![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র - সুনির্মল বসু
ভারতের উত্তর প্রদেশের গোরাক্পুর এবং আগ্রাতে মুসলমানদের সংগে হিন্দুরাও পবিত্র রম্জান মাসে রোজা পালন করছে।
শুধু তাই নয় গোরাকপুরে তারাবী নামাজের সময় হিন্দুরা মুসলমানদের সংগে দোকানপাট বন্ধ করে নামাজের জায়গা পরিস্কারে সহায়তা করছে। আর আগ্রাতে হিন্দুদের পাশাপাশি খৃস্টান সম্প্রদায়ও এগিয়ে এসেছে এই বলে যে যদি নামাজের জন্য স্থান সংকুলান না হয় তাহলে তারা চার্চে জায়গা করে দিতে প্রস্তুত।
সূত্রঃ ANI
-
২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮
চুরি যাওয়া আগুন... বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সৌহাদ্য ভ্রাতৃত্ব আর সম্প্রীতিইতো প্রকৃত ধর্ম।
+++
৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সুনীল রায় বলেছেন: ওখানকার সব সম্প্রদায়ই হয়ত প্রকৃত ধার্মিক। কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। আমি পাশপোর্ট করতে দিয়েছি-আমার, আমার স্ত্রীর এবং ছেলের। পুলিশ আমার বাসা, গ্রামের বাড়ি কিংবা অফিসে না গিয়ে পুলিশ আমাকেই রেজিস্ট্রি অফিসে দেখা করতে বলল। ওরা দুজন ছিল। ৩ পাশপোর্টের পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের জন্য সরাসরি ১৫০০ টাকা ঘুষ চাইল। দুজনের মধ্যে একজন বেশ বয়স্ক এবং তার মাথায় টুপি ছিল। ধারণা করি তিনি রোজা ছিলেন। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি পার্শবর্তী মসজিদে ছলে গেলেন। আরেকজন ছিল অপেক্ষাকৃত তরূণ। আমি তার সাথে বসচায় লিপ্ত হলাম। আশপাশের লোকজন ঘটনা শুনল। আমি ঘুষ দিতে চাচ্ছিনা শুনে সবাই অবাক হল। কেউ কেউ আমাকে কৃপন বলতেও দ্বিধা করল না। তারাই ঠিক করে দিল আমাকে ১০০০ টাকা দিতে হবে।
কেউ মনে করবেন না যে আমি শুধু মুসলিমদের কথা বলছি। এদেশের হিন্দু কর্মকর্তারাও ঘুষ খায় দেদারছে।
৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৯
নিষ্কর্মা বলেছেন: আমাদের আলেমদের জ্বালায় সঠিক ভাবে যেখানে ইসলাম প্রতিপালিত হয় না, সেখানে অন্য ধর্মের কেউ শখ করে কোন মুসলমান পার্বনে অংশগ্রহন করতে আসবে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সৌহাদ্য ভ্রাতৃত্ব আর সম্প্রীতিইতো প্রকৃত ধর্ম।
+++