নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শ সৈনিক

আদর্শ সৈনিক › বিস্তারিত পোস্টঃ

নাফ নদীর পাড়ের দৃশ্য দেখার পর এক ভাইয়ের লেখা...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

#
গুলি খেয়ে ২০ দিন। লুকিয়ে থাকা। তারপর সেনাবাহিনীর চোখ এড়িয়ে কোনোমতে সীমানা পাড়ি। আহত স্থান পঁচে গেছে।
.
#
পড়ে গেলেন। কোন সাহায্য নিয়ে যাওয়ার আগেই মরে গেলেন মহিলাটা। মেয়ের তীব্র কান্না।
.
#
কোলের সন্তানটা মরে গেছে। মায়ের অসহায় চোখের পানি।
.
#
"আব্বু আম্মু নাই?"
"না"
ছোট বাচ্চা দুটোকে দেখে কেঁদে ফেললাম। বয়স তিন, পাঁচ। বউ বলেছিলো নিয়ে আসতে। পারলাম না। নিয়ম নাই।
.
#
পানি খাওয়াচ্ছিলাম। এক ঢোঁক খেয়েই বলছে, "আপনারা (নাফ নদীর) ঘাটে যান। ওখানে অবস্থা খারাপ।"
.
#
ওখানে আসলেই অবস্থা খারাপ। আট-দশ দিনের পথ পাড়ি দিয়ে মহিলা- শিশু- বৃদ্ধরা নিঃশেষ প্রায়। নড়তেই পারছেন না।
.
#
এতো পথ পাড়ি দেয়ার পরেও বৃদ্ধ পিতামাতা আর সন্তানকে কাঁধে তুলে আনছেন।
.
#
স্থানীয় বাঙ্গালীরা চরম খাইষ্টা। খুব বাজে ভাবে ধান্দা করছে, জুলুম করছে। কোটিপতি হওয়ার সূবর্ণ সুযোগ যেনো হাতছাড়া না হয়। ২০ টাকার আলু আর ৪০ টাকার চাল দিয়ে ১০০ টাকা, ২০০ টাকা হাতিয়ে নিচ্ছে ওদের থেকে। ওরা যে এদেশের টাকার মান জানে না! দুই লক্ষ টাকার বার্মিজ টাকা নিয়ে হাতে দুই হাজার দিয়ে ভাগিয়ে দিচ্ছে।
.
#
দূর দূরান্ত থেকে আসা বাঙ্গালী ভাইয়েরা অসম্ভব কষ্ট করেছেন, সাহায্য করেছেন।
.
#
টাকা পয়সার চাইতেও বেশি প্রয়োজন প্রচন্ডরকম কায়িক শক্তি আর সময় দেয়া। ত্রাণ দেয়ার পাশাপাশি নিজেরা গিয়ে কাজ না করলে...
.
#
৩০০ একর জমি ছিলো। বাদশার মতো জীবন ছিলো। আজ নিঃস্ব। হাত পাততেও পারছেন না তীব্র লজ্জায়। জীবন ঘুরে যায়। যাবে।
.
#
আগুন আর ধোঁয়া। ধোঁয়া আর আগুন। সারাদিন একটানা বর্ডার হয়ে মানুষগুলোকে আসতে দেখেছি। তারপর দিনশেষে ওদেরকে ফেলে রেখে অমানুষের মতো ফিরে এসেছি।
.
#
পানি ফুরিয়ে গেছে। হাত পা আর চলছে না। একটা বাবু পানি চাইলো ইশারায়। দিতে পারি নাই। আমি দিতে পারি নাই।
.
#
প্রত্যেকটা চেহারা মনে পড়ছে আর...
.
#
রাস্তার ধারেই বাচ্চা প্রসব করলেন অসহায় মা। ভুলবো না।
.
#
"এই দেশে দরকার হলে না খেয়ে মরে যাবো, তবুও আর কোনদিন ফিরে যাবো না।"
.
#
আমাদের ক্ষমা নাই। কারো ক্ষমা নাই



পরিবারটি মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। বাংলাদেশে এক ব্যক্তি শিশুটিকে ১০ টাকার একটি নোট দিলে তার সে কী উচ্ছ্বাস! তার নিষ্পাপ মুখের হাসি দেখে কার না ভালো লাগে? এভাবেই দান করুন রোহিঙ্গাদের জন্য।
সাহায্যের গ্রুপ এখানে ক্লিক করুন।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

বালু চর বলেছেন: বুক ফেটে যায়
বোবা কান্নায়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

আদর্শ সৈনিক বলেছেন: সাহায্যে এগিয়ে আসুন, শ্রম দিয়ে অথবা অর্থনৈতিকভাবে। পুরান জামা কাপড় থাকলে দান করুন। গ্রুপের লিংকে ক্লিক করুন।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাক স্তব্ধতায় হু হু কের মন।

স্থানীয় কিছূ লোকের ধান্ধার খবরে ঘৃনায় মন রি রি কের ওঠে...

বিশ্বময় পরিত্যক্ত মানবতা আজ নাফের জলে গড়াগড়ি খায়...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

আদর্শ সৈনিক বলেছেন: আমাদের এগিয়ে আসতে হবে। সাহায্যের হাত আমাদেরই বাড়াতে হবে। শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। পরিত্যক্ত পরনের পোশাক থাকলেও এগিয়ে আসবেন। ৫০ টাকা - ১০০ টাকা দিয়ে হলেও এগিয়ে আসবেন।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন: কিছু ধান্ধাবাজ ব্যাতীত সবাই এই লোকগুলোর পাশে আছে এটা একটা ভালো খবর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

আদর্শ সৈনিক বলেছেন: বিপদাপন্নকে সাহায্য করা বাঙ্গালি জাতির বৈশিষ্ট্য। বেশিরভাগ মানুষই সহানুভূতিশীল এবং মানবিক।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪০

উদাস মাঝি বলেছেন: সার্কাসের মহিষ আপনি কি উদ্দেশ্যে কথাটা বল্লেন ? ক্লিয়ার করুন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

আদর্শ সৈনিক বলেছেন: ওটা ছাইয়া আইডি। গালি গালাজ যুক্ত কমেন্ট করার জন্যই ওই লোক ওই আইডি খুলেছে। মডারেটরের উচিত এই ধরণের কুকুর গুলির বিরুদ্ধে লিগ্যাল একশনে যাওয়া। ব্লগের পরিবেশ নষ্ট করে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১০

Mysterious Mystery বলেছেন: আল্লাহ্‌ একমাত্র সাহায্যকারি :'(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

আদর্শ সৈনিক বলেছেন: নিশ্চয়ই

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২

নীল আকাশ ২০১৬ বলেছেন:
সার্কাসের মহিষের পেছনদিক। যার হাতে বাঁশ আছে, সেঁধিয়ে দিন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

আদর্শ সৈনিক বলেছেন: না বরং আমি চাই সে কমেন্ট করুক, তাতে অন্যরা দেখবে তারা কত ন্যারো মেন্টালিটির জানোয়ার। নাস্তিকদের ঘৃণা করাটা এখন সময়ের দাবী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.