![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"কষ্ট সহজ, বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ... স্পর্শ সহজ, হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ... দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ... শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..."
জীবনটা বড্ড বেশী এলোমেলো মনে হয় আজকাল। অথচ এই আমি কতটাই না গোছানো ছিলাম একসময়। ছোট থেকে নানা জায়গায় ঘুরেছি, নানা রকমের মানুষের সাথে মিশেছি। স্কুল আর কলেজের পাঠ চুকিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের দরজায় পা রাখলাম তখন সবকিছু অনেক বেশী নতুন নতুন ছিল। ছেলেদের সাথে তো কথা বলতেই ভয় পেতাম। মনে মনে ভেবে রেখেছিলাম আর যাই করি না কেন পড়তে এসে কারও সাথে প্রেম অন্তত করা যাবে না। ছোট বেলা থেকেই মাথার ভেতর প্রোগ্রাম সেট করে দেয়া হয়েছিল যে প্রেম করা যাবে না। সুতরাং সেদিকে পা বারাবার সাহস আর হয়ে ওঠে নি। প্রথম প্রথম খুব গুটি শুটি মেরে বসে থাকতাম ক্লাস এর ভেতর। ধীরে ধীরে সবাইকে খুব কাছের মানুষ মনে হতে লাগলো। একটা সময় দেখা গেলো ছেলে মেয়ে কোন ভেদাভেদ আর মনে হচ্ছে না। বন্ধু মানে সবাই বন্ধু হয়ে গেছে। কে ছেলে আর কে মেয়ে তা আর মনে হচ্ছে না। এভাবে তাদের সাথে চারটা বছর শেষ করে দিলাম। অনেক মজার ছিল সে জীবন। যখন পড়াশোনা শেষ হল একে একে সবাই অনেক ব্যাস্ত হয়ে পড়লো। দেখা গেলো কার আর সময় নেই। আমার তখন চাকরী হয় নি। যারা চাকরী করছে তারা খুব ভাব নিতো। মনে হত একেকজন যেন এভারেস্ট জয় করে ফেলসে। তখন খুব খারাপ লাগতো। এক সময় আমারও চাকরী হল। শুরু হল জীবনের নতুন আরেক অধ্যায়। এই অধ্যায় এ এসে আবার সেই অবস্থা। কাউকে চিনি না। সবাই যেন এলিয়েন দেখছে। আমি গেলে মনে হত আমি মঙ্গল গ্রহের বাসিন্দা। কিছু কিছু মানুষ তো খুব ই অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকাত। মনে হত আমি তাঁর জায়গা দখল করে বসে আছি। ধীরে ধীরে দুটো বছর চলে গেছে। এখন অবশ্য সবাই আমাকে মানুষ ই ভাবে। সবকিছু ভালই চলছিল। শুরু হল বিবাহ সংক্রান্ত ঝামেলা।জীবনে প্রেম তো করি নি। করতে হবে পারিবারিক ভাবে বিয়ে। যখন ই আমি ভাবি যে একজন অজানা অচেনা মানুষ আমার জীবন সঙ্গী হবে তখন ই আমার কলিজার ভেতর সাত মাত্রার ভুমিকম্প শুরু হয়ে যায়। আগে মনে হত দেশে ছেলের অভাব নাই। ইচ্ছা করলেই খুজে পাওয়া যাবে। কিন্তু না এই দুর্মূল্যের বাজারে ছেলে পাওয়া আর ফরমালিন মুক্ত ফল খুজে পাওয়া এক ই কথা। আমার মা এখন বলে জীবনে কি করলা? অন্তত একটা ঢঙের প্রেম ও তো করতে পারতা। তখন মনে হল আমি ভাষা হারিয়ে কোমায় চলে যাই। আমার তো হাত পা তোমরাই বেধে রেখেছিলে আর তোমরাই কি না উল্টো বাজনা বাজাচ্ছ এখন। সকাল বিকাল এখন যেন এসব ছাড়া আর কোন কথাই নাই। ভাঙা রেকর্ড এর মত সারাক্ষন বাজতে থাকে।মাঝে মাঝে মনে হয় পালিএ যাই। কিন্তু একলা তো পালানোও সম্ভব না। অফিস এ আসলেও নিস্তার নাই।এখন আর কোন কিছু গোছানো লাগে না। সব কিছু এলোমেলো। এই এলোমেলো জীবন থেকে কবে যে মুক্তি পাব। শুধু অপেক্ষায় আছি ভেঙে মর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। এলোমেলো জীবনের আর অবিচ্ছেদ্য অংশ হল আমার অফিস নামক জেলখানা। যেখান থেকে কোন মুক্তি নাই। ছোট বেলায় দোয়া করতাম হরতাল হবার জন্য। কারন তখন হরতাল মানেই স্কুল বন্ধ। কিন্তু এখন তো সেই উপায় ও নাই। হরতাল এ তো অফিস বাবাজি খোলাই থাকে। মাঝে মাঝে বস দের হম্বিতম্বি দেখলে মনে হয় তারা হল ফেরেশতা টাইপের মানুষ। তারা তো ভুল করতেই পারে না। আর আমরা হলাম তেলাপোকা শ্রেণীর প্রাণী। যাদের দেখলেই বস রা পিষে মারার জন্য উঠে পড়ে লাগে। উফফফফ!!! এই এলোমেলো জীবন থেকে একটা ব্রেক চাই। কবে পাবো ছুটি। কবে বলতে পারবো কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২
