![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র - সুনির্মল বসু
শচীন ভক্তদের মন খারাপ? আসেন শচীনের বিদায়ে ব্যকুল না হয়ে একটু আনন্দ করা যাক।
প্রথমেই দেখা যাক ক্রিকেট জগতের এই মহান ইতিহাস সৃস্টিকারিকে টিমমেটরা গার্ড অব অনার দিয়ে বিদায় জানালেও আমাদের দেশের রাজ্নীতিক, সুশীলরা কে কী ভাবছেন।
শেখ হাসিনা :
শচীন ক্রিকেটের দেবতা। আমরা যেমন সমুদ্রজয় করেছি, শচীন তেমন বিশ্বজয় করেছে। আমরা যেভাবে হাজার-হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি, শচীন সেভাবে হাজার-হাজার রান করেছে। মহাজোট সরকারের প্রদর্শিত পথেই শচীন আজ শচীন হয়েছে। আমরা যে সর্বদলীয় সরকার গঠন করতে চাচ্ছি, এর সাথে একাত্মতা প্রকাশ করেই বিশ্বের সর্বদলীয় লোকজন শচীনের বিদায়ে অশ্রুসিক্ত হয়েছে। মূলত মহাজোট সরকারের অবসরের লগ্ন ঘনিয়ে এসেছে বলেই এই শোকে শচীন অবসরের সিদ্ধান্ত নিয়েছে।
খালেদা জিয়া :
অ্যাই সরকার মোশরেক সরকার! ইনারা একজন কাফেরকে ক্রিকেটের দেবতা বলছেন। কোনো মুসলমান কাউকে দেবতা বলতে পারেন না। অ্যাই সরকার শচীনকে দেবতা বলে দেশের তৌহিদি জনতার ধর্মানুভূতিতে আঘাত দিয়েছে। অ্যাই জালেম খেলোয়াড় একশোটি সেনচুরি করেছে। একশোটি চুরির পরেও সরকার তার প্রশংসায় পঞ্চমুখ। অথচ আমার তারেক মাত্র কয়েকটি টাকা চুরি করায়ই সরকার তারেকের বিচারের উদ্যোগ নিয়েছে! শচীন নাকি পঞ্চাশ হাজার রান করেছে, অথচ সে পঞ্চাশ হাজার রানের 'টেন পার সেন্ট' পাঁচ হাজার রান তারেকের কাছে পাঠায়নি। বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইবুনাল গঠন করে আমরা এই রানখেলাপি তাঁবেদার নাস্তেক ফ্যাসিবাদী খেলোয়াড়ের সুষ্ঠু, নেরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বিচার করব, এনশা আল্লাহ্!
হুসেইন মুহম্মদ এরশাদ :
হু ইজ শচীন? কে এই শচীন? ক্রিকেটে ওর ডেবু হয়েছে আমার শাসনামলে। ইনডিয়া সরকারকে রিকমেন্ড করে আমি ওকে টিমে ঢুকিয়েছি। এখন সে নাকি দেবতা হয়ে গেছে। ও কীভাবে দেবতা হয়? এই সাব-কন্টিনেন্টে দেবতা তো শুধু আমি। আমি আসল পুরুষ, ও আসল পুরুষ না। ও মাঠের খেলোয়াড়, আমি খাটের খেলোয়াড়; খাটের খেলোয়াড়রাই আসল খেলোয়াড়। ও হাজার-হাজার রান করেছে, আমি হাজার-হাজার রান দেখেছি। রান করার চেয়ে রান দেখায় ক্রেডিট বেশি। আউট হয়ে গেলে আম্পায়ারের সিগনালের অপেক্ষা না করেই শচীন মাঠ ছেড়ে যেত, আর আউট হয়ে যাওয়ার পরও আমি খাট ছাড়ি না। আসল পুরুষ কে, এবার বুঝে নিন। আসল পুরুষরা কারো জোটে থাকে না, নেক্সট ইলেকশন আমি এককভাবে করব।
