![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র - সুনির্মল বসু
--অভিযুক্ত পল এন্থনী সিয়াঞ্চিয়া (২৩)
এক্জন এসল্ট রাইফেলধারী শুক্রবার সকালে লস এঞ্জেল্স বিমানবন্দরে হঠাত গুলি ছোঁড়া শুরু করলে বিমান যাত্রীগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পল সিয়াঞ্চিয়া নামের ২৩ বছর বয়সী এই যুবককে বাঁধা প্রদান করলে এক্জন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীকে খুন করে ফেলে ঐ যায়গাতেই। আরো বেশ কয়েক্জনকে আহত করার পর এল এ পুলিশ তাকে গ্রেফ্তার করতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সে পুলিশ কাস্ট্ডিতে আছে।
খবরের লিঙ্কঃ -
... foxnews.com/us/2013/11/01/passengers-evacuated-from-terminal-at-los-angeles-international-airport-after
দিগ্বিদিগ হয়ে আশ্রয় নেয়া যাত্রীদের একাংশ।
-- ব্রেকিং নিউজ
গুলি খাওয়া টি এস এ কর্মী
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
রেজা রাজকুমার বলেছেন: এখানে আসার পর এই সভ্য দেশের সভ্য কাজকারবার দেখিয়া একেবারেই ভীত হৈয়া পড়িয়াছি।
প্রায় প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হঠাত করিয়া বন্দুক্ধারী লোক নিরস্ত্র মানুষের উপর চড়াও হৈতেছে।
সুপারশপ,মল, স্কুল, নেভাল বেস ইয়ার্ড, এবং সর্বশেষ এই LAX এয়ারপোর্ট ।
২| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
আমি অসাধু বলেছেন: তাহাদের ওবামা ভাই কি করে? অন্য দেশের মুসলিম সন্ত্রাসী তাড়াইতে বিজি?? নিজের দেশের সন্ত্রাসী তারাইব কবে?
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১
রেজা রাজকুমার বলেছেন: দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসেবে শপ্থ নেওয়ার আগে অর্থাত, গতবছর ২০ ডিসেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের ওবামা জানান- ২০১৩ সালের জানুয়ারির মধ্যেই নতুন অস্ত্র আইনের প্রস্তাব কংগ্রেসে পাঠাবেন।
উল্লেখ্য , ১৫ ডিসেম্বর ২০১২ তে কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনে একটি এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ২০ জনই শিশু।
অনেক আমেরিকানের সংগে ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, তারা ওবামার এই উদ্যোগ এর বিপক্ষে। তারা মনে করে সংগে আগ্নেয়াস্ত্র রাখা তাদের নাগরিক অধিকার ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩
অবুঝ পাঠক বলেছেন: এখন এর চৌদ্দ গুষ্টির মাঝে কাউকে না কাউকে মুসলিম খুজা হবে আর বলা হবে এর কথায় সে এইটা করছে ...... সুতরাং মুসলিম রা দোষী ;
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
আমি অসাধু বলেছেন: উহা নাকি সভ্য দেশ?? সভ্য দেশের মানুষের এত অসভ্য কাজ-কারবার?