নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

প্রেমঃ অতঃপর অস্বীকার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

ওর সাথে অনেক দিনই হলো কথা হয়না কিংবা দেখেছিও বেশ কয়েক বছর আগে
প্রথম প্রেম ছিলো তাই হয়তো ওর প্রতি এখনো একটা দূর্বলতা রয়ে গেছে।

কিন্তু আমার খুব কাছের এক বান্ধবী মারফত কিছু জানতে চেয়েছিলাম।
আদৌ কি ও আমাকে মনে রেখেছে কিংবা আমার কথা মনে পড়ে?

আমার বান্ধবীর কাছ থেকে যা শুনলাম তা শুনে আমি রীতিমত হতবাক হয়ে গিয়েছিলাম।
ওর সাথে আমার যে প্রেম হয়েছিল তা ই ওর মনে নেই।
পুরোপুরি অস্বীকার করেছে আরকি। কি আর করবো। শুনে কিছুটা কষ্ট পেয়েছিলাম। এই ই।

বলছিলাম, সালেহ আর নিশির কথা।
সালেহ নিশিকে প্রচন্ড রকমের ভালবাসতো। এক কথায় নিশি ই ওর কাছে সকল অনুভূতির আশ্রয়স্থল ছিলো।
নিশি কিছুটা ইগোইস্টিক আর অহংকারী ছিলো।

প্রেমের প্রস্তাবটা সালেহ প্রথমে দিলেও অতটা জোড়ালো ছিলোনা।
প্রথমে নিশির প্রত্যাখ্যান। তার কয়েকমাস পর নিশিই আবার সালেহ কে প্রস্তাব (প্রেম)।
নাটকীয় প্রেম বলতে পারেন।

শুরুর কয়েকটা দিন খুব ভালোই কেটেছিলো দুজনের।
মোবাইলে আলাপ, স্কুলে দেখা করে কথা বলা।এভাবেই চলতো।

ঝড়ের মত বাধ সাধলো এসএসসি পরীক্ষার রেজাল্ট। সালেহ গোল্ডেন এ-প্লাস মিস করলো।
অনেকেই নিশিকে সালেহ এর খারাপ রেজাল্টের জন্য নিশিকে "অপয়া" বলে ঠাট্টা করেছিলো
এ নিয়ে দুজনের অনেক কথা কাটাকাটি হয়েছিলো।
যার ফলস্বরূপ, ব্রেকাপ।

দুজন দুদিকে চললেও সালেহ ঠিকই নিশির খবর রাখতো। নিশি কোথায় যায়, কি করে কিংবা কি করছে।

নিশির সাথে যোগাযোগ রাখতে সর্বাত্মক চেষ্টাই করেছে সালেহ। কিন্তু পারেনি। কারণ সালেহর পরিচিত এমন কেউই ছিলোনা যে নিশির অবস্থান সম্পর্কে জানতে পারবে।

তবে সালেহ এতটুকু জানতে পেরেছে যে নিশি এখন অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে আছে।

সালেহও সম্পররকে জড়িয়েছে।

কিন্তু মোরালটা হলো, একটা সম্পর্ক জায়গায় দাঁড়িয়েই অস্বীকার করাটা।
নিশি কিভাবে অস্বীকার করতে পারলো?????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.