মেহেরুন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
স্বপ্নরাজ্য বলেছেন: আপনার সাথে তো দিদিমনি আমার অনেক মিল। আমিও মেয়েদের সাথে তো কথা বলতে ভয় পাই
। তয় একটা প্রেম করার খায়েশ আছে
:#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
মেহেরুন বলেছেন: হাহাহাহা।।খায়েশ যখন আছে প্রেম একটা করেই ফেলেন।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
শার্লক বলেছেন: হুম বিয়ে করতে গেলে টের পাওয়া যায়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৪
মেহেরুন বলেছেন: হুম। কি ভাই এইবার রেগে গেলেন না যে???
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: মনের কথাগুলো লিখছেনরে ভাই। এখন মনে হয় সত্যিই আগে কি সুন্দর দিন কটাইতাম! তখন টাকা ছিলনা কিন্তু সুখ ছিল এখন টাকা থাকলে ও জীবনটাকে বড্ড বেশী এলোমেলো মনে হয় আজকাল।
ধন্যবাদ, ভাল থাকবেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৬
মেহেরুন বলেছেন: আসলেই আগে কি সুন্দর দিন কাটাইতাম।ভালো থাকবেন ভাইয়া। ধন্যবাদ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৩
বিডি আমিনুর বলেছেন: যত দিন যায় তত টেনশন বাড়ে । আগের দিন গুল কত সুন্দর ছিল ।
২৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০১
মেহেরুন বলেছেন: হুম!! আগে কি সুন্দর দিন কাটাইতাম
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২
বলাক০৪ বলেছেন: Nice post. Don't let your work to engulf you. Live your life outside this.
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১
মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
রোদ্দুর মামুন. বলেছেন: প্রিয় হেরুন আপি , আরো কিছুদিন একাই থাকার চেষ্টা চালিয়ে যান। মনে হয় ভালকিছু লিখতে পারবেন । ইয়ে তো করবেনই আজ না হোক কাল !
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
মেহেরুন বলেছেন: আর কিছুদিন আমিও একলা থাকতে চাই। ভালো লিখতে পারবো কি না জানি না ভাইয়া। মনে যা আসে তাই লিখি। দোয়া করবেন। ভালো থাকবেন মামুন ভাইয়া।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমার লাইফটাও এখন বড্ড বেশি এলোমেলো, আপনার মতনই অবস্থা কিছুটা আমার,আপনারতো তাও জব আছে আমার তাও নেই...
চলেন কয়দিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাই একসাথে
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩
মেহেরুন বলেছেন: মন খারাপ কইরেন না আপু। মন খারাপ কেউ বুঝবে না। সে যাই হোক চলেন নিরুদ্দেশ হই। খুব ইচ্ছে করছে নিরুদ্দেশ হতে।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০
সাদাসিধা মানুষ বলেছেন: সহমত
সমবেদনা
শুভকামনা
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩
শার্লক বলেছেন: সবসময় রাগ ভালো না।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
মেহেরুন বলেছেন: যাক বুঝতে পেরেছেন তাহলে। কেমন আছেন?
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: সবাই যেন এলিয়েন দেখছে। আমি গেলে মনে হত আমি মঙ্গল গ্রহের বাসিন্দা।
দারুন ! নতুন জায়গায় গেলে আসলেই এমন মনে হয় !
++++
বিদ্রঃ আগের মন্তব্যটা ভুলে চলে গেছে ! মুছে দিয়েন
আর দোয়া করি মনের মত পাত্র পান !
