নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা

You are free to choose,but you are not free from the consequences of your choice.

রেজা রাজকুমার

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র - সুনির্মল বসু

রেজা রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

বাংলার মাটি দূর্জয় ঘাঁটি বুঝে নিক দূর্বৃত্ত !!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৪



আজ ৬ ডিসেম্বর। ফেনী মুক্ত দিবস।

‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভূলবো না।’’ আজ শুক্রবার সেই রক্ত ঝরা ৬ ডিসেম্বর যেদিন বাংলার বীরমুক্তি সেনানীদের দীপ্ত পদভারে কম্পিত হয়েছিলো ফেনীর আকাশ বাতাস। লাল সবুজের অজেয় পতাকা হাতে ফেনী শহরের পূর্বাঞ্চল দিয়ে বিজয়ী মুক্তি সেনারা প্রবেশ করে ফেনী শহরে। তার আগেই নভেম্বরের শেষ দিকে ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা আর মিত্রবাহিনীর প্রবল আক্রমণে দিশেহারা পাক বাহিনী আর তাদের দোসর রাজাকার, আলবদর, আল শাম্স বাহিনী সহ মিলিশিয়া বাহিনী ফেনী জেলার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে এসে ফেনী শহরে জড়ো হয়। আক্রমণ আরো জোরদার হলে সম্মিলিত পাক বাহিনী চট্টগ্রামের দিকে পালিয়ে যায়।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামে হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর নৃশংশ বর্বরতায় ক্ষত বিক্ষত ফেনী শহরে স্বাধীনতাকামী বাঙ্গালীরা বিজয়ের নিশান উড়িয়ে উল্লাস করে স্বজন হারাদের কান্না ভুলে গিয়েছিলো। জেলার বিভিন্ন স্থানে আটটি বধ্যভূমিতে শহীদদের লাশ সনাক্ত করতে বা তাদের কবর চিহ্নিত করতে ছুটে বেড়িয়েছিল স্বজন হারারা।

ফেনীর মুক্ত আকাশে পতপত করে উড়তে থাকে লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া লাল সবুজ আর স্বাধীন মানচিত্র খচিত বিজয় পতাকা। বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের মহান স্বাধীনতার ঐ সোপার্য্য অর্জনের এই মহাসন্ধিক্ষণে ফেনীবাসী উল্লসিত। সেই দিনটি অমর হয়ে থাকবে চিরদিন।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩২

পাঠক১৯৭১ বলেছেন: প্রথমে ফেনী, তারপর মিরসরাই, তারপর চিটগং: বিজয়ের সেই দিনগুলো, সেই মুক্তিযোদ্ধারা সবই মনে আছে এখনো!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

রেজা রাজকুমার বলেছেন: বাহ বেশ ভালো বলেছেন তো " বিজয়ের সেই দিনগুলো, সেই মুক্তিযোদ্ধারা সবই মনে আছে এখনো!" ....

অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.