আনিসুল হক:
আমি যখন রংপুর থেকে প্রথম ঢাকায় আসি, এর কয়েক বছর পরই ক্রিকেটে ষোলো বছরের একটি ছোট্ট ছেলের অভিষেক হয়। ছেলেটির নাম শচীন, ভালো নাম শচীন রমেশ টেন্ডুলকার। অত্যন্ত মিষ্টি একটি ছেলে। ছেলেটির চেহারা মনে পড়লে ভেউভেউ করে আমার কান্না পায়, আমার চোখে অশ্রু রেডি থাকে। আমি যখন বুয়েটে ভর্তি হই, তখন ও প্রথম সেঞ্চুরি করে। মনে আছে -- ওর সেঞ্চুরির আনন্দে আমি বুয়েটের মাঠে গড়াগড়ি খেয়েছিলাম। বুয়েট নিয়ে আমার অনেক গল্প আছে, সে গল্প নাহয় পড়ে করব। আজ ছেলেটা অবসর নিয়েছে। টিভিতে দেখেছি ওর মা-ও ওর খেলা দেখতে এসেছিলেন। আসলে মা প্রসঙ্গ এলেই আমার একটা কথা খুব মনে পড়ে। 'মা' নামে আমার একটা উপন্যাস আছে। 'হে ফেস্টিভালে' এটা ২০% ছাড়ে প্রথমার স্টলে বিক্রি হচ্ছে, আপনারা সবাই এটা কিনবেন। 'মা' উপন্যাসটি কিনে আপনারা শচীনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে ভুলবেন না যেন!
আসিফ নজরুল :
আসলে আমরা জাতি হিশেবে বরাবরই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। দলীয় ভিত্তিতে একেকজনকে অতি মূল্যায়ন করাই আমাদের জাতিগত টেনডেনসি। এই বায়াসড টেনডেনসিই আমাদেরকে বিশ বছর পিছিয়ে দিয়েছে। শচীনকে আজ ক্রিকেটের দেবতা বলা হচ্ছে, কিন্তু দেবতা একজন থাকতে পারেন না। আমি বলছি না যে, ক্রিকেটের দেবতা হবার যোগ্যতা ওনার নেই। ওনার প্রতি আমি যথেষ্ট সম্মান রেখেই বলছি -- এখন সময় এসেছে দেবতার ক্লাসিফিকেশন করার। শচীনকে আমরা ক্রিকেটের রাম বলতে পারি, জয়সুরিয়াকে আমরা ক্রিকেটের রাবণ বলতে পারি, জাভেদ মিয়াদাঁদকে আমরা ক্রিকেটের যুধিষ্ঠির বলতে পারি, আফ্রিদিকে দুর্যোধন, ইমরান খানকে রাবণ বলতে পারি ব্লা ব্লা ব্লা। পাকিস্তানের খেলোয়াড়দেরকে খেতাবের বাইরে রেখে আপনি তো নিরপেক্ষ হতে পারেন না; নিরপেক্ষ হতে গেলে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হলে পাকিস্তানি খেলোয়াড়কে আপনার অবশ্যই সাথে রাখতে হবে!
মুহম্মদ ইউনূস :
শচীন ক্রিকেটের লিটল মাস্টার, বাংলায় বললে ক্ষুদ্র শিক্ষক। ক্ষুদ্ররাই পারে বৃহত্ কিছু করতে, যেমন ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করেছি। এজন্য আমি নোবেল পেয়েছি, শচীনেরও নোবেল পাওয়া উচিত এবং নোবেল পাওয়ার জন্য শচীনের উচিত গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেয়া। শচীন আজ অবসরে যাচ্ছে, অর্থাত্ তার ক্যারিয়ার এখন জাদুঘরে; এভাবে দারিদ্র্যকেও আমরা জাদুঘরে পাঠাব। দারিদ্র্য যদি জাদুঘরে যেতে না চায়, তা হলে আমরা দারিদ্র্যের হাত ভেঙে দেব।
আহমেদ শফি :
শচীন একজন মালাউন। এই মালাউনরে দ্যাকলেই মেয়েগো দিলের মধ্যে লালা ঝরে। ও হইতেছে পুরুষ তেঁতুল। মেয়েরা তারে দেকলে 'ম্যারি মি, শচীন' বইলা চিল্লায়া ওঠে। মেয়েরা তারে লাভ মেরিজ করতে চায়, কোর্ট মেরিজ করতে চায়, তার লগে অবাধ মেলামেলা করতে চায়। এই শচীন ইমান-আকিদার জইন্য হুমকি। এখন থেকে আমি শফি স্টেডিয়ামে মাইয়া প্রবেশ নিষিদ্ধ করলাম আর শচীনরে বোরকা পরাইয়া মাঠে নামাবার হুকুম দেলাম!
-----------------------------------------------------
ডিসক্লেইমার ঃ লেখাটির ধারনা ফেসবুকের নিউজফীড (azadinlaw) থেকে সঙ্কলিত। সাক্ষাৎকারের চরিত্রগণ আসল হলেও বচন কাল্পনিক। চরিত্রগণের ভক্তকূলের গোস্যা হবার কোনো কারন নাই। ইহাকে নিছক আনন্দ হিসেবে নেওয়ার অনুরোধ থাকলো।
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
রেজা রাজকুমার বলেছেন: আপনাকেও অসীম ধন্যবাদ, কস্ট করে পড়ে আনন্দ পাওয়ার জন্য।অতি কৃতার্থ হলুম।
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
নিয়ানডার্থাল বলেছেন: সেই যে হাসা শুরু করলাম, পড়া শেষ করা পর্যন্ত হাসতেই আছি।
খুব জোস হইছে। বিশেষ করে খালেদা জিয়ার mimic গুলা অসাধারণ হইছে।
তেঁতুল হুজুরের টাও মজার হইছে। ধন্যবাদ ।
অফ টপিকঃ বৈশ্বিক রাজ্নীতিক বিশ্লেষন রেখে কী রম্যের দিকে আসলেন নাকি?
পোস্টে প্লাস +++
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
রেজা রাজকুমার বলেছেন: হাসতেই থাকেন।
পইড়া যাইয়েন্না আবার।
বিশ্ব রাজ্নীতি এখন ফেসবুকে চলে।
...... প্লাসের জন্য ধন্যবাদ ।।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এইটা এক লুল, স্বঘোষিত বড় কবির।
তার নাম না দেওয়াটা অন্যায়।
ওই লোক ক্ষেপলে খবর আছে।।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
রেজা রাজকুমার বলেছেন: সমস্যা নাই। দিলাম .... !!
----- অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
আরিফা হক বলেছেন: বেফুক আনন্দ পাইলাম
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
রেজা রাজকুমার বলেছেন: ধন্যবাদ দিয়া ছোটো করে দিলাম।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
ক্যাচালবাজ বলেছেন: জটিলস...................।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
রেজা রাজকুমার বলেছেন:
ক্যাচালস ........ ।
(ধন্যবাদ)
৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
নিজাম বলেছেন: মাথা খাটাইছেন বটে! এই মাথাটা ভাল কামে খাটাইলে আপনিও একজন শচিন হইতে পারিবেন। অনেক ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
রেজা রাজকুমার বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ পরামর্শের জন্য।
(এইটা যে খ্রাপ কাম জানলেন কেমনে ? )
৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
পপকর্ণ বলেছেন: জব্বর হইছে। অনুমতি দিলে ফেসবুকে শেয়ার দিতাম।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
রেজা রাজকুমার বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
দিলাম শেয়ারের অনুমতি (নিজ দায়িত্বে- দিয়েন )
৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: শচীনের বিদায় নিয়ে দারুণ রম্য। +।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
রেজা রাজকুমার বলেছেন: এছাড়া ভক্তকূলের মন ভালো করার উপায় কী ।
একটু রম্য ,রগড় না হলে কী আর চলে?
৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
বেকার সব ০০৭ বলেছেন:
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
রেজা রাজকুমার বলেছেন:
খালি হাসলেই হৈবো? কিসু কৈতে হৈবোনা?
১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: ও মাঠের খেলোয়াড়, আমি খাটের খেলোয়াড় !
ও হইতেছে পুরুষ তেঁতুল !
আনন্দ নেওয়া হলো । শুভেচ্ছা ।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
রেজা রাজকুমার বলেছেন: এরেই কয় আশি'র প্লে বয়। মাঠ আর খাট । :p :p :p
- আর তেঁতুল হুজুরের সব কিছুতেই তেঁতুলময় ।
আনন্দ নেওয়ার জন্য ধন্যবাদ দেওয়া হলো।
১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
ড. জেকিল বলেছেন: মজা মজা, ব্যাফুক মজা।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
রেজা রাজকুমার বলেছেন: ড. জেকিল, মিঃ হাইড্কে ফেলে একা একা মজা নিতেছেন?
...... ... অনেক ধন্যবাদ ।।
১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
স্বস্তি২০১৩ বলেছেন:
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
রেজা রাজকুমার বলেছেন: খালি আপনি না, আমিও পারি ভেট্কী দিতে
...... ... অনেক ধন্যবাদ ।।
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
ইয়ান্তোজোন্স বলেছেন: দারুন !!
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
রেজা রাজকুমার বলেছেন: ...... ... অনেক ধন্যবাদ ।।
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভালোই লিখেছেন।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
রেজা রাজকুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্ট এ আসার জন্য।
শুভেচ্ছা রইলো।
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
অনেকের মধ্যে একজন বলেছেন: পুরাই ফাডাই ফেলচেন। : D
তয় হেরে কেও নাস্তিক কয়লো না কিল্লেগা?
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
রেজা রাজকুমার বলেছেন: কার কথা বলছেন?
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ সাইফ উল আলম বলেছেন: এতো মজা রাখি কই? স্যার আলফ্রেড মখার কোন বাণী থাকলে ভাল হতো।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
রেজা রাজকুমার বলেছেন: মখা আলফ্রেড স্যারের বিবৃতি টেলিভিশনে কম দেখা যায় ইদানিং।
আপনার আইডিয়া থাকলে শেয়ার করেন।
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
রেজা রাজকুমার বলেছেন: D
১৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: দারুন হইছে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
রেজা রাজকুমার বলেছেন: শুভেচ্ছা রইলো ।
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
দুলাভাই. বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
রেজা রাজকুমার বলেছেন: দুলাভাই. বলেছেন:
২০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
শিকদার ওয়ালিউজ্জামান বলেছেন: দারুণ রম্য! ভালো লাগলো...
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
রেজা রাজকুমার বলেছেন: ...... ... আপনাকে ধন্যবাদ ।।
২১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
C/O D!pu... বলেছেন: এরশাদ চাচায় পুরা কোপাইছে...
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
রেজা রাজকুমার বলেছেন: চাচার "তাকত" এখনো শার্প ।
অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য।
২২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
রেজা রাজকুমার বলেছেন: ...
...
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
হাসান মাহবুব বলেছেন: চরম!
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
রেজা রাজকুমার বলেছেন: চ্রম => চরম <=> মরচ
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
তাসজিদ বলেছেন: ওরে কে আছস? আমারে ধর
১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৮
রেজা রাজকুমার বলেছেন: রাখেন, পড়ি যাইয়েন্না। লোক পাঠাইতাছি আপ্নেরে ধরার জন্য।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
ঢাকাবাসী বলেছেন: বেশ আনন্দ পেলুম। আপনাকে ধন্যবাদ।