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
মেহেরুন বলেছেন: দোয়ার জন্য ধন্যবাদ আরে সত্যি মনে হতো এলিয়েন দেখতেসে। আর রোজ ব্লগ এ ঢুঁ মারার জন্য আবার ধন্যবাদ।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
শার্লক বলেছেন: ভালো আছি। আপনি ভালো তো?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
মেহেরুন বলেছেন: আমিও ভালো আছি ভাইয়া।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: অনুসরিত করে নিয়েছি ! নির্বাচিত পাতার কোন ভরসা নেই
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১১
মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০০
একজন আরমান বলেছেন: আপু আপনার মা এখন এই কথাটা বলেছে। কিন্তু প্রেম করলে রিভার্স কথা বলতো। আমি ওভার শিওর। সো প্রেম করেন নি ভালোই করেছেন, কারণ তখন দেখতেন পরিবার ঝামেলা করছে,আর আপনি পরতেন দোটানাতে। শেষে কোন না কোন পক্ষকে আপনার কষ্ট দিতে হতোই।
কিন্তু না এই দুর্মূল্যের বাজারে ছেলে পাওয়া আর ফরমালিন মুক্ত ফল খুজে পাওয়া এক ই কথা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫০
মেহেরুন বলেছেন: আপনার সাথে আমিও একমত। আমি জানি তখন সে উল্টা কথা বলতো। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই। ভালো থাকবেন।
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৭
রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: প্রিয় ছোট্ দি, যতদিন না পর্যন্ত মনের মত মানুষের দেখা না পান ততদিন পর্যন্ত অপেক্ষা করেন। আর প্রেম করেন নি ভালোই করেছেন। কারণ ওটাতে বহুত ঝামেলা। এখন জীবনটা কিছুটা এলোমেলো লাগলেও কোনো ঝামেলা আছে বলে মনে হয় না।
আপনাকে ছোট্ দি বলে ডেকে ফেললাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৮
মেহেরুন বলেছেন: ধন্যবাদ বড়দা মনের মানুষ পাওয়া অনেক কঠিন রে ভাই। চাইলেই পাওয়া যায় না। আপনি আমাকে ছোট দি ডাকতে পারেন। শুনতে ভালোই লাগলো। ভালো থাকবেন। আর আবার ধন্যবাদ আমার এলোমেলো লেখা গুলো পড়ার জন্য।
১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬
একজন আরমান বলেছেন: আপু আমি আপনার থেকে ছোটো হবো। তাই তুমি করে বললেই বেশী খুশী হবো। :#> :#>
ধন্যবাদ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৮
মেহেরুন বলেছেন: ঠিক আছে আমাকে বড় বানায় দিলা
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আজকে থেকে ডায়েটিং শুরু করলাম
দোয়া করি একট সুন্দর জীবন হোক আপনার।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৩
মেহেরুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৮| ১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৮
নীলপথিক বলেছেন: যাব্বাবা, জীবনেও প্রেম করেন নি?
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০১
মেহেরুন বলেছেন: নাহ!!! জীবনে বড়ই আফসোস
১৯| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০২
জেমস বন্ড বলেছেন: উফফফফ!!! এই এলোমেলো জীবন থেকে একটা ব্রেক চাই। কবে পাবো ছুটি।
- কবে কবে পামু ছুটি
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৯
মেহেরুন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
নীলসাধু বলেছেন: মাঝে মাঝেই ঘাড় বাকিয়ে আসমান দেখি আমি
নীল দেখি, দিগন্তে চোখ রাখি
হাওয়ার তোড়ে ভেসে যাওয়া সারি সারি মেঘেদের দল দেখি;
উড়ে যাওয়া পাখীর দল আমাকে অপার আনন্দিত করে উড়ে যায় কোন দূর পরবাসে -
দীর্ঘশ্বাস শুনি নিজেরই;
আমি রয়ে যাই এই শহরেই
যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানেই
আমার কোথাও যাবার নেই - আমি কোথাও যাই না;
মেঘেদের দল আমাকে রেখে উড়ে যায়
উড়ে যায় জোড়া শালিক
কালো ভ্রমর!
একদিন দূরে কোথাও চলে যাবো ভেবেই
আমি প্রতিদিন রাস্তায় নামি -
অথচ সারাদিন শেষে আবার আমি ঘরেই ফিরি
আমার কোথাও যাওয়া হয়না