নিরুপায়তা দুর্বলতা ভেবে ব্যক্তিকে আরো হাল্কাজ্ঞান করা হচ্ছে। যিনি সত্যই অন্তর থেকে অহংকার-বর্জিত, পরশ্রীকাতরতামুক্ত আছে তার কি কোনও সম্মান আমরা উৎসাহী হয়ে করতে পারছি! উল্টো ছুঁচোর কেত্তনে জব্বর তাল দিয়ে চলছি।


আপনার সাথে দ্বিমত করার নেই। দান্তের ডিভাইন কমেডির ভঙ্গিতে আমিও বলে গেলুম, মুখোশই সত্য!

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... যথারীতি চিন্তাশীল মন্তব্য। মন্তব্যটি পড়েছি অনেক আগে, কিন্তু কীভাবে যেন নিরুত্তর থেকে গেলো।

//উল্টো ছুঁচোর কেত্তনে জব্বর তাল দিয়ে চলছি// হাহাহা!!!! :)


ভালো কথা বললেই মানুষ দান্তে, রবীন্দ্র, ভারজিল অথবা শেই্ক্সপিয়ার প্রমুখের কথা বলে! তারা আগে বলেছেন, কারণ তাদের জন্ম আগে হয়েছে। উত্তর-প্রজন্মের কেউ কি মৌলিক কিছু বলতে পারে না